নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল বানানে ভরা ব্লগ

বোকামানুষ

বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।

বোকামানুষ › বিস্তারিত পোস্টঃ

নিঃশব্দতা

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৩


নিঃশব্দতার আলাদা ভাষা আছে
আছে নিজস্ব কিছু অর্থ
কখনো তা প্রতিবাদের
কখনো হয়তো তীব্র অভিমান

না বলেও হয়তো বলা হয় বহু কথা
একটি চাহনি, বিরক্ত ভ্রূকুটি
অথবা শুধুই নীরব থাকা

ধরতে চেষ্টা করো সেই নীরবতার অর্থ
হয়তো খুব বেশি দেরি হলে
প্রিয় মানুষ দূরে চলে যাবে
বহুদূরে নীরবেই...............

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১১

এহসান সাবির বলেছেন: প্রিয় মানুষ দূরে চলে যাবে
বহুদূরে নীরবেই...............


প্রিয়'রা এভাবেই দূরে চলে যায়..... নীরবেই.......


এক গুচ্ছ ভালো লাগা।

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫২

বোকামানুষ বলেছেন: হুম সময়মতো না ফেরালে প্রিয় মানুষ দূরেই চলে যায় :(


অনেকদিন পর কবিতা লিখার অপচেষ্টা করলাম

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য

ভাল থাকবেন

২| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:০৭

এহসান সাবির বলেছেন: কেউ কেউ কখনও ফিরে আসে না......!!
ওখান থেকে আসলে কেউ ফিরে আসতে পারে না.....

তখন শুধু প্রার্থনা থাকে... হয়ত চোখ বুজে.....!!

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ২:২৩

বোকামানুষ বলেছেন: সেতো আছেই

আবার কখনো কখনো আমাদের অবহেলা, কেয়ারের অভাবে আমাদের প্রিয় মানুষগুলো বেঁচে থেকেই আমাদের থেকে দূরে চলে যায় অথবা তারা যদি আমাদের বুজতে না পারে তাহলে অভিমানে বাধ্য হয়ে আমরা তাদের থেকে দূরে সরে যেতে থাকি

কিন্তু প্রিয় মানুষ কে দূরে যেতে দিতে নেই

৩| ১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৭

আমিনুর রহমান বলেছেন:




বো মা কবিতা ভালো হয়েছে !

১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০১

বোকামানুষ বলেছেন: অনেকদিন পর কবিতা লিখার অপচেষ্টা করলাম


ভাল লেগেছ জেনে অনেক খুশি লাগছে

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য

ভাল থাকবেন সবসময় শুভকামনা

৪| ১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

তুষার কাব্য বলেছেন: ভালো লেগেছে ছোট কবিতা ...

১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৩

বোকামানুষ বলেছেন: ভাল লেগেছ জেনে অনেক ভাল লাগছে

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য

ভাল থাকবেন সবসময় শুভকামনা

৫| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০৪

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভালো লাগলো । +++

১৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৩

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য

আমার ব্লগ বাড়িতে স্বাগতম

ভাল থাকবেন

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৩

এহসান সাবির বলেছেন: নতুন পোস্ট চাই।

১১ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৭

বোকামানুষ বলেছেন: ইদানিং কেন যেন পোস্ট দিতে আলসি লাগে নতুন ৩-৪টা অণু কবিতা লিখেছিলাম কয়েকদিন আগে পোস্ট দিবো দিবো করে আর দেয়া হচ্ছে না আর পড়াশোনার অনেক প্রেসার যাচ্ছে এখন এটাও একটা কারণ


দেখি দিয়ে দিব এই সপ্তাহে

অনেক ধন্যবাদ ভাইয়া খোঁজ নেয়ার জন্য অনেক ভাল লাগছে যে আমার পোস্ট ও আপনাদের মনে থাকে

৭| ২৪ শে মে, ২০১৫ বিকাল ৪:৩৭

রং করা পুতুল বলেছেন: ্‌্‌্‌্‌্‌,বহুদূরে নীরবেই্‌্‌্‌্‌্‌

১২ ই জুন, ২০১৫ রাত ৯:০১

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য

আমার ব্লগ বাড়িতে স্বাগতম

ভাল থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.