নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলে বেলে

বহুব্রীহি

বলার মত কিছু নাই

বহুব্রীহি › বিস্তারিত পোস্টঃ

ডেনজার যার নাম ছারপোকা ধ্বংস করাই তার নাম

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৩

ছারপোকা গুলা মাইরা ফালান

ছারপোকা এক বিশাল সমস্যা

এই ছারপোকা এক ঘরে হয় সারা বাড়ি ছড়ায়

ছারপোকা ধ্বংস করার জন্য চলে এল ছারপোকা মারার কীটনাশক ডেনজার



ডেনজার যার নাম ছারপোকা ধ্বংস করাই তার কাম



আপনার ঘরের আনাচে কানাচে খেতা বালিশে লেপ তোষকে যেখানেই ছারপোকা আছে সেখানেই ডেনজার ব্যবহার করুন।



ছারপোকা ওরে বাপরে বাপ

ডেনজার খাইয়া মইরা সাফ



মাইরা ফালান মাইরা ফালান

ছারপোকা গুলা মাইরা ফালান।



ছারপোকা ছারপোকা ছারপোকা

এই ছারপোকা যার ঘরে আছে সেই বুঝে ছারপোকার কি জ্বালা

এই যে দশ হাজার বিশ হাজার টাকা খরচা কইরা

দামি দামি খাট বানাইছেন আপনে

সেই খাটে বংশ বিস্তার করে ছারপোকা আর আপনে ঘুমান মাটিতে



অনেকেই বলে ছারপোকার নির্যাতনে চইলা যাইতে হবে বনে

কথায় আছে মনের দুখে গেলাম বনে বান্দরে কয় পিঠ চুলকায়া দে



এই মনের দুখে আর যাইতে হবে না বনে

এখনই চলে আসেন আমাদের প্রচার গাড়ী লক্ষ্য করে

ছারপোকা গুলা মারার জন্য আমরা নিয়ে এলাম আপনাদের হাতের নিকটে

ছারপোকা ধ্বংসকারী কীটনাশক "ডেনজার"



ডেনজার যার নাম ছারপোকা ধ্বংস করাই তার কাম

মাইরা ফালান মাইরা ফালান

ছারপোকা গুলা মাইরা ফালান।

প্রতিটা, প্রতিটা ডেনজারের মূল্য নিচ্ছি আমরা মাত্র

বিশ টাকা বিশ টাকা বিশ টাকা



মাইরা ফালান মাইরা ফালান

ছারপোকা গুলা মাইরা ফালান।



সাউন্ড ক্লাউড

danger-charpoka-kitnashok

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১৫

পারাবত বলেছেন: হাহাহা, বহু পুরান সৃতি মনে করাই দিলেন। ৩/৪ বছর আগে ছাড়পোকার জ্বালায় অতিষ্ট হয়ে একটা পোষ্ট দিয়েছিলাম। ৫/৬ দিন বহু কষ্টে পার করে মুক্তি পেয়েছিলাম। এর পর আর সাক্ষাৎ হয়নি এই দুশমনের সাথে। বর্তমানে আমার পাশের রুমে এরা ব্যারাক গড়েছে বলে আমার কলিগ বলল, কোনদিন জানি আমারে এটাক করে, ভয়ে আছি, আপাদত পূরো রুমে নেপ্তলিন ছড়াইয়া রাখছি। আপনার এই ডেঞ্জার কি সৌদি আরবে সাপ্লাই দিতে পারবেন? দিলে জনগনের সেবা হইত.।.।.।।

১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৩

বহুব্রীহি বলেছেন: দিমুয়ানে। আন্নে কি রিয়াদে থাহেন নিকি?

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৫

পারাবত বলেছেন: হ ভাই রিয়াদে থাকি। পারলে পাঠাইয়া দেন। আপনার ডেঞ্জার নামক অস্রের মজুদ কাছে থাকলে শত্রুরা কাছে আইব না। পাঠাইয়া দেন। আপনার লাইগা দোয়া করুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.