![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
White Smoke ইংলিশ লেখার গ্রামাটিক্যাল সমস্যা বা বানান ভুল জনিত সমস্যা সমাধানের জন্য অত্যন্ত উপকারী একটা সফটওয়্যার। ধরুন আপনি ইংরেজীতে একটা মেইল বা আর্টিকেল লিখে কনফিউসড এই ভেবে যে বানান ভুল বা গ্রামাটিক্যাল সমস্যা থেকে গেল না তো? চিন্তার কোন কারন নেই আপনি এই কাজটি নিশ্চিন্তে White Smoke এর উপর দিয়ে দিতে পারবেন। আপনার লেখা মেইল বা যেকোন ইংলিশ লেখা চেক করার জন্য শুধু "F2" প্রেস করুন। এরপর White Smoke আপনার সম্পুর্ণ লেখাটি চেক করার পর ইনডিকেট করে বলে দিবে আপনার কোন্ কোন্ বানান ভুল হয়েছিলো, কোন্ কোন্ জায়গাই গ্রামাটিক্যাল ভুল হয়েছিল, কোথায় কোথায় ডট, কমা ইত্যাদি চিহ্ন বাদ পড়েছিল। নিচে একটা এনিমেটেড ডেমোর লিঙ্ক দিলাম দেখে নিন...
http://pixtube.tk/di-LGMM.gif
ডেমোটি অরিজিনাল সাইজে দেখতে উপরের লিঙ্কে ক্লিক করুন।
ডেমোটি ৮০০ KB সম্পুর্ণ লোড না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন...
ডেমোটিতে আমি লিখেছিলাম "i has an pen"। আর এখানে যে ভুল গুলা ছিল...
1. প্রথম অক্ষর বড় হাতের হয় কিন্তু আমি "i" ছোট হাতের দিয়েছিলাম। WhiteSmoke ভুলটি শো করছে খেয়াল করুন ডেমোটিতে।
2. "I" ফার্স্ট পারসন তাই এর সাহায্যকারী Verb "have বা had" হয়, "has" নয়। এই ভুলটাও শো করছে।
3. "pen" এর প্রথম অক্ষর "P" Consonant তাই Pen এর আগে "a" হবে, "an" নয়। এই ভুলটিও শো করছে।
4. আমি "pen" কথাটি দিয়ে বাক্যটি শেষ করেছিলাম তাই pen এর পরে ফুল স্টপ দিতে হত। কিন্তু আমি দিয়েছিলাম না। এই ভুলটিও সফটওয়্যারটি দেখিয়ে দিচ্ছে।
এরপর খেয়াল করুন আমি উপরে দেখানো ভুলগুলোতে ক্লিক করে সেগুলা কারেক্ট করে দিয়েছি।
যেভাবে White Smoke ব্যবহার করবেনঃ
আপনি যেকোন টেক্সক্ট বক্সের টেক্সটই চেক করতে পারবেন, শুধু "F2" প্রেস করলেই হবে। এছাড়াও আপনি যদি মনে করেন সব টেক্সট চেক করবেন না। তাহলে আপনার যতটুকু চেক করার দরকার ঠিক ততটুকু সিলেক্ট করে "F2" প্রেস করুন। তাহলে আপনার সিলেক্ট কৃত টেক্সট গুলোই পরীক্ষিত হবে। এরপর সব ঠিক করার পর "Apply Changes" বাটনে ক্লিক করলে টেক্সট বক্সের লেখার সাথে রিপ্লেস হয়ে যাবে। এছাড়াও আপনি মেনুয়ালি কপি পেস্ট করেও নিতে পারবেন। সফটওয়ারটি সবুজ রঙের লেখা দিয়ে গ্রামাটিক্যাল ভুলের নির্দেশনা দেয়। এবং লাল রঙের লেখা দিয়ে বানান ভুলের নির্দেশনা দেয়। আমার ডেমোটিতে করা ভুল গুলো সবুজ কালী নির্দেশিত ছিল অর্থাৎ আমার কোন বানান ভুল ছিল না, শুধু গ্রামাটিক্যাল ভুল ছিল। সফটওয়্যারটি সিস্টেম ট্রেতে সব সময় রান অবস্থায় থাকে তাই যেকোন সময় সেখানে ক্লিক করেও ব্যবহার করতে পারবেন।
এছাড়াও আরও একটি সুবিধা আছে। এটি আপনার লেখার মান কিরকম হল না হল সেটা ডান সাইডে শো করে। ফেয়ার, গুড, এক্সিলেন্ট, পোর ইত্যাদি...
