![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগের বয়স অনেকদিন তাই বলে কিন্তু ব্লগার হয়ে উঠতে পারিনি সুতরাং কোন অর্বাচীন এসে খামোখা জ্ঞান দান করবেন না। অনেক রাগ করি।
ইংলার পোস্ট দেখে অনুপ্রাণিত হয়ে লেখা
১. পানির অভাবে তিনদিন গোসল করতে পারিনাই
২. ঝুম বৃষ্টিতে চিলেকোঠায় বসে আজ কেউ তোমার কথা ভাবছে
৩. tomorrow I have a date with my gf…everytime I try to leave her but she doesn’t give me a single chance…….
৪. আমি যা ছুঁই তাই দুঃখ হয়ে যায়.... বলো কেমনে তোমায় ছুঁই.....
৫. on the way to dhaka after 17 days.....at last God save me from ........
৬. বহুদিন পর সকাল হতে দেখলাম, আই লাভ ইট.....
৭. ঘুমাবো......
৮. NZ won by 200 runs . . . .india 88/10 . . .wow . . .
৯. সামনে তোমার চাঁদের পাহাড় আর পেছনে আমি, বলো তুমি কাকে নেবে কোনটা বেশি দামী?!
১০. বিদ্যুত অপরাধীদের বিচার চাই.....
১১. i'm back 34 hrs break.....
১২. Going 2 take a break 4m FB
১৩. HeadachE........
১৪. তারপর আর কিছুই না ......কেবলই শূন্যতা
১৫. losing feelings and emotions...
১৬. feeling sick......attacked by fever
১৭.অবস্থা কাহিল..
১৮. বাথটাবে গলা পর্যন্ত ডুবিয়ে শুয়ে আছি
১৯. It’s too much pain to go to office
২০. রমনীর মন পেতে সহস্র বছরের সাধনা লাগে না, চাইলেই জয় করা যায় :
৩৮. বিয়ে কর্তে মুন্চায়..
৩৯.মুখস্ত জিনিসটা আমারে দিয়ে হয় না...ধুর!
৪০. ঘরের মেঝে ধুলোয় ঢাকা,চোখের জলে আঁকছি তোমায়; জানলা জুড়ে আকাশ আঁকা,অন্ধকারে ভাবছি তোমায় (সৌজন্যে: নৈশচারী)
এই পোস্টটি বড়ভাইতুল্য জেরীকে উৎসর্গ করলাম
২১. Facebook is banned in office....
২২. Back to the hell ... my office!
২৩. কালকে একটা এক্সাম আছে টেনশানে ঘুম পাচ্ছে..
২৪. দুনিয়ার এত প্রাণী বিলুপ্ত হয়, মশা হয় না কেন....
২৫. ফেইসবুক আমাকে কি মনে করে! It suggests me 27 new person to add as friend..... each and every one is female......
২৬. হোহোহো.. প্রেমের বিয়েতে ছেলেরা বিয়ে করে নিজের গার্লফ্রেন্ডকে আর এ্যারেঞ্জড বিয়েতে ছেলেরা বিয়ে করে অন্যের গার্লফ্রেন্ডকে...অবশ্য নিজের গার্লফ্রেন্ড ও অন্যের এক্স-গার্লফ্রেন্ড হবে, সেটা ৯৯% শিওর...হোহোহোহোহো
২৭. পাসড আ নাইস উইকএন্ড....নাওয়া খাওয়া বাদ দিয়ে শুধুই আয়েশ....
২৮. পাসপোর্ট, ন্যাশনাল আইডি, টিন সার্টিফিকেট সব হারাইছি... (July 22 at 9:49am)
২৯. ওহ! পাইসি পাইসি সব পাইসি! (July 22 at 9.59pm)
৩০. মোটামুটি একটা ভাল গ্রেড পাইছি
৩১. ধুর! ফালতু কাজ!.....মেজাজটাই খারাপ হয়ে গেছে....
৩২. Passed a busy day. A busy week ahead.
৩৩. আবার মেজাজ গরম!
