![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।
ভাল না বাসলে
তাতে কি যায় আসে
আমি যে ভালবাসি এইতো বেশি
কাছে না আসলে
তাতে কি লাভ ক্ষতি
আমিতো আছি আশে পাশেই
আমি যতটুকু তোমায় ভালবেসেছি
তাতেই একটা জীবন যাবে চলে
তোমাকে নাও পেলে
২৮ শে জুন, ২০১৩ রাত ৮:৩৯
বোকামানুষ বলেছেন: এইটুকুই মাথায় আসলো ভাইয়া কি করবো
এটাকে কবিতা না বলে অনুকাব্য বলাই ভাল
অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকবেন সব সময়
২| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৩১
একজন আরমান বলেছেন:
আমি অনেক স্বার্থপর,
তোমায় আর ভালবাসতে পারবো না,
অনেক তো দিয়েছি নিঃস্বার্থ ভালোবাসা
আর কতো চাও?
০২ রা জুলাই, ২০১৩ রাত ২:১৭
বোকামানুষ বলেছেন: ভাল বলেছেন ভাইয়া
তবে কিছু মানুষকে তারা বিনিময়ে আমার জন্য কিছু করবে এই ভেবে ভালবাসি না বরং তাদের ভাল না বেসে থাকতে পারি না এইজন্যই ভালবাসি
ভাল থাকবেন ভাইয়া
৩| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৫৪
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
সুন্দর অনু কাব্য ... ++++
০২ রা জুলাই, ২০১৩ রাত ২:১৮
বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ আপু
আপনার প্রপিকটা অনেক সুন্দর
ভাল থাকবেন সব সময় শুভকামনা
৪| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৩:৩১
একজন আরমান বলেছেন:
আমি বিশ্বাস করি মায়ের ভালোবাসা ছাড়া পৃথিবীতে আর কিছুই নিঃস্বার্থ নেই !
কাউকে হয়তো ভালোবাসি ঠিকই, কিন্তু মনের মধ্যে একটা বাসনা ঠিকই থেকে যায় যেন সেও আমাকে ভালবাসুক !
০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:০৫
বোকামানুষ বলেছেন: তাতো অবশ্যই আমি যাকে ভালবাসবো আমিতো চাইবোই সেও আমাকে ভালবাসুক
কিন্তু কিছু ক্ষেত্রে হয় না যে যাকে ভাল লাগে সে ভালবাসে না জেনেও তার প্রতি ভালবাসা শেষ হয় না সহজে
৫| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৩০
একজন আরমান বলেছেন:
হ্যাঁ সেটা তো থাকেই !
সে জন্যই তো আজও হয়তো একতরফা কাউকে ভালোবেসে যাচ্ছি !
০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:০১
বোকামানুষ বলেছেন: এই কবিতার থিম ঐটাই যাকে ভালবাসা হয় সে ভাল না বাসলেও সব সময় ভালবাসা ফুরিয়ে যায় না নিজের ভালবাসার তীব্রতার কাছে হার মেনে তাকে ভালবেসে যেতে হয়
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
কবিতা এত ছোট কেন ?