নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
আজ সন্ধ্যায় লন্ডনের একটি দূরবর্তী গলিতে দারুণ এক কল্প-চিত্র প্রদর্শনীর খোঁজ পেয়েছিলাম। আমার ইস্পিত হৃদয় কিছুক্ষণ বিদগ্ধ এক সময়যাত্রায় পরাবাস্তব প্রেষণার কিছুটা বিনম্রতা উপভোগ করেছিল।
আমি আমার মোবাইলের কিছু স্থিরচিত্রে তার আবহ তোলার চেষ্টা করবো!
(বাকি ছবি আপলোড করতে পারছি না!)
প্রাসাঙ্গিক আমার কিছু অনুভূতিঃ
মানুষের সীমানার বাইরে যে অন্যজগত, যেখানে
দেহের হিসাবে বিমুখ ময়ূখ মন
হৃদয় কোণঠাসা সেই অবায়বে যেন
অসম বিধানে হেলে ছায়া নীরবতা-
দেনা থাক ইজেলের কড়া পলিসে
জমুক ঘুম চোখে আঁধারে আজ
কামের শনিতে ছাপে অদ্ভুত শোক
বিপন্ন সময়েরা কবজে থাক
মানুষের সমান যে বিরজিত মুখোস
আমার করুণা ঝরুক সেই তুলিতে
বিমর্ষ তৃষা চেপে, কোথায় গেলাস
গোলাপ জলে ভেজাবো আকণ্ঠ আজ!
০৮/০৫/২০১৪
১০ ই মে, ২০১৪ দুপুর ২:৩৮
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস আপনাকে!
২| ০৯ ই মে, ২০১৪ সকাল ৮:২৭
মামুন রশিদ বলেছেন: ছবিগুলো অনেক বেশি আলোকোজ্জ্বল, কল্পনার লাগামহীন ঘোড়া । পরাবাস্তবের চেয়ে ফ্যান্টাসীর আবহ বেশি ।
কবিতা ভাল্লাগছে ।
১০ ই মে, ২০১৪ দুপুর ২:৩৯
সোনালী ডানার চিল বলেছেন:
এটা ঠিক আমিও উপলব্ধি করেছিলাম!
থ্যাংকস ভাই।
৩| ০৯ ই মে, ২০১৪ সকাল ১১:২১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ছবি আরো কিছু দিতে পারতেন।
ভালো লাগছে।
কবিতাও।
১০ ই মে, ২০১৪ দুপুর ২:৪০
সোনালী ডানার চিল বলেছেন:
আমি খুব ভালো লোডইং বুঝি না, কবি!
থ্যাংকস একরাশ।।
৪| ০৯ ই মে, ২০১৪ সকাল ১১:২৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: ছবিগুলো অদ্ভুত সুন্দর। ভাল লেগেছে।
১০ ই মে, ২০১৪ দুপুর ২:৪৩
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস প্রোফেসর, এটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল।
ভালো থাকুন সবসময়।
৫| ০৯ ই মে, ২০১৪ দুপুর ১২:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
মানুষের সমান যে বিরজিত মুখোস
আমার করুণা ঝরুক সেই তুলিতে
সহমত
১০ ই মে, ২০১৪ দুপুর ২:৪৩
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস কাণ্ডারি ভাই।
আমি আমার ভেতরের উপলব্ধি মিলিয়েছি।
৬| ০৯ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাপরে! ফ্যান্টাসির লেভেলটা দেখে বিষ্মিত হলাম!
১০ ই মে, ২০১৪ দুপুর ২:৪৭
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই!
দারুণ অবাক সব প্রোফাইল কিন্তু!!
৭| ০৯ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৩
মাজহারুল ইসলাম মাসুম বলেছেন: আই হেট দিস ফটো। বিকজ আমি মুসলিম
১০ ই মে, ২০১৪ দুপুর ২:৪৮
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস ভাই।
এগুলো কিন্তু আমার আঁকা নয়!
৮| ০৯ ই মে, ২০১৪ বিকাল ৪:১৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভালো লাগলো।
১১ ই মে, ২০১৪ দুপুর ২:০১
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস শোভন!
শুভকামনা রইল।।
৯| ০৯ ই মে, ২০১৪ রাত ১০:২৪
আহমেদ জী এস বলেছেন: সোনালী ডানার চিল ,
মানুষের সীমানার বাইরে যে অন্যজগত, সেখানে অন্য এক বিস্তীর্ণ আকাশ । ওই আকাশে পরাবাস্তব আর কল্পনার অবাধ বিচরন, অসীম তার ব্যাপ্তি । বাস্তবে তার পদচারনা জমে ওঠেনা , মানুষ কল্পনা বিলাসী বলেই হয়তো ।
লন্ডনের দূরবর্তী গলিতে তার-ই চিত্রায়নের কিছু তুলে এনেছেন । বিষয়বস্তু যা হবার তাই । উজ্বল রঙ চোখ টানে শুধু।
আপনার অনুভূতিকে সম্মান জানিয়ে শুভরাত্রি ।
১১ ই মে, ২০১৪ দুপুর ২:৫৯
সোনালী ডানার চিল বলেছেন:
আপনার মন্তব্যে একরাশ ধন্যবাদ!