৩৪. তুমি আমার পাশে বন্ধু হে, একটু বইসা থাকো!
৩৫.ROM নষ্ট, মডেম নষ্ট, পেনড্রাইভ নষ্ট, মোবাইল নষ্ট...স্যান্ডেল ছিড়ে গেছে, ঘরে পানি ঢুকছে, বাড়িওয়ালা ভাড়া বাড়াইছে.....!!!!!!....আমার মাথাটাই নষ্ট হওয়া বাকি
৩৬. Pick up your crazy heart and give it one more try...................
৩৭. mATHA nOSTO/.,-=8!@#$%^&*(){}":>
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৩১
চানাচুর বলেছেন: ভ্যাক
২| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৪
টিপস ম্যান বলেছেন:
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৫
চানাচুর বলেছেন: থ্যাঙ্ক ইউ
৩| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৪
দুখী মানব বলেছেন: বেশীর ভাগ ই ম্যাসকুলিন আর প্রাকটিকাল
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৬
চানাচুর বলেছেন: সবই সংগৃহীত কোনটিই বানানো নয়
৪| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৪
জিকসেস বলেছেন: হুম।
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৬
চানাচুর বলেছেন: হতাশ লাগতেছে?
৫| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৭
পুরাতন বলেছেন:
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৮
চানাচুর বলেছেন: কমন কোনটা? কইলেন না যে
৬| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৭
জেরী বলেছেন: ওরে চানটুশ পানটুশ পোস্ট টা দেখে মনে বড়ই আরাম পাইলাম। মেয়েদের পঁচানি দেখে মেজাজ খারাপ হয়েছিলো
লেখাটা ফেসবুকে শেয়ার করলাম
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৬
চানাচুর বলেছেন: আরে তোমার হতাশাই ছিল আমার ইন্সপিরেশন
৭| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৭
ফেরারী... বলেছেন: অফিস সংক্রান্ত সবগুলাই মিলা গেছে
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৮
চানাচুর বলেছেন: না মিলার কোনো কারণ নাই। ছেলেদের স্বভাবই হলো সবসময়ই তাদের ব্যস্ততাসংক্রান্ত ফুটানি মারা
৮| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৯
বাবুনি সুপ্তি বলেছেন:
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৮
চানাচুর বলেছেন:
৯| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৯
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: সামনে তোমার চাঁদের পাহাড় আর পেছনে আমি, বলো তুমি কাকে নেবে কোনটা বেশি দামী?!
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৯
চানাচুর বলেছেন: কম পড়েচে!
১০| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৪২
জেরী বলেছেন: ঘুম থেকে উঠে আসছি এখন একটু হেসে যাই
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫০
চানাচুর বলেছেন: আমিও একটু হাসি
১১| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৪
কাঠের খাঁচা বলেছেন: হাহ হাহ
গুড কাউন্টার ্পোস্ট।
মজা পাইলাম
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫২
চানাচুর বলেছেন: ধন্যবাদ খাঁচা !
১২| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৫
ব্লগ ৪১৬ বলেছেন: ওরে জোস হইছে...............৩৫শে ঝাজা..........।
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫৭
চানাচুর বলেছেন: ধন্যবাদ
১৩| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৬
কাব্য বলেছেন: ঠিকিতো আছে , মাইয়াগো মতো কোনো ন্যাকামী নাই
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫৭
চানাচুর বলেছেন: হ্যা ঠিকই তো থাকবে! মাইয়াগো পোলাগো মতন ফুটানি নাই
১৪| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৭
জুন বলেছেন: ৩৫ নং আর ৩৮ নং জোস
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫৮
চানাচুর বলেছেন: আমার পছন্দ ১০ আর ২৫
১৫| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৮
ডেইফ বলেছেন: এই সরকারী-পাবলিক ভার্সিটি, আর্জেন্টিনা-ব্রাজিলের পর এখন শুরু হলো ছেলে-মেয়ের ফেসবুক স্ট্যাটাস ক্যাচাল। কই যে যাই?
