![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বারিধারার বড়লোক বাড়িয়ালরা রিক্সাওয়ালাদের লুঙ্গি পড়ার উপর ফতোয়া দিয়েছেন। তারা এতই মর্ডান হয়ে গিয়েছেন যে এখন তাদের এলাকায় রিক্সাওয়ালারা লুঙ্গী পড়লে তাদের মানহানি হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে এই দ্বিমুখী প্রতিবাদ,
১. বাঙালীপণা খুবই বেতাল জিনিস। মুখে বলব আমি বাঙালী, ছেলেকে ভর্তি করব ইংলিশ মিডিয়াম স্কূলে। সারাবছর পিজা, চিকেন লেগ খেয়ে বেড়াব আর পহেলা বৈশাখ এলে পানতা ইলিশ খেতে দৌড় দেব। বাংলা ভাষার গুণগান গাইব আর নিজেরা স্টার প্লাসের সিরিয়াল দেখব। বাঙালীরা খুবই মর্ডান হয়ে গেছে। এখন তারা বাসার সামনে লুঙ্গি পড়া রিকশাওয়ালা দেখলে লজ্জ্বা পায়। যেখানে ড্যান ডব্লিউ মজিলা ফায়ারফক্স লুঙ্গী আর রিকশা নিয়ে পারিবারিক ছবি তোলেন সেখানে এই মর্ডান গাইজরা বাসার সামনে লুঙ্গী পড়া রিকশাওয়ালা দেখলে বিব্রত হন। কেন? আপনার চৌদ্দ পুরুষ তো এই লুঙ্গী পড়েই আসছে। তারাতো অ্যটাচড জিনস অথবা কোট টাই পড়ে আসেননি। তাদের পোশাকের প্রতি এতটুকু শ্রদ্ধা নেই। হঠাত্ই খ্যাত হয়ে গেল তাদের পোশাক। এত মর্ডানাইজ হতে চাইলে বিদেশেই চলে যেতে পারেন।
২.
রিকশাওয়ালাদের লুঙ্গী পড়ার উপর পড়ল ফতোয়ার যুগান্তকারী সিদ্ধান্ত। অতঃপর লুঙ্গি নিষিদ্ধ তাই বিকল্প পোশাকের খোঁজে আমাদের খোঁজ-দা বাটিচালান।
ক. লুঙ্গির বদলে জাইঙ্গা ওরফে আন্ডি পড়া যেতে পারে। গরমে কাজে দেবে। এছাড়া বিদেশের সাহেবরা বিচ বা সমুদ্র সৈকতে এসব পড়ে থাকেন বলে উনাদেরও কিছু যায় আসবেনা।
খ. স্যুট টাইও পোশাক হিসেবে খারাপ নয়। সাহেবরা সাহেবী ভাব নিলে রিকশাওয়ালারা নিবেননা কেন? এটা পড়লে সাহেব, বিবি অউর রিকশাসাহেব জুটিও হয়ে যাবে।তবে সাহেব এতে রাগ করলে পিএম দায়ী না। আপাতত তালিয়া।
গ. রিকশাওয়ালারা দাড়োয়ান অথবা পুলিশের মতো খাকি ড্রেস পড়তে পারেন। তবে এর কালার সাহেবদের স্যুটের সাথে ম্যাচ হয়ে গেলে আমরা দায়ী থাকিব না।
ঘ.তারা অ্যটাচড জিন্স আর অ্যডিডাস কেডস পড়ে রিকশা চালাতে পারেন। সবাই ফ্যাশন করবেন অথচ রিকশাচালকরা করবেন না তা হবেনা তা হবেনা।
ঙ. তারা শাড়িচুরি পড়েও রিক্সা চালাতে পারেন। তসলিমা নাসরিন পুরুষদের নারীর পোশাক পড়ার আমন্ত্রন জানানোর পরিপ্রেক্ষিতে বারিধারার সাহেবরা এটা চালু করতে পারেন। তাহলে পাবনার আর প্রয়োজন হবেনা। বারিধারায়ই কাজ হয়ে যাবে।
চ. রিকসাচালকরা সুপারম্যান পদ্ধতিও গ্রহন করতে পারেন। তারা লুঙ্গির উপর আন্ডারওয়ার পড়ে সুপার রিক্সাওয়ালার অ্যভাটারেও হাজির হতে পারেন। আর সুপারম্যান বিদেশি ক্যারেক্টার বলে সাহেবদের এটা মনপছন্দ হবে বলে আশা কয়া যায়।
আপাতত এই ড্রেসগুলোর কথাই মাথায় আসল।
পরিশেষে বলব, যারা নিজ সংস্কৃতি এবং দরিদ্রদের দাম দেয়না ; দেশ, দেশের মানুষ আর উপরওয়ালার কাছে তার ফুটা পয়সারও দাম নাই।
খবর এখানে
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৩
ল্যাটিচুড বলেছেন: লুঙ্গির উপর আন্ডারওয়ার পড়ে হাজির হতে পারেন।