![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুভি ডাউনলোড করার জন্য আমরা কেও DVD Rip চাই আবার কেও Bluray Rip চাই। এরপর কাঙ্কিত মুভির ডাউনলোড লিঙ্ক গুগলে সার্চ দিয়ে পেয়েও যায়। বড় বড় অক্ষরে মুভির নাম লেখা থাকে অমুক মুভি BluRay Ripped অথবা তমুক মুভি DVD Ripped 720p বা 1020p HD। :!> এসব দেখে খুসিতে গদো গদো হয়ে ডাউনলোডাইতে শুরু করি
। আর ডাউনলোড কমপ্লিট হইতেই ভুরু কুচকিয়ে ভাবতে হয় হাই হাই এইডা কি হইলো
!? আরে এটাতো Cam Ripped
বা ভিডিও কোয়ালিটি ভাল না বা ভিডিও কোয়ালিটি ভাল কিন্তু সাউন্ড কোয়ালিটি ভাল না বা মুখের সাথে অডিও ঠিকমত মিলেনা! তখন মেজাজটা কি চরম হয়ে যায়
। আসলে এটা হওয়ার কারন কিছু বদ পুলা পাইন আছে যারা মিথ্যা কথা কইয়া অ্যাডফ্লাই লিঙ্ক দিয়ে টাকা কামানোর জন্য এই কাম গুলা করে
। যাই হোক ডাউনলোড করার আগে সব থেকে সহজ পদ্ধতিতে ভিডিও কোয়ালিটি চেক করে ফেলুন। এরপর সব ঠিক থাকলে নাকে তেল দিয়ে ফাইনাল ডাউনলোড করতে দিয়ে দিন
।
প্রথম পদ্ধতিঃ
IDM ব্যবহারকারীদের জন্যঃ
সাধারন ভাবেই মুভি বা ভিডিও ফাইল ডাউনলোড করতে দিন। এবার একটু ডাউনলোড হতে দিন। ৫% বা কিছু বেশী । এবার আসল কাজ করার পালা। My Computer ওপেন করেন এরপর যথাক্রমে C Drive ওপেন করেন > Users > Atik > AppData > Roaming > IDM > DwnlData > Atik ব্যাছ ব্যাছ ব্রেক ব্রেক আর কোথাও যেতে হবে না। আমাদের কাঙ্কিত লোকেশনে চলে এসছি । এবার ইদুরের ডান দিকের কানটা মলা দিয়ে Group By > Date Modified সিলেক্ট করে দিন। তাহলেই দেখতে পাবেন আপনার লাস্ট রানিং ডাউনলোড আইটেম সবার উপরের ফোল্ডারে শো করতেছে। আর কিসের জন্য অপেক্ষা যান ফোল্ডারটি ওপেন করে দেখে নিন আপনার হবু বৌ
সরি হবু মুভি দেখতে কেমন হবে
!
বিদ্রঃ এখানে Atik পিসির ইউজার নেম ছিল। এটা যে যার পিসির ইউজার নেম দেখে ওপেন করবেন। আর এই পদ্ধতিতে অবশ্যই হিডেন ফাইল শো করানো থাকতে হবে। তা নাহলে AppData ফোল্ডারটি শো করবে না।
IDM এর ডাউনলোড ফোল্ডার ওপেন করার প্রসেসটা ঝামেলার মনে হচ্ছে? তাহলে নিচের সহজ প্রসেসটি ফলো করুন... নিচের পদ্ধতিটাতে এক ক্লিকেই ডাউনলোড ফোল্ডার ওপেন করতে পারবেনঃ-
প্রথমে ডেস্কটপের উপর ফাকা জাইগায় রাইট বাটন প্রেস করে "New" থেকে "Text Document" এ ক্লিক করুন। তাহলে একটা নোটপ্যাড txt ফাইল তৈরি হবে। এবার ফাইলটা ডাবল ক্লিক করে ওপেন করুন এবং নিচের কোডটি কপি পেস্ট করে দিন।
%SystemRoot%explorer.exe "%systemdrive%Users%username%AppDataRoamingIDMDwnlData%username%"
এবার "File" এ ক্লিক করে "Save As" এ ক্লিক করুন। এবং ফাইল নেমের টেক্সটবক্সে "IDM.cmd" লিখে ফাইলটি সেভ করে ফেলুন। ব্যাছ কাজ শেষ। এবার যখনই "IDM" ডাউনলোডের ফোল্ডারটি ওপেন করার দরকার হবে... শুধু IDM.cmd এই ফাইলটার উপর ডাবল ক্লিক করুন তাহলেই এক লাফে মেইন ফোল্ডারটি ওপেন হবে। ম্যানুয়ালি আর হাজারটা ফোল্ডার ওপেন করার প্রয়োজন হবে না।
উপরের কোডের কমান্ড গুলার মিনিং...
