![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামুর ব্লগে আমি দেখে আসছি অনেক ভাল ভাল লেখা আছে যেগুলা নির্বাচিত পাতায় নেয়া হয়না। আমার মনে হয় নির্বাচিত পাতাটাকে সামু এক ঘেমে করে ফেলেছে। কার মৃত্যু বার্ষীকি, কার জন্মদিন, কে মারা গেছে, ছবি ব্লগ, ভ্রমন ব্লগই ব্যাছ এগুলা পোস্ট আসলেই নির্বাচিত পাতায় চলে গেল!! আমি এগুলার বিরধীতা করছি না... কিন্তু কিছুটাতো অন্তত নতুন্তত্ত রাখুন নির্বাচিত পাতায়। টেকি পোস্ট দু একটা রাখুন... কিন্তু নাহ সেই ঘুরে ফিরে লাউ আর কদুকে নিয়েই টানাটানি... আরেকটা সমস্যা কোন নামী ব্লগারের হেডলাইন দিয়েই ব্ল্যাঙ্ক পোস্ট আসলেও সেটা নির্বাচিত পাতায় চলে যায়। এসবের মাধ্যমে সাধারন ব্লগারদের অপমান করা হয় আর কিছু না। সাধারন ব্লগার স্বাভাবিক ভাবেই ভেবে নিবে আমরা ছোট খাট ব্লগার তাই আমার লেখা নির্বাচিত পাতায় গেল না। কিন্তু সে একজন সেলেব্রেটী ব্লগার তাই তার সেই পোস্ট নির্বাচিত পাতায় চলে গেল... এই অপমানটুকু একটা ব্লগারকে ব্লগ ছেড়ে যেতে যথেষ্ট সাহায্য করে। হোক না কেন সে ছোট খাট ব্লগার। কিন্তু ব্লগার তো? আমি এমনিও অনেক পোস্ট দেখেছি যেগুলা জোর করেও পড়তে ইচ্ছা করেনা। অথচ নির্বাচিত পাতায় বসে আছে। সারাদিনে নির্বাচিত পাতায় থেকে ব্লগটি মোট ৩০ বার দেখা হয়েছে মন্তব্য ১টা লাইক ২টা ।
ভাবছেন এসব বকছি কেন হঠাৎ? আরে ভাই আর কয়েননা কাল এত কষ্ট করে একটা টেকি পুস্টু লিখালাম। টেকটিউন্সে পোস্ট না করে সামুতে পোস্ট করলাম জাস্ট সামুকে ভালোবাসি তাই।
IDM'কে বোকা বানিয়ে অফিসের পিসিতে ডাউনলোডরত ইনকমপ্লিট ফাইল বাড়ীর পিসিতে Resume করুন.. শুধু কপি পেস্ট করে...
কিন্তুক পোস্টটা নির্বাচিত পাতায় গেল না। কিন্তু পোস্টটি নির্বাচিত পাতায় যাওয়ার মত যথেষ্ট যোগ্যতা রাখে... বড়ই দুঃখু পাইছি কাল । আমি ভাল, বড় বা সেলেব্রেটি কোন ব্লগার নই সেটা জানি তাই বলে গুরুত্বশূন্য হয়ে গেছি? বড় দুক্ষু দিলা সামু...
যাইহোক সবাইকে ঈদের শুভেচ্ছা... ঈদ মোবারক...
০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৫
মো: আতিকুর রহমান বলেছেন: না পড়লেও কথা বলে একটা কথা আছেনা? ভাল লাগা আরকি ধন্যবাদ ভাই...
২| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৩
হাসান মাহবুব বলেছেন: হাসান মাহবুবকে + মার্কায় ভোট দিয়ে নির্বাচক পদে জয়যুক্ত করতে সহায়তা করুন।
-প্রচারে সামুবাসী।
০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৩
মো: আতিকুর রহমান বলেছেন: + মার্কায় ভোটেড কিন্তুক আমার সব পোস্ট নির্বাচিত পাতায় যাওয়া চাই... না গেলে লাগাতার হরতাল...
৩| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৬
মুদ্দাকির বলেছেন: নির্বাচিত পাতা ইজ ফান !!!!!!!
