নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
লেখার অনুসঙ্গ যখন নাকে তেল দিয়ে ঘুমায়
পোড় খাওয়া মধ্যাহ্নে অবেলায় সরিসৃপ মাদুলী পরে জযমানের
উপঢৌকনে রাত্রির ফসফরাস একেলা জ্বলে বিষাদী এ গাঁয়ে, তখন
অনুর্বর বেহালায় তাপ রোদ পোহানোর মরিচিকায় বিদুর তমসার কলা
যৌবন পোহানো কিশোরী সুখী খুব চুপচাপ বারান্দার ফুঁটোতে চোখ রেখে
ধস্তাধস্তির জলকাঁদা আগুন দেখে
বৈষ্ণব জলসায় নাচে এলোকেশী ঘুমের মোড়ক খুলে
ব্যথার আড়ালে বরনীয় রোদ চেখে
আবারও ঘুমুতে আসে ধ্বস নামা কড়িবরেগার আড়ালে
আসল সময় তো মারে কথিত রাঙাল
তাপে দহনে এ প্রেম ক্ষরিত কাঙাল
বেঁচে দিয়ে লেনাদেনা কখনও হবে না শোনা
পাতাময় শহরের কান্নাহীন ক্ষোভ
জ্বলবে আগুন যেমন জ্বলে বিক্ষোভ শুধু
মেঘহীন রাতে আর হবে না তারা গোনা
আমার লেখার স্বাদ নিমের জ্বলীয় ছাল
কবিতা টলমল কবিতায় আঁকশী লালা
বেদম মাঠের পরে চুপচাপ খেজুর দানা
শহুরে মাদুরে পোড়ে বেশুমার ক্লেদ
আগুনে পানিতে জ্বলে ব্যর্থজ খেদ
মনিময় বিষ দিয়ে মনিতে পেখম
আবির গুলিয়ে দিয়ে কবিতা লিখুন সবে
সকালে ও সন্ধ্যায় অভিমানে অনুতাপে।।
ফুটনোট: এ কবিতার মানে খুঁজতে যাবার কোন মানে নেই!
এ কবিতা নিজস্বঃ অনুতাপের দহন, শোকের পরিব্যপ্ত জলদ,
পরিসমাপ্তির চুপচাপ বিউগল!!
ছবি: Vincent van Gogh, The Paintings (Skull)।
৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৪
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ সেলিম ভাই।
শুভকামনা রইল, ভালো থাকুন সবসময়...........
২| ৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মানে খুজতে যাইনি।
তবুও জানি মানে আছে।।
দ্বিতীয় প্লাস।।
৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৮
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক কৃতজ্ঞতা কবি।
ভালো থাকুন, নিরাপদে থাকুন।
৩| ৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৩
সায়েম মুন বলেছেন:
মানে খুঁজলাম না। ভাল লেগেছে কবি।
৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৮
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ মুন।
শুভকামনা আপনার জন্যে..............
৪| ৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১০
স্নিগ্ধ শোভন বলেছেন:
চতুর্থ ভালোলাগা।
+++++
৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে শোভন।
শুভকামনা রইল একরাশ.................
৫| ৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
বটবৃক্ষ~ বলেছেন: Valolaga janie gelam...mane khujlamna okk...
++
abar asibo fire bnglay likhite...
৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস্ বটবৃক্ষ।
আপনার বাংলায় ফিরে আসবার প্রত্যাশায়............
শুভকামনা জানবেন।
৬| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১০
হাসান মাহবুব বলেছেন: লেখার ভেতর ব্যঙ্গদ্বন্দ্বচক্র।
০১ লা মে, ২০১৩ বিকাল ৪:১৪
সোনালী ডানার চিল বলেছেন:
পাঠে কৃতজ্ঞতা হাসান ভাই!!
শুভসকাল।
৭| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৫
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: দ্বন্দ সংঘাতে মনের ভেতর খুঁজে বেড়ানো সুর. মানে খুজতে যাইনি তবে বের হয়ে যায়...... শুভকামনা সবসময়
০১ লা মে, ২০১৩ বিকাল ৪:১৫
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ বন্ধু তুহিন।
'আসল সময় তো মারে কথিত রাঙাল
তাপে দহনে এ প্রেম ক্ষরিত কাঙাল'
৮| ০১ লা মে, ২০১৩ রাত ১২:২৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভালো লাগলো!
