![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।
বালিকা গুন গুন করে
ছন্দে ছন্দে বলল ভালবাসার কথা
প্রতিদিনই বলে কিছু না কিছু এভাবে
বালক কথাগুলো শুনে হাসল
তারপর হাসিমুখে বলল
বালিকা তুমি কি কবি হবে ?
বালিকা শুনে তো অবাক
কবি সে আবার কি জিনিস ?
অবাক চোখে সে শুধায়
এই যে তুমি যেমন করে বলো মনের কথা
অমন করেই তো কবিরা বলে
বালিকা হেসেই খুন
আমি তো শুধু তোমার জন্য বলি
তোমার জন্য আমার জমানো যত কথা
একটু সুন্দর করে
আলাদা করে বলতে ইচ্ছে করে তাই
আমার চিন্তা তোমাতেই শুরু তোমাতেই শেষ
কবিতা আমি তার কি জানি ?
০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৪১
বোকামানুষ বলেছেন: কবিতা আমি তার কি জানি ?
মন যা চায় তাই লিখি হাবিজাবি
২| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:০০
বটবৃক্ষ~ বলেছেন: আপনাকে অনুসরনে না রেখে পারা গেলো না!!
০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৪৩
বোকামানুষ বলেছেন: কেউ আমাকে অনুসরন করার যোগ্য মনে করছে এটা ভেবে লজ্জা লাগছে :#>
আবার অনেক খুশিও লাগতেছে এত আনন্দ কই রাখি
৩| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:০৩
মাক্স বলেছেন: সুন্দর!!
০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৪৪
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ
৪| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৫৬
গ্রাম্যবালিকা বলেছেন: আপনার সথে মিলিয়ে আমিও লিখি? :#>
আমি তো শুধু তোমার জন্য বলি
তোমার জন্য আমার জমানো যত কথা
একটু সুন্দর করে
আলাদা করে বলতে ইচ্ছে করে তাই!
তুমি পাশে আছো বলেই ছন্দ আসে মনে
তোমাকে নিয়েই আমার যত ভাবনা, স্বপ্ন
সেগুলোই তো লিখি
তোমাকে খুব জানাতে ইচ্ছে করে তাই!
০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৫৯
বোকামানুষ বলেছেন: অনেক সুন্দর লিখেছেন আপু
আমার তো এই কথাগুলো মাথায়ই আসেনি
৫| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৭
একজন আরমান বলেছেন:
বালিকা আছে বলেই আজ আমার কথামালা কবিতা হয় !
অনেক ভালো লাগলো ভাই।
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৪
বোকামানুষ বলেছেন: আমি হইলাম আপুনি
বালক-বালিকারা আছে বলেই কবিরা কবিতা লিখতে পারে
৬| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৩
একজন আরমান বলেছেন:
ওহ দুঃখিত আপু।
হতে পারে !
অন্য সবারটা জানি না, তবে আমার কবিতা লেখার শুরু কোন এক বালিকার কারণেই !
১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৮
বোকামানুষ বলেছেন: দুঃখিত হওয়ার কিছু নেই ভাইয়া আমার আইডি দেখেতো বোঝা যায় না
বালকরা বালিকাদের মুগ্ধ করার জন্য কবিতা লিখে
কেউ প্রেমে পড়ে কবিতা লিখে
কেউ ছ্যাকা খেয়ে লিখে
আর যাদের কিছুই হয়নি তারা কল্পনা করে আশা নিয়ে লিখে
কারণের কোন শেষ নেই
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৫৯
বটবৃক্ষ~ বলেছেন: আমি তো শুধু তোমার জন্য বলি
তোমার জন্য আমার জমানো যত কথা
একটু সুন্দর করে
আলাদা করে বলতে ইচ্ছে করে তাই
আমার চিন্তা তোমাতেই শুরু তোমাতেই শেষ
কবিতা আমি তার কি জানি ?