নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল বানানে ভরা ব্লগ

বোকামানুষ

বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।

বোকামানুষ › বিস্তারিত পোস্টঃ

কথোপকথন

২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৯

তুমি কতদিন আমার উপর অভিমান করে থাকবে ?

যতদিন পারবো………

আর যখন না পারবে ?

তখন আমার স্বরচিত অভিমান ভেঙে

তোমার কাছে ফিরে আসবো

তখন যদি তোমাকে ফিরিয়ে দেই আমি ?

দিতেই পারো......... আমি প্রত্যাখ্যাত হয়ে

আবার কিছু অভিমান বুকে নিয়ে ফিরে যাবো

এত অভিমান কেন তোমার ?

অনেক ভালবাসি তাই......

তবে কষ্ট না দিলেই কি নয় ?

ভালবাসায় কষ্ট পাওয়া যায় , দেয়া যায়

কিন্তু ভালবাসার অবহেলা সহ্য করতে নেই

তাইতো আমি অভিমান নিয়ে দূরে আছি

ভালবাসাকে ভাল রাখবো বলে......



মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: এত অভিমান কেন তোমার ?
অনেক ভালবাসি তাই......++

২৬ শে মে, ২০১৩ বিকাল ৩:৫৮

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
আমার ব্লগে স্বাগতম

ভাল থাকবেন শুভকামনা

২| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:০৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অভিমানে যে ভালবাসা আরো গাড় হয় গো কবি !!!!!!!!!!
ভাল লাগলো

২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:১৯

বোকামানুষ বলেছেন: অভিমানে ভালবাসা তখনি গাড়ো হয় যখন যার উপর অভিমান করা হয় সে যদি বুঝতে পারে :)

আর যদি মাথামোটা হয় বা অভিমান কে গুরুত্ব না দেয় তবে লাভ নাই :(

অনেক ধন্যবাদ আপু

ভাল থাকবেন সব সময়

৩| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:০৯

অপর্ণা মম্ময় বলেছেন: আহা অভিমান !
অভিমানে কখনো কখনো দূরত্ব তৈরি হয় !

শুভকামনা রইলো

২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:২২

বোকামানুষ বলেছেন: হুম তা ঠিক

তবে কাছে থেকে অবহেলা পাবার চেয়ে ভালবাসা নিয়ে দূরে থাকা ভাল আমার মনে হয়

অনেক ধন্যবাদ আপু

আমার ব্লগে স্বাগতম আপু

ভাল থাকবেন সব সময়

৪| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:৩০

বটবৃক্ষ~ বলেছেন: ভালবাসায় কষ্ট পাওয়া যায় , দেয়া যায়
কিন্তু ভালবাসার অবহেলা সহ্য করতে নেই
তাইতো আমি অভিমান নিয়ে দূরে আছি
ভালবাসাকে ভাল রাখবো বলে......


আপনার সাথে কেন যে এতো মিল খুজে পাই !! বুঝিনা......:(

সব মানুষেরই মধ্যে কিছু অভিমান থাকে
অভিমান থাকা ভালো, এইটুকু থাক_ মহাদেব সাহা

আপনার প্রি্য তালিকা থেকে পেলাম:)::)

শুভকামনা~

২৬ শে মে, ২০১৩ রাত ৯:০০

বোকামানুষ বলেছেন: আমার আপুনির সাথে আমার মিল থাকবে নাতো কার মিল থাকবে :)


হুম মহাদেব সাহার কবিতাটা আমার ভাল লেগেছে

অনেক ধন্যবাদ আপু

ভাল থাকবেন সব সময়

৫| ২৬ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:

দারুন্ত

২৬ শে মে, ২০১৩ রাত ৯:০৩

বোকামানুষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া

আপনারা যখন কিছু ভাল বলেন লেখাটা সার্থক মনে হয়

ভাল থাকবেন সব সময়

৬| ২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

জানতে চায় বলেছেন:
:)

২৬ শে মে, ২০১৩ রাত ৯:০৫

বোকামানুষ বলেছেন: এত খুশি কেন ? :)

অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য

আমার ব্লগে স্বাগতম

ভাল থাকবেন

৭| ২৭ শে মে, ২০১৩ রাত ১২:৩২

শাফ্‌ক্বাত বলেছেন: বাহ!!

২৭ শে মে, ২০১৩ রাত ১:৪৭

বোকামানুষ বলেছেন: আপু আমার ব্লগে :D

আমার ব্লগ বাড়িতে স্বাগতম আপু

এইসব লেখা আপনাদের লেখার সামনে কিছুই না আমি পড়ি আর ভাবি কবে আপনাদের মতো লিখতে পারবো


অনেক ধন্যবাদ আপু
ভাল থাকবেন সব সময়

৮| ২৭ শে মে, ২০১৩ রাত ১:৪৬

একজন আরমান বলেছেন:
এরকম একটা কথোপকথন হলে খারাপ হতো না। অপেক্ষায় আছি এমন একটি কথোপকথন এর।

২৭ শে মে, ২০১৩ রাত ১:৫২

বোকামানুষ বলেছেন: বাস্তবে না হলেও এরকম কথোপকথন কিন্তু প্রায়ই আমরা মনে মনে করি কারো প্রতি অভিমানে

এরকম অভিমানি কথোপকথন এর কি দরকার ভাইয়া তার চেয়ে অনেক রোম্যান্টিক কোন কথোপকথন হবে কারো সাথে সেই অপেক্ষায় থাকেন :)

ভাল থাকবেন ভাইয়া

৯| ২৭ শে মে, ২০১৩ রাত ২:০২

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এত অভিমান কেন তোমার ?
অনেক ভালবাসি তাই......