০১ লা মে, ২০১৩ বিকাল ৪:১৬
সোনালী ডানার চিল বলেছেন:
আপনার ভালোলাগা আমার কবিতায় নতুনতর অবগাহন!!!
শুভকামনা রইল।
৯| ০১ লা মে, ২০১৩ রাত ৯:০৫
এরিস বলেছেন: মনিময় বিষ দিয়ে মনিতে পেখম
আবির গুলিয়ে দিয়ে কবিতা লিখুন সবে
সকালে ও সন্ধ্যায় অভিমানে অনুতাপে।। . কত অভিমান অবহেলায় ছন্নছাড়া হয়েছে, কত অনুতাপ জীবনীর অভাবে তিক্ততায় বেঁচে আছে ... যদি সত্যিই সম্ভম হতো অভিমানে অনুতাপে এমন কবিতা লেখা..!!
পরিসমাপ্তির চুপচাপ বিউগলের করুণ সুর মনের ছোট্ট মনে বিষাদময় ভালোলাগা দিয়ে গেল, আগের চেয়ে অনেক অনেক বেশি।
(আগের কমেন্ট রিমুভ করেননি। রাগ করার বৈধতা আদালতে তুলবো কিনা বুঝতে পারছিনা। )
০২ রা মে, ২০১৩ বিকাল ৫:০১
সোনালী ডানার চিল বলেছেন:
মনোবিকারের চুপচাপ ঢেউ
জানে না হয়ত কেউ, হঠাৎ
হৃদয়ে যে ভালবাসাময় টান
ছিঁড়ুক, অসময়ে হতাশার বান
কেউ মানুক বা দেখেও ফিরে যাক
বিষাদের ঘরে; খিল লাগিয়ে আনমনে
আমার স্বপ্নাভ সুখ এখন অন্যের
দরোজার, জানালার পর্দা হয়ে কাঁপে
কষ্টে!
হয়ত; অথবা মৃত্যুকে দেখার অভিজ্ঞানে!
ধন্যবাদ কমেন্টের জন্যে.......................
১০| ০১ লা মে, ২০১৩ রাত ১০:৫২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বৈষ্ণব হবে সম্ভবত।
কবিতা ভাবিয়ে যায়! ভালো লাগলো।
০২ রা মে, ২০১৩ বিকাল ৫:২৮
সোনালী ডানার চিল বলেছেন:
কবি খুব ধন্যবাদ।
বানানটা এডিট করে দিলাম।
''
কবিতা কি আসলে ভাবায়, নাকি
কবিতার ভাবনা কখনও একতাল কাঁদামাটি নিয়ে
ছুঁড়ে মারে ভাবনার বিভৎস মুখোসে
সারারাত কথা বলা পাখিদের সাথে মৃদ্যুআলাপ
ঘুম ছুটানো টানাগাড়ী ফেরি করে পাতালের শাসন
বিবশ মুখে যা ইচ্ছে বলবার স্বাধীনতা
আসলেই ভাবনায় ফেলে
আমাকে, কবিতাকে
কবি, তোমাকেও!
''
১১| ০২ রা মে, ২০১৩ রাত ১:৪৫
বটবৃক্ষ~ বলেছেন: ফুটনোট: এ কবিতার মানে খুঁজতে যাবার কোন মানে নেই!
মাথা খারাপ! মানে খুজতে যেয়ে বিপদে পরবো নাকি!! হাহা!
আবির গুলিয়ে দিয়ে কবিতা লিখুন সবে
সকালে ও সন্ধ্যায় অভিমানে অনুতাপে।।
বেশ বেশ ...++++
০২ রা মে, ২০১৩ বিকাল ৫:৩১
সোনালী ডানার চিল বলেছেন:
বিপদে পড়ার প্রকৃষ্ট অভিজ্ঞান পাঠককে কবিতা থেকে দুরে সরিয়ে রাখে!!
হয়তোবা;
ধন্যবাদ প্রিয় বট, সমৃদ্ধ আশ্রয়!!