যদিও ভালোই লাগে,কারন কার কি স্ট্যাটাস তা জানা যায় এক পোস্টেই।
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫৯
চানাচুর বলেছেন: আপনি একটু ছুটিতে যান এবং যাওয়ার আগে একটা স্ট্যাটাস দিয়ে যান "ছুটিতে"
১৬| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৪৮
রাজসোহান বলেছেন: আপসোস
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫৯
চানাচুর বলেছেন:
১৭| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫১
জুন বলেছেন: @কাব্য ন্যাকামী নাই ঠিকই, কিন্ত মেয়েরা আপনাদের ভাষায় ন্যাকামী স্ট্যাটাস দিলে ছেলেদের কারবার টা যদি দেখতেন তা হলে আর....
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০০
চানাচুর বলেছেন: সহমত
১৮| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫৩
মাহবু১৫৪ বলেছেন:
ইংলা এর পোস্ট দেখে আমি ছেলেদের টা দিতে চেয়েছিলাম। তার আগেই আপনি দিয়ে দিয়েছেন ।
ধন্যবাদ
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০০
চানাচুর বলেছেন: আপনিও দেন। খুব মজা হবে তাহলে
১৯| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫৩
পাহাড়ের কান্না বলেছেন: বিয়ে করতে মুঞ্চায়
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০১
চানাচুর বলেছেন:
২০| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫৮
ইংলা বলেছেন: হাহাহাহাহা...চরম হইছে। +
জেরী-চানাচুর কে থানকু। পুরানদিনের ব্লগীয় মজা ফেরত পাইতেছি বইলা মনে হইতেছে
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০২
চানাচুর বলেছেন: আপনাকেও থ্যাংকু। আপনার ঐ পোস্ট না দেখলে লেখা হতো না।
২১| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫৮
সিস্টেম বলেছেন:
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০৩
চানাচুর বলেছেন:
২২| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০১
কণা বলেছেন: হাহাহাহা পঁচানি ভাল হইছে
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০৩
চানাচুর বলেছেন:
২৩| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০২
কাব্য বলেছেন:
@জুন-
হ্যাইল্ল্যে দিয়া দেখেন
২৪| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০৬
নৈশচারী বলেছেন: একটা বাদ পড়সে! "ঘরের মেঝে ধুলোয় ঢাকা,চোখের জলে আঁকছি তোমায়; জানলা জুড়ে আকাশ আঁকা,অন্ধকারে ভাবছি তোমায়"! সদ্য ছ্যাঁকা খাওনের পর অনেক পোলারেই এই স্ট্যাটাস দিতে দেখসি!
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০৮
চানাচুর বলেছেন: এ্যাড করছি
২৫| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০৮
জুন বলেছেন: @ কাব্য আমি দিতে যাবো কেন! একজন দিয়েছে রোজা ধরেছে আর সহ্য করতে পারছিনা।সাথে সাথে ২০জন ভাইয়েরা আমার ঝাপিয়ে পড়েছে কি ভাবে এটা ট্যাকল করবে।কেউ ২ লুকিয়ে খাওয়ার বুদ্ধি দিচ্ছে
২৬| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০৮
কি নাম দিব বলেছেন: হা হা হা! থ্যাংকু আপি।
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:১১
চানাচুর বলেছেন: ধন্যবাদ
২৭| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:০৮
শুভ্র নামের ছেলে বলেছেন: হয় নাই
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:১২
চানাচুর বলেছেন:
২৮| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:১৬
কবিরাজ শরীফুল ইসলাম বলেছেন: আগুন লাগায়ে দিচো
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:২৭
চানাচুর বলেছেন: ধন্যবাদ
২৯| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:১৮
চানাচুর বলেছেন: এই পোস্ট এডিট করার পর এই সব লেখাগুলো আসছে না তাই এখানে দিলাম
৩৮. বিয়ে কর্তে মুন্চায়..
৩৯.মুখস্ত জিনিসটা আমারে দিয়ে হয় না...ধুর!!
