![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যবিলনের শূন্য উদ্যানঃ ইরাকে খ্রিস্টপূর্ব ৬০৩ সালে ইউফ্রেটিস নদীর তীরে নির্মান করা হয়েছিল। এটি নির্মান করেন ক্যানডিয় রাজা লেবু চাঁদ নেজার। এটি বর্তমান সপ্তাশ্চর্যের একটি।
৪০০০ শ্রমিক রাতদিন পরিশ্রম করে তৈরি করেছিল এই বাগান। বাগান পরিচর্যার কাজে নিয়োজিত ছিল ১০৫০ জন মালী। ৫ থেকে ৬ হাজার প্রকার যুলের চারা রোপণ করা হয়েছিল এই ঝুলন্ত বাগানে।
ম্যানিলা- ফিলিপাইনের বৃহত্তম নগরী ও বন্দর। এখানে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং আন্তর্জাতিক ধান গবেষণা সংস্থা (IRRI) এর প্রধান কার্যালয় অবস্থিত।
তাজমহল- ভারতের আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত মূল্যবান শ্বেত পাথরের তৈরী মনোরম স্মৃতি স্তম্ভ। মোঘল সম্রাট শাহজাহান তার সহধর্মিনী মমতাজ মহলের সমাধির উপর ২২ হাজার লোকের ২৩ বছরের শ্রমের সাহায্যে এই সুরম্য স্মৃতিসৌধ নির্মান করেন। এটি মধ্য যুগের পৃথিবীর অন্যতম সপ্তাশ্চর্য।
ইস্পাহান- ইরানের প্রাচীন রাজধানী এবং বাণিজ্য পথের সংযোগস্থল । অনন্য ইসলামী স্থাপত্য, ছাদ ঢাকা সেতু, মসজিদ ও মিনারের অসাধারণ সৌন্দর্য আজও এসফাহনকে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করে রেখেছে। এসফাহনের সৌন্দর্য কিংবদন্তীতুল্য।নাক্শ-এ-জাহান চত্বর বিশ্বের সবচয়ে বড় চত্বরগুলোর মধ্যে অন্যতম।
জেরুযালেম- ইসরায়েরলের একটি শহর। মুসলমান ,খ্রিশটান ও ইহুদীয়দের নিকট এটি পবিত্র ভূমি বা পবিত্র নগরী নামে পরিচিত
এই নগরটি সমুদ্র পৃষ্ঠ থেকে দু’হাজার সাত’শ ফুট এবং মরুসাগর থেকে চার হাজার ফুট উপরে। চারটি পাহাড়ের উপরে এ নগরীটি তৎকালে ছিল অনেকটা ঘোড়ার খুরের মত দেখতে, যার উত্তর দিকটা খোলা এবং পূর্ব, পশ্চিম এবং দক্ষিণ দিক সংকীর্ণ খাদ দ্বারা ঘেরা। পূর্বদিকে গভীর কিদ্রোণ স্রোত। উত্তর-পশ্চিম দিক থেকে হিন্নোম উপত্যকা শুরু হয়ে পশ্চিম দিক দিয়ে দক্ষিণামুখী হয়ে পূর্বদিকে নগরীর দক্ষিণ পূর্বে কিদ্রোণের সঙ্গে মিলিত হয়েছে।
২৩ বার অবরুদ্ধ হয়েছে এ নগরী , হাত বদল হয়েছে ৪৪ বার, আক্রান্ত হয়েছে ৫২ বার ,আর সম্পুর্নভাবে ধ্বংশ হয়েছে দুই বার, পৃথিবীর অন্যতম প্রাচীন এ নগরী। এখানেই ইহুদি ধর্ম ও ইসলামের পবিত্র স্থান আল-আকসা মসজিদ (যা টেম্পল মাউন্ট নামেও পরিচিত) অবস্থিত।
