![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ বছর শীত অনেক আগেই শুরু হলেও তুষার পাত বা তাপমাত্রা মাইনাস হতে একটু দেরিই হয়ে গেলে । অন্যান্য বছর অক্টোবরের শেষে বা নভেম্বরের প্রথম সপ্তাহেই তুষার পাত হয়ে যায় । আর ব্ল্যাক ফরেস্টের অন্যন্য জায়গার চেয়ে আগেই শুরু হয়ে যায়। কিন্তু এ বছর যেন একটু ব্যাতিক্রমই হয়ে গেল , নভেম্বরের সেকেন্ড সপ্তাহেও তাপমাত্রা +১৭ আর সারাদিনই রৌদ্রউজ্জল যেটি কিনা গতানুগতিক শীতের সাথে যায় না।
লাইফের প্রথম যে কোন কিছুই স্মৃতির পাতায় বিশেষ জায়গাটা দখল করে থাকে। প্রবাস জীবনে নতুন নতুন কত কিছুর সাথেই না পরিচিত হতে হয়। আর নতুন নতুন অনেক পরিস্তিতির মধ্যে পড়তে হয়। লাইফের প্রথম স্নো বা তুষার এর মাঝ দিয়ে হেটে যাবার অনুভুতি ও তেমনই একটি ঘটনা। মনে আছে ২০১২ তে তাপমাত্র -৮ বা -১০ পর্যন্ত নেমেছিল। একেতো প্রচন্ড ঠান্ডা আর তার উপর সারাদিনই গুড়ি গুড়ি বৃস্টির মত তুষার পড়ছেতো পড়ছেই একদম আমাদের দেশের বর্ষা কালের বৃস্টির মত। সাদা সাদা তুলার মত তুষার চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর রাস্তা ঘাটে চলার জন্য বিশেষ সতর্কতার পাশাপাশি তুষারের মাঝ দিয়ে চলাচলের জন্য মানানসই জুতা না হলে চিটপটাং হবার সম্ভাব না কোন অংশেই কম নয়। একই ভাবে সারাদিনই রাস্তার মাঝে জমে থাকা তুষার সরানোর জন্য বিশেষ গাড়ি সারাদিনই রাস্তায় চলতে থাকে । এমনও হয় যে তুষার সরিয়ে রাস্তার এক দিক থেকে ১ কিলোমিটার পার হতে না হতেই আবার তুষারে ঢেকে যায় । আর মাঝে মাঝেই তুষারের জন্য দৃস্টিসীমা ও কমে যায়। আর এ জন্য গাড়ি চালাতে হয় অনেক সতর্কতার সাথেই । অনেকতো কথা হল এবার দেখে নেয়া যাক তুষারে ঢাকা কিছু ছবি ।
গতকয়েক বছরের শীতের তুষারপাতের ছবি দেখা যাক এবার
গত বছর ডিসেম্বরের ছবি । তুষার ঢাকা ব্ল্যাক ফরেস্টের সেঙ্কট রোমান।
যেদিকেই তাকাবেন খালি সাদা সাদা তুষারের আস্তরন ।
এটা গতকালকে তুষার পাতের সময়ের ছবি। মজার ব্যাপার হল গতকাল সকালেও রোদছিল। দুপুরের পরেই শুরু হল তুষার পাত ।
গত বছরের তুষার পাতের সময়ে আমাদের হোটেলের হরিনের খামারের ছবি এটি ।
হরিনের খামারের হরিনের অবস্তা ।
তুষারকে যেন পাত্তাই দিচ্ছে না তারা
তুষার জমে আছে
তুষারে ঢাকা ব্ল্যাক ফরেস্টে
সামনেই আসছে ক্রিসমাস । তুষারে ঢাকা ক্রিসমাস ট্রি
গত বছর ডিসেম্বরের মাঝরাতের ছবি এটি । তাপমাত্র -১১ , আর এর মাঝে আমরা দল বেধে স্লেটিং এ ব্যাস্ত। লাইফের প্রথম স্ল্যাটিং এর অনুভুতিও অসাধারন।
পাহারের উপর থেকে স্ল্যাট বোর্ড এ করে গড়িয়ে নিচে নামার মজাই আলাদা
তুষারের রাজ্যে আমরা কজন হাল্কা বিশ্রাম আর আড্ডা
আজকে সকালে রাস্তার পাশে দেখলাম কেউ একজন আইস ম্যান বানিয়ে রেখেছেল , তুষার গাছের ডাল আর পাতা দিয়ে।
ঝতুর পরিক্রমায় শীত ,গ্রীস্ম আসবেই ,সেই সাথে তুষার পাতও হবে প্রতি বছরই , এটাই প্রকৃতির নিয়ম । কিন্তু প্রথমবার তুষার দেখা , সাদা সাদা নরম তুলুর মত চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা তুষারে উপর দিয়ে হেটে চলা। গুড়ি গুড়ি বৃস্টির মত পড়তে থাকা তুষারের মাঝ দিয়ে হেটে চল। তুষার দিয়ে আইস ম্যান বানানো বা স্ল্যাটিন এর প্রথম অনুভুতি থেকে সারা জীবন , যেটি হয়ত লিখে প্রকাশ করা যাবে না। সবার শীত ভাল কাটুক শুভ কামনা থাকল
জার্মান প্রবাস কথন - সেঙ্কট রোমান, ব্র্যাক ফরেস্ট( যেথায় অধমের কর্মস্থল ও বসবাস )
২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
ক্যপ্রিসিয়াস বলেছেন: আপনার স্মৃতিকথা ও লিখে ফেলুন না আমাদের জন্য । আমি স্টুটগার্টের কাছাকাছি ব্ল্যাক ফরেস্টের মাঝে ছোট একটা গ্রামে থাকি। ধন্যবাদ আপনার মন্ত্যবের জন্য । ভাল থাকবেন।
২| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০১
অপর্ণা মম্ময় বলেছেন: ব্ল্যাক ফরেস্টের ছবিগুলো খুব সুন্দর।
২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৬
ক্যপ্রিসিয়াস বলেছেন: ধন্যবাদ আপনার মন্ত্যবের জন্য । ভাল থাকবেন।
৩| ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯
অগ্নি সারথি বলেছেন: সুন্দর।
২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১