৪০. ঘরের মেঝে ধুলোয় ঢাকা,চোখের জলে আঁকছি তোমায়; জানলা জুড়ে আকাশ আঁকা,অন্ধকারে ভাবছি তোমায় (সৌজন্যে: নৈশচারী)
এই পোস্টটি বড়ভাইতুল্য জেরীকে উৎসর্গ করলাম
৩০| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:২২
কি নাম দিব বলেছেন: ফেবুতে শেয়ার করলাম আপু
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:২৭
চানাচুর বলেছেন: ওকে ধন্যবাদ আপু।
৩১| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:২৩
এম নাঈম খুশবু বলেছেন:
..................
................
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:২৮
চানাচুর বলেছেন:
৩২| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:২৩
দুখী মানব বলেছেন: স্ট্যাটাস গুলো পড়ে আপুরা অযথাই হাসার চেষ্টা করতেসে
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:২৯
চানাচুর বলেছেন: এমনি সময় আপুদেরকে, ভাইয়াদের এইসব ফুটানি স্ট্যাটাস সহ্য করতে হয়, এখন কিছু ফুটানিমার্কা স্ট্যাটাস এক সাথে দেখে ভালো লাগছে তাই হাসছি
বোঝা গেছে?
৩৩| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:২৪
নীল-দর্পণ বলেছেন: চ্রম
অট: কেমুন আছো চানা? কি অবস্থা তোমার?
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৩০
চানাচুর বলেছেন: ভালো আছি। তুমি কেমন আছো?
৩৪| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৩৪
নীল-দর্পণ বলেছেন: আছি আলহামদুলিল্লাহ্ ভালই
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৩৬
চানাচুর বলেছেন: আচ্ছা আমাকে একটা হেল্প করো। আমি পোস্ট এডিট করে সংরক্ষণ দেয়ার পর দেখি ৩৭ এর পর থেকে আর আসছে না। কিন্তু এডিট দিলে আবার সেই ৪০ পর্যন্ত দেখা যাচ্ছে। কি করবো?
৩৫| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৩৯
সাঈফ শেরিফ বলেছেন: ১. পানির অভাবে তিনদিন গোসল করতে পারিনাই (জীবন যুদ্ধ)
২. ঝুম বৃষ্টিতে চিলেকোঠায় বসে আজ কেউ তোমার কথা ভাবছে (কাব্যিক মানস)
৩. tomorrow I have a date with my gf…(এতটুকু দিয়ে মেয়েরা বলত, পিলিজ প্রে ফর মি./আস) everytime I try to leave her but she doesn’t give me a single chance…….(শেষ অংশটা ছেলেদের সৃজনশীল চিন্তার প্রকাশ)
৪. আমি যা ছুঁই তাই দুঃখ হয়ে যায়.... বলো কেমনে তোমায় ছুঁই.....(লুল হলেও অ-নৈব্যক্তিক হিসেবে মন্দ না, ছেলেদের কাছে 'তুমি' মানে চাকুরি, পড়ালেখা, জীবন, টাকা অনেক কিছুই বুঝায়, পুতুপুতু পেরেম বুঝায়না সব সময়)
৫. on the way to dhaka after 17 days.....at last God save me from ........(জীবন যুদ্ধের ময়দানে)
৬. বহুদিন পর সকাল হতে দেখলাম, আই লাভ ইট.....প্রকৃতির ব্যাপারে হঠাৎ একদিন লুল ফেলা খারাপ কিছুনা
৭. ঘুমাবো......(ছেলেরা কথা কম বলে)
৮. NZ won by 200 runs . . . .india 88/10 . . .wow . . .(প্রেম আর মাঝে সাঝে গান/মুভি/টাকা ছাড়া মেয়েরা দেখে/বুঝে কী? ক'জন মেয়ে নিয়মিত বিশ্বকাপ ফুটবল দেখতো? তাদের পছন্দের ডাইভার্সিটি কোথায়?)
৯. সামনে তোমার চাঁদের পাহাড় আর পেছনে আমি, বলো তুমি কাকে নেবে কোনটা বেশি দামী?!
