নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্যপ্রিসিয়াস

মানুষ তার স্বপ্নের সমান বড়। তাই স্বপ্ন দেখি বড় কিছু করার। অন্যের উপকার করতে ভাল লাগে তা যত নুন্যতমই হোক না কেন ।\n\nভাল লাগে বিধাতার গড়া অপরুপ সৌন্দর্যের মাঝে ঘুরে বেড়াতে।\n\nফেসবুকে এই আমি https://www.facebook.com/capricious.based

ক্যপ্রিসিয়াস › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন সাগর সরওয়ার ,স্মৃতিতে আজও বেচে আছেন তিনি, থাকবেন

০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০১

২০০৮ সালের কথা৷ আমার প্রবাস জীবন শুরু হয় সেবছর৷ একা মানুষ৷ বন শহরে একটি বড় ভবনের ছোট্ট কামরায় নিবাস৷ প্রবাস জীবনের প্রথম চারমাস ছিল অত্যন্ত বিরক্তিকর৷ অনিচ্ছাসত্ত্বেও তখন অনেক কিছুর সঙ্গে মানিয়ে চলতে হয়েছিল৷ সেটা অবশ্য ভিন্ন প্রসঙ্গ ।

সেবছর মে মাসে বনে হাজির হন আমার প্রিয় এক মানুষ৷ আমার মতো একা নন তিনি, বউ-বাচ্চা আছে৷ কিন্তু তারা তখন দেশে৷ আমি যে ভবনে থাকতাম সেটিরই আরেক কামরায় নিবাস গড়লেন তিনি৷ এরপর রাতের পর রাত আড্ডা৷ একসঙ্গে খাওয়াদাওয়া, ঘুড়ে বেড়ানো৷ শুটকির একনিষ্ঠ ভক্ত মানুষটি৷ চমৎকার ইলিশ পোলাও রাঁধতেন তিনি৷

সম্ভবত সেবছরের পহেলা অক্টোবরের কথা৷ মানুষটির জন্মদিন (দোসরা অক্টোবর)৷ আমি সেটা আগেই জানতাম৷ সারাটা দিন আমরা একসঙ্গে কাজ করলাম৷ তিনি আলাদা করে জন্মদিনের কোন ইঙ্গিত দিলেন না৷ আমিও এমন ভাব করলাম, জানি না৷ সন্ধ্যের দিকে দুই ‘ব্যাচেলর’ ঘুরতে গেলাম বাড গোডেসবার্গ৷ সেখানে তাঁর জন্যে উপহার কিনলাম৷ এরপর প্রিয় মানুষটিকে সঙ্গে নিয়ে ঢুকে গেলাম ম্যাকডোনাল্ডসে৷ তিনি তখন যারপরনাই বিস্মিত, খানিকটা অশ্রুসিক্ত৷

আমার সেই প্রিয় মানুষটির নাম সাগর সরওয়ার৷ আজ তাঁর জন্মদিন৷ এই মানুষটি এখন আর পৃথিবীতে নেই৷ মধ্য তিরিশেই মানুষরূপে হায়নার বিষাক্ত ছোবলে সস্ত্রীক পৃথিবী ত্যাগে বাধ্য হয়েছেন তিনি৷




গত ফেব্রুয়ারি মাসে ঢাকায় খুন হন সাংবাদিক দম্পতি Sagar Sarowar এবং Meherun Runi৷ এরপর পেরিয়ে গেছে ৯৬৫ দিন৷ অথচ আজও এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কিংবা জড়িত সন্দেহে কাউকে গ্রেপ্তার করতে পারেনি বাংলাদেশের নিরাপত্তা বাহিনী৷ বর্তমান সরকারের জন্য এর চেয়ে লজ্জাস্কর আর কি হতে পারে!



আমি সাগর-রুনির হত্যাকারীদের বিচার চাই৷ এই বিচার হতেই হবে৷

************************************************
সাগর সরওয়ারের জন্মদিন নিয়ে এভাবেই স্মৃতিচারন করেছেন তারই এক সময়ের সহকর্মী ডয়েচে ভেলের আরাফাত ইসলাম । উপরের কথাগুলো তারই ফেসবুক স্ট্যাটাস থেকে নেয়া। আরো দেখতে পারেন জার্মান প্রবাসে ওয়েবসাইটে-http://www.germanprobashe.com/archives/1054
***********************************************

সময়ের ব্যবধানে সবাই আপনাদের আস্তে আস্তে ভুলে যেতে বসেছে। কিন্তু আমরা ভুলিনি । শুভ জন্মদিন সাগর সরওয়ার, স্মৃতিতে আজও আছেন আপনি , থাকবেন। সাগর সরোয়ারের জন্মদিনে, টিম জার্মান প্রবাসের ও সবার একটাই দাবি সাগর-রুনির হত্যাকারীদের বিচার চাই৷

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

অপূর্ণ রায়হান বলেছেন: শুভ জন্মদিন সাগর সরওয়ার ,স্মৃতিতে আজও বেচে আছেন তিনি, থাকবেন ।

সাগর-রুনির হত্যাকারীদের বিচার চাই৷ এই বিচার হতেই হবে৷

২| ০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ২:৪৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সাগর-রুনির হত্যাকারীদের বিচার চাই৷ তাদের সন্তানের কথায় জাতীয় দলের ক্রিকেটারের সাজা লুঘু হতে পারলে, তার বাবা-মা'র হত্যাকারীর বিচার হয় না কেন। :(

৩| ০৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৬

সোহানী বলেছেন: হাঁ আমি গভীর আগ্রহে তাকিয়ে আছি এ হত্যার বিচারের দিকে। আর বারবার নিজেকে উপহাস করি কেন আমি এখনো অপেক্ষায় আছি এ বিচারের !!! ক্যপ্রিসিয়াস সহ আরো অনেককে মাঝে মাঝে উপহাস করতে ইচ্ছে করে কেন আপনারা সবার মতো ভুলে যান না.............. এতো ফালতু একটা ইস্যু নিয়ে কেন বারবার লিখেন???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.