ক্যপ্রিসিয়াস বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।
৪| ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬
সুলতানা রহমান বলেছেন: বরফের আলাদা সৌন্দর্য আছে। শুধু ছবি দেখে এতটা সুন্দর লাগে।
২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭
ক্যপ্রিসিয়াস বলেছেন: ধন্যবাদ আপনার মন্ত্যবের জন্য। ভাল থাকবেন।
৫| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
মাহমুদ০০৭ বলেছেন: আপনি আর তুষার ভাই খুব দুষ্টু । খালি আসসুসে ফালাই দেন । ছবি দেখে আসতে মন চাইতেছে
চমতকার বর্ণনা আর ছবি । বার বার দেখার মত চোখ জুড়ানো।
ভাল থাকবেন ।
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৩
ক্যপ্রিসিয়াস বলেছেন: ভাই চলে আসেন। আপনেরে নিয়ে আবার স্ক্যাটিং করতে যামু । মাত্রতো শীত শুরু হল। ফেব্রুয়ারী/মার্চ পর্যন্ত তুষার পাত হবে সেটা নিশ্চিত করে বলা যায়। সময় করে চলে আসেন। ভাল থাকবেন।
৬| ২৩ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬
নীলসাধু বলেছেন: তুষারপাত দেখা হয়নি এখনো। চমৎকার লাগল বর্ননা এবং ছবি। ধন্যবাদ জানবেন।
২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৮
ক্যপ্রিসিয়াস বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল। ভাল থাকবেন।
৭| ২৩ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০০
সুমন কর বলেছেন: পোস্ট পড়েই ঠাণ্ডা..ঠাণ্ডা..লাগছে.........
শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৪৮
ক্যপ্রিসিয়াস বলেছেন: আপনাকেও ধন্যবাদ, ভাল থাকবেন।
৮| ২৪ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:১৪
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ছবিগুলো দেখে ভালো লাগে
২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮
ক্যপ্রিসিয়াস বলেছেন: ধন্যবাদ,নাজমুল হাসান মজুমদার। ভাল থাকবেন।
৯| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৫০
সোহানী বলেছেন: ভাইরে বরফ এর ছবি দেখতেই ভালোলাগে... বাস্তবের বরফের কথা মনে পড়লে আতংক লাগে। একগাদা কাপড়, বুট, ক্যাপ... অসহ্য............ তারপরও বরফের ছবিতে +++++++++++++
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০০
ক্যপ্রিসিয়াস বলেছেন: একগাদা কাপড়, বুট, ক্যাপ...আসলে ই অসহ্য.. তার পরেও জীবন আর জীবিকার তাগিদে এর মাঝেই ছুটে চলতে হ্য় । ধন্যবাদ , ভাল থাকবেন।
১০| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২০
কেএসরথি বলেছেন: মেঘপূরী।
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০১
ক্যপ্রিসিয়াস বলেছেন: হুম চারদিকে মেঘের ছড়াছড়ি। ভাল থাকবেন।
১১| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: শুভ শীতকাল আর তুষারকাল
ছবিগুলো সুন্দর, তবে মাইনাস টেম্পারেচার ভাবলেই কষ্ট হয়, শীতে আমার বড্ড কষ্ট হয়। কখনো এমন স্থানে বসবাস করতে হলে আমার খবর আছে।
ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।
২৬ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৮
ক্যপ্রিসিয়াস বলেছেন: ধন্যবাদ বোকা ভাই, মাইনাসে আসলেই কস্ট হ্য় বাইরে বেরুতে তার পরেও এখানকার জীবন যাত্রায় তেমন কোন প্রভাব ফেলে না ,কারন এটাই প্রকৃতির নিয়ম আর এর সাথে মানিয়ে নেবার জন্য যা যা প্রয়োজন তার সবই আগে থেকে প্রস্তুত করে রাখে এরা। আপনিও ভাল থাকবেন। ধন্যবাদ
১২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৮
তুষার কাব্য বলেছেন: তুষারপাতে তুষার আসবেনা এ কি করে হয় !!!!!
আমি আসছি খুউব শিগগীর
আর আমার নাম এত ধরে এত ঘন ঘন ডাকার জন্য ধন্যবাদ দিতে পারছিনা
১৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:১১
রুদ্র জাহেদ বলেছেন: এমনিতেই বাংলাদেশে বসে এখন প্রচন্ড শীত খেয়ে যাচ্ছি।তার উপর শীতের পোস্ট।তবুও দেখে ফেললাম।দারুণ সব ছবি...
+++
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫২
মাহবুবুল আজাদ বলেছেন: ঠাণ্ডার মধ্যে আরো ঠাণ্ডা দিয়ে দিলেন। অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল। আপনি কোন সিটিতে থাকেন।