![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।
রাত যেন নিশ্চুপ কবিতা
তার গভীরে কতনা গল্প
শব্দের মতো
কোনটা বিষণ্ণ, কোনটা আনন্দের
কোনটা ঝিঁঝিঁ পোকার মতো বাঙময়
কোনটা সময়ের মতো
নিঃশব্দে বয়ে চলে
রাত সেতো প্রেমিকের
আরাধ্য জীবন
প্রেমিকার বুকের কাপন
বিরহীর অশ্রুসিক্ত নয়ন
কথা না বলেও নিঃশব্দে
অনেক বেশি কিছু বলে
সবাই তা জানতে পারে না
যারা বোঝার ঠিকই বোঝে
সবাই তা বুঝতে পারে না
১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:৫০
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য
ভাল থাকবেন সব সময়
২| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:১৭
একজন আরমান বলেছেন:
রাত আসলেই নিসচুপ কবিতা আর কবিতা লিখার খোরাকও বটে।
প্রথম ভালো লাগা আপু।
১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:৫২
বোকামানুষ বলেছেন: জী খালি কবিতাই কবিতা
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন সব সময়
৩| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:২৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
অসাধারণ!!!
২য় ভাললাগা।
১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৮
বোকামানুষ বলেছেন: এই কবিতাকে অসাধারণ বলে লজ্জা দিয়েন না
আপনারা উৎসাহ দেন বলেই মাঝে মাঝে লিখার সাহস করি
অনেক ধন্নবাদ, ভাল থাকবেন
৪| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৩
বটবৃক্ষ~ বলেছেন: রাত সেতো প্রেমিকের
আরাধ্য জীবন
প্রেমিকার বুকের কাপন
বিরহীর অশ্রুসিক্ত নয়ন
৩য় ভালোলাগা....।
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৬
বোকামানুষ বলেছেন: মন খারাপ হলো কেন ?
আপনি কি বিরহীদের দলে
অনেক ধন্যবাদ আপুনি
৫| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫১
বটবৃক্ষ~ বলেছেন: আমি বিরহীদের দলে এটা এখনো বুঝেননি!!
আমার লাস্ট পোস্ট দেখলে ভালো বুঝবেন....
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:০২
বোকামানুষ বলেছেন: এসব কি বলেন এত হাসি খুশি স্বপ্ন দেখা আপুনি
আপনি কেন বিরহীদের দলে হতে যাবেন
আপনি থাকবেন স্বপ্ন দেখাদের দলে
বিরহ বলে কিছু আছে নাকি ওটাতো কবিতার জন্য এমনি এমনি লিখছি :-<
ভাল থাকবেন সব সময়
৬| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৮
শ্রাবণ জল বলেছেন: যারা বোঝার ঠিকই বোঝে
সবাই তা বুঝতে পারে না
বুঝে ফেলেছি
০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০২
বোকামানুষ বলেছেন: আপনি যে বুঝে ফেলবেন এটা আমিও জানতাম
আমার মতো বোকামানুষ তো আপনি না
অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:১৫
হাসান মুহিব বলেছেন: দারুন লেগেসে । অসাধারন