নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভুল বানানে ভরা ব্লগ

বোকামানুষ

বিশ্বাস করে বারবার ঠকি তাই নিজেকে মাঝে মাঝে খুব বোকা মনে হয় কেন বারবার একি ভুল করি.........।

বোকামানুষ › বিস্তারিত পোস্টঃ

গাছটা হটাত করেই মরে গেল!!!!!

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৪২

গাছটা হটাত করেই যেন মরে গেল!!
আশ্চর্য হয়ে সবাই বলাবলি করে

কিন্তু অনেকদিন থেকেই
তার পাতাগুলো বিবর্ণ হওয়া শুরু করেছিল
খেয়াল করেনি কেউ
তারও অনেকদিন আগে থেকে
মাটির নীচে তার শিকড়
শুকিয়ে আসছিল
প্রাণপণ চেষ্টা করেও
গাছটা কোথাও খুঁজে পায়নি
একটু খানি জল
একটু আদ্র কোমল আশ্রয়
তার পাতাগুলো হলুদ হতে শুরু করল
তবুও অনেকদিন সে যুদ্ধ করে গেছে
প্রাণপণ চেষ্টা করেছে বেঁচে থাকার

তারপর একদিন যখন
পরাজয় মেনে নিয়ে
ক্লান্ত হয়ে ছেড়ে দিল সব আশা
তখনি সবাই আবিষ্কার করলো
গাছটা মরে যাচ্ছে!!!!!!!
কিন্তু এর শুরুটা হয়েছিল
অনেক আগেই...............

মন্তব্য ৪৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৯

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫০

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য

ভাল থাকবেন, শুভকামনা

২| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২৬

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর ।

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫১

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য

আমার ব্লগ বাড়িতে স্বাগতম
ভাল থাকবেন শুভকামনা

৩| ২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪১

শতদ্রু একটি নদী... বলেছেন: দারুন কবিতা। ভাল্লাগছে

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫২

বোকামানুষ বলেছেন: মন্তব্যটা পেয়ে মন ভাল হয়ে গেল :D

অনেক ধন্যবাদ ভাইয়া

ভাল থাকবেন সবসময় শুভকামনা

৪| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৩:৩১

স্বপ্নবাজ অভি বলেছেন: প্রতিটি মৃত্যুর শুরুই বোধহয় অনেক আগেই শুরু হয়!

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৬

বোকামানুষ বলেছেন: হুম সম্পর্কের মৃত্যু, স্বপ্নের মৃত্যু সবকিছুই অনেক আগে থেকে শুরু হয় আমরা টের পাই না অথবা অবহেলায় খেয়াল করি না আর যখন বুজতে পারি তখন আর কিছু করার থাকে না :(

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য

ভাল থাকবেন, শুভকামনা

৫| ২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৪৬

সুমন কর বলেছেন: সুন্দর !! ভালো লাগা রইলো।

গাছের পাতা হলুদ হলে, আমার-ই মেজাজ খারাপ হয়ে যায়। মানে ভয় হয়, যদি মরে যায় !!

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫৩

বোকামানুষ বলেছেন: আপনার মন্তব্য থেকে বোঝা গেল আপনি গাছ ভালবাসেন

ভাল থাকুক আপনার গাছ-গাছালি

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য

ভাল থাকবেন, শুভকামনা

৬| ২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৪১

এস কাজী বলেছেন: সুন্দর কবিতা। কিন্তু গাছটা তো অনেক আগেই মরে গেল :(

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১:২২

বোকামানুষ বলেছেন: হুম মরেই তো গেছে এখন আর দুঃখ করে লাভ নাই :((

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য

আমার ব্লগ বাড়িতে স্বাগতম
ভাল থাকবেন শুভকামনা

৭| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কিন্তু অনেকদিন থেকেই
তার পাতাগুলো বিবর্ণ হওয়া শুরু করেছিল
খেয়াল করেনি কেউ
তারও অনেকদিন আগে থেকে
মাটির নীচে তার শিকড়
শুকিয়ে আসছিল
প্রাণপণ চেষ্টা করেও
গাছটা কোথাও খুঁজে পায়নি
একটু খানি জল
একটু আদ্র কোমল আশ্রয়
তার পাতাগুলো হলুদ হতে শুরু করল
তবুও অনেকদিন সে যুদ্ধ করে গেছে
প্রাণপণ চেষ্টা করেছে বেঁচে থাকার


আসলে এমনটাই হয় মিতা ভাই,

প্রিয়জনে ঘিরে থাকা মানুষ
নীরবে ক্ষয়ে ক্ষয়ে যায়,
এতো আপন কাছের মানুষ
কেউ সে খবর না পায়।

যেদিন পেল খবর,
সেদিন যে খুঁড়তে হবে কবর।

৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৮

বোকামানুষ বলেছেন: হুম কে যে কখন হারিয়ে যায় :(

আর ভাইয়া আমি মিতা ভাই না মিতা আপু :)

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য

ভাল থাকবেন, শুভকামনা

৮| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৯

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য

ভাল থাকবেন শুভকামনা

৯| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২৬

এহসান সাবির বলেছেন: আমার কাছে কেন জানি খুব ভালো লেগেছে। মনে হয়েছে কোন একটা মানুষের কাহিনী উপমা দিয়ে লেখা হয়েছে এবং এটা একটা প্রেমের কবিতা......!!
পাঠক তো তার মত করেই ভেবে নিবে.... কবি লিখবে কবির মতন......!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১১

বোকামানুষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য

মনে হয়েছে কোন একটা মানুষের কাহিনী উপমা দিয়ে লেখা হয়েছে ঠিকমত ধরে ফেলেছেন :)

এবং এটা একটা প্রেমের কবিতা......!! :| আমি এটাকে প্রেমের কবিতা হিসেবে লিখিনি কিন্তু শেষ পর্যন্ত আপনার কথাই ঠিক পাঠক তো তার মত করেই ভেবে নিবে....

