![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।
তাজমহল দিবে মরনের পর আমি চাইনা তাজমহল ,
যদি পারো মুছে দাও দু চোখের জল ।
অন্তর চায় তোমাকে পেতে,
চাইনা দুঃখ মেনে একা চলে যেতে !
যমুনাতেও নেভেনা বুকের ওই অনল,
আমি চাইনা তাজমহল ।
সুন্দর এই পৃথিবীতে রাখো,
চাইনা স্বর্গ যদি তুমি না থাকো !!
©somewhere in net ltd.