নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অভিলাষী মন চন্দ্রে না হোক, জোছনায় পাক সামান্য ঠাঁই.!!

অভিলাষী মন চন্দ্রে না হোক, জোছনায় পাক সামান্য ঠাঁই..

বনজ্যোৎস্না

অভিলাষী মন চন্দ্রে নাহোক, জোছনায় পাক সামান্য ঠাঁই..!!

বনজ্যোৎস্না › বিস্তারিত পোস্টঃ

সাপটা কিন্তু সবুজ রঙের ছিলো!

১৭ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৩৭

ছোট্ট একটা সাপ ছিলো।

সবাইরে ভয় দেখাইতাম।

সাইজে পিচ্চি। কিন্তু লাফ দেয়

তিড়িং করে ! সবুজ রঙের সাপ।

দেখতে ভয়ের কিছু না। একদম সস্তা।

তবে হাতের উপর এর লাফটাই

ছিলো কলজে কাঁপানো।



একদিন আমার ছোটো খালার

কাছে এসে হাতের মুঠি দেখায়

বলতেছিলাম,



"আমার হাতে একটা জিনিস আছে।

আপনাকে দিতে ইচ্ছা করতেছে। কিন্তু

দেয়া ঠিক হবে কিনা বুঝতেছি না।"



"দে। "



"উঁহু ...আপনি ভয় পাবেন। "



"তুই আর আমারে ভয় পাওয়ানোর

কি দিবি। দে।"



"আমার হাতে কিন্তু এইটা সাপ! "



"সাপ?হি হি হি ... ভয়

পেয়ে আমি যাতে না নেই

এইজন্যে বলতেছিস তো? তোর

হাতে আছে। তুই ভয় পাস না। আর আমি ভয়

পাবো! আচ্ছা সাপ থাকলে সাপই দে।"



"এই যে নেন। "



বলে তার হাতের উপর ছাড়লাম।

সাপটা হেব্বি একটা লাফ

দিয়ে পড়লো।

তারপর যা হওয়ার তাই হলো।

আমার পিচ্চি খালাটা বিকট চিতকার

দিয়ে তব্দা খায়া গেলো।

তার চোখ দিয়ে দরদর

করে পানি পড়তে শুরু করলো। চিতকার

শুনে আম্মু দৌড়ায় আসলো।

তার পিঠে থাপ্পড়

দিয়ে তারে স্বাভাবিক করলো।

আমারে দিলো ঝাড়ি।



আমি উনারে বললাম,

"আমি তো বলেই নিছিলাম আমার

হাতে সাপ। "



"আরেহ আমি কি বুঝছি নাকি?

আমি ভাবছিলাম তোর হাতে কিছু নাই।

তুই মজা করে বলতেছিস! "



এরপর আমার খালাটার ভয় ভাঙানোর

জন্যে তার হাতে বারবার

সাপটা দিছি। উনি বারবারই ভয়

পাইছে। উনার সাপ ভীতি আছে। তাই

বইলা জেনেশুনে রাবারের সাপও?



হঠাত সাপটার কথা মনে পড়লো। সাপ

দিয়ে ভয় তো সবাইই দেখায়। তাই

বলে বলে কয়ে দেয়ার পরও এত্ত ভয়

পাওয়া উচিত?!



আমার সবুজ রঙের সেই

সস্তা সাপটা হারায় গেছে!! ..

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.