আমি আসলে একটু ব্যতিক্রম খুঁজে পেয়েছিলাম, তাই পোস্ট করা আর কি!
ভালো থাকুন সবসময়।
১০| ০৯ ই মে, ২০১৪ রাত ১১:২১
আরজু পনি বলেছেন:
মানুষের কল্পনার কোন সীমা নেই...
কবিতাটা বেশ লাগলো ।
শুভেচ্ছা রইল, সোনালী ডানার চিল ।।
১১ ই মে, ২০১৪ দুপুর ২:৫৯
সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়।।
১১| ১০ ই মে, ২০১৪ সকাল ১০:০৩
চিরতার রস বলেছেন: বাংলাদেশের গরম দেখি ওদের ফ্যান্টাসিতেও গিয়ে পড়ছে
১১ ই মে, ২০১৪ বিকাল ৩:০০
সোনালী ডানার চিল বলেছেন:
হা হা হা!
থ্যাংকস ভাই।
১২| ১০ ই মে, ২০১৪ দুপুর ২:২৮
জন কার্টার বলেছেন: আরজুপনি বলেছেন:
মানুষের কল্পনার কোন সীমা নেই...
কবিতাটা বেশ লাগলো ।
শুভেচ্ছা রইল, সোনালী ডানার চিল ।।
১১ ই মে, ২০১৪ বিকাল ৩:০১
সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ।
শুভকামনা অফুরান।।
১৩| ১০ ই মে, ২০১৪ দুপুর ২:৫৪
পরিবেশ বন্ধু বলেছেন: ছবি অদ্ভুদ তবে কবিতা ভাল হয়েছে ।
১১ ই মে, ২০১৪ বিকাল ৩:০১
সোনালী ডানার চিল বলেছেন:
ছবি অন্যের কিন্তু কবিতাটা আমার।
থ্যাংকস ভাই!
১৪| ১০ ই মে, ২০১৪ দুপুর ২:৫৫
পরিবেশ বন্ধু বলেছেন: ছবি অদ্ভুদ তবে কবিতা ভাল হয়েছে ।
১৫| ১০ ই মে, ২০১৪ দুপুর ২:৫৫
পরিবেশ বন্ধু বলেছেন: ছবি অদ্ভুদ তবে কবিতা ভাল হয়েছে ।
১৬| ১০ ই মে, ২০১৪ দুপুর ২:৫৫
পরিবেশ বন্ধু বলেছেন: ছবি অদ্ভুদ তবে কবিতা ভাল হয়েছে ।
১৭| ১১ ই মে, ২০১৪ দুপুর ২:১২
অন্ধবিন্দু বলেছেন:
সোনালী ডানার চিল,
অনুভূতি অভিজ্ঞতা ভাগাভাগি হলো, ভালোলাগা রইলো।
আবহ উপভোগ করলাম।
১১ ই মে, ২০১৪ বিকাল ৩:০২
সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়!
১৮| ১১ ই মে, ২০১৪ দুপুর ২:১৫
সোহানী বলেছেন: ছবি ও কবিতা দুটোই অনেক ভালো লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
১১ ই মে, ২০১৪ বিকাল ৩:০৩
সোনালী ডানার চিল বলেছেন:
আপনাকেও অনেক ধন্যবাদ।
শুভকামনা রইল।।
১৯| ১৩ ই মে, ২০১৪ রাত ৮:৩৭
হাসান মাহবুব বলেছেন: ছবিগুলা বিশেষ পছন্দ হৈসে। কবিতাটাও ভালো লাগলো।
২২ শে মে, ২০১৪ ভোর ৪:২৩
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ হাসান ভাই।
শুভরাত্রি!!
২০| ১৪ ই মে, ২০১৪ রাত ১১:৪৯
রহস্যময়ী কন্যা বলেছেন: ছবিগুলা অদ্ভুত
তবে কবিতাটা ভালো লেগেছে ভাইয়া
২২ শে মে, ২০১৪ ভোর ৪:২৪
সোনালী ডানার চিল বলেছেন:
থ্যাংকস!
আসলে ছবিগুলো অন্যরকম।
ভাল থাকুন সবসময়।।
২১| ১৮ ই মে, ২০১৪ রাত ৯:৩৬
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: কবিতা ভীষণ সুন্দর ! ছবিগুলো ভাবনায় নিয়ে যায় ! কল্পনা কত রকম হতে পারে !!!!
২২ শে মে, ২০১৪ ভোর ৪:২৫
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় কবি!
কবিতাটি এসে গেল ছবিগুলো দেখে।
কল্পনার কোন সীমানা নেই!!
২২| ১৯ শে মে, ২০১৪ রাত ১:৫৭
সুমন কর বলেছেন: কবিতা ভাল লাগছে। ছবি তেমন না।
২২ শে মে, ২০১৪ ভোর ৪:২৬
সোনালী ডানার চিল বলেছেন:
ছবিগুলো অন্যরকম।
থ্যাংকস পোস্ট পড়ার জন্য।
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০১৪ সকাল ৮:০৬
পংবাড়ী বলেছেন: ভালো লাগেনি।