দারুণ,দারুণ :)

২৭ শে মে, ২০১৩ রাত ২:১৫

বোকামানুষ বলেছেন: আরে মাননীয় মন্ত্রী মহোদয় এসেছেন আমার ব্লগে তারে এখন কোথায় বসতে দেই মন্ত্রী বলে কথা :)


অনেক ধন্যবাদ ভাইয়া

আমার ব্লগে স্বাগতম

ভাল থাকবেন সব সময়

১০| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:২৫

আরজু পনি বলেছেন:

ভালোবাসাকে ভালো রাখার জন্যে অনেক সময় কাছে থাকাটাও বড্ড জরুরী হয়ে যায়! :(

২৭ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৭

বোকামানুষ বলেছেন: হুম ঠিক বলেছেন আপু

মাঝে মাঝে দূরে যাওয়া যেমন জরুরী তেমনি পাশে থাকাও জরুরী

অনেক ধন্যবাদ আপু

ভাল থাকবেন সব সময়

১১| ২৭ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

আশিক মাসুম বলেছেন: +++++

খুব ভালো লাগলো হৃদয় ছোঁয়া ভালবাসার কথামালা।

২৭ শে মে, ২০১৩ রাত ৯:০৫

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

ভাল থাকবেন সব সময়

১২| ২৭ শে মে, ২০১৩ রাত ৯:১৬

রুপ।ই বলেছেন: দারুন !

২৭ শে মে, ২০১৩ রাত ৯:২৩

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য

আমার ব্লগ বাড়িতে স্বাগতম

ভাল থাকবেন সব সময়

১৩| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:১২

এরিস বলেছেন: চমৎকার কথোপকথন। পূর্ণেন্দু পত্রী দেখতে পেলে চোখ গোল গোল করে তাকিয়ে থাকবে। :) ঠোঁট উলটানো আদুরে অভিমানগুলো মিষ্টি করে ছুঁয়ে গেলো। অনেক অনেক ভালো লাগা। :)

২৮ শে মে, ২০১৩ সকাল ১০:৫০

বোকামানুষ বলেছেন: আপনার প্রশংসা পেয়ে তো নিজেকে উনার চেয়েও বড় কবি মনে হচ্ছে :P :) আসলে তো কাকের মতো কবিদের তালিকায় নিজের নাম যোগ হবে :(

অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্যর জন্য

এধরনের মন্তব্য অনেক উৎসাহিত করে

ভাল থাকবেন সব সময়

১৪| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৩:৫১

জানতে চায় বলেছেন: এত খুশি কেন ?
লেখাটা সুন্দর ,

২৮ শে মে, ২০১৩ রাত ১০:৫৯

বোকামানুষ বলেছেন: এইজন্য খুশি

অনেক ধন্যবাদ ভাইয়া

ভাল থাকবেন সব সময়

১৫| ২৮ শে মে, ২০১৩ রাত ১১:৩৯

শুকনোপাতা০০৭ বলেছেন: অন্য রকম... ভালো লাগল :)

২৮ শে মে, ২০১৩ রাত ১১:৪১

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ আপু

আমার ব্লগ বাড়িতে স্বাগতম

ভাল থাকবেন সব সময়

১৬| ২৯ শে মে, ২০১৩ ভোর ৫:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অভিমানী কবিতা পড়ে যদি খানিকটা অভিমান হয়, তাহলে বুঝতে হবে, কবিতা ভালো হয়েছে।

সমস্যা হলো অভিমানী তো হলাম, কিন্তু অভিমান ভাংগানোর জন্য অপেক্ষা করতে হবে। :) :)

ভালো থাকবেন। শুভেচ্ছা রইল।

২৯ শে মে, ২০১৩ সকাল ১১:৪০

বোকামানুষ বলেছেন: অনেক মায়াবতী কেউ এসে আপনার মান ভাঙাবে এই দোয়া রইলো :)

অনেক ধন্যবাদ ভাইয়া

আমার ব্লগ বাড়িতে স্বাগতম

ভাল থাকবেন সব সময়

১৭| ২৯ শে মে, ২০১৩ ভোর ৬:২০

রোজেল০০৭ বলেছেন: সুন্দরতম।

২৯ শে মে, ২০১৩ সকাল ১১:৪১

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য

ভাল লেগেছে জেনে ভাল লাগছে

আমার ব্লগ বাড়িতে স্বাগতম

ভাল থাকবেন সব সময়

১৮| ২৯ শে মে, ২০১৩ রাত ১০:৪০

ফারজানা শিরিন বলেছেন: হুম । অবহেলা নিতে নেই ।

২৯ শে মে, ২০১৩ রাত ১১:৪৬

বোকামানুষ বলেছেন: জী আপু আমার তাই মনে হয়

একটা মানুষকে আপনি যতই ভালবাসেন কিংবা শ্রদ্ধা করেন যখন সে আপনার সেই ভালবাসার বা শ্রদ্ধার মূল্য বুঝতে পারবে না তখন দূরে থাকাই ভাল তা না হলে তার প্রতি যেই ভালবাসা তাকেই অপমান করা হয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.