![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখলেখি করি একটু আধটু যদিও লেখার হাত ভালো না। অবশ্য লেখালেখির চেয়ে বড় পরিচয় আমি একজন বড় পাঠক। মুক্তিযুদ্ধ আমার সবচেয়ে বড় অহংকার। সবসময় স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশের। ইমেইল[email protected]
হারিয়ে যাওয়ার আগে মানুষটা তোমাকে বলবে, "ভালো থেকো।" যাকে তুমি একটুআধটু পছন্দ করতে সেও তোমাকে বলবে, "অনেক ভালো কাউকে পাবে তুমি।" কেউ কেউ তোমাকে হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে বলবে, "I'm with you" হয়তো তোমার কলেজের বন্ধুটা বলবে, "তুই আমার জন্য অনেক কিছু, আমি সবসময় তোর পাশে থাকবো।"
কিন্তু বিশ্বাস করো, মুখেই সবাই বলবে ভালো থেকো, পাশে আছি, থাকবো। পিতামাতা ছাড়া দিনশেষে কেউ থাকে না। স্বার্থ ছাড়া, প্রয়োজন ছাড়া কেউ খোঁজ করবে না। তুমি সুন্দর না হলে, যোগ্য না হলে "ভালো কাউকে পাবা" বলা এই বাক্য ছাড়া আর কাউকে পাবা না। মরীচিকার আশার মতো তুমি দিন গুনবে কাউকে পাবার, কিন্তু না, কেউ আসবে প্রিয়, একাই বাঁচতে হবে, একাই পার করতে হবে এই জীবন। বারান্দায় একটাই কফির মগ থাকবে, আর সেই মগে শুধু মাত্র তোমার ঠোঁটের স্পর্শই থাকবে। স্বান্তনার বুলি সবাই দিবে, পাশে থাকবে না। নিঃসঙ্গ জীবনের এ যুদ্ধ একারই।
পৃথিবীতে সুন্দর হওয়া, যোগ্য হওয়া জরুরি। মানুষ সুন্দর ও যোগ্যতার পূজারী।
রাত সাড়ে ১১টা ৫০ বেজে চলেছে...
আজ ২৭শে ডিসেম্বর, ২০১৯...
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৩
মিরোরডডল বলেছেন: চারপাশে যত মানুষই থাকুক না কেন দিনের শেষে সবাই একা
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৪
রাজীব নুর বলেছেন: সুন্দর হতে হবে না। ভালো মানুষ হতে হবে।