১২| ০২ রা মে, ২০১৩ দুপুর ১:৪২
একজন আরমান বলেছেন:
আমার লেখার স্বাদ নিমের জ্বলীয় ছাল
কবিতা টলমল কবিতায় আঁকশী লালা
বেদম মাঠের পরে চুপচাপ খেজুর দানা
শহুরে মাদুরে পোড়ে বেশুমার ক্লেদ
আগুনে পানিতে জ্বলে ব্যর্থজ খেদ
মনিময় বিষ দিয়ে মনিতে পেখম
আবির গুলিয়ে দিয়ে কবিতা লিখুন সবে
সকালে ও সন্ধ্যায় অভিমানে অনুতাপে।।
০২ রা মে, ২০১৩ বিকাল ৫:৩৪
সোনালী ডানার চিল বলেছেন:
কখনও পুরোদাগে কবিতার গোটাগোটা লাইন
সুখ এনে দেয় খুব;
তাহলে পাঠককে কি ঠকাইনি আমি!!
থ্যাংকস্ আরমান। শুভকামনা রইল।
১৩| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভাবনাদের কোলজুড়ে কখনো চলে আসে কবিতা
অথবা কবিতায় লুকানো ভাবনারা ডালপালা ছড়িয়ে
হয়ে উঠে মহীরুহু; একটা রাত অথবা অনেক রাতের খোড়াক
অথবা কিছুই না; কেবলই বিষণ্ণদিনের নিঃসঙ্গতার সঙ্গী।
একে আমরা নাম দেই খামখেয়ালীপনা!
হয়তো এই খামখেয়ালীপনার যুগল পদবিন্যাসে
অস্থির কিছু সময়, একান্নবর্তী সংসারে বারোয়ারি পদক্ষেপ,
হাতবদল কিছু সময়! মনের আয়নায় ব্যক্তিগত খতিয়ান
আর ঈশ্বর অভিমুখে ক্ষণজন্মা নিঃশ্বাসের প্রতিধ্বনি।
হয়তো আরো কিছু আছে, আরো কিছু থেকে যায়
বাদ পড়ে যায় মনের অজান্তে।
কবিতার ভাবনারা! হ্যাঁ, কবিতার ভাবনারাও কবিতা।
প্রিয়তম হাতে প্রিয় ফুলের মতো
নীলঘামে যেমন যমদূতের নাম লেখা থাকে
কপালের তিলকে যেমন লাস্যময়ী আঁধার
তেমনি কবিতার ভাবনারা আসে, যায়।
কখনো ধরা হয়, কখনো অধারার মতো উড়ে চলে যায়
ইথারের কানে কানে বলা কথোপকথন।
শুক্লপক্ষের কাল গত হলে আসে কৃষ্ণপক্ষের কাল
ঈশানের হাওয়া বদল হয় নৈঋতে
গোটা গোটা মানুষ গোটা গোটা ভাবনা
মিল অমিলের সৌন্দর্যে সাজানো হয় বাসর
তথাপি অমিলের মিলে ভাবনার কোল জুড়ে আসে কবিতা
বিষাদ সঙ্গীত, নিয়মতান্ত্রিক অনিয়মে
নিয়নের হলুদবাতি ঘুমিয়ে পড়লে অথবা ঢুলুঢুলু চোখে
তন্দ্রাছন্ন কবিতার খাতায় কয়েকটি শব্দ
প্রিয় নামের কিছু পঙতি!
০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:১০
সোনালী ডানার চিল বলেছেন:
প্রথাহীন সরোদ বাজায় মুনিয়া আবডালে
ছোট মাছ, কলমিশাঁকের ডাটা, কালো শ্লেটও
কখনও তখন কবিতার বিষয় হয়
ভাবনা, আহা ভাবনা
কবি 'ভাবনা কাহারে কয়' (!)
আমি শ্লোক ভুলে টুকটাক এ পদ্যশায়েরে ঝিমুই
অবিকল মাছরাঙাটির মত
ইথার উথার তোমাদের থাক
গোশতে চর্বি আর লাস্যময়ীর চাকু বুকে নিয়ে
আলাদিন করর্পোরেট চাকরী খুঁজুক
কবিতা তো তাকে ছাড়েনি এ অব্দি
মুনিয়ার সরোদ রোদে পুড়ে কালো হোক
রাতে ঢাকা হাউজিংএর সব আলো হবে চুরি
বিনম্র ভালোবাসা তখন চুইয়ে নামবে
হারানো প্রেমে, পুরানো ফ্রেমে; আহা!!
