| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে এত টেলিভিশন চ্যানেল থাকতে কাদের সিদ্দিকি নিয়মিত অনুষ্ঠান উপস্থাপন করতেন জামাতি টেলিভিশন চ্যানেল দিগন্ততে।
তিনি বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবীদেরও আক্রমণ করতে ছাড়লেন না। মঙ্গলবার এক অনুষ্ঠানে কাদের সিদ্দিকী দাবি করেছেন বুদ্ধিজীবীরা পাকিস্তানপন্থী সুবিধাভোগী ছিলেন।
একজন মুক্তিযোদ্ধার এই উপলব্ধি কি আজ হয়েছে নাকি সেই ১৪ ডিসেম্বর হয়েছিল? এ প্রশ্ন আজ জাতির।
যদি আজ উপলব্ধি হয় তাহলে জামাতি টাকায় কাজ হচ্ছে। আর যদি সেই ১৪ ডিসেম্বর হয়ে থাকে তাহলে যে কী হতে পারে তা ভাবতে গা শিউরে উঠছে!!
২|
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৭
ল্যাটিচুড বলেছেন: আজ আমরা এ কোন দেশে বাস করছি ?
আমার বিশ্বাস হচ্ছে না, এদেশের নুন জল খেয়ে বেড়ে ওঠা কেউ - বঙ্গবীর কাদের সিদ্দিকিকে জামাতী অথবা রাজাকার অথবা জামাতিরাজাকার বলতে পারে বিশ্বাস হয় না
৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
চঞ্চল বালী বলেছেন: কাদের সিদ্দিকী কী বলেছেন, তা পড়ে দেখলে আপনি এ মন্তব্য করতে পারতেন না।
যে শহীদ বুদ্ধিজীবীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের থিংক ট্যাংক হিসেবে কাজ করেছিলেন এবং সে অবদানের কারণে পাক হানাদার বাহিনীর এদেশীয় দোসর রাজাকাররা ১৪ ডিসেম্বর তাদেরকে নির্মমভাবে হত্যা করেন- তাদেরকে কাদের সিদ্দিকী বলেছেন, পাকিস্তানি সুবিধাভোগী।
৩|
৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৭
ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: কাদের সিদ্দিকী এমনে পচল কেমনে তা-ই তো বুঝলাম না ..........
৪|
৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৬
এই আমি সেই আমি বলেছেন: যে বাঘায় নিয়াজির সাথে হাত মিলায় নাই সে আজ রাজাকারের সাথে গলা মিলায় ।
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৩
আহলান বলেছেন: জামাতি মুক্তি যোদ্ধা শব্দটা একজন মুক্তিযোদ্ধার জন্য অপমানজনক। বঙ্গবীরের জন্য আরো বেশী ...