নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল বানানে ভরা ব্লগ

বোকামানুষ

বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।

বোকামানুষ › বিস্তারিত পোস্টঃ

বিধ্বংসী

১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৮

মাঝে মাঝে জীবনটাকে

ভেঙে-চুড়ে, দুমড়ে-মুচড়ে

নষ্ট করে ফেলতে ইচ্ছে করে

জীবন যেন রঙিন ফানুস

ফুঁ দিয়ে উড়িয়ে দিতে ইচ্ছে করে

যেন একটা মাটির প্রদীপ

এক মুহূর্তে নিভিয়ে দিতে ইচ্ছে করে

জীবন নিয়ে বাজী ধরতে ইচ্ছে করে

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০২

প্রোফেসর শঙ্কু বলেছেন: বিধ্বংসী অণুকাব্য ভাল লেগেছে।

শুভকামনা রইল বোকামানুষ।

১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৫

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ প্রফেসর ভাইয়া

ভাল থাকবেন সব সময়

২| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৭

লাবনী আক্তার বলেছেন: হুম! মাঝে মাঝে আসলেই এমন ইচ্ছে করে।

১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৭

বোকামানুষ বলেছেন: আসলেই আপু এমন ইচ্ছে করে অনেক কষ্ট পেলে কিন্তু এই কিছু সময়ের আবেগ যারা নিয়ন্ত্রণ করতে পারে না তারাই ভুল কোন কাজ করে

ধন্যবাদ আপু

অনেকদিন পর আমার ব্লগে

ভাল থাকবেন সব সময়

৩| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১০

bakta বলেছেন: "বেঁচে থেকে যে কষ্ট - আত্মহত্যা করে সে কষ্ট আরো বেশি কষ্টকর হয়ে ওঠে, - আত্মহত্যা করতে গিয়েও শেষ মুহুর্তে বাঁচার শেষ লিপ্সা থাকে ।

তাই সবাই কে মনে রাখতে হবে - " বেঁচে আছি যখন খুশি মরতে পারবো - কিন্তু মরে গেলে আর বেঁচে আসতে পারবো না " ।

১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৮

বোকামানুষ বলেছেন: অনেক সুন্দর কথা বলেছেন একমত

আত্মহত্যা মহাপাপ আমাদের সবার মনে রাখা উচিত জীবন একটাই এই সুন্দর জীবন আল্লাহ আমাদের দিয়েছেন সফল হবার জন্য জীবনের কাছ থেকে পালিয়ে যাওয়ার জন্য নয়

আমি আমার কবিতার থিম দিয়ে আত্মহত্যার দিকে যাওয়ার কথা বোঝাতে চাইনি আসলে অনেক মন খারাপ থাকলে কিংবা অনেক কষ্ট পেলে মনে হয় না মাঝে মাঝে দেই জীবনটাকে উলটপালট করে এত করি কিছু উল্টা পাল্টা কাজ আর কিছু না কিন্তু এই কিছু সময়ের আবেগ যারা নিয়ন্ত্রণ করতে পারে না তারাই ভুল কোন কাজ করে


অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য


ভাল থাকবেন সব সময়

৪| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৯

রোমেন রুমি বলেছেন: আজ দুদিন আমারও এমন ইচ্ছে করছে ।
+++

১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৮

বোকামানুষ বলেছেন: তাই বলে খারাপ কিছু করা যাবেনা কিন্তু ভাইয়া :)

জীবন একটাই সুন্দর করে বাঁচুন

ভাল থাকবেন সব সময়

৫| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২২

স্নিগ্ধ শোভন বলেছেন:
মাঝে মাঝে আমার এমন ইচ্ছে করে।



+++

১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৩

বোকামানুষ বলেছেন: আমাদের সবারই দেখি এমন হয় মাঝে মাঝে

কিন্তু জীবন শেষ পর্যন্ত লড়ে যাওয়ার নাম চেষ্টা করে যেতে হয় শেষ পর্যন্ত

অনেক ধন্যবাদ

ভাল থাকবেন

৬| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:

এক মুহূর্তে নিভিয়ে দিতে ইচ্ছে করে
জীবন নিয়ে বাজী ধরতে ইচ্ছে করে

১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৬

বোকামানুষ বলেছেন: এই এটুকু জীবন আমি দিওয়ানার মতো
ঘুরেই কাটিয়ে দিতে পারি
দিগ্‌ভ্রান্ত নাবিকের মতো অকূল সমুদ্রে পারি
ভাসাতে জাহাজ;
আমার সমগ্র সত্তা পারি আমি সম্পূর্ণ বিলুপ্ত করে দিতে
কোনো সুফী আউলিয়ার মতো
ধ্যানের আলোয়,
ঝরা বকুলের মতো পথে পথে নিজেকে ছড়াতে পারি আমি
ছেঁড়া কাগজের মতো এমনকি যত্রতত্র ফেলে দিতে পারি,
এইভাবে ফেলতে ফেলতে ছড়াতে ছড়াতে এই এটুকু জীবন
আমি পাড়ি দিতে চাই-
এই এটুকু জীবন আমি হেসে খেলে দুচোখের জলে
ভালোবেসে, ভালোবাসা পেয়ে
কিংবা না পেয়ে
এভাবে কাটিয়ে দিতে চাই........ মহাদেব সাহা

৭| ১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

একজন আরমান বলেছেন:
আমারও এমনটা ইচ্ছে হয়, কিন্তু পারি না !

১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

বোকামানুষ বলেছেন: থাক ভাইয়া পারার দরকার নেই

জীবনতো একটাই নষ্ট করে কি লাভ

ভাল থাকবেন সব সময়

৮| ১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৩

মাহমুদ০০৭ বলেছেন: বিধ্বংসী অণুকাব্য , একদম ডিনামাইট ।
অনেক ভাল লাগল ।
ভাল থাকবেন ।

১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৯

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

আমার ব্লগ বাড়িতে স্বাগতম

ভাল থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.