নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভয়ংকর বোকা

ভাল লাগে খেলা, বই আর বন্ধু।

ভয়ংকর বোকা › বিস্তারিত পোস্টঃ

রিভার্স ম্যাক্রো টেকনিক-- কি কি প্রয়োজন।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

অনেকের তোলা ছবি দেখে আফসোস লাগে? মনে হয় না, আমিও যদি এরকম তুলতে পারতাম? যারা নতুন ডি এস এল আর ব্যবহারকারী অথবা বাজেট সংকটে আছেন তারা খুব অল্প খরচে শুরু করতে পারেন ম্যাক্রো ছবি তোলা। খরচের কথা বললাম কারন ডি এস এল আর এবং এর দরকারি উপকরন গুলি অনেকটাই ব্যয়বহুল।



রিভার্স ম্যাক্রোঃ ম্যাক্রো ফটোগ্রাফি হল যেকোনো জিনিস কে খুব কাছ থেকে তোলা যেটা সাধারন লেন্স দিয়ে তোলা যায় না। তার জন্য দরকার বিশেষ ধরনের লেন্স যাকে ম্যাক্রো লেন্স বলে। আর এসব লেন্স বেশ দামি হয়। আমার মত যাদের কাছে ডি এস এল আছে কিন্তু ম্যাক্রো লেন্স কেনার সাধ্য নেই তাদের জন্য সবচেয়ে সুবিধাজনক পন্থা হল রিভার্স ম্যাক্রো টেকনিক। বাংলায় যাকে বলা যায় ক্যামেরার লেন্সটাকে উল্টো করে লাগানো। তাতে সুবিধা?

হয়ে গেল আমাদের ম্যাক্রো লেন্স, যা দিয়ে খুব কাছ থেকে যেকোনো জিনিস এর ছবি তোলা যায়।



রিভার্স ম্যাক্রো রিং ক্যামেরা আর লেন্স যাদের আছে, তাদের এই একটা জিনিসই লাগবে। রিভার্স ম্যাক্রো রিং। ছোট একটা মেটাল রিং যার এক মাথা আপনার ক্যামেরায় লাগবে আর অন্য পাশে আপনার লেন্সটা উল্টো করে লাগিয়ে দিবেন।

বিভিন্ন মাপের রিং পাওয়া যায়। কিনতে হবে সেটাই যেটা আপনার লেন্স এ লাগানো যাবে। যেমন আমি নাইকন এর ৫২ মিঃমি ডায়ামিটার এর লেন্স ব্যবহার করি তাই ৫২ মিঃমি মাপের রিং কিনেছি।











আমার তোলা একটা পরীক্ষামূলক ছবি

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৯

আরজু পনি বলেছেন:

প্রতিদিনই ভাবি পোস্টটাতে আসবো ...ব্লগে এলে আসি আসি করে আর আসা হয় না ।

ব্যাপার হচ্ছে, আমি যদি এই রিং কিনতে চাই তবে কোথ্থেকে কিনবো ? সেটা বলে দেন প্লিজ ...যদিও ডিএসএলআর হাতে এসেছে মাত্রই কয়দিন ;)

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৯

ভয়ংকর বোকা বলেছেন: আমি তো কিনেছি অ্যামাজন ডট কম থেকে, দেশে আপনি ক্যামেরা জোন এ খোঁজ নিয়ে দেখতে পারেন, বায়তুল মোকাররম মার্কেট এ।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

ইসমত বলেছেন: ডিএসএলআর হাতে এখনো আসে নি। এ সপ্তাহে nikon D90 নেবো। ব্লগে এখন শুধু ছবি ব্লগ দেখতে ভালো লাগে। আর ফোটোগ্রাফির কারিগরী বিষয়ক টিপস খুঁজে ফিরি। এই টেকনিক আজই প্রথম জানলাম। ঢাকার মার্কেটে দেখতে হবে- রিং পাওয়া যায় কি না।

বাপরে, মাকড়সার এতগুলো চোখ থাকে!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:২৫

ভয়ংকর বোকা বলেছেন: আহ, ডি ৯০, যদি একটা থাকতো। খুজলে মনে হয় পাওয়া যাবে। আমার পরের পোস্ট টা তে কিছু ছবি দিয়েছি এই টেকনিক এ তুলে। কেমন লাগল জানাবেন।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৪

বনসাই বলেছেন: আরেকটু বিস্তারিত লিখলে কি ক্ষতি হতো!

বসুন্ধরা সিটিতে রিং পেলাম বটে তবে কাজ আর শুরু করতে পারলাম না।
ক্যামেরার মোড কী হবে? অ্যাপারচার কি ম্যানুয়ালি ওপেন করতে হবে? ম্যাক্রো ছবি কি শুধু দিনে তোলা যাবে?

অনেক প্রশ্ন। সহজ উত্তর পেলে চেষ্টা করে দেখতা্ম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.