ইস্তাম্বুল- এই শহরটি এশিয়া ও ইউরোপ উভয় মহাদেরশের মধ্যে অবস্থিত। তুরস্কের প্রাচীন রাজধানী ও প্রাচীন নগরী। এর পূর্ব নাম কন্সট্যাটিনোপোল। ১৯২৩ সাল পর্যন্ত এখানেই ছিল তুরস্কের রাজধানীএছাড়া এটি বাইজান্টিয়াম পরিচিত ছিল। ১৪৫৩ সালে এটি তৎকালীন উস্মানীয় সাম্রাজ্যের রাজধানী হিসেবে ঘোষিত হয়। এটি তুরস্কের বৃহত্তম শহর যার জনসংখ্যা ১২.৮ মিলিয়ন। ইস্তানবুলের আয়তন ৫.৩৪৩ বর্গ কিলোমিটার (২,০৬৩বর্গ মাইল) । ইস্তানবুল একটি আন্তর্মহাদেশীয় শহর, এর এক তৃতীয়াংশ জনসংখ্যা এশিয়ায় বসবাস করলেও এইটি ইউরোপর বাণিজ্যিক এবং ঐতিহাসিক কেন্দ্র।ইস্তানবুল একটি আন্তর্মহাদেশীয় শহর, এর এক তৃতীয়াংশ জনসংখ্যা এশিয়ায় বসবাস করলেও এইটি ইউরোপর বাণিজ্যিক এবং ঐতিহাসিক কেন্দ্র।
তিয়েন ম্যান স্কোয়ার- চীনের রাজধানী। বেজিং এ অবস্থিত ঐতিহাসিক গুরত্বপূর্ণ স্থান। তিয়েন ম্যান অর্থ চির শান্তির তোরণ। এই স্কোয়ারে দাঁড়িয়ে ১৯৪৯ সালের ১ অক্টোবর চীনের মহান নেতা মাও সে তুং চিনকে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন। এই স্কোয়ারে দাঁড়িয়ে ১৯৮৯ সালের জুন মাসে চীনা ছাত্ররা গণতন্ত্রের জন্য বিক্ষোভ শুরু করলে চীন সরকার সে বিক্ষোভ কঠোরভাবে দমন করে। এজন্য চীনকে পশ্চিমা বিশ্বের কঠোর সমালোচনার মুখে পড়তে হয়।
চীনের প্রাচীর- ১৯৬৮ কিমি দীর্ঘ এই ঐতিহাসিক প্রাচীরটি চীনের হেবী প্রদেশ থেকে পর্বতাকীর্ণ অঞ্চল পেরিয়ে উগুয়ান গিরিপথ হয়ে গোবি মরুভূমিতে এসে শেষ হয়েছে। চীনের মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য।এটা পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি এবং পর্যটকদের নিকটি একটি দর্শণীয় স্থান। দ্বাদশ শতেওকে যুদ্ধরাজ মঙ্গোলদের আক্রমণ থেকে চীনকে রক্ষার জন্য তদানিন্তন চীনা সম্রাট এই প্রাচীরটি নির্মান করেন।
স্বর্ণমন্দির - ভারতের পাঞ্জাব প্রদেরশের অমৃতসর নগরীতে অবস্থির শিখদের পবিত্র মন্দির। ১৯৮৪ সালে ভয়ারতের ইন্দিরা সরকার স্বাধীনতাকামী শিখদের দমনের জন্য উক্ত মন্দিরে ব্ল স্টার নামক অভিযান পরিচালনা করে। এর ফলে শিখ সম্প্রদায় এর মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। শিখ দেহরক্ষীদের গুলিতে নহত হন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
স্বর্ণমন্দির ভ্রমণ নিয়ে ব্লগার কুন্তল_এ এর পোস্টঃ
ভ্রমণ : দিল্লী থেকে অমৃতসর ... স্বর্ণমন্দির ছুঁয়ে একটি ঝটিকা সফর - ১ম পর্ব
আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী যাদের এতোদিন কমেন্ট দিয়ে বিরক্ত করেছি।
২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ইস্তাম্বুলের ছবিটা মিস হয়ে গিয়েছিল...এড করে দিলাম।
অনেক ধন্যবাদ প্রথম কমেন্টে!!!
২| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৫৫
খেয়া ঘাট বলেছেন: আরেকটু ডিটেইলস লিখলে ভালো হতো।
২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: কম সময়ে পোস্ট পোস্ট তৈরী করতে যায়াই ঝামেলা হইছে।
ইনশাল্লাহ আগামী পোস্টে সুন্দরভাবে উপস্থাপন করতে করবো।
৩| ২৭ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:১৪
আকাশ_পাগলা বলেছেন: খেয়া ঘাট বলেছেন: আরেকটু ডিটেইলস লিখলে ভালো হতো।
২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আগামী পোস্টে সুন্দরভাবে লেখার চেষ্টা করবো।
অনেক ধন্যবাদ ভাইয়া।
৪| ২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ৭:২৬
রোজেল০০৭ বলেছেন: অনেক ভালো লাগলো ।
ছবি এবং বর্ণনায় +++
২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ধন্যবাদ।
৫| ২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৭
মো: আতিকুর রহমান বলেছেন: ভাল লাগলো...
প্লাচ
২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ধন্যবাদ।
৬| ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৩০
সায়েম মুন বলেছেন: এক কথায়--নাইস পোস্ট।
২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অনেক ধন্যবাদ ।
৭| ২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর পোষ্ট বর্ষণ !
আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী যাদের এতোদিন কমেন্ট দিয়ে বিরক্ত করেছি।
এই কথাটার জন্য তোমার জন্য বকা ঝকা বরাদ্দ হলো !
সবাই চায় , পোষ্ট পড়ুক এবং পোষ্ট রিলেটেড মন্তব্য করুক , ভালো লাগা , খারাপ লাগা , উপলদ্ধি জানিয়ে যাক ! তুমি হাসির ইমোটা কমেন্টে দিয়ে থাকো , এতে অনেকেই মনে করে তুমি পোষ্ট পড়নাই ! এই জন্যই হয়তো তোমাকে বলেছে ! আশা করি অনেক পোষ্টে তোমার কমেন্ট পাবো , যেখানে পোষ্ট পড়ে তারপর কমেন্ট করেছ ! অনেক শুভকামনা !
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:২৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: এখন থেকে তাই করবো.......
আপনাকেও বিরক্ত করে থাকলে দুঃখিত ভাইয়া।
ভালো থাকবেন....আর সামনের পরীক্ষার জন্য দোয়া কইরেন।
৮| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ পোস্ট!
আর...কমেন্ট করতে থাকুন!
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
অনেক ধন্যবাদ প্রফেসর শঙ্কু ভাই!!!! বুঝে কমেন্ট করার চেষ্টা করবো........
৯| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৫১
সাদরিল বলেছেন: ভালো লাগলো
২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অনেক ধন্যবাদ ।
১০| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৪
মামুন রশিদ বলেছেন: চমৎকার পোস্ট । ভূগোল আমার প্রিয় বিষয় ।
২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অনেক ধন্যবাদ । :
ভূগোল আমারও প্রিয় একটা বিষয়।
১১| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৫১
আমিনুর রহমান বলেছেন:
চমৎকার পোষ্ট +++
২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:০৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ধন্যবাদ।
১২| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ২:৩২
মাসুম আহমদ ১৪ বলেছেন: ব্যবিলন, তাজমহল আর চীনের ওয়াল দেখার ইচ্ছা আছে
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চীনের গ্রেটওয়াল জীবণে একবার হলেও যাওয়ার ইচ্ছা আমার...দেখি ভবিষ্যতে কোনদিন যেতে পারি নাকি...
১৩| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৭
ড. জেকিল বলেছেন: ঘুরে দেখতে মুঞ্চায়
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আমারো
১৪| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩২
গৃহ বন্দিনী বলেছেন: টাকা পয়সা থাকলে এখনি ঘুরতে বেরিয়ে পড়তাম
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
১৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: অসম্ভব সুন্দর হইছে ভাই!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ছুডু ভাইয়ের খারাপ পোস্ট ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হয়.........
