![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্টোরিঃ আমেরিকার বিমান বাহীনির যুদ্ধ মিশনের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটি পাইলট বিহীন রোবট নির্ভর যুদ্ধ বিমান তৈরি করা হয় যার নাম এডি। এ বিমানের বিশেষত হচ্ছে বিমানটি মানুষের মত ভাল মন্দ বিচার করে নিজে নিজেই সিদ্ধান্ত গ্রহন করতে পারে এবং মানুষের মত অন্যের দেখে দেখে নতুন জিনিস থেকে শিক্ষা গ্রহন করতে পারে। বিমানটিতে অত্যাধুনিক সব সেন্সর, ক্যামেরা, কম্পিউটিং প্রযুক্তি, ইউনিক আগ্নেঅস্ত্র বহন এবং ক্ষেপণ করার ক্ষমতা যুক্ত করা হয়। এসব দেখে এডিকে সবাই ভবিষ্যতের মানুষের বিকপ্ল যুদ্ধ জাহাজ হিসাবে ভাবতে থাকে। তো এডি আসলেই ভবিষ্যতের ভরসা যোগ্য যুদ্ধ জাহাজ হতে পারবে কিনা সেজন্য এডিকে পরীক্ষামূলকভাবে কয়েকটি বাস্তব সিক্রেট মিশনে অংশগ্রহন করানো হবে... আর মিশনে এডির সঙ্গী হিসেবে থাকবে আমারিকার বেস্ট ৩ জন পাইলট। তো প্রথম মিশনে এডিকে ঐ ৩ জন পাইলটের সাথে পাঠানো হয় শুধু মাত্র যুদ্ধ কিভাবে পরিচালনা করতে হয় সেটা শেখার জন্য। মিশনে এডিসহ বাকি ৩ জন পাইলট অংশগ্রন করে। কিন্তু মিশনটিতে অংশগ্রহন পাইলটদের জন্য বিপদজনক হতে পারে তাই বেজ থেকে নির্দেশ আসে মিশনটি ক্যান্সিল করার জন্য। কিন্তু তাদের মধ্যে যে মেইন কমান্ডিং পাইলট ছিল (ট্যালেন্ট ওয়ান) সে বেজ থেকে আসা নিশেধাক্কা অমান্য করে মিশনটিতে অংশ নেয় এবং ভালভাবেই কমপ্লিট করে। স্বাভাবিকভাবেই সবাই পাইলটটিকে নিয়ে গর্ব করে বিপদজনক মিশন সাকসেসফুল করার জন্য। কিন্তু পরে সমস্যা বাধে এডিকে নিয়ে। এডিকে সেই মিশনে পাঠানো হয়েছিল শেখার জন্যই। আর এডি মিশনটা থেকে এটা ধরে নেয় যে, মিশনে যদি কোন বাধা বা নিষেধাক্কা আসে তবে সেটা না উপেক্ষা করে মিশনকে যেভাবেই হোক কমপ্লিট করতে হবে। এদিকে অন্য আরেক ঝামেলা বাধে মিশনটি থেকে বেজে ফেরার সময় এডির বিমানে বজ্রপাত হয়। এরপর থেকে এডি বিভিন্ন পাগলামো করা শুরু করে। এডির প্রোগ্রামে নতুন কিছু এলোমেলো প্রোগ্রাম কাজ করতে থাকে। তারউপর এডির এই ক্রুটি সহই তাদেরকে আরেকটি মিশনে যেতে বলা হয়। পথে এই মিশনটি পরমানু অস্ত্র ভিত্তিক হওয়ায় এলাকার অধিবাসীদের যান মালের ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে এ মিশনটিও বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু এডি আগের মিশনে ট্যালেন্ট ওয়ানের থেকে যে শিক্ষা পেয়েছিল তার যের ধরে সে মিশনটি ক্যান্সিল করতে নাকোচ করে এবং সবার অস্বীকৃতিতে একাই মিশনটিতে অংশগ্রহন করে। এদিকে বেজের কম্পিউটার থেকে এডি সাইবেরিয়ান একটা সিক্রেট মিশনের ফাইল চুরি করে। যেটার কোন অস্তিত্তই ছিল না। এবং এডি মিশনটি কমপ্লিট করবে বলে নিজে থেকেই টার্গেট নেয়। তাই এডি আগের মিশনটি কমপ্লিট করেই সাইবেরিয়ান মিশনের উদ্দেশ্যে নিজে থেকেই রওনা হয়। কিন্তু এই মিশনের ফাইলটা ফেক ছিল। তাই এডি যদি সত্যি মিশনটিতে অংশ নেয় তাহলে অনেক সাধারন মানুষের মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই বেজ থেকে নির্দেশ আসে এডিকে যেভাবেই হোক আটকানোর জন্য। নির্দেশ অনুযায়ী এডিকে আটকাতে তার পিছু করতে গিয়ে একটা পাইলট নিহত হয় এবং বাকি দুজনের একজন কোরিয়াতে এবং আরেকজন আলাস্কাতে নিজেদের জীবন বাচাতে বড় রকমের যুদ্ধের সম্মখিন হয়। কারন তারা সে সব দেশে অনুমুতি ছাড়া অবৈধ ভাবে বিমান নিয়ে প্রবেশ করে। তার উপর তাদের সাথে পুরনো শত্রুতা তো ছিলই। এবং শেষে এডিই আবার তাদের বাচাতে এগিয়ে আসে... বিস্তারিত এবং বাকিটা কি হবে নিজেই দেখে নিয়েন মুভি থেকে...