যেভাবে কম্পিউটারে সেটাপ দিতে হবেঃ
১। প্রথমে এখানে ক্লিক করে White Smoke 2012 ডাউনলোড করে নিন।
২। ডাউনলোড শেষে সাধারন ভাবে ইন্সটল করে নিন।
৩। ইন্সটল শেষে এক্টিভেশন কোড চাইবে। এক্টিভেশন কোড দিয়ে "Continue" বাটনে ক্লিক করলেই কাজ শেষ।
৪। এক্টিভেশন কোড "2647842824"
এক্টিভেশন কোড আপডেটেড 19-06-2013 "1153188729"
"3928029956" আপডেটেড 24-06-2013
"3387765975" আপডেটেড 28-06-2013
"4106632415" আপডেটেড 05-07-2013
"2644854800" আপডেটেড 14-07-2013
আর হ্যা সফটওয়ারটি ফ্রিতে ৩ দিনের বেশী ইউজ করা যায় না। তাই ৩ দিন পর এক্টিভেশন কোড আপডেট করে দিবো এই পোস্টে। ৩ দিন পর পর আবার নতুন এক্টিভেশন কোড দিলে আবার সফটওয়ারট চালু হয়ে যাবে। সফটওয়ারটির লাইসেন্স কিনতে হলে আপনাকে প্রতি বছর ৮০ ডলার গুনতে হবে।
আর এই সফটওয়ারটি স্থায়ী ভাবে ক্র্যাক/ প্যাচ করার কোন বুদ্ধি নাই। কারন এটা অনলাইন বেসড সফটওয়ার। এবং এটা যতবার নেটের সাথে কানেক্ট হয় ততবারই White Smoke সার্ভার থেকে লাইসেন্স কোডের ভ্যালিডিটি চেক করা হয়। আর তাই তিন দিন পর পর লাইসেন্স কোড আপডেট করে ব্যবহার করাটায় ভাল। ৮০ ডলারের হিসেবে একদিনের ব্যবহার যোগ্য লাইসেন্সের দাম ১৮ টাকা অর্থাৎ ৩ দিনের লাইসেন্সের দাম ৫৪ টাকা। চিন্তা করবেন না আমি ৩দিন পর পর লাইসেন্স কোড আপডেট করে দিব। আপনারা শুধু কোডটি কপি পেস্ট করে নিবেন তাহলেই রিএক্টিভ হয়ে যাবে।
সবার জন্য শুভ কামনা সবসময়...
১৫ ই জুন, ২০১৩ রাত ১১:৩১
মো: আতিকুর রহমান বলেছেন: White Smoke রানিং অবস্থায় থাকলে রিমুভ হবে না। তাই আগে সিস্টেম ট্রে থেকে ক্লোজ করে তারপর রিমুভ করে দেখুন... রিমুভ হবে...
২| ১৫ ই জুন, ২০১৩ রাত ১১:২১
বাবলুশাহাদাত বলেছেন: ভাই আমার দরকার নাই!!!!!!!!! এত ভেজাললললললললললললললল
১৫ ই জুন, ২০১৩ রাত ১১:৩৬
মো: আতিকুর রহমান বলেছেন: ভাই আমি তো ঠিকমত ফরমালিন দিয়েই পোস্ট করেছি , কোন ভেজাল নাই...
কোন জিনিসটা আপনার ভেজাল বলে মনে হলো যদি বলতেন... তাইলে ট্রাই করে দেখতাম যদি ভেজালটা দূর করতে পারি...
৩| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:২৬
ইলেভেন্থ আওয়ার বলেছেন: প্রিয়তে নিয়ে রাখলাম আপাতত।
১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
মো: আতিকুর রহমান বলেছেন: ধন্যবাদ...
৪| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:১৯
সরোয়ার১৯৭৮ বলেছেন: আতিকুর ভাই, আমাদের যদি সফটওয়্যার টা দিতে চান তাহলে সারাজীবনের জন্য উন্মুক্ত করে দিতেন, ৩ দিন ব্যবহারের পর তো ওটা ফেলনা হয়ে যাবে? আর এত ডলারই বা কোথায় পাই বলেন? বিদেশী মানুষ যারা ওদের থেকে ডলার নেন যত ইচ্ছা, আমরা আপনার দেশি ভাই........... এটুকু ছাড় দিলে ভালো হতো, খুবই ভালো হতো।
১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫৪
মো: আতিকুর রহমান বলেছেন: ভাই এটা আমার ক্ষমতার মধ্যে থকলে তবেইনা উন্মুক্ত করতাম। আই উইস যে এটা আমার হাতে থাকতো... কিন্তু সরি ভাই এটা আমার হাতে নাই।
এটা যদি ব্যবহার করতে চান তবে তিনদিন পর পর লাইসেন্স কোড আপডেট করেই ব্যবহার করতে হবে... তাছাড়া উপায় নাই...