(কাব্যিক মানস, হয়তো খানিটা সস্তা, তুমি জিনিসটা এখানে কোন বৈষয়িক অর্জনও বুঝাতে পারে)
১০. বিদ্যুত অপরাধীদের বিচার চাই.....(জীবন যুদ্ধ, জীবন/দেশ/সমাজ/রাষ্ট্র/রাজনীতি সচেতন ছেলেরাই। মেয়েদের দৌড় সিনেমা/শপিং/গান পর্যন্ত)
১১. i'm back 34 hrs break.....(কাজ পাগল ছেলে)
১২. Going 2 take a break 4m FB, মেয়েদের স্ট্যাটাসে ত্যক্ত বিরক্ত হয়ে
১৩. HeadachE........(জীবন যুদ্ধের ফল, ছেলেরা কথা কম বলে বেশি ভাব দেখায়)
১৪. তারপর আর কিছুই না ......কেবলই শূন্যতা ছেলেরা অল্প কথার মাঝে ভাব উহ্য রাখে, কষ্ট চেপে রেখে দু'চার কথায় ইঙ্গিত করে, মেয়েদের মত কথায় কথায় উহ, আহ, ইশ, আজব, অসহ্য, 'ডিসকাস্টিং', মরে যেতে ইচ্ছা করে, ফালতু, কান্না করছির মত ন্যাকামো করেনা।
১৫. loosing feelings and emotions...(লুজিং বানান ভুল। ছেলেরা আসলেই প্রায়শই অনুভূতি শূণ্য, কষ্ট পেলেও কাঁদতে যানেনা।)
১৬. feeling sick......attacked by fever (জীবনের অংশ), স্বাস্থ্য কুশল বিনিময়
১৭.অবস্থা কাহিল.. অল্প কথায় বেশি ভাব।
১৮. বাথটাবে গলা পর্যন্ত ডুবিয়ে শুয়ে আছি আমি যোগ করতাম, ক্যান্ডেল লাইট পাশে, হালকা সুরে গান বাজছে .....
১৯. It’s too much pain to go to office (জীবন যুদ্ধটা না করলে কোন পুরুষের বিয়ে করা লাগতোনা, বিয়ে না করলে সব মেয়েদের চিরকুমারী থাকা লাগতো)
২০. রমনীর মন পেতে সহস্র বছরের সাধনা লাগে না, চাইলেই জয় করা যায় কী চিড়িয়া তাহলেই বুঝুন!
২১. Facebook is banned in office.... বাস্তবতা, সংবাদ, অপারগতা
২২. Back to the hell ... my office! (জীবন যুদ্ধ, বাস্তবতায় ফিরে যাওয়া)
২৩. কালকে একটা এক্সাম আছে টেনশানে ঘুম পাচ্ছে.. পরীক্ষার পূর্ব রাতে ঘুম পাবার বেরসিক অবস্থা
২৪. দুনিয়ার এত প্রাণী বিলুপ্ত হয়, মশা হয় না কেন....ভাল হিউমার
২৫. ফেইসবুক আমাকে কি মনে করে! It suggests me 27 new person to add as friend..... each and every one is female...... ছেলে লুল হলে কোন কথা না বলে এড করে যেত, প্রশ্ন তুলে সে কিছু সম্মান পাবার দাবি করতে পারে।
২৬. হোহোহো.. প্রেমের বিয়েতে ছেলেরা বিয়ে করে অন্যের গার্লফ্রেন্ডকে আর এ্যারেঞ্জড বিয়েতে ছেলেরা বিয়ে করে অন্যের গার্লফ্রেন্ডকে...অবশ্য নিজের গার্লফ্রেন্ড ও অন্যের এক্স-গার্লফ্রেন্ড হবে, সেটা ৯৯% শিওর...হোহোহোহোহো চরম বাস্তবতা
২৭. পাসড আ নাইস উইকএন্ড....নাওয়া খাওয়া বাদ দিয়ে শুধুই আয়েশ.... কথাটার মেয়েলি সংস্করণে ব্যাপক লুতুপুতু থাকতো, এটা অনেক রুচিসম্মত
২৮. পাসপোর্ট, ন্যাশনাল আইডি, টিন সার্টিফিকেট সব হারাইছি... (July 22 at 9:49am)
২৯. ওহ! পাইসি পাইসি সব পাইসি! (July 22 at 9.59pm) ছেলের প্রোফাইল ভাল, অনেক কাগজ পত্রের মালিক
৩০. মোটামুটি একটা ভাল গ্রেড পাইছি পড়ালেখার ব্যাপারে কিছুটা হলেও গুরুত্ব দেয়া ছেলে
৩১. ধুর! ফালতু কাজ!..(মেয়েদের স্ট্যাটাস পড়ে পড়ে এই দশা)...মেজাজটাই খারাপ হয়ে গেছে....