১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৭
টুম্পা মনি বলেছেন: ওয়াও!!!!!!!! দারুণ!!!!!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আংকেলরে নিয়া হানিমুনে তাজমহলে যায়েন...
শুভকামনা রইল আপনার জন্য।
১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৫
টুম্পা মনি বলেছেন: আংকেল!!!!!!
ছুড ভাই কন।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
আংকেলের কি হইছে আন্টী???
১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪২
টুম্পা মনি বলেছেন: আন্টি!!!!!!!!!
আন্টি হবে আপনার বউ, আমি আন্টি না।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আমি কোন দুঃখে গার্লফ্রেন্ডরে আন্টি ডাকতে যামু???
আর আপনে আমার আন্টির বয়সী এই লাইগা আন্টি ডাকলাম......
১৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪
এসএমফারুক৮৮ বলেছেন: গুড পোষ্ট, ভাল লাগলো।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
২০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৩
একজন ঘূণপোকা বলেছেন: ++++++
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ধন্যবাদ
২১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: সুতরাং ভালা হইয়া যান। পোস্টও দেন কমেনটও করেন।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
ভালো হয়া গেছি এখন ।
অনেক ধন্যবাদ কমেন্টের জন্য।
২২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৭
অদৃশ্য বলেছেন:
ইরফান ভাই
পোষ্টটি এর আগেও একবার এসেছিলাম দিন দু'য়েক আগে... কিছুটা দেখেছিলাম... অন্যকাজে আর শেষ করতে পারিনি... ভেবেছিলাম পরে এসে শেষ করে যাব...
চমৎকার পোষ্ট... এর ভেতরে প্রায় সবগুলো সম্পর্কেই কিছু কিছু জানা ছিলো... আবার আপনার ছোট্ট বিস্তারিতর সাথে তা পেয়ে, জেনে খুব ভালো লাগলো...
শুভকামনা...
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আপনার কমেন্টগুলো সত্যি অনেক অনুপ্রেরণাদায়ক।
অনেক ধন্যবাদ।
আপনার জন্যেও শুভকামনা রইল.... ভালো থাকবেন।
২৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১১
ভোরের তারা বলেছেন: সমৃদ্ধ পোষ্ট। জায়গা গুলো স্বচক্ষে দেখতে পারছি না বলে দুঃখ লাগছে
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: এতোদিন পরে ব্লগে এসেছেন~!!~~~!!!!
অনেক ধন্যবাদ
২৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৮
শ্রাবণ জল বলেছেন: চমৎকার পোস্ট।
সোজা প্রিয়তে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অনেক ধন্যবাদ।
২৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ইস্তানবুলে যাওয়ার ইচ্ছা আছে। উসমানীয় সাম্রাজ্যকে ইংলিশে কি বলে? এ নিয়ে আমি অনেক বিপদে পড়েছি, ইংলিশে জানি, বাংলায় জানি না
অনেক ভাল লেগেছে। অন্য মহাদেশগুলো নিয়েও এরকম পোষ্ট চাই।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: প্রথমে ভাবছিলাম অন্য মহাদেশগুলো নিয়াও পোস্ট দিবো.....কিন্তু রেসপন্স দেইখা বুঝলাম পোস্ট ভালো হয় নাই....তাই আর লেখুম না।
আমারও ইচ্ছা যাওয়ার...আব্বারে কইছিলাম ...আব্বা কইলো আগে ইন্টার পাশ কর......
২৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৪
যেড ফ্রম এ বলেছেন: ইসরায়েল ছাড়া সবগুলো দেশে গিয়েছি। এর ভেতর তুরষ্ক আর ফিলিপাইন যেতে হয়েছে সবচেয়ে বেশি। ইস্তাম্বুল অসাধারণ একটা শহর। আমি কাজ ছাড়া কোন জায়গায় খুব একটা যাইনা। কিন্তু ইস্তান্বুলে অবসর কাটাতে গেছি দুই বার!!