১৪| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
রাইসুল সাগর বলেছেন: বাহ চমৎকার কবিতায় ভালোলাগা। শুভকামনা জানিবেন নিরন্তর। ভালো থাকুন সব সময়।
০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
সোনালী ডানার চিল বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আপনাকে রাইসুল।
আমার কবিতায় আপনাকে নিয়মিত আশা করছি।
শুভমধ্যাহ্ন।।
১৫| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
সায়েদা সোহেলী বলেছেন: ফুটনোট: এ কবিতার মানে খুঁজতে যাবার কোন মানে নেই!
এ কবিতা নিজস্বঃ অনুতাপের দহন, শোকের পরিব্যপ্ত জলদ,
পরিসমাপ্তির চুপচাপ বিউগল!![/sb
এতো মানে জেনে বুঝে হবে টা কি !!! মাথানষ্ট
কবিতায় ..+++ দিলাম, তাহাই উত্তম
০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:২০
সোনালী ডানার চিল বলেছেন:
আসলেই খুব জানলে, খুব বুঝলে, অনেক খুঁজলে
কিছুটা তো মাথানষ্ট হয়ই
তবে খুব ধন্যবাদ কমেন্টের জন্যে।
শুভকামনা রইল।।
১৬| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ছোট মাছ, কলমীশাক হেলেঞ্চার ফিনফিনে লতায়
কী করে যেন নিজেদের গুটিয়ে রাখে
আড়াল করে রাখে বড়দের কাছ থেকে!
শোল গজার ঠিকই টের পেয়ে যায়
ছোটদের আবাসস্থল, এবঙ হা করে ছুটে আসে।
কিছু বুঝবার আগেই শেষ হয়ে যায়
ছোটদের জীবন চক্র!
০৩ রা মে, ২০১৩ রাত ১১:৩৪
সোনালী ডানার চিল বলেছেন:
অতঃপর নিভে যাওয়া জীবনের স্বাদ
শেষ হওয়া লেনদেন কুড়ায় অন্য জীবনের রুহ্
ফিরে ফিরে পাওয়া জীবনচক্রের মাথায়
জোছনা ঢেলে মিছিমিছি স্বপ্ন বানায়
লাল নীল মাছ
কৃত্রিম সরোবরে
তাদের কোনো আত্মা নেই
১৭| ০২ রা মে, ২০১৩ রাত ৯:০৬
একজন আরমান বলেছেন:
মোটেও ঠকান নি।
কবিতার যে লাইনগুলো আমার খুব ভালো লাগে সেগুলো আমি হাইলাইট করি।
০৩ রা মে, ২০১৩ রাত ১১:৩৫
সোনালী ডানার চিল বলেছেন:
আমি কৃতজ্ঞ বন্ধু!!
কবির অনুভূতি কবিকেই ছুঁয়েছে...........
১৮| ০২ রা মে, ২০১৩ রাত ৯:১৯
স্বপনবাজ বলেছেন: অর্থ খুজায় যখণ মস্তিস্ক ব্যাস্ত হবার পথে তখনি দেখলাম লেখকের নিষেধ ! ৪র্থ বার পড়ার পর মনে হলো আসলেই এ কবিতা নিজস্বঃ অনুতাপের দহন, শোকের পরিব্যপ্ত জলদ,
পরিসমাপ্তির চুপচাপ বিউগল!!
অভিমানের অনুতাপেই কি শোক ?
০৩ রা মে, ২০১৩ রাত ১১:৪০
সোনালী ডানার চিল বলেছেন:
শোকের বিশদ সন্তারণ
শীতের লেপের মত তুলে রাখি মাচায়
স্বপনবাজের দাওয়ায় স্বপনবুড়ো হয় নিয়োগী মশাই
যখন বেভুল মানুষজন চাষাবাদ করে শব্দঢালে
আমার হতাশা পুঁতে রাখবো আজ তুলোর বালিশে
ব্যবহৃত কাঁথায়!!
