নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল বানানে ভরা ব্লগ

বোকামানুষ

বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।

বোকামানুষ › বিস্তারিত পোস্টঃ

গল্পের বই এর যে কথাগুলো আলাদা করে মনে থাকে ..........পর্ব ৩

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫

১। পৃথিবীর সবচে সুন্দর পতাকা হল তরুণীর মাথার উড়ন্ত চুল............শ্রাবণ মেঘের দিন ............হুমায়ূন আহমেদ



২। যে শিক্ষা মানুষের চরিত্র গঠন না করে , যে শিক্ষা ন্যায়ের সঙ্গে অন্যায়কে পৃথক করতে না শেখায় , যে শিক্ষা Courage of conviction না দেয় শিক্ষিত মানুষকে সে শিক্ষা শিক্ষাই নয় । তেমন পণ্ডিতদের কখনোই শিক্ষিত বলা যায় না । ............সবিনয় নিবেদন............বুদ্ধদেব গুহ



৩। ভালবাসা এক অনুশীলন সাপেক্ষ ব্যাপার ভাবের ভালবাসা বেশিক্ষণ থাকতে পারে না । যাকে ভালবাসো তার জন্য কিছু করো । তাকে কিছু দাও , রোজ দাও প্রতিদান চেয়ও না । ............... পার্থিব ............শীর্ষেন্দু মুখোপাধ্যায়



৪। কে কী ভাবল সেটা নিয়ে বেশি মাথা ঘামালে চলবে না । অন্যের সমর্থন , অনুমোদন , আনুকূল্য চাওয়া মানে করুণা ভিক্ষা করা । করুণা চাইতে গেলে ছোট হতে হবে নিজেদের । অন্যের কাছে ভাল থাকতে চাইলে ভিখিরির মতো চলতে হবে, আত্মমর্যাদা ভেসে যাবে ...............না ............মোহিত কামাল



৫। অন্যের কাছে থাকার , কাছে যাওয়ার ব্যাকুলতার মধ্যে তীব্র গতি থাকে...............না ............মোহিত কামাল



৬। চিন্তায় ত্রুটি ঢুকে যায় যাদের ভুল করে তারা , ভুল পথে পা দেয় । নেতিবাচক আবেগের ঘরে ওলট-পালট কাণ্ড ঘটে , হারিয়ে ফেলে নৈতিকতা , সামাজিক রীতিনীতি লঙ্ঘন করে সজ্ঞানে । হয়ে যায় অপরাধী................না ............মোহিত কামাল



৭। বই হল একটা বাগান যা পকেটে নিয়ে ঘুরে বেড়ানো যায়.........চৈনিক প্রবচন



৮। অসৎ বক্র মানুষরা সৎ সরল মানুষদের সহ্য করতে পারেন না । খলদের কাছে সারল্য হচ্ছে সাপেদের কাছে বেজীর মতো..........সবিনয় নিবেদন............বুদ্ধদেব গুহ



৯। সময়কে সময় দিলে সময়ই সব উত্তর ছুড়ে দেয় অথবা ভাসিয়ে আনে ..........সবিনয় নিবেদন............বুদ্ধদেব গুহ



১০। যৌবনে প্রায় কেহই মৃত্যুকে ভয় করে না । কিন্তু রক্তের তেজ কমিয়া আসিলে দিনান্তে একা বসিয়া প্রিয় ও মৃতদের কথা ভাবিতে গিয়ে কখন যেন পৃথিবীর সহিত আসন্ন বিরহের কথা মনে করিয়া হৃদয় ভারাক্রান্ত হইয়া উঠে..........দূরবীন....

শীর্ষেন্দু মুখোপাধ্যায়





১১। যেটা শাসনে হয় না সেটা হয় ভালবাসার তীব্রতায়...... .........দূরবীন........শীর্ষেন্দু মুখোপাধ্যায়



১২। মানুষের কাছে সবচেয়ে বড় বেদনা বোধহয় প্রিয়জনকে অকারণ আঘাত করার বেদনা............দূরবীন...........শীর্ষেন্দু মুখোপাধ্যায়



১৩। বাড়ি না অফিসই মেয়েরা বেশি পছন্দ করে । বাড়িতে শতেক রকমের কাজ । ওই রান্না কররে , এই এক গ্লাস পানি দাওরে , এই চা বানাওরে । অফিসে এসব ঝামেলা নেই.... .........কোথাও কেউ নেই............হুমায়ূন আহমেদ



১৪। শুধু ঈর্ষা করেই ঈর্ষাকাতর মানুষগুলো থামে না , মিথ্যাচার করবে তোমার সঙ্গে । যূথবদ্ধ জানোয়ারের মতো তোমাকে বিনাশ করার চেষ্টা করবে যেন ক্ষুধার্ত জংলী কুকুরের দল!!! তোমার ভালত্ব , সারল্য এবং গুনই একমাত্র খাদ্য!!! ওরা তোমার চরিত্র হননের নিত্য নতুন উপায় উদ্ভাবন করবে । ইঁদুর যেমন সবসময়ই কিছু কাটাকাটি না করতে পারলে মরে জেতে বাধ্য হয় , চরিত্রের ঈর্ষাকাতররাও ঠিক তেমনই ..........সবিনয় নিবেদন............বুদ্ধদেব গুহ



