![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি শেষ ডিগ্রি অজন করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভিক্টিমোলজি এন্ড রেষ্টরেটিভ জাসটিস থেকে। আমি সচেতন হওয়ার চেষ্টা করছি এবং অন্যদেরকেও সচেতন হবার জন্য উদ্বত করার চেষ্টা চালিয়ে যাবো
সড়ক দূঘটনা বাংলাদেশে এমনকি পৃথিবীতে নতুন নয়। সকল দেশই সড়ক দূঘটনা ঘটে দুর্নীতিও পাশাপাশি ওতোপ্রোতভাবে জড়িত। একটি ঘটনা আরএকটি ঘটনার জন্ম দিয়েছে। গত কয়েকদিন ধরে সড়ক দূঘটনা নিয়ে আন্দলন। বিষয়টি আসলেই সড়ক দূঘটনা বলা যায় না বেপরোয়া গাড়ী চালিয়ে পাল্লাপাল্লি আগে যাওয়াকে কেন্দ্র করে বলির পাঠাও হলো দুই শিক্ষার্থী এবং আহত আরও অনেকে। আর সেটিকে কেন্দ্র করে আজ রাজপথে শিশুরা যাদের স্কুলে/কলেজে যাওয়ার কথা তারা আজ রাজ পথে নেমেছে নিরাপদ সড়ক চাই আন্দোলনে। নিরাপদ সড়ক চাই আন্দোলনে দূর্নীতি কিভাবে আসছে তার কারন তারা কিভাবে গাড়ী চালানোর লাইসেন্স পাই এবং কে তাদের লাইসেন্স দেয়। এর পরো রাস্তায় কিভাবে তারা গাড়ী চালাই এটাই প্রশ্ন?র্আজকের একটি ঘটনা শেয়ার করি আজকে বাসা থেকে অফিস যাওয়ার পথে আমাদের অফিসের গাড়ী (মাইক্রে) টি শেওয়ড়া পাড়া হয়ে মিরপুর হয়ে বনানী অফিস এর উদ্দেশ্যে যাচ্ছিলাম যাওয়ার পথে একটি বাস রাস্তার মাঝখোনে গাড়ী থামিয়ে যাত্রী উঠাচ্ছিল, এই দেখে গাড়ী থেকে নেমে আমাদের অফিস এর কলিগ বড় ভাই বাসের ডাইভারকে অনেক বকাবকি করার পর ট্রাফিক ভাইকে বলে আপনারা এগুলো দেখেন না বলে বেশ কিছুক্ষন তকবিতক হয় তারপর আমরা চলে আসি কিছুক্ষন পর দেখি সেই ট্রাফিক ভাই একটি সাজেন্ট কে মোটরসাইকেল যোগে চলে আসে এবং আমাদের গাড়ীর ড্রাইভার এর কাছ থেকে গাড়ীর সকল কাগজপত্র নিয়ে যায় বলে সামনে আসেন মিরপুর ১০ নং এ তারপর আমরা গেলাম সেখানে এক পুলিশ অন্য পুলিশদের বলে সালাদের মেরে ফোজদারী একটি মামলা দিয়ে দেন পুলিশ কে মারার অভিযোগে এছাড়া অনেক গালমন্দ করল তাদের অলরেডি প্লান করা শেষ পুলিশ বক্স এ নিয়ে যে মারার পর মামলা করার জন্য আমরাতো একটু ভয় পেয়ে গিয়েছিলাম অবশেষে এক পুলিশ এসে বিষয়টি শুনে তারপর আমাদের ছেড়ে দিল এই যাত্রাই তো বেচে গেলাম যদি পুলিশটি না থাকতো তাহলে কি হতো মারতো খেতেই হতো তারপর পুলিশি ঝামেলা মামলা আমি তো এক পুলিশকে পরে বললাম আমি পুলিশ কে অনেক শ্রদ্ধা করি কারন আমার শিক্ষক যিনি বতমানে আইজিপি জাবেদ পাটোয়ারী স্যার তিনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াকালিন আমাদের গেষ্ট টিচার হিসেবে তিনি ক্লাস নেন অসম্ভব ভালো একজন মানুষ তাকে দেখে আরও এছাড়া আরও অনেক পুলিশ আমার পরিচিত আছে এতে করে একটি জিনিস অনুধাবন করতে পারি ভালো পুলিশ এ সংখ্যাই বেশি গুটি কয়েকটি পুলিশ এর জন্য এই পুলিশ বাহিনীদের প্রতি আমাদের দৃষ্টি খারাপ হয়ে যাচ্ছেতাই আসুন আমরা নিজেরা আগেই সচেতন হই তারপর অন্যদেরকেও করার চেষ্টা করি সাধ্যমত
©somewhere in net ltd.