%SystemRoot% এটার মানে "windows" ফোল্ডারকে বোঝায়। আর %SystemRoot%explorer.exe মানে windows ফোল্ডারের মধ্যে থাকা explorer.exe এই ফাইলটিকে রান করার জন্য কমান্ড দেয়া হচ্ছে।
%systemdrive%: এটার মানে... windows যে ড্রাইভেই ইন্সটল দেয়া থাকনা কেনো সেটা Auto ডিটেক্ট করবে। এটা ইচ্ছা করলে "C:" এটাও দিতে পারেন। কারন windows নরমালি সি ড্রাইভেই থাকে।
%username%: এই কমান্ডটি গুরুত্বপূর্ণ। কারন প্রত্যেক কম্পিউটারের ইউজার নেম ভিন্ন ভিন্ন। আর এই কমান্ডটি আপনার কম্পিউটারের ইউজার নেম যেটাই থাকনা কেন সেটা অটো ডিটেক্ট করে নিবে।
আর বাকি কমান্ড গুলো কাঙ্কিত ফোল্ডারের নাম বোঝাচ্ছে বুঝতেই পারছেন?
%SystemRoot%explorer.exe "%systemdrive%Users%username%AppDataRoamingIDMDwnlData%username%" পুরোটার মানে explorer.exe প্রোগ্রামটিকে ব্যবহার করে যথাক্রমে লিখে দেয়া ফোল্ডার গুলোকে ওপেন করার জন্য কমান্ড দেয়া হচ্ছে।
দ্বিতীয় পদ্ধিতিঃ
FireFox বা Google Chrome এর জন্যঃ
প্রথমে মুভি বা ভিডিও ফাইল ডাউনলোড করতে দিন। ৫ % বা কিছু বেশী ডাউনলোড হওয়ার পরে। ব্রাউজারের মধ্যে Control + J প্রেস করেন। ডাউনলোড মেনেজার ওপেন হবে। এরপর যে ফাইলটা ডাউনলোড হচ্ছে সেটার উপর ইদুরের পয়েন্টার রেখে ডান দিকের কান মলা দেন। এরপর Open Containing Folder অপশনটিতে ক্লিক করেন। তাহলেই দেখবেন ভিডিও ফাইলটা আপনার সামনে চলে এসছে। তো আর কি ? ওপেন করে চেক করে ফেলুন
। আর সব ঠিক থাকলে হ্যাপি ডাউনলোড...
১১ ই জুন, ২০১৩ রাত ১২:৪৪
মো: আতিকুর রহমান বলেছেন: ভাই কমেন্টস দেখে ডাউনলোড করতে গেলে আবারো যেকোন সময় ধরা খাইতে পারেন। কারন ফেক কমেন্ট করা যায়। আর যেসব ডাউনলোড লিঙ্ক কারও রেফারে পাবেন সেখানে কমেন্ট অপশনই তো থাকবেনা, তখন কি করবেন? হয়তো তখন এটা কাজে আসতে পারে...
আর পোস্টে শর্ট একশান মুভি চলতাছে পোলা দুটার মধ্যে একটা টম ক্রুজ আর আরেকটা আমি...