৩২. Passed a busy day. A busy week ahead. (জীবন যুদ্ধ)
৩৩. আবার মেজাজ গরম! প্যানপ্যানানি, ত্যানা প্যাচানি নাই, অল্প কথা তড়িৎ ভাব প্রকাশ
৩৪. তুমি আমার পাশে বন্ধু হে, একটু বইসা থাকো!গানের কথা??
৩৫.ROM নষ্ট, মডেম নষ্ট, পেনড্রাইভ নষ্ট, মোবাইল নষ্ট...স্যান্ডেল ছিড়ে গেছে, ঘরে পানি ঢুকছে, বাড়িওয়ালা ভাড়া বাড়াইছে.....!!!!!!....আমার মাথাটাই নষ্ট হওয়া বাকি (জীবন যুদ্ধ)
৩৮. বিয়ে কর্তে মুন্চায়.. মনের ভিতরকার সত্য কথাটা বলার সাহস যেদিন হবে, ত্যানা প্যাচানোর পিরিতের আলাপ বাদ দিয়ে, সেদিন উনারা সত্যিকার ভন্ডামি মুক্ত হবেন, কিছুটা
৩৯.মুখস্ত জিনিসটা আমারে দিয়ে হয় না...ধুর!!মেয়েরা তো এটার জোরেই কলা ভবন আর চিকিৎসা মহাবিদ্যালয়ে চান্স পায়, ম্যাট্রিকেও ভাল ফলাফল করে।
১৪ ই আগস্ট, ২০১০ রাত ৮:৩৭
চানাচুর বলেছেন: পানির অভাব কি তার মানে শুধু ছেলেরাই ভূগে? জীবন যুদ্ধে কি তবে শুধু ছেলেরাই নামে? মেডিকেলে কি তবে শুধু মেয়েরাই পড়ে?
প্রেম আর মাঝে সাঝে গান/মুভি/টাকা ছাড়া মেয়েরা দেখে/বুঝে কী? ক'জন মেয়ে নিয়মিত বিশ্বকাপ ফুটবল দেখতো? তাদের পছন্দের ডাইভার্সিটি কোথায়?) ফুটবল খেলা কি সব কিছু জীবনের? কয়টা ছেলে নতুন নতুন রান্না করে? কয়টা ছেলে রেগুলার পার্লারে যায়? কয়টা ছেলে বোরিং হিন্দি সিরয়াল দেখে? বোরিং হিন্দি সিরিয়াল দেখে কতটা ধৈর্যের পরিচয় দেয় সেটা না দেখে বলবেন কি সব ফালতু টাইম পাস! ফুটবল খেলাও যা হিন্দি সিরিয়ালও তা! আপাতদৃষ্টিতে মূল্যহীন। কয়টা ছেলে লেটেস্ট ফ্যাশন সম্পর্কে জ্ঞান রাখে?
জীবন যুদ্ধ, জীবন/দেশ/সমাজ/রাষ্ট্র/রাজনীতি সচেতন ছেলেরাই। মেয়েদের দৌড় সিনেমা/শপিং/গান পর্যন্ত) আপনার আইকিউ এত ডাল কেন? এদেশের তো অনেক নারী নেত্রী আছে! আজকাল তাদের মারপিট করতেও দেখা যায়
প্রকৃত ব্যস্ত মানুষ তাদের ব্যস্ততা প্রকাশের জন্য ফেইসবুকে যায় না। মেয়েরা অফিস সংসার বাচ্চা সামলিয়ে চলে অথচ ছেলেরা শুধু গোসলের পানি না পেয়েই কেদে কেটে একাকার হয়ে যায়!
