| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনৈতিক সংকট উত্তরণে ঢাকায় সফররত জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর মিশন সম্পর্কে ফেসবুক স্ট্যাটাবে বিশ্লেষণ করেছেন আওয়ামী লীগের আলোচিত সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তার ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে দেয়া হলো:
তারানকো নামের জাতিসংঘের যে বড় কর্তা এই মুহূর্তে বাংলাদেশ সফর করছেন- কেনো জানি তাকে দেখে আমার বড্ড ভয় করছে। ইন্দো-মার্কিন শক্তি পৃথিবীকে কয়েকটি অঞ্চলে বিভক্ত করে জাতিসংঘের মাধ্যমে নিয়ন্ত্রণ করে আসছে। আমাদের এই অঞ্চলের রাজনীতির জন্য পরাশক্তির সবচেয়ে বড় কর্তা হলেন জনাব তারানকো। এই বার বাংলাদেশে তার দ্বিতীয় দফার ভ্রমনে তিনি প্রথমে তার হোটেল স্যুটে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। জনাব সৈয়দ আশরাফ এবং জনাব তোফায়েল আহমেদের মলিন মুখ এবং এলোমেলো বক্তব্য অনেক কিছুরই ইঙ্গিত বহন করে। জনাব তারানকো দেখা করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। আমাদের প্রধানমন্ত্রী তার চিরায়ত স্বভাব অনুযায়ী হাসিখুশি ও প্রাণবন্ত থাকার চেষ্টা করার পাশাপাশি বলেছেন বেশি এবং শুনেছেন কম। টেলিভিশনে যা দেখলাম তাতে মনে হলো- জনাব তারানকো সেই বৈঠকে আন্তরিক ছিলেন না। বরং মাঝে মধ্যে তার চোয়াল এবং হাতের পেশী শক্ত হয়ে যাচ্ছিলো। এরপর গণভবনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ভাগাভাগি করে বক্তব্য দেন ড. গওহর রিজভী এবং ইকবাল সোবহান চৌধুরী। তারা কেউই তারানকো- প্রধানমন্ত্রী বৈঠকের ইতিবৃত্ত তুলে ধরতে পারেননি। বরং দু’জনের বক্তব্য দুই রকম ছিলো।
©somewhere in net ltd.