২| ১১ ই জুন, ২০১৩ রাত ১২:২৫
রাখালছেলে বলেছেন: আমি তো দুইদিন আগেই ধরা খাইলাম । ধরার নাম "আয়রনম্যান থ্রি"
টরেন্টস নিয়ে কিছু বললেন না ।
১১ ই জুন, ২০১৩ রাত ১:২০
মো: আতিকুর রহমান বলেছেন: Iron Man 3 ডাউনলোড করতে যাইয়া তো আমিও দুদিন আগে ধরা খাইছিলাম ।
স্ক্রিনশটগুলা HD দেখে আলসামি করে আর ম্যানুয়ালি কোয়ালিটি চেক করেছিলাম না। তো আর যেতাম কোথা পুরা ১.১৩ GB ধরা।
অফিসিয়ালি Iron Man 3'র মাস্টার প্রিন্ট বার হয়নি। তবে Bluray Ripped লিক হয়েছে নাকি আজ দেখলাম। এই লিঙ্কে দেখেন।
1.7 GB Bluray Ripped লেখা আছে। কিন্তু আমি ডাউনলোড লিঙ্ক খুজে পাইনি । সেখানকার কমেন্ট গুলা দেখেন। দেখে মনে হচ্ছে সবাই আসলেই পাইছে কিন্তু সত্যি মিথ্যা বুঝতেছিনা... লিঙ্ক পাইলে দিয়েন।
আর টরেন্টেও ডাউনলোড করার আগে ভিডিও কোয়ালিটি চেক করা যায়। জাস্ট একটা সফটওয়্যার লাগে। টরেন্ট নিয়ে পরে একদিন লিখব...
৩| ১১ ই জুন, ২০১৩ সকাল ৭:২৫
ইমরাজ কবির মুন বলেছেন:
নতুন মুভি ডাউনলোড করার জন্য Yifi ইউজ করি, ধরা খাওয়ার চান্স নাই ||
১১ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৭
মো: আতিকুর রহমান বলেছেন: ভাই আমার একটা উপকার করেন প্লিজ... Iron Man 3'র ব্লুরে রিপড এর লিঙ্কটা পারলে মেনেজ করে দেন... আর ফাইলের ওজনটা 1.5 GB এর মধ্যে হলে ভালো হয়...
৪| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: টরেন্ট থেকে নামানোর সময় ভাল রিপারেরটাই নামানো উচিত, ধরা খাওয়ার চান্স একেবারেই নাই তাইলে।
১১ ই জুন, ২০১৩ রাত ৯:০১
মো: আতিকুর রহমান বলেছেন: তা তো বটেই... কিন্তু তার পরেও উল্টা পাল্টা হয় মাঝে মধ্যে। তাই আগেই ভিডিও কোয়ালিটি চেক করে ডাউনলোড করায় বেটার। যদিও টরেন্টের ভিডিও কোয়ালিটি চেক করার পদ্ধতি আলাদা...
৫| ১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
প্রভাষ প্রদৌত বলেছেন: ভাই idm.cmd ক্লিক করলে তো মাই ডকুমেন্টস নিয়ে আসে.........সমাধান দেন প্লিজ......
Sy;stemRoot%explorer.exe "sy;stemdrive%Usersus;ername%AppDataRoamingIDMDwnl
এটা লিখেছি ।
২০ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৭
মো: আতিকুর রহমান বলেছেন: আপনার দেয়া কমান্ডটি ভুল হয়েছে। শেষের দিকে খেয়াল করুন আপনি AppDataRoamingIDMDwnl এ পর্যন্তই দিয়েছেন। কিন্তু এর সাথে আরও কিছু কমান্ড আছে যেগুলা আপনি মিস করেছেন। যার জন্য কমান্ডটি ইনকমপ্লিট থেকে যাচ্ছে আর তাই এটি মাই ডকুমেন্টস নিয়ে আসছে।
পোস্টে আমার দেয়া কমান্ডটি সঠিক ভাবে পুরোটা কপি পেস্ট করে নিন। তাহলেই সমাধান হয়ে যাবে।
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৩ রাত ১২:১৭
ইমরাজ কবির মুন বলেছেন:
এক্কদম আগে ২-১বার ধরা খাইসিলাম, এখন আমি ডাউনলোড করার আগে কমেন্টস দেখে নেই।সমস্যা হয়না।
পোস্টে পোলাপান ২টা শুধুশুধু হুটোপুটি করতেসে কেন ??