![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিসাবে ভূল থাকলেই যে,
তার শাস্তি পেতে হবে,
অথবা মাসুল গুনতে হবে,
এমন কোন কথা নেই।
আমরা কি শুধু ভুল হলেই তার শাস্তি পাই?
না,শুধু ভূল নয়,
কিছু অনাকাঙ্খিত শাস্তি আমরা পেয়ে থাকি,
যার প্রাপ্তি আশা করি না কোনদিন।
একজনার হাসি,
অন্য জনের মুখে ফুটতে পারে,
তেমনি আমার কান্নার কথা ছিল,
কিন্তু কাঁদছে আরেকজন!!
কেন?
এমনি হয় যে,
বাঁশি আমার নয়,
বাজাতেও জানিনা,
তবু কোন এক বেসুরের আসামী হয়ে যেতে পারি।
এমন বাঁধন নেই যে বাঁধতে পারে,
তবু মানুষ বেঁধে যায়,
হাসাতে যেয়ে নিজে কেঁদে যায় আজীবন।
ঘরের মালিক আমি নই,
অতিথিও নই,
তবু মানুষ সেই ঘর ভাঙার মিছে আসামী হয়,
শাস্তি ভোগ করে,
জীবন আঁধারে মুড়ে যায়....!!
©somewhere in net ltd.