১৫। ধনীর বাড়িতে শোকের উচ্ছ্বাস থাকে না । অর্থ , আরাম , বিলাস ও ব্যসন মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের মধ্যে একটা দূরত্ব রচনা করে । আত্মীয়তার বন্ধন সেখানে শিথিল হতে বাধ্য...............দূরবীন...........শীর্ষেন্দু মুখোপাধ্যায়



১৬। ভালবেসে যে সামান্য দেয়

তারে দিও তুমি শতগুণে

বন্ধু সে তোমার অতি প্রিয় সে

এই কথা বলো মনে মনে

.................. হিমু রিমান্ডে



১৭। যাকে নিয়ে সম্পর্ক রচিত হয় সেই মূল মানুষটাই যদি আড় হয়ে থাকে , যদি পাগল হয় , স্নেহহীন হয় তবে এক কোটি মানুষের ভালবাসাও মূল্যহীন ..............দূরবীন.... .......শীর্ষেন্দু মুখোপাধ্যায়



১৮। রাগের চেয়ে বড় দৌর্বল্য আর দুটি নেই । মনের জোর যাদের আছে তারা সকলেই তা জানে ............সবিনয় নিবেদন ............বুদ্ধদেব গুহ



১৯। চিঠিতো মানুষের মনের জানালা...........সবিনয় নিবেদন... ......বুদ্ধদেব গুহ



২০। When a man has more solid worth than polish he appears to be uncouth , and when a man has more polish than solid worth he appears urbane . The proper combination of solid worth and polish alone makes a man a gentlemen ....... কনফ্যুসিয়াস







২য় পর্ব

মন্তব্য ১৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২১

মো: আজিজ মোর্শেদ বলেছেন: দারুন...........

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩১

বোকামানুষ বলেছেন: ধন্যবাদ
আমার ব্লগে স্বাগতম

২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২১

সায়েদা সোহেলী বলেছেন: + :)

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

বোকামানুষ বলেছেন: প্লাসের ধন্যবাদ :)

আমার ব্লগে স্বাগতম

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৮

শঙ্কর বলেছেন: নির্যাস!

সবিনয় নিবেদন - টা ছোট বেলায় পড়েছিলাম লুকিয়ে লুকিয়ে। আবার পড়তে হবে।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮

বোকামানুষ বলেছেন: সবিনয় নিবেদন আমি পড়েছি কিছুদিন আগে

বুজতে পারছি কেন লুকিয়ে পরেছেন :)

এই কারণে বুদ্ধদেব গুহ আমি খুব কম পরেছি এই বইটার কথা একটা আপু বলেছিল তারপর পরেছি তবে এই বইটার শেষে এসেও সেই একি কাহিনী তবে বইটা এর প্রাকৃতিক বর্ণনা আর শিক্ষামূলক কিছু কথার জন্য অনেক ভাল লেগেছে আমি উনার যে কয়েকটা বই পরেছি তার ভিতর এটাকে আমি প্রথমে রাখব

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১

অন্য জগৎ বলেছেন: সুন্দর

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ

আমার ব্লগ বাড়িতে স্বাগতম :)

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

অনুস্বর্গ লিথি বলেছেন: অনেক সুন্দর

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ

লজ্জা পাচ্ছি সবার প্রশংসায় :#>

এরকম অনেকেই কথা লিখে রাখে আমি শুধু ব্লগে প্রকাশ করেছি


৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭

শের শায়রী বলেছেন: বুদ্ধদেব গুহ র "চাপরাশ"টা দেখতে পারেন। ভাল লাগবে।

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

বোকামানুষ বলেছেন: বুদ্ধদেব গুহর বই আমি সাধারণত কম পড়ি তবে এটা পড়ে দেখার চেষ্টা করব অনেক ধন্যবাদ

আপনার ব্লগ পড়ি মাঝে মাঝে অনেক ভাল লিখেন আর কত কিছু জানেন ভাবলেই মাথা ঘুরায় :)

আমার ব্লগ বাড়িতে স্বাগতম

৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৫

বোকামানুষ বলেছেন: আমার পোস্ট নির্বাচিত পাতায় আসছে আমি জানই না 8-|

কালকে রাত ২টা পর্যন্ত নেটে ছিলাম
আর আজকে ক্লাস ছিল সারাদিন বাইরে এখন লগিন করে তো অবাক পোস্ট এতবার পঠিত এত কমেন্ট তারপর সবার কমেন্টের উত্তর দিলাম তখনো মাথায় আসেনি ব্যাপারটা উত্তর দিয়ে যখন লগ আউট করেছি তখন হটাত করে মনে হল কাল রাতের পোস্ট আজকে সবাই এতবার পড়ছে তাহলে কি নির্বাচিত হয়েছে নাকি পরে নির্বাচিত পাতাতে গিয়ে দেখি আসলেই অনুমান সত্যি :!> :#)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.