মুভিটি নির্মান খরচঃ $135,000,000 ইউ.এস ডলার, ১৩৫ মিলিওন ডলার। আর বাংলাদেশী টাকাই 1,080,00,00,000/- টাকা। ১ হাজার ৮০ কোটি টাকা
।
টোটাল ইনকামঃ $76,932,872 ইউ.এস ডলার। আর বাংলাদেশী টাকাই 615,46,29,760/- টাকা। ৬১৫ কোটি ৪৬ লাখ... টাকা।
টোটাল লসঃ 464,53,70,240/- টাকা 464 কোটি 53 লাখ... টাকা।
মুভিটি আমেরিকার মুভির ইতিহাসে অনেক বড় লোকসানের শিকার হয়। যেটা এই মুভির জন্য মোটেও প্রাপ্য ছিলনা। কারন এটা অনেক ভাল মানের একটা মুভি। দেখলেই বুঝতে পারবেন।
রিলিজ ডেট ছিলঃ ২৯ জুলাই ২০০৫
আরও বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন...
http://www.imdb.com/title/tt0382992/
ডাউনলোড লিঙ্কঃ... (৯২৫MB)
http://uptobox.com/irljon2wetmx
ডাউনলোড না করে অনলাইন স্ট্রিমিংয়েও দেখা যাবেঃ (৬৯১MB)
http://www.putlocker.com/file/D14AE4459E498E38
File Info:
Rip Catagory: Bluray Ripped ( HD )
Format: avi
File Size: 925MB
Duration: 2h 44sec
Subtitle: Yes External English Subtitle. সাবটাইটেল ডাউনলোড লিঙ্ক ৮৬KB
Video:-
Codec: AVC (Advance Video Codec)
Overall Bit Rate: 1071 kbps
Normal Bit Rate: 817 kbps
Width: 1280 pixels
Height: 544 pixels
Frame Rate: 23.976 fps
Audio:-
Dual Audio: Yes Eng & Hindi.
Format: AC-3 ( Audio Coding 3)
Sample Rate: 48.0 KHz
Channels: 2 ( Front L. R. )
Audio Stream Size: English= 111 MB & Hindi= 111MB
Switching Audio Stream: Ctrl+X (KmPlayer) & Alt+A(PotPlayer)
মুভিটির ইংলিশ সাবটাইটেল ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন। ডাউনলোড শেষে প্লেয়ারের মধ্যে সাবটাইটেলেরর .srt ফাইলটি ড্রাগ এন্ড ড্রপ করে দিতে হবে।
https://app.box.com/s/2jgora4ec3wag8tzqp1y
নিচে কিছু স্ক্রিনশট দিলামঃ
http://i.imgur.com/YskePEj.png
http://i.imgur.com/TPwFQnf.png
http://i.imgur.com/LLlGk2G.png
http://i.imgur.com/GnDK0wG.png
http://i.imgur.com/aUGmfPb.jpg
http://i.imgur.com/VVZg9sr.png
http://i.imgur.com/MNFKowJ.png
http://i.imgur.com/m9CJ5Lt.jpg
http://i.imgur.com/iz2C3yE.png
http://i.imgur.com/9qhMVxa.png
http://i.imgur.com/zg54Swf.png
http://i.imgur.com/tuAREFQ.png
http://i.imgur.com/nIOpsyH.jpg
http://i.imgur.com/rsaEIZz.png
http://i.imgur.com/w6vxnsb.png
২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
মো: আতিকুর রহমান বলেছেন: আমার প্রথম দেখা হয়েছিল টিভিতে। ভাল লাগাই সিডি প্লেটও কিনেছিলাম... তবে ডিস্কটা হারিয়ে ফেলেছি । মুভিটা কালেকশনে রাখার মত তাই পরে আবার নেট থেকে ডাউনলোড করে নিয়েছিলাম। মাঝে মাঝে ইচ্ছা হলে দেখা পড়ে...
