![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথায় আছে, “বোকা বন্ধুর চেয়ে বুদ্ধিমান শত্রু ভাল”। তাই লতিফ সিক্কিকীকে অপসারন করা আর জামাতের যুদ্ধপরাধীদের শাস্তি কমানো। বাংলাদেশ আওয়ামীলীগ মনে হয় এই নীতিতেই চলছে! প্রধানমন্ত্রীসহ সরকারের বেশিরভাগ নীতিনির্ধারকেরা এখন দেশের বাইরে। এ অবস্থায় লতিফ সিদ্দিকীর এই বক্তব্য আওয়ামীলীগের জন্য বিরাট বিপদ। বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। তার উপর এখন হজ্ব ও ঈদের মৌসুম। আওয়ামীলীগের ভয় হল, হুজুরদের আবেগের ঠেলায় না আবার শেখ হাসিনার গদি উল্টে যায়! তাই সময় থাকতেই ব্যবস্থা নেয়া।
তবে, কিছু বিষয় মনে হয় কোনোদিনই আমার মাথায় ঢুকবে না। লতিফ সিদ্দিকীর এই বক্তব্য তো তার নিজের ব্যক্তিগত মতামত। এটার জন্য কি হজ্বে যাওয়া মানুষের সংখ্যা কমবে? কেউ যদি ধর্মীয় কর্মকাণ্ডকে Unproductive বলে, তাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কি আছে আমি বুঝি না। মানুষ ধর্ম পালন করে তার নিজের মনের শান্তি ও পরকালের সুরক্ষার জন্য। সেই ধর্মে যদি এত সহজে আঘাত করা যায়, তাহলে বোঝা যায় আঘাতপ্রাপ্ত সেই মানুষের মনে ধর্মের ভিত্তি কত দুর্বল। সেই ভয় থেকেই তারা এত প্রতিক্রিয়াশীল হয়ে উঠে।
একজন মন্ত্রীকে তার দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হবে কিনা, সে সিদ্ধান্ত নেয়া উচিত মন্ত্রী হিসেবে তার Performance দেখে। দেশের শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংসের পথে। একের পর এক প্রশ্ন ফাঁশ হচ্ছে, Golden A+ এ দেশ ভরে যাচ্ছে, কিন্তু ভর্তি পরীক্ষায় তার উল্টো চিত্র দেখা যাচ্ছে, তারপরও একজন মন্ত্রী গলাবাজি করে যাচ্ছেন যে ভর্তি পরীক্ষাপ্রক্রিয়া ভুল। যা মন্ত্রী হিসেবে তার শুধু ব্যর্থতাই প্রমান করে না, তার অযোগ্যতাও প্রমান করে। তারপরও তিনি বহাল তবিয়তে স্বপদে আছেন। যুদ্ধপরাধীদের শাস্তির মুলা ঝুলিয়ে ক্ষমতায় থেকে যাওয়া আর প্রতিক্রিয়াশীল ধর্মান্ধ জনগোষ্ঠীর মন জয় করার রাজনীতি কি আওয়ামীলীগকে আদৌ ক্ষমতায় থাকতে দেবে?
০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৯
ঠাহর বলেছেন: @ীল আকাশ, আমার মা যদি আমাকে এই ধরনের কথা বলে, তাহলে আমি অবশ্যি একটা ধাক্কা খাব। আমার মায়ের চরিত্র নিয়ে যদি আমার মনে প্রশ্ন থাকে, তাহলে আমি হয়তো ব্যপারটা নিয়ে খোঁজ খবর করার চেষ্টা করব। কিন্তু, আমার বাবা পরিবর্তন হলে তো আমি মিথ্যে হয়ে যাব না। বা কারও বলা না বলায় তো আমার বাবা পরিবর্তনও হয়ে যাবে না। তাই না? আর আল্লাহ এই জরুরী শিক্ষাগুলো ইসলাম ধর্মের বা মুসলমানদের প্রকৃত ক্ষতি যারা করছে তাদের দেয় না কেন?
২| ০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৫
জেকলেট বলেছেন: প্রথমত-- আপনি কি মন্ত্রীর মতামত সমর্থন করেন কি????
আর ভাই একটা সাংবাদিক সহ পাবলিক অনুষ্ঠানে কেমনে নিজের ব্যক্তিগত মতামত হয় ?? একটু বুজিয়ে বলেন!!!!!
নাকি মন্ত্রীর মতন আপনি ও কিছু খেয়েছেন??????????
০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৫২
ঠাহর বলেছেন: ব্যক্তিগত মতামত না হলে, কার মতামত মনে করেন আপনি? আওয়ামীলীগের? তাহলে পদ থেকে অপসারন করল কেন? আপনার মনে হয় খাওয়ার খুব অভিজ্ঞতা আছে! কথা শুনেই বলে দিতে পারেন কে কি খেয়েছে! খুব ভালো!
মন্ত্রীর মতামত আমি সমর্থন করি না। কিন্তু, এই মতামতের জন্য তাকে পদ থেকে অপসারন, তার শিরচ্ছেদ বা গ্রেফতারের দাবিও সমর্থন বা যৌক্তিক মনে করি না।
৩| ০১ লা অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৭
জামান শেখ বলেছেন: অবশ্যই লতিফ সিদ্দিকীর অপসারন, শিরচ্ছেদ বা গ্রেফতারের দাবি সমর্থন করি। আপনি মন্ত্রীর পক্ষে কথা বলে নিজেকেই ছোট করলেন। এইরকম পক্ষপাতদুষ্ট লেখার জন্য সব ব্লগারদের কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত।
০১ লা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১২
ঠাহর বলেছেন: সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি কোন সাংবাদিক নই যে সংবাদ পরিবেশন করছি। আমি বিষয়টার উপর আমার ভাবনা প্রকাশ করলাম, সেটা আপনার কাছে পক্ষপাতদুষ্ট মনে হলে আমার কিছু করার নাই।
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫১
নীল আকাশ ২০১৪ বলেছেন: "আপনি যাকে বাবা বলে জানেন, তিনি আসলে আপনার বাবা নন। আপনাদের বাসায় যে লোকটা কাজ করত, উনিই আপনার আসল বাবা" কেউ যদি আপনাকে এ ধরণের কথা বলে, অবশ্যই তার বলার অধিকার আছে, তাহলে প্রথম ধাক্কায় আপনি তার কি অবস্থা করবেন, ভাবুন - সত্য মিথ্যা যাচাই তো পরের ব্যাপার।
হজ্জ ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম স্তম্ভ - বিশ্ব মুসলিমের মিলন মেলা - খুবই সেন্সিটিভ ইস্যু । এটা নিয়ে নেগেটিভ অনেক কিছুই বলা যায়। কিন্তু চরম সত্যি কথা বলতে চাইলেও তার রি এ্যাকশন কি হবে, সেটা অন্তত ১০০ বার চিন্তা করা উচিত।
আওয়ামী সরকারের ব্যাপক দাপট দেখানো মন্ত্রী এই লতিফ সিদ্দিকী। তার দাপটের জোর এত বেশি হয়ে গিয়েছিল যে আল্লাহ্র পক্ষ থেকে একটা শিক্ষা দেওয়া খুব জরুরী ছিল।