তারপরও আমি মানি মেয়েরা ন্যাকা। আসলে ন্যাকামী মেয়েদের ভূষণ। এটা আমার কথা না আমার বোনের কথা! এটাও মেনে নেন ছেলেরা ফুটানীবাজ।
অ.ট. আপনার কমেন্ট দেখে আমার আত্না কেপে গেছিলো। কিন্তু আপনার মজার কমেন্ট টা পড়ে অনেক ভাল লেগেছে
৩৬| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৪০
নীল-দর্পণ বলেছেন: তুমি হেল্প চাওয়ার আর মানুষ পাইলানা!
আমি এইসব কিছুই বুঝিনা
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৪৮
চানাচুর বলেছেন: আমি অনেকদিন ব্লগে আসি না .....অনেক কিছুই আজকাল বুঝি না
৩৭| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৫২
শায়মা বলেছেন: ভালোইতো।
১৪ ই আগস্ট, ২০১০ রাত ৮:৩৯
চানাচুর বলেছেন:
৩৮| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৫৫
অভিবাসী বলেছেন: কিছু লিখার ইচ্ছা ছিল কিন্তু সাঈফ ভাই সব দিয়ে দিয়েছে।
হাউ এভার ইটস আ গ্র্যাট কালেকশন
১৪ ই আগস্ট, ২০১০ রাত ৮:৩৯
চানাচুর বলেছেন: পাম্প মেশিন চালু হইছে
৩৯| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৫৭
মুন্ডুহীন বলেছেন: +++++
১৪ ই আগস্ট, ২০১০ রাত ৮:৪০
চানাচুর বলেছেন: ধন্যবাদ
৪০| ১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৫৮
দুখী মানব বলেছেন: উপরের একটা স্ট্যাটাসে ও আজাইরা পেনপেনানি আর নেকামির চিহ্ন মাত্র নাই। সবগুলোই বেশ প্রাক্টিক্যাল। এখানে ফুটানির কি দেখলেন ..... ?
শুধু কাউন্টার করার জন্যই আপুরা অযথাই হেসে যাচ্ছেন :-< (স্বাভাবিক অবস্থায় এগুলো পড়ে হাসি আসার কোন মানেই হয় না)
১৪ ই আগস্ট, ২০১০ রাত ৮:৪০
চানাচুর বলেছেন: আপনার নিকটাই তো আপনার কমেন্টের জবাব
৪১| ১৪ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:০২
মিঞা ভাই বলেছেন:
১৪ ই আগস্ট, ২০১০ রাত ৮:৪০
চানাচুর বলেছেন:
৪২| ১৪ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:১২
এন এইচ আর বলেছেন: এমনে এমনে কেমনে কি লিখা দিলো...........
ব্লগীয় হরতাল আহবান করলাম না
১৪ ই আগস্ট, ২০১০ রাত ৮:৪২
চানাচুর বলেছেন: বাচাইলেন ভাই!
৪৩| ১৪ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:১৩
মানুষ বলেছেন: আসলটাই বাদ দিয়েছ। "খিদা লাগছে :'( "
১৪ ই আগস্ট, ২০১০ রাত ৮:৪২
চানাচুর বলেছেন: এখন যোগ করতে পারছি না! একটা যোগ করতে গিয়ে ৩টা কমেন্ট হারিয়েছি
৪৪| ১৪ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:১৮
১২৩৪ বলেছেন: আমি যা ছুঁই তাই দুঃখ হয়ে যায়.... বলো কেমনে তোমায় ছুঁই.....
হিহিহি...
আরও একটা হিট আছে...
কিছুদিন পরপরই কেউ না কেউ ঘোষনা দেয়
এম দ্য ওয়ান ম্যান আর্মি
হিহিহি...