খুব ধন্যবাদ স্বপনবাজ।।
১৯| ০২ রা মে, ২০১৩ রাত ১০:১০
মামুন রশিদ বলেছেন: আবির গুলিয়ে দিয়ে কবিতা লিখুন সবে
সকালে ও সন্ধ্যায় অভিমানে অনুতাপে।।
এইবার বুঝলাম ক্যান কবিতা লিখতে পারিনা । অভিমান আর অনুতাপের অনুভূতি খুব দুর্বল বলেই হয়তো । তবে আবির গুলাতে খুব ভালো লাগে
দশম ভালোলাগা ।
০৩ রা মে, ২০১৩ রাত ১১:৪২
সোনালী ডানার চিল বলেছেন:
অভিমান আর অনুতাপের অনুযোগে যাদের তৃষা মেটে
কবিতার আসল বোদ্ধা তো তারাই.......................
চমৎকার কমেন্টে কৃতজ্ঞতা।
ভালো থাকুন সবসময়।।
২০| ০৩ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
অপর্ণা মম্ময় বলেছেন: কবিতা পুরো পড়া শেষ করে যখন কমেন্ট ভাবলাম কি লিখবো ফুটনোটে চোখ পড়ল। কারণ ভাবনার সাথে মিলে গেল। উদ্ভ্রান্ত মনের কোন খাপ ছাড়া অনুভূতি মনে হয় লেখা যা তুলে ধরলেন আর এই খাপ ছাড়া অনুভূতি কোন ভালো লাগাই দেয় নি আমাকে।
শুভ কামনা রইলো আপনার জন্য
০৩ রা মে, ২০১৩ রাত ১১:৪৭
সোনালী ডানার চিল বলেছেন:
আমার এ ব্যর্থতা শুধুই আমার কবিতা লেখার অক্ষমতার প্রকাশক।
তবুও কবিতা ভালোবাসি তাই লেখার চেষ্টা কখনও পিছু ছাড়েনা।
আপনার এ সত্যভাষণ আমার চোখ খুলবেই, তখন হয়ত আর কবিতা
লেখার দুঃসাহস তাড়া করবে না।
খুব ধন্যবাদ আপনাকে।
২১| ০৩ রা মে, ২০১৩ রাত ১১:০৭
ভিয়েনাস বলেছেন: এ কবিতার মানে খোঁজা হলো না । সব কিছুর মানে খুঁজতেও হয় না।
ভালো লাগলো চিল ব্রো
০৩ রা মে, ২০১৩ রাত ১১:৪৯
সোনালী ডানার চিল বলেছেন:
আসলেই মাঝে মাঝে মনে হয় সব কিছুর মানে খোঁজার কি দরকার
থ্যাংকস্ ব্রো।
চমৎকার ঝলমলে বিকেলের শুভেচ্ছা।।
২২| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:৩২
নুসরাতসুলতানা বলেছেন: বেঁচে দিয়ে লেনাদেনা কখনও হবে না শোনা
পাতাময় শহরের কান্নাহীন ক্ষোভ
জ্বলবে আগুন যেমন জ্বলে বিক্ষোভ শুধু
মেঘহীন রাতে আর হবে না তারা গোনা--------কবিতায় বলা হয়ে গেলো অনেক কিছু।
১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ আপনাকে; ভালো থাকুন সবসময়...........
২৩| ১১ ই মে, ২০১৩ সকাল ১০:১০
মাসুম আহমদ ১৪ বলেছেন: কেমন জানি অগোছালো - খাপছাড়া লাগলো
১৩ ই মে, ২০১৩ ভোর ৪:৩০
সোনালী ডানার চিল বলেছেন:
মাঝে মাঝে অস্থির মন অগোছালো শব্দমালায় খুঁজে ফেরে উপশম।
ধন্যবাদ কবিতাপাঠে........
২৪| ০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই চমৎকার। অনিচ্ছাকৃতভাবে আপনার নামটি আমি উল্লেখ্য করতে ভুলে গিয়েছিলাম। আমি সংযোজন করে দিয়েছি।
০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
সোনালী ডানার চিল বলেছেন:
খুব ধন্যবাদ ব্রো।
আর তালিকায় নাম সংযোজনের মত ব্যাপার মনে হয় পেরিয়েছি বহু আগে।
এখন শুধুই নিজের জন্যে লিখি; তবে আপনার এই উদ্যোগটা প্রশংসার
দাবি রাখে।
শুভকামনা নিরন্তর।
©somewhere in net ltd.
১| ৩০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর প্রথম ভাললাগা