@ স্বর্ণা
অটোম্যান ডায়নেস্টি!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আপনি তো অনেক ভাগ্যবান মানুষ!!!!!!
ভ্রমণের অভিজ্ঞতাগুলো নিয়ে পোস্ট দেন।
২৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@যেড ফ্রম এ, ধন্যবাদ, আমি যখন প্রথম এটা নিয়ে ইংলিশে পড়ি, তখন মনে মনে ভাবি, এত ফেমাস ডায়নেস্টি, আগে কখনও নাম শুনি নাই ভাবলাম, বাংলা হয়ত ডিফ্রেন্ট।
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: @জেড ফ্রম এ
২৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@যেড ফ্রম এ, ওহ, অটোম্যান এম্পায়ার, ডায়নিস্টি না।
@বর্ষণ, দুঃখিত
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: নো প্রব........আমি নিজেই জানতাম না।
২৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৬
শ্যামল জাহির বলেছেন: পড়লাম। সংক্ষিপ্ত হলেও তথ্যমূলক।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অনেক ধন্যবাদ
৩০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৩
রাসেলহাসান বলেছেন: অসাম! অসাম! অসাম!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ
৩১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৩
কালীদাস বলেছেন: ঢাকার ধোলাইখাল আর গাবতলী বাসস্ট্যান্ড বাদ দেয়ায় আপনেরে তীব্র ভেংচানি দিলাম
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
আমার কথা বাদ দেন। আপনে নতুন পোস্ট দেন তাড়াতাড়ি........অনেকদিন তো হইলো....
৩২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
নাইস এন্ড গুড পোস্ট বর্ষণ ++++++++ রইল।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অনেক ধন্যবাদ প্লাসে........
৩৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার পোষ্ট ++++
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অনেক ধন্যবাদ
৩৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৯
উদাসী স্বপ্ন বলেছেন: হানিমুনে যাওনের মতো একখান জায়গাও পাইলাম না!
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: তাজমহল চলব না?
৩৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৯
মনিরা সুলতানা বলেছেন:
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
৩৬| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৭
বশর সিদ্দিকী বলেছেন: ভাল কালেকশন করেছেন।
০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ধন্যবাদ
৩৭| ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৮
বাগসবানি বলেছেন: ব্যবিলনের শূন্য উদ্যান নিয়ে কন্ট্রোভার্সি আছে । ওটা আদৌ এক্সিস্ট করে কিনা, তা নিয়ে বিতর্ক আছে ।
যদিও আপনার ভুল ধরার দৃষ্টতা আমার নেই, তবে আপনি কিন্তু কক্সবাজার সমুদ্রতটকে উপেক্ষা করতে পারেন না । ওটার মত এত বড় তট কিন্তু পৃথিবীতে খুব বেশি নেই ।
১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আমি ভাবছিলাম আরো কয়েকটা পর্ব দিবো কক্সবাজার সমুদ্র সৈকতসহ.... কিন্তু পরে মনে হইলো পোস্ট ভালো হয় নাই...তাই আইডিয়া বাদ দিছি।
----যদিও আপনার ভুল ধরার দৃষ্টতা আমার নেই
৩৮| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২২
প্যাপিলন বলেছেন: ঝাড়ি দিতে চাইছিলাম কিন্তু কালিদাস আগেই দিয়া ফালাইছে। গুলিস্তানের নাম কেমনে বাদ পড়ল মাথায় আসেনা। গুলিস্তান পৃথিবীর একমাত্র জায়গা যার ওপর দিয়ে প্লেন গেলে মাঝে মাঝে যাত্রীদের হাতঘড়ি মানব্যাগ গায়েব হয়ে যেত
,
৩৯| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৫
সাজিদ ঢাকা বলেছেন: পোষ্টে +++++ ইনশা আল্লাহ্ একদিন যাইবো
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৩ রাত ৩:০১
গোর্কি বলেছেন:
-পোস্ট ভালো লেগেছে।
-সম্ভব হলে ইস্তাম্বুলের একটি ছবি জুড়ে দিতে পারেন।