আপনার পোষ্টটা উপকারি ++++
ঈদ মুবারাক
০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৫
মো: আতিকুর রহমান বলেছেন: আপনিই বুঝলেন আমাকে। আসেন বুকে আসেন কোলা কুলি করি...
ধন্যবাদ...
৪| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:২৭
প্যাপিলন বলেছেন: রেজা ঘটকের মতো ভালো ব্লগার আবার ফিরে এসেছেন
০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৮
মো: আতিকুর রহমান বলেছেন: হেহেহে সামুতে আবার বিনদুন শুরু হয়ে গেছে কিছুদিন আগে বিনদন চলছিল পরিবেশ বন্ধুকে নিয়ে... আজ আমাকে নিয়ে
। তয় আমি কিন্তু সামুর সার্ভার ডাউন টাউন করে দিব বলে কোন হুমকি দেয়নি...
৫| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩১
জুন বলেছেন:
০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৯
মো: আতিকুর রহমান বলেছেন: কি হইছে ভাই?
ঈদ মোবারক...
৬| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৬
আরজু পনি বলেছেন:
হাসান মাহবুব বলেছেন: হাসান মাহবুবকে + মার্কায় ভোট দিয়ে নির্বাচক পদে জয়যুক্ত করতে সহায়তা করুন।
-প্রচারে সামুবাসী।
০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০১
মো: আতিকুর রহমান বলেছেন: আপনি হাসান ভাইয়ের বিরধী দলে দাঁড়ানো বাদ দিয়ে অনার হয়ে ভোট করতেছেন কেন?
৭| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৮
মো: আতিকুর রহমান বলেছেন: আমার পোস্ট এখন নির্বাচিত পাতায় তবে পিছে পড়ে গেছে বেচারা কালকের লেখা তো!
৮| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৯
টিভি পাগলা বলেছেন: কারণ, কিছুক্ষণ আগে একজন মডু আপনার লিখাটা প্রিয়তে নিয়েছে।
০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৯
মো: আতিকুর রহমান বলেছেন: ধন্যবাদ মডুকে । কিন্তু কাল কেন নিল না? আমার পোস্ট পিছে পড়ে গেছে
৯| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫০
জানা বলেছেন:
এটা হলো অফিস/কাজ ফাঁকি দেয়ার শাস্তি ।
০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৬
মো: আতিকুর রহমান বলেছেন: ফাকি নাতো জাস্ট ডাউনলোড করতে দিয়ে দিতে যতক্ষন সময় লাগে। তারপরে আইডিএমের কাম আইডিএম করে আর অফিসের কাম আমরা করি। আর এমনিতেই কাজ করার সময় আইডিমে কিছু একটা ডাউনলোড হতে থাকলে কাজে মনযোগ বেশী আসে!
১০| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৬
জানা বলেছেন:
তবে, এই পোস্টটা কিন্তু খুব মূল্যবান। এটা স্টিকি করা গেলে উপকার হতো @ ব্লগটিম।
০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৫
মো: আতিকুর রহমান বলেছেন: আমার কোনই আপত্তি নাই...
১১| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৭
শরৎ চৌধুরী বলেছেন: খুব ভালো প্রস্তাব জানা।
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০০
মো: আতিকুর রহমান বলেছেন: তো দেরি করছেন কেন ভাই? শুভ কাজে দেরী করতে নেই...
১২| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৮
ইমরাজ কবির মুন বলেছেন:
নিজের কাছে- নিজের লিখা সব পোস্টই মনে হয় যে নির্বাচিতে যাওয়ার যোগ্যতা রাখে হেহ ||
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৫
মো: আতিকুর রহমান বলেছেন: খুবই স্বাভাবিক
। এটা কোন দন্ডনীয় অপরাধ নহে
)
সবার উদ্দেশ্যে বলছি... নিজেদের পোস্ট স্টিকি করার দাবীতে ঝাপিয়ে পড়েন...
১৩| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০২
আরজু পনি বলেছেন:
আপনার পোস্টটা স্টিকি করা হোক...
অনেক কাজের পোস্ট।
আমিতো আগের পোস্টে কমেন্ট করছি....দাওয়াতও দিছি...
