![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের গল্প কখনো শেষ হয়না।
প্রতিনিয়ত এটি বদলাতে থাকে
ঠিক বারটি মাসের মত বা
রংধনুর সাতটি রঙের মত।
কখনও লাল কখনও বা নীল
আবার কখনও বা সবুজ এর মত।
সময়ের টানে আমরা কেমন যেন
যান্ত্রিক জীবনে চলা ফেরা করছি।
ভুলেই গিয়েছি যে আমরা মানুষ।
দুঃখ কষ্ট কেমন করে যেন
আমাদের আকরে ধরে থাকে।
কষ্ট পেলে বা দুঃখ পেলে
আমরা তা নিজের অজান্তেই
রেখে দেই।
ধুকে ধুকে মরে গেলেও
কেন জানি আমরা তা
প্রকাশ করতে পারিনা।
সবার মাঝে হাসি খুশি থাকি
কিন্তু ভেতর টা যে আস্তে আস্তে
শেষ হয়ে যাচ্ছে তা আমরা
কাওকেই বুঝতে দেইনা।
এটাই আসলে আমাদের জীবন।।
©somewhere in net ltd.