নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
আমার গল্প কি শেষ হয়ে গেছে!
না, এখনও সেই গোধূলীর আবছায়া মাটির পথে অচেনা পথচারিনীর পরিচয় জানা হয়নি! সেই সতেরোর নাজুক সন্ধ্যায় চারকোণা উপভোগ্য বালিকার বিগত ৩০ বছরের বিবর্তন জানা হয়নি আজও! এখনও মধ্যরাতে অনুচ্চ ওয়াকম্যানের অরবিটের মোহগ্রস্থ সিম্ফণীর অনুরাগ ভুলতে পারিনি। বুকের সবটুকু আবেগ মথিত করে দিগন্ত পরিবহনে ঈদের ছুটিতে ফেরা মধ্যরাতে কামেল জ্বীনের রহস্য উদঘাটান হয়নি।
এখনও মায়ায় পড়ে আছি আব্বার র্যালে সাইকেলের রডের, এখনও বুকের ভেতর মাছ লজেন্সের আক্ষেপ- এখনও গল্পে আবুল স্যারের চকচকে মোগল সান্ডেল আর ঘুগরুর’মার উঠানে লুকানো চোলাইয়ের ভাঙা মস্ত হাড়ীর দূর্গন্ধ বলা হয়নি!
এখনও ফিরতে পারিনি ডাঙির মধ্যদুপুরে দেশি খেজুর আর তেওড়ি কলুইয়ের যারপরনাই অনুক্রমে। এক একটা বকের পালক যে কতটা শুভ্র হয়, তা জানানো হয়নি কাউকে এখনও। নির্জন চিলেকোঠায় এরফান জেসাপে ডুবে থাকা আমার সবটা জনান্তিকে।
আমার গল্প শেষ হবে কি, এখনও শুরুই তো হলোনা!
২| ২০ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৫:০২
কথামৃত বলেছেন: আমি সবটা জানতে চাই
৩| ২১ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো
©somewhere in net ltd.
১| ২০ শে এপ্রিল, ২০২৪ রাত ১২:৪৬
আহমেদ জী এস বলেছেন: সোনালী ডানার চিল,
জীবনের চলতি পথের এমন সব গল্পের শুরু থাকে শেষ থাকেনা!
লজেন্স চোষার পরেও যেমন তার রং জিভে লেগে থাকে, মুখে লেগে থাকে তার স্বাদ -টক-মিষ্টি-ঝাল !!!!!!!