নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল বানানে ভরা ব্লগ

বোকামানুষ

বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।

বোকামানুষ › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা

০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০১

অপেক্ষা করতে করতে আমি ক্লান্ত

কত দীর্ঘ দিবস-রজনী জেগে রয়েছি

আমি এখন একটু ঘুমাতে চাই

দিনের পর দিন কেটেছে পথ চেয়ে

যদি পথের প্রান্তে তোমায় দেখা যায়

রাতের পর রাত জেগে থেকেছি

ঘুমিয়ে গেলে যদি তুমি এসে চলে যাও

কিন্তু এতদিনে বুঝেছি

ভালবাসার ব্যাকুলতা দিয়ে

সবকিছু পাওয়া সম্ভব না

তাই এখন থেকে আর দ্বার খুলে

তোমার প্রতীক্ষায় থাকব না

তোমার সময় হলেই তুমি এসো

আমি আকুল হয়ে

তোমাকে আর ডাকব না

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালবাসার ব্যাকুলতা দিয়ে
সবকিছু পাওয়া সম্ভব না


:(

০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

বোকামানুষ বলেছেন: মন খারাপ করে লাভ কি
ব্যাকুলতা দিয়ে যদি না পাওয়া যায় তবে অযথা ব্যাকুল না হয়ে রিলাক্স থাকাই ভাল :)

২| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

পরিবেশ বন্ধু বলেছেন: অপেক্ষা সুন্দর

০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য

৩| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

আমি ভুত বলছি বলেছেন: অপেক্ষা

০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

বোকামানুষ বলেছেন: অপেক্ষা শেষ হবে একদিন

৪| ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

আমি ভুত বলছি বলেছেন: না

০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

বোকামানুষ বলেছেন: :(

অপেক্ষা তো শেষ হবার জন্যই

৫| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৭

আশিক মাসুম বলেছেন: তোমার প্রতীক্ষায় থাকব না
তোমার সময় হলেই তুমি এসো





ভাল বাসা আর কিছু না দিক, আমার কলমের জোর বারিয়ে দিয়েছে শত গুন বেশী। ভাল লাগা জানিয়ে গেলাম ।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৩

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

ভালবাসা যেমন অনেক সময় অনেক কিছু কেড়ে নেয় তেমন আবার অনেক কিছু দেয়ও মানুষকে

৬| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৯

বটবৃক্ষ~ বলেছেন: তাই এখন থেকে আর দ্বার খুলে
তোমার প্রতীক্ষায় থাকব না
তোমার সময় হলেই তুমি এসো
আমি আকুল হয়ে
তোমাকে আর ডাকব না.।

এতো অভিমান!!!!
খুব চমতকার.।.।.।

১ম +++ কিন্তু আমি দিলাম!! :) :)



০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২০

বোকামানুষ বলেছেন: হুম অনেক অভিমান

এইজন্য আপনাকে একটা স্পেশাল ধন্যবাদ :)

তবে +++ দেন আর না দেন আমার ব্লগে যে মন্তব্য করেন আমার হাবিজাবি লিখা কে ভাল বলে উৎসাহ দেন এটাই অনেক বড় পাওয়া এজন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ

ভাল থাকবেন সব সময়

৭| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৫

গ্রাম্যবালিকা বলেছেন:


কিন্তু এতদিনে বুঝেছি
ভালবাসার ব্যাকুলতা দিয়ে
সবকিছু পাওয়া সম্ভব না :( :(

সুন্দর, প্লাস দিইয়ে গেলাম :)

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২২

বোকামানুষ বলেছেন: ঠিক ই আপু বেশি ব্যাকুলতা দেখালে লোকজন সেটাকে দুর্বলতা ভাবা শুরু করে


প্লাস পেয়ে অনেক খুশি হয়ে আপনাকে অনেক ধন্যবাদ দিলাম :)

৮| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৫

একজন আরমান বলেছেন:
কিন্তু এতদিনে বুঝেছি
ভালবাসার ব্যাকুলতা দিয়ে
সবকিছু পাওয়া সম্ভব না


দারুন।

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৪

বোকামানুষ বলেছেন: জী ভাইয়া সব কিছু শুধু ভালবাসা দিয়ে পাওয়া যায় না


আমার ব্লগে স্বাগতম

৯| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কোমল এবং সুন্দর।

শুভেচ্ছা।

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৮

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ

ব্লগে যারা আপনারা যারা ভাল কবিতা লিখেন আপনাদের লিখা পরলেতো নিজের এইসব হাবিজাবি পোস্ট করতে ভয় লাগে

দারুন লিখেন

আমার ব্লগে স্বাগতম ভাইয়া

১০| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আমি ভালো কবিতা লিখিনা আপু। মাঝে মধ্যে লেখা হয়ে যায়। যেমন ধরেন মেসে খালা না আসলে নিজেকেই রান্না করতে হয়। সে রান্না খাওয়া যায়! এর মানে এই নয় আমি ভালো রান্না করি।

তেমনি লেখালেখির ক্ষেত্রেও। যতো বেশি লিখবেন এবং পড়বেন লেখা ততো ভালো হবে। আমিও নিজেও ছাইপাস লিখে যাচ্ছি। একদিন হয়তো ভালো লিখতে পারবো।

আপনার জন্য শুভকামনা। বেশি বেশি লিখেন। দেখা হবে নিশ্চয়ই।

১৬ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২২

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর একটা মন্তব্যের জন্য


আপনি বিনয়ী তাই একথা বলছেন
মেসে যারা থাকে তারা কিন্তু অনেকেই ভাল রান্না করে :)

১১| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩২

শ্রাবণ জল বলেছেন: সহেনা যাতনা
দিবস গুনিয়া গুনিয়া
নিশিদিন বসে আছি শুধু পথপানে চেয়ে

সখা হে.. এলে না!

আপনার কবিতা পড়তে গিয়ে গানটা মনে পড়ে গেল। শুনেছেন নিশ্চই।

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২০

বোকামানুষ বলেছেন: হুম শুনেছি

না এলে আর কি করা যাবে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে ঘুম দিতে হবে :( :#)

১২| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৪

বোকামন বলেছেন: সুন্দর লিখা ......
শুভকামনা .....

০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৮

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ

ভাল থাকবেন সব সময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.