৫| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৫২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ধন্যবাদ। নতুনদের জন্য কাজে লাগবে। ইউজার ফ্রেন্ডলি সফটওয়ার
১৬ ই জুন, ২০১৩ রাত ১০:০৪
মো: আতিকুর রহমান বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই...
৬| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৮
~মাইনাচ~ বলেছেন: নামালাম, দেখি কেমন
১৬ ই জুন, ২০১৩ রাত ১০:০৭
মো: আতিকুর রহমান বলেছেন: ওক্কে দেখেন... কেমন...
৭| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:১৯
বোকামানুষ বলেছেন: দরকারি পোস্ট
প্রিয়তে নিয়ে রাখলাম
পোস্টে ++++
১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫১
মো: আতিকুর রহমান বলেছেন: ধন্যবাদ ভাই...
৮| ২৮ শে জুন, ২০১৩ সকাল ১০:১০
ভালবাসা007 বলেছেন: দরকারি পোস্ট
প্রিয়তে নিয়ে রাখলাম
পোস্টে ++++
২৮ শে জুন, ২০১৩ দুপুর ১:০৮
মো: আতিকুর রহমান বলেছেন: ধইনাপাতা...
৯| ২৮ শে জুন, ২০১৩ দুপুর ১:৪৪
bakta বলেছেন: অনলাইনে কিনেই ফেললাম - নিচে ওদের সাথে আমার কথা-বার্তা
A WhiteSmoke operator will be with you in just a moment.
You are not currently in a chat session.
You are now chatting with WhiteSmoke Team.
Nicole: Welcome to WhiteSmoke Software, how may I help?
You: hi
Nicole: Hi, how may I help you today?
You: Very Fine
You: Can I download white smoke by Free for Personal ?
Nicole: Whitesmoke is the best grammar correction software on the market and therefore is not a free software
Nicole: I may be able to offer you a reduced price, would this be relevant?
You: How many USD to be paid by me for this Software ?
Nicole: There are several options, the shortest license is for a year and is on sale for $79.95 instead of $99.95
You: pls. tell me also validity period ?
Nicole: How does that sound?
You: how can I make payment and purchase it ? Pls. tell me how can I download it also.
Nicole: The installation process is simple and immediate. After payment, you will receive a download link and personal activation code, so you can start using the software immediately.
You: very fine. Will you tell me about Payment Process /
Nicole: Of course
Nicole: I will provide you with a purchase link and then you fill in your credit card information, once the payment goes through you will receive the download
Nicole: Are you interested in the one year license or perhaps something longer?
You: Ok Very fine. I am interested. I need the software very urgently, Do you accept payment from debit card ? because I do not use Credit card.
You: as soon as possible I will bye the software.
Nicole: Not a problem
Nicole: Which license would you like?
You: Thanks lot for your sweet information and help.
You: for personal use only.
Nicole: Great, the one year license would be a good choice
Nicole: As I said, I'd like to offer you a reduced price as you're a first time user
Nicole: I can give you a $10 discount, how does that sound?
You: ok
Nicole: debit card is fine
Nicole: Click This Link
Nicole: This is the link for the special price
Nicole: Just click on it and select get it now
You: So now I have to pay you $ (79.95-10.00) =$69.95. is it correct ?
Nicole: That is correct
You: Ok no problem. I am going through your link.
Nicole: Please let me know once you submit the form, I'll stay right here, thank you.
You: Ok, Lot of thanks for your great help.
You: Bye...
২৮ শে জুন, ২০১৩ রাত ১০:১০
মো: আতিকুর রহমান বলেছেন: Congrats bro...
Have you purchased the license? I mean all processes are done? Have you got the key? If yes, then keep the key in safe and secure place... Don't let it go to 3rd parties and do not share the key with others. If you do so, then your license could get banned. So be careful about it.
১০| ২৪ শে মে, ২০১৪ রাত ৯:৫২
বোকামানুষ বলেছেন: ভাইয়া আরতো আপডেট করলেন না
নেট থেকে কিভাবে লাইসেন্স কোড আপডেট করা যায় সেটা যদি বলে দিতেন তাহলে আমরা নিজে নিজেই আপডেট করে নেয়া যেত আপনাকে কষ্ট করতে হতো না
১১| ২৪ শে মে, ২০১৪ রাত ১০:০৩
তুষার মানব বলেছেন: পোস্টে ++
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৩ রাত ১০:৩৪
মুরাদপােভল বলেছেন: ভাই এটা অনেক আগে ইনষ্টল দিয়ে তিন দিন ইউজ করেছিলাম। কিন্তু এখন আনইনষ্টল হচ্ছেনা। কিভাবে আনইনষ্টল করব বলতে পারেন। আমি আমার জানা সব ট্রিকস ট্রাই করেছি হচ্ছেনা।