১৪ ই আগস্ট, ২০১০ রাত ৮:৪৪
চানাচুর বলেছেন: মডুদের কেউ কেউ নারীবিদ্বেষী! এটা আজ বুঝতে পেরেছি না হলে ওটা পোস্টে ইনক্লুড করা যেতো
৪৫| ১৪ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:১৮
বিলুপ্ত বৃশ্চিক বলেছেন: ঠিকাচে
১৪ ই আগস্ট, ২০১০ রাত ৮:৪৪
চানাচুর বলেছেন:
৪৬| ১৪ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:২৬
তাজুল ইসলাম মুন্না বলেছেন: পুরা সেইরাম... প্রিয়তে.
১৪ ই আগস্ট, ২০১০ রাত ৮:৪৪
চানাচুর বলেছেন: ধন্যবাদ
৪৭| ১৪ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৩৯
কাঠের খাঁচা বলেছেন: @৯০০ঃ
পাঞ্চ সিরাম হইসে। হা হা চে থি প গে
১৪ ই আগস্ট, ২০১০ রাত ৮:৪৪
চানাচুর বলেছেন: ধন্যবাদ
৪৮| ১৪ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৪৪
অনিকেত কবি বলেছেন: ব্যাপক মজা পাইলাম.... কিছু ক্ষন পর পরই নাকি কেউ ঘোষনা দেয় আই অ্যাম দ্যা ওয়ান ম্যান আর্মি!!!
ছেলে মেয়েদের এইরকম পাল্টাপাল্টি স্ট্যাটাস পোস্ট দেখে একটা তুলনামূলক বিচার করতে আমার হোম পেজ এর স্ট্যাটাস গুলো তুলে দিলাম!!!
মেয়ে: পড়তে বসলে ঘুম পায়....বেড এ গেলে নাই....এসবের মানে কি?
ছেলে: মাথা ঠান্ডা করার মেডিসিন দরকার!
মেয়ে: অনেক ভালো একটা টাইম কাটলো
ছেলে: আজ ১৪ ই আগস্ট রোজ শনিবার বাদ মাগরিব
কুন্গশামরা ১১ এর ৪ তলায় (আমাদের
বাসায়) এক বিশাল ইফতার মাহফিলের (ইফতার পরবর্তী খানা পিনার ব্যবস্থা ও
রয়েছে) আয়োজন করা হয়েছে, আপনারা সকলে দলে দলে আমন্ত্রিত।
ছেলে: Feeling sleepy
মেয়ে: ওহ গড। থ্যাংকু সো মাচ!! ফাইনাল্লি এক্সাম হবে না!
রোজা রেখে এক্সাম দিতে অনেক কষ্ট হয়। ইয়াপ্পি.......!!.......শান্তি শান্তি!!
মেয়ে: ৫ ঘন্টা ধরে ৫০টা পাওয়া পয়েন্ট স্লাইডের প্রেজেন্টেশন করলাম...হাইরে বিজনেস প্লান....আল্লাহ কাল যেন আমার গ্রুপ র্ফাস্ট হয়!
ছেলে: বেসনের সুইডিশ নাম কি!?
মেয়ে: আল্লাহ অনেক ধন্যবাদ....এক্সাম পিছিয়ে দেয়ার জন্য। আমি ক্লাস ৮ থেকে রমজান মন্থ এ এক্সাম দিতে দিতে অতিষ্ঠ হয়ে গেছি। এইবার ও হইতে হইতে হলো না.... অবশেষে বাঁচা গেছে...সো আই অ্যাম হ্যাপ্পি.....
ছেলে: তুমি থাকলে একেবারে সাধারণ ব্যাপার গুলাও অসাধারণ মনে হয়, আর না থাকলে অসাধারণ ব্যাপার গুলাও চোখ পড়ে না!
মেয়ে: সহেনা যাতনা...দিবসও গুনিয়া গুনিয়া...বিরলে...নিশিদিনও বসে আছি...তব পথ পাণে চেয়ে...সখা হে এলে না
মেয়ে: the first ever COOKING together!!
ছেলে : s back to MacGