![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।
অক্ষাংশে থেকেই যদি গো
দ্রাঘিমায় জমি কিনো ,
এই জীবনে দখল পাবেনা
নিশ্চিত ভাবে তা জেনো ।
উল্কা রাশির ফুল্কির ঝর
যতো করো বর্ষণ ,
আমার হৃদয়ে নেই যে তাতে
কোনই আকর্ষণ ।
উত্তর আর দক্ষিন মেরু
যদি ও যায় গো মিলে ,
সেই ক্ষণেতেই হারাবো আমি
বিশাল আকাশ নীলে ।।
২| ১২ ই জুন, ২০১৩ রাত ৩:১৮
মাকসুদা সুলতানা ঐক্য বলেছেন: আপনার ভালো লাগা হোক আমার লেখার উদ্দীপনা .
ভালো থাকুন সাথেই থাকুন ।
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৩ ভোর ৬:৫৪
খেয়া ঘাট বলেছেন:
বাহঃ কবিতার দারুন সব উপমা
কাব্য পাঠে কী নিদারুন তৃপ্তি,
আপনার ব্লগীয় সময় দীপ্তিময় হোক
রেখে গেলাম শুভেচ্ছা আর প্রীতি।