২| ২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
হাসান ইজ ব্যাক বলেছেন: দেখা হয়নি। দেখবো!
২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
মো: আতিকুর রহমান বলেছেন: দেখে ফেলুন ভাল লাগবে...
৩| ২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
ভ্রমন কারী বলেছেন: আগেই দেখেছি। আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ
২৭ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৫
মো: আতিকুর রহমান বলেছেন: ভালো লাগার মতই একটা মুভি। আপনাকেও ধন্যবাদ...
৪| ২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
লিঙ্কনহুসাইন বলেছেন: তাইলে লোড দিলাম ।
২৭ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৭
মো: আতিকুর রহমান বলেছেন: ওকে চোখ বন্ধ কইরা লোডান...
৫| ২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
মোমেরমানুষ৭১ বলেছেন: কষ্ট কইরা ডাউনলোড দিতাছি...
. ভাল না লগলে কিন্তু দেইখেন?
২৭ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৫
মো: আতিকুর রহমান বলেছেন:
কষ্ট বৃথা যাওয়ার চান্স খুব কম। তাও শেষ মেস ভালো যদি নাই লাগে তাহলে আপনার নেটের ডাটাতে নষ্ট হওয়া টাকার পরিমানটা জানাইয়েন। মুভির লসের টাকার সাথে এড মাইরা দিমুনে...
464,53,70,240 + আপনার লসের পরিমান = ......
৬| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৪
মনুমনু বলেছেন: http://yify-torrents.com/movie/Stealth_2005
file size- 499 MB , 720p, guranteed.
yify the best torrent
২৮ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৪
মো: আতিকুর রহমান বলেছেন: ভাই Yify ভাল এটা আমি জানি। কিন্তু আপনি যে লিঙ্কটা দিলেন এই ফাইলটার অডিও কোয়ালিটি ভাল না। আমি চেক করলাম আপনার দেয়া লিঙ্কের মুভি কোয়ালিটি... আমি এখন ঘুমাতে যাচ্ছি। কাল বিস্তারিত বোলব।
Sample Rate: 22.05/11.025
স্ক্রিনশটটা আপনার দেয়া লিঙ্কের ফাইলের।
যেটা খুবই বাজে একটা কোয়ালিটি। সাধারন মুভি এই কোয়ালিটিতে দেখা যায়। কিন্তু একশন মুভি ভাল লাগেনা। সাউন্ড কোয়ালিটি খারাপ আসে।
৭| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৫
মনুমনু বলেছেন: কালকেই নতুন করে নামালাম , সাউন্ড তো ভাল লাগলো.........তবে ঐ রেট টেট এর ব্যপারে আমি অগ্গঁ। ৪৯৫ এমবি বেচে যাওয়াও কথা হতে পারে। এসি৩ - মাস্ট এ নাইস কোয়ালিটি।
৩০ শে জুলাই, ২০১৩ রাত ৩:৩৪
মো: আতিকুর রহমান বলেছেন: আপনার ফাইলের সাথে আমার ফাইলের পার্থক্য নিচে দিলাম...
নিচের স্ক্রিনশটটি আপনার yify মুভির লিঙ্কের...
এবার দেখুন আমার দেয়া মুভিটির ডিটেইলস...
