নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
আমি দূ:খিত হই; কিম্বা বলা যায় একপ্রকার যাতনা হৃদয় বৃত্তান্তে উষ্ণ হাওয়ার হলকা বইয়ে যায়। যেমন দাবানল দহন করে হরিদ্রাভ বনানীর পুরোভাগ। আমার এই একাঙ্কিকা- বলা যায় নিভৃতের গহীনে ব্যথাতুর কেদে যাওয়া, তার কোন তর্জমা নেই। তুমি কোন কারণের মাস্তুলে পতাকা বাধতে পারবে না। আদর্শ কিছু শব্দসম্ভাবনা মজুদ আছে পিতামহের জীর্ণ পুস্তিকার সারসংক্ষেপে।
এ সময়ে মানুষ পথে এবং প্রান্তরে খুজে নেয় সুখ। এসময় মানুষেরে ধাওয়া করে অফুরান অসুখ, যদিও; অস্বীকার করে তাবৎ বিভৎস পথচলার সন্তরণ, দু’টি বা তারও অধিক এন্টিবায়টিকে ঘুচে যায় সমকালীন সংলাপ। আবারও মানুষের সুখ কেনাবেচার প্রচলিত দরকষাকষি।
লজ্জা নেই যার তার আর কিছুই থাকে না যেমন; তেমনি কিছু নেই মানুষজনেরা সহসা রঙ্গশালার তদারকি করে, তাদের বিভ্রান্ত জুলফিতে বাধা ক্রিতদাসের তুকতাক; শিশ্নে আনুসঙ্গিক রতিরোধক- বইতে থাকে সময়, পিতামহের শ্লোকের অনুকুলে; লজ্জাহীন মানুষসকল পরস্পর চেটে চলেছে ডাকিনীর রজ:স্রাব!
তবুও অদৃশ্য দহনের শেষাঙ্কে বনানীর সীমানা যেন, ফুরিয়ে যাওয়ার আগে যেমন চকচকে শেষবার জ্বলে উঠা; ক্ষরণের বহু আগে বাহুমূলে অতৃপ্তির নখর- তেমনি সময়কাল শেষ হলেই ঝলসে উঠে লজ্জাহীন এক ফেরেশতার অগ্নিডানা; পিতামহের শ্লোকগুচ্ছ বাড়িয়ে বলে উঠে: প্রকৃত লজ্জাহীন সময় জগতে তোমাকে স্বাগত! ভবিতব্যের তলনীতে তখন পড়ে থাকবে শুধুই একাঙ্কিকার যবনিকাপাত, আর কোন দৃশ্য নেই!
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৬
সোনালী ডানার চিল বলেছেন:
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভাই।
নতুন বছরে আপনার চারপাশ শোভিত হয়ে উঠুক!
নিরন্তর শুভকামনা!
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৮
ইসিয়াক বলেছেন: অতুলনীয় কাব্যিক শব্দ মালা।
কেবলি মুগ্ধতা ।
শুভকামনা প্রিয় কবি।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৭
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় প্রেমের কবি।
আপনার পাঠ এবং মন্তব্যে আমি সুখিত হই!
শুভকামনা রইল-
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০১
রাজীব নুর বলেছেন: পোষ্টের সারমর্ম কি?
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৮
সোনালী ডানার চিল বলেছেন:
খুব সাদাসিধা, সরল সহজ!!
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪০
অজ্ঞ বালক বলেছেন: পবিত্র গাভী!!! দুর্দান্ত লিখেছেন ভাই।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৯
সোনালী ডানার চিল বলেছেন:
সে যা বলেছেন প্রিয় ভ্রাতা-
নিরন্তর শুভেচ্ছা!
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৫
নেওয়াজ আলি বলেছেন: সহজ,সরল ভাবনা।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩০
সোনালী ডানার চিল বলেছেন:
সরল সহজ মন্তব্যে ভালোলাগা জানালাম-
ধন্যবাদ!
৬| ০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ১০:১৮
অধীতি বলেছেন: গদ্য ছন্দে অমায়িক শব্দ বুনন।
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৩
শের শায়রী বলেছেন: শব্দের বুননে গদ্য পদ্য হয়ে যাবার অনন্য উদাহরন প্রিয় ভাই। মুগ্ধ পাঠ।