১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৫

ভ্রমরের ডানা বলেছেন: গাছ বাঁচান, পরিবেশ বাঁচান।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১১

বোকামানুষ বলেছেন: হুম গাছ আমাদের বন্ধু

অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য

আমার ব্লগ বাড়িতে স্বাগতম
ভাল থাকবেন শুভকামনা

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৯

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
শুভ কামনা রইল।

০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

বোকামানুষ বলেছেন: ঈদ মোবারাক ভাইয়া :D
কেমন কাটলো ঈদ
আশাকরি ভাল আছেন?

১২| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দিন লিখেন না , বিষয় কি ?

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৪৪

বোকামানুষ বলেছেন: হুম অনেকদিন নতুন পোস্ট দিতে পারছি না :(
সব কিছু নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছি ব্লগ পড়েই শুধু মন ভরাতে হয়

ভাল থাকবেন ভাইয়া শুভকামনা

১৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৪৭

রুদ্র জাহেদ বলেছেন: গাছের জীবন=মানুষের জীবন।সুন্দর উপমার কবিতা
কবিতা ভালো লেগেছে

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৪৬

বোকামানুষ বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল

অনেক ধন্যবাদ ভাইয়া

ভাল থাকবেন সবসময় শুভকামনা

১৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: শিক্ষনীয় বিষয়, ধন্যবাদ কবি।

০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০১

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য

ভাল থাকবেন শুভকামনা

১৫| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮

এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৪

বোকামানুষ বলেছেন: শুভ নববর্ষ ভাইয়া :)

কেমন আছেন ভাইয়া?

নতুন বছর আনন্দে কাটুক ভাল থাকবেন শুভকামনা

১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৩

এহসান সাবির বলেছেন: ফাগুনের শুভেচ্ছা রইল।

০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:১৮

বোকামানুষ বলেছেন: ফাগুনের আগুন লাগা শুভেচ্ছা :)

আশাকরি ভাল আছেন ভাইয়া

১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কবিতায় প্লাস। ভালো লাগলো।

০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:১৯

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ আপু
আপনাদের ভাললাগা সব সময়ই উৎসাহ দেয়

ভাল থাকবেন সবসময় শুভকামনা

১৮| ২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৮

এহসান সাবির বলেছেন: দেরিতে হলেও বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল :)

২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৪

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :D :D
শুভ নববর্ষ মঙ্গলময় হোক আপনার সারাটা বছর

১৯| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৪

বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন।

২৪ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫০

বোকামানুষ বলেছেন: ব্লগে ঢুকেই আপনার মন্তব্যটা পেলাম অনেক ধন্যবাদ আসলে অনেকদিন পাসওয়ার্ড সংক্রান্ত ঝামেলার কারণে ব্লগে আসা হয়নি

২০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৫

মনিরা সুলতানা বলেছেন: এত সুন্দর লিখেন আপনি !!
আমি তো মুগ্ধ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

বোকামানুষ বলেছেন: বুজতে পারছিনা আপনার এত বিশাল প্রশংসার উত্তরে কি লিখবো শুধু কৃতজ্ঞতাই প্রকাশ করছি
আমি মাঝে মাঝে চেষ্টা করি আমার এলোমেলো ভাবনাগুলোকে ভাষা দিতে আপনারা ব্লগের অনেকেই সেগুলো পড়ে উৎসাহ দেন সেটা আসলে আপনাদের বিশালতা

অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটা মন্তব্যর জন্য ভাল থাকবেন সব সময়

২১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: লেখাটা তো বনফুলের নিমগাছ এর মতোই........
তবে সুন্দর হয়েছে.....

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৬

বোকামানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাল লেগেছে জেনে খুব ভাল লাগছে
তবে বনফুলের নিমগাছ কবিতা আমি আজই প্রথম পড়লাম নীচে মন্তব্যর ঘরে আপনার দেয়া লিংক থেকে
আমার কবিতার মূল বিষয়টা হল অনেক সময় আমরা আমাদের আশেপাশের পরিচিত বা প্রিয় মানুষগুলো যে কষ্টের ভিতর দিয়ে যায় সেটা খেয়াল করিনা বা বুজতে পারিনা আর যখন পারি তখন অনেক দেরি হয়ে যায় । যেমন প্রায়ই আমরা শুনি অনেক আত্মহত্যা করেছে বা নিজের ক্ষতি করেছে কেউ কেউ হয়তো আবেগের বশে কাজটা করে তাদের কথা আলাদা কিন্তু অনেকেই জীবনে অনেক চেষ্টার পর কাউকে নিজের কষ্টের কথা বলতে না পেরে হেরে যায় হয়তো আমাদের একটু সহানুভূতি তাদেরকে দেয়া একটু সময় অনেককে ফিরিয়ে আনবে ভেঙ্গে পড়া থেকে উঠে দাড়াতে সাহায্য করবে

২২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: click here

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১০

বোকামানুষ বলেছেন: পড়েছি এবং মন্তব্যও করেছি
ধন্যবাদ শেয়ার করার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.