নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভয়ংকর বোকা

ভাল লাগে খেলা, বই আর বন্ধু।

ভয়ংকর বোকা › বিস্তারিত পোস্টঃ

দেশ বিদেশ

১৭ ই জুন, ২০১৩ রাত ১:৩৮

অনেক দিন পরে ব্লগে আসলাম। পার্থক্য একটাই, শেষবার দেশ থেকে আর এখন বিদেশ থেকে লিখছি। প্রতিদিন এর ব্যস্ততার পরে ব্লগে আসা হয় না,আগের মত ভাল ও লাগে না পড়তে। ইমন ভাই এর লেখা মিস করি খুব।

অনেকগুলি শখের মধ্যে শুধু ছবি তোলাটাই চালিয়ে যেতে পারছি।

আরজু পনি আপু কে বিশেষ করে ধন্যবাদ, তার অনুপ্রেরনায় আবার ব্লগে আসা। তার তোলা ছবির মত ভাল হয়নি জানি, তারপর ও শেয়ার করছি দেশ ও বিদেশর কিছু মুহূর্ত।

বাংলাদেশঃ





চন্দ্রগ্রহণ ১0-১২-১১







সরদার ফজলুল করিম







বিদেশঃ







বন্ধু রুমী কে বলেছিলাম আমার পরবর্তী ছবি ব্লগে তার একটি ছবি অবশ্যই থাকবে। রুমীর ফেসবুকের অনেকগুলি ছবি থেকে একটি বেছে নিলাম। (বিঃদ্রঃ পদন্নতি উপলক্ষে পার্টি পাওনা কিন্তু, ভুলিস না দোস্ত।)

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৩ রাত ১:৪৬

আরজু পনি বলেছেন:

এতো দারুণ দারুণ ছবি দেইখ্যা হিংসায় মরতে মরতে শেষে হিরোরে দেইখ্যা আঁতকে উঠলাম !

আররে চেনা চেনা লাগে 8-|


স্বজনপ্রীতিতে কইস্যা মাইনাস :P

২| ১৭ ই জুন, ২০১৩ রাত ১:৪৮

আরজু পনি বলেছেন:

ওহ, প্রতিটা ছবিতে ক্যাপশন দিলে আরো ভালো হতো। আর শেষে কোন ক্যামেরা দিয়ে তুলেছেন তা বলে দিলেও ভালো হয়।।

অনেক বেশিই সুন্দর হয়েছে ছবিগুলো।

১৭ ই জুন, ২০১৩ রাত ১:৫৮

ভয়ংকর বোকা বলেছেন: ভাল ভাল ক্যাপশন মাথায় আসে না তাই দেই নাই। দেশের গুলি নাইকন আর কোডাক ক্যামেরায় তোলা। বিদেশের গুলি মোবাইল এ তোলা। অনেক ধন্যবাদ রাত জেগে কমেন্ট করার জন্য।

৩| ১৭ ই জুন, ২০১৩ রাত ২:১১

সোহাগ সকাল বলেছেন: অসাধারণ সব ছবি! আপনার ছবি তোলার প্রসংশা করতেই হয়! :)

৪| ১৭ ই জুন, ২০১৩ রাত ২:১৭

আরজু পনি বলেছেন:

বিশ্ববিদ্যালয়ের হল জীবনে সারারাত জেগে পড়ার অভ্যাস আছে... আবার দিনটা কিন্তু সকাল আটটা/সারে আটটার ক্লাস করা দিয়েই শুরু হতো।

তাই রাত জাগাটাকে খুব সমস্যা মনে হয় না সাধারণত।।

:)

৫| ১৭ ই জুন, ২০১৩ ভোর ৬:০৬

খেয়া ঘাট বলেছেন: শ্রদ্ধেয় সরদার ফজলুল করিমের ছবিটাও কি আপনার তোলা?

অনেক সুন্দর,অনেক অনেক।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
এক লাইন প্লাস।

১৭ ই জুন, ২০১৩ ভোর ৬:১৬

ভয়ংকর বোকা বলেছেন: হ্যা ভাই, আমার তোলা। এতগুলো + এর জন্য অনেক ধন্যবাদ।

৬| ১৭ ই জুন, ২০১৩ সকাল ৯:২০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++++

দারুন হয়েছে ছবিগুলো।

৭| ১৭ ই জুন, ২০১৩ সকাল ১০:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:

রুমী পোলাটারে কেমুন জানি চেনা চেনা লাগছে :)


ছবিগুলো মুগ্ধতা এনে দিল। +++++++

৮| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:০২

মুক্ত মানব আসিফ বলেছেন: সুন্দর!!! :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.