পার্থক্যগুলো আমি মার্ক করে দিয়েছি দেখে নিয়েন। আপনার ফাইলের ম্যাক্স অডিও Sampling Rate: 22.05 এবং মিনিমাম 11.025, অর্থাৎ এটা ভেরিয়েবল। কখনও আপ হবে কখনও ডাউন হবে। আপনি যেহেতু জানেন না আসলে এটা কি অর্থ বহন করে তাই বলছি... আপনার পছন্দের ৫ মেগাবাইটের একটা mp3 অডিও গান নিন। mp3 গানে সাধারণত Sampling Rate: 44.10KHz থাকে। এবার আপনার গানটিকে যেকোন অডিও কনভার্টারে Sampling Rate: 22.05 KHz দিয়ে গানটাকে কনভভার্ট করুন। তাহলে যেটা দেখতে পাবেন আপনার গানের সাইজ ৫ মেগা থেকে ২ মেগাবাইট হয়ে গেছে ! ! আরে আপনি ৩ মেগা বাচিয়ে ফেলেছেন
! এবার অরজিনাল গানটা যেটার সাইজ ৫MB ছিল সেটা একবার প্লে করেন। এরপর যেটা 22.05KHz দিয়ে কনভার্ট করেছেন সেটা প্লে করেন। এবার আসা করি পার্থক্যটা বুঝতে পেরেছেন
??? তারপরেও আমি বলে দেয় আপনি কি দেখতে পাবেন? আপনার গানের অরিজিনাল বেস, টোন, সোরাউন্ডনেস সব হারিয়ে গেছে! কি গেছে না
? আর গানটাকে 11.025KHz দিয়ে কনভার্ট করার চিন্তা ভুলেও কইরেন না তাইলে গানের সাইজতো ৫ মেগা থেকে ১ মেগা হবে এটা প্লাস পয়েন্ট কিন্তু গানটার পুরা রেপ হয়ে যাবে
। গানটা শুনতে এতটা খারাপ লাগবে যেটা হইতো না শুনে দেখলে বুঝতে পারবেন না। তবে হ্যা আপনার কাছে যদি কোয়ালিটির থেকে কম সাইজের ফাইল বেশী গুরুত্বপুর্ণ হয় তাহলে ভাল লাগতেও পারে।
আসলে কথাতেই আছে জিনিস যেটা ভাল দাম তার একটু বেশী...
আমি নেট থেকে মুভি নামানোর সময় বেস্টের থেকেও বেস্ট কোয়ালিটির ফাইল খুজি। তারপর যেটা সব থেকে ভাল পাই সেটাই নামাই। তবে হ্যা যেসব মুভি তেমন একটা ভাল লাগার সম্ভাবনা থাকেনা সেগুলা এভারেজ কোয়ালিটিতেই নামাই। আর কালেকশনে রাখার জন্য নামানো মুভিগুলার উপর আমি গুরুত্ব বেশীই দেই।
৮| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:২২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর মুভি রিভিউ । ভাল হযেছে++
০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৪
মো: আতিকুর রহমান বলেছেন: ধন্যবাদ ভাই...
৯| ০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ১১:৩৭
মনুমনু বলেছেন: মিয়াভাই-, আগে আসিলাম বুকা, একন অইলাম বুদ্ধিমান ।
হ, আগে এসি৩অলা মুভি নামাইতাম,কুন লুকে যেন আমারে ঐ লিংকু খাঐয়াছিল। তবে ঐ লিংকে একই মুভির বড় ,ছোট সাইজেরও পাওয়া যায় দেখলাম। তয় আপনার কথাই উচিৎ কথা।
১১ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫০
মো: আতিকুর রহমান বলেছেন: "AC3(Audio Coding 3)" অপেক্ষা "AAC(Advance Audio Codec)" খারাপ এটা কিন্তু আমি কখনই বলিনি।
আপনি একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন মাক্সিম্যাম মুভি অথবা ভিডিও ফাইলের জন্য "AC3'র থেকে "AAC" ফরম্যাটই বেশী ব্যবহার করা হয়। AAC অবশ্যই ভাল একটা ফরম্যাট।
"AC3" এবং "AAC" দুটারই পারফর্মেন্স অনেক উন্নত মানের এবং ভালো। আর হ্যা ভাল পা্রফর্মেন্সের জন্য ফরম্যাটগুলোর একটা স্ট্যান্ডার্ড পারফর্মেন্স ভ্যালু আছে, যেটার উপর মেইনলি ডিপেন্ড করে অডিও কোয়ালিটি কতটা ভাল হবে।
যেমনঃ
Format: AAC / AC3
Bit Rate: 128 Kbps / +
Sampling Rate: 48.0KHz / 44.1KHz
Channel Positions: 2 / 3 / 5.1
এগুলা হচ্ছে স্টান্ডার্ড ভ্যালু। এবার আপনি এই ভ্যালুগুলোর মান যত কমাবেন ততই ফাইল সাইজ কমতে থাকবে এবং সাথে অডিও কোয়ালিটিও ততই খারাপ হতে থাকবে। তাই আপনি "AAC" ফরম্যাটের ফাইল নামিয়ে মোটেও বুকামু করেননি তবে পোর পারফর্মেন্স বেজড অডিও কোয়ালিটির মুভি নামিয়ে একটু ভুল করেছেন।
ঈদের শুভেচ্ছা...
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
ইউল্যাবিয়ান বলেছেন: মুভিটা সিনেপ্লেক্স এ দেখেছিলাম। অসাধারন একটা সাই-ফাই মুভি।