আপনারেই মনে হয় প্রথম সরাসরি দাওয়াত দিলাম ...কিছু মনে কইরেন না..প্লিজ।
কিন্তু আমার পোস্টে আপনার যাইতেই হইবো।
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০১
মো: আতিকুর রহমান বলেছেন: ধন্যবাদ আপি...
দাওয়াত না আপনার পোস্ট সামনে পেলে এমনিতেই ঢুকে পড়ি। আর আমি ব্লগে তেমন রেগুলার না।
আপনাকে অনুসরন করলাম এখন থেকে আমাকে পেয়ে যাবেন...
১৪| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৯
আরজু পনি বলেছেন:
এই পোস্টের শিরোনাম থেকে সাময়িক সরানো হোক.....
এইটা স্থায়ী পোস্ট হোক ..............................
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৬
মো: আতিকুর রহমান বলেছেন: "সাময়িক" না সরানো হলেও পোস্ট সরানো হবেনা।
এটা স্থায়ী পোস্ট করা হইলো।
১৫| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব দুঃখজনক। তবে ভাই হতাশ হবেন না। শুধু নির্বাচিত পাতায় নিলেই মানুষ পড়ে না। মানুষের পড়ার জন্য পোষ্টের প্রেজেনটেশনও একটা গুরুত্বপূর্ন ব্যাপার। আমরা অনেকেই শুধু পোষ্ট দিয়েই যাই, অন্যদের পোষ্টে কখনও যাই না, কমেন্ট করি না। এতে কমিউনিকেশন নষ্ট হয়। আর বর্তমান হচ্ছে কমিউনিকেশনের যুগ। ব্লগে সেলিব্রেটি যারা হয়েছে, তাঁরা নিজ গুনেই হয়েছেন অন্তত ব্লগে ফাউ জিনিস লিখে কেউ স্থায়ী পরিচিতি পেতে পারেন না, যা কিনা ফেসবুকে সম্ভব। তাঁরা নতুন ভালো ভালো পোষ্ট যেমন করেন, তেমনি অন্যদের ব্লগে যান, কমেন্ট করেন, ভালো মন্দ উৎসাহ দেন।
আশা করব আপনিও কিছুটা কমিউনিকেশন বাড়াবেন। তখন ব্লগিং এ আরো বেশি অন্যদের কাছ থেকে উৎসাহ পাবেন। তবে আপনার পোষ্ট নিঃসন্দেহে ভালো পোষ্ট ছিল। এই ধরনের পোষ্ট নির্বাচিত পাতায় না যাওয়াটা এক অর্থে হতাশা জনকই বলা চলে।
ধন্যবাদ, ঈদের শুভেচ্ছা রইল আতিক ভাই।
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১২
মো: আতিকুর রহমান বলেছেন: আপনার সাথে পূর্ণ একমত
এবং আপনার দেয়া এডভাইস গুলো গ্র্যান্ট করলাম...
আপনাকেও ধন্যবাদ...
ঈদ মোবারক...
১৬| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৪
ইমরাজ কবির মুন বলেছেন:
এটার বদলে ভুলে আরেকটা স্টিকি হয়ে গেসে, এহহেহ
এত্তগুলা দুষ্টামি করার মুডে আসি :-<
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৪
মো: আতিকুর রহমান বলেছেন: ভাল করছেন... সব ভুলগুলা শুধু আমার বেলাতেই হয়?
১৭| ০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: ঈদের শুভেচ্ছা থাকলো। আপনি যথেষ্ট যৌক্তিক কথা বলেছেন। ভাল ব্লগাররা যারা আছেন তারা যেন আর ব্লগ ছেড়ে না যায় সে ই কামনা থাকলো।সব ব্লগ জস্টিফাই করা বেশ দুরূহ কাজ । আপনার ব্লগিং আমার খুব ভাল লাগে বিধায় সেগুলো পড়ার জন্য প্রায় ই আপনার ব্লগে আসি।ভাল লাগা জানবেন।
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৮
মো: আতিকুর রহমান বলেছেন: কৃতজ্ঞতা সেলিম ভাই :!> ।
আপনাকেও ঈদের শুভেচ্ছা...
ভালো থাকুন সবসময়...
