নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অযথাই করি চিৎকার।

রুষ্ট তুষ্ট

অপরিপক্ক হাতের অগোছালো ব্লগিং

রুষ্ট তুষ্ট › বিস্তারিত পোস্টঃ

কাল্পনিক মেঘকে নিয়ে কিছু সময়......

২৬ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:১৬

আজকাল জীবনটা কেমন যেন বিরষ হয়ে গেছে।

অসুস্থ হলেও কেউ কপালে হাত দিয়ে দেখে বলে না,
বাবু তুমি বলো নাই কেন যে তোমার জ্বর আসছে?

কেউ আর বৃষ্টিতে ভিজতে বারণ করে না।।

কেউ আর শাসন করে না রাতে দেরি করে বাসায় ফিরলে।।

এখন আর চোখ বন্ধ করলে মেঘের ছবি দেখতে পাই না,
খুব চেষ্টা করেও পারি না।।

আগের মত মনেও পড়ে না।।

মাঝে মাঝে নিজেকে খুব ছোট মনে হয় এই
ভেবে যে মেঘকে এতোটা ভালোবাসি,
তাকে এতো তাড়াতাড়ি ভুলে গেলাম, কি করে??

আমি বৃষ্টিতে ভিজতে চাই নি,
তুমি জোর করে আমায় নিয়ে ভিজতে চাইতে।।

বৃষ্টির জল ছোঁয়া মাথায় লাগলে যার
হাড় কাপাঁনো জ্বর চলে আসতো সেই
আমাকে নিয়ে বৃষ্টিতে ভিজতে চাইতে।।

জ্বরের ঘোরে যখন শুয়ে থাকতাম
ভাবতাম এই বুঝি তুমি আসবে,
আমার পাশে বসবে।।
তুমি আসো নি।।

আকাশে এখনো জোছনা হয়,
তারা ভরা আকাশ
ও দেখা যায়,
কেবল শুনতে পাই না
মেঘের সেই লাজুক হাসির শব্দ।।

জানি ফিরে তুমি আসবে না কখনো....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.