১৮| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৮
জানা বলেছেন:
এহহেএএএএএএ! কোন পোস্ট স্টিকি করতে গিয়ে কোন পোস্ট করে ফেল্লাম ... এখন কী হবে!!! নাহ্, আমার মনে হয় আর চাকরী নেই
।
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৪
মো: আতিকুর রহমান বলেছেন: এক ভুল কইজনে করছেন? আপনার কি হপ্পে এবার!! সত্যি আপনার চাকরিটা মনে হয় আর বাচানো গেলু না...
।
১৯| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হাসান মাহবুব বলেছেন: হাসান মাহবুবকে + মার্কায় ভোট দিয়ে নির্বাচক পদে জয়যুক্ত করতে সহায়তা করুন।
-প্রচারে সামুবাসী।
০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৬
মো: আতিকুর রহমান বলেছেন: আতিক বলেছেনঃ + মার্কায় ভোটেড কিন্তুক আমার সব পোস্ট নির্বাচিত পাতায় যাওয়া চাই... না গেলে লাগাতার হরতাল...
ইরফান ভাই ঈদের শুভেচ্ছা নিন...
২০| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০০
মো: আতিকুর রহমান বলেছেন: আমার পোস্টের পাঠক, ভিজিটর, মন্তব্যকারী, মডু সবাইকেই অসংখ্য ধন্যবাদ...
আর জানাপু এবং অন্যমনস্ক শরৎ ভাইকে বিশেষ বার্তায় ধইনাপাতা দেয়া হইলো, আমার ছোট ব্লগে ঘুরে যাওয়ার জন্য...
এই পোস্টের মাধ্যমে কাওকে আঘাত করার কোন উদ্দেশ্য আমার ছিল না। তারপরেও আমি দুঃখিত এবং কেও আঘাত পেয়ে থাকলে একটু Moov লাগিয়ে নিবেন...। আরে, আবার শুরু হয়ে গেছি!!!
যাইহোক আবারও দুঃখিত...
সামু সবার মাঝে চিরকাল স্থায়ী জাইগা করে থাকুক। সামু জিন্দাবাদ...
২১| ০৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৩
মোমেরমানুষ৭১ বলেছেন: akjon blogger koth prosonge bollen nirbachiti patay lekhe jete hole upore hath lage, amader hath ki ato lomba je upore jabe?
০৭ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৪
মো: আতিকুর রহমান বলেছেন: ভাই কমপ্ল্যান খেতে হবে বেশী বেশী তাহলেই হাত লম্বা হয়ে যাবে।
অতীতে আমার বেশ কিছু পোস্ট নির্বাচিত পাতায় গেছিলো। তারমানে হাত থাকলেই নির্বাচিত পাতায় যাবে আর না থাকলে যাবেনা এটা সম্পূর্ণ ভুল না হলেও কিছুটা ভুল। কারন আমার কোন লম্বা হাত নেই...
ঈদের শুভেচ্ছা...
২২| ০৭ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০০
খেয়া ঘাট বলেছেন: এটাই সময়..........সামু মডারেটরদের বাসায় বেশী বেশী করে ঈদের গিফট পাঠান। তারপর সারা বছর নাকে তেল দিয়া ঘুমান। আপনার ঘুমের নাকডাকা শব্দও নির্বাচিত পাতায় যাবে।আর ভাগ্য যদি আরো ভালো হয় তবে নস্য সিঁটকি হতেও পারে স্টিকি................
স্যরি,,,,,,,,আই এম জোকিং.....................চাংকি পান্ডে............
ঈদমোবারক ভাই।
০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৮
মো: আতিকুর রহমান বলেছেন: এত্ত সুন্দর আইডিয়া আগে দেননি কেন? সামু মডারেটরদের জন্য এক ট্রাক গিফট পাঠানো হইলো......
আররে... আই এম জাস্ট জোক্কিং..........
আপনাকেও ঈদের শুভেচ্ছা ভাই...
২৩| ০৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
সামুতে চাকরি করা যায় জানতাম নাতো
ঈশ !!! এই বেকার মানুষটা যদি সামুতে একটা চাকরী পেতো তবে অবশ্যই আপনার এই পোস্ট আজ আমি নিজে ইস্টিকি করতাম
০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২০
মো: আতিকুর রহমান বলেছেন: আপনার জন্য অনেক দোয়া রইলো আপনি যেন সামুতে খুবই দ্রুত একটা চাকরি পেয়ে যান...
ঈদ মোবারক রাখেন...
২৪| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৩
মামুন রশিদ বলেছেন: আপনি একটা সমস্যা নিয়ে মডারেশনের দৃষ্টি আকর্ষন করেছেন এবং মডারেশন রেসপন্স করেছেন- এটা খুব ভাল লেগেছে ।
নির্বাচিত পাতা নিয়ে সবারই কম বেশি হতাশা আছে । আবার এটাও সত্যি, পোস্ট নির্বাচিত পাতায় গেলেই পাঠক বেড়ে যায় না, লাইক-কমেন্টও বাড়ে না । পোস্ট হিট করা নির্ভর করে পোস্টের গুনগত মান আর পোস্টদাতার ব্লগিং ইন্টারেকশনের উপর ।
ঈদ শুভেচ্ছা ।
১০ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৬
মো: আতিকুর রহমান বলেছেন: মডারেশন প্যানেল রেসপন্স করেছে এজন্য আমারও অনেক ভাল লেগেছে। পোস্টটা করে ভেবেছিলাম আমাকে মনে হয় আইপিসহ ব্যান করা হবে । কিন্তু না তারা অনেক ভাল আচরন করেছে এজন্য তাদের ধন্যবাদ...
নির্বাচিত পাতায় হিট, কমেন্ট বা লাইকের জন্য না। নির্বাচিত পাতায় পোস্ট গেলে ভাল লাগে এটাই
আপনাকেও ঈদের শুভেচ্ছা...
২৫| ০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৭
আমিনুর রহমান বলেছেন:
ঈদ মোবারক ব্রাদার !
১০ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৯
মো: আতিকুর রহমান বলেছেন: ঈদ মোবারক আমিনুর ভাই
২৬| ০৯ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ঈদ মোবারক
১০ ই আগস্ট, ২০১৩ রাত ১:২০
মো: আতিকুর রহমান বলেছেন: ঈদ মোবারক আপু...
২৭| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫২
অদ্বিতীয়া আমি বলেছেন: ঈদ মোবারক ।
পোস্টটা কাজের । পোস্টের মন্তব্য পড়ে মজা লাগলো ।
১০ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২২
মো: আতিকুর রহমান বলেছেন: ধন্যবাদ আপু...
শুভ কামনা... এবং আপনাকেও ঈদের শুভেচ্ছা...
২৮| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৮
ছািব্বর বলেছেন: কি কমু ভাই । নির্বাচিত পাতা এত সস্তা হয়ে গেছে যে উহা দেখিইনা । মডুদের একটু নজর দেওয়া দরকার ।
১০ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৩
মো: আতিকুর রহমান বলেছেন: নির্বাচিত পাতায় ভাল ভাল পোস্টই থাকে তবে কিছু নতুনত্ত রাখা উচিত... আর আমার নির্বাচিত পাতার বেশীর ভাগ পোস্টই ভালো লাগে। তাই নির্বাচিত পাতাকে একটু বেশী গুরুত্ব দেই।
ঈদ মোবারক...
২৯| ১১ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:০৭
দুঃস্বপ্০০৭ বলেছেন: আমি নির্বাচিত পাতা থেকে পোস্ট পড়িনা । অনুসারিত আর সাম্পতিক মন্তব্য থেকে পড়ি ।
ভাই আছেন কেমন ? ঈদ মোবারক ।
১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৯
মো: আতিকুর রহমান বলেছেন: আমি সব জাইগা থেকেই পোস্ট পড়ি...
এইতো ভাই ভালই আছি... আপনার কি অবস্থা? আর আপনার উনি কোন রিপ্লাই করলো?
আপনাকেও ঈদের শুভেচ্ছা...
৩০| ২০ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৪২
ইফতেখার ভূইয়া বলেছেন: লেখকের সাথে একমত।
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৮
মো: আতিকুর রহমান বলেছেন: ধইনাপাতা...
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৮
টিভি পাগলা বলেছেন: নির্বাচিত পাতা কেউ পড়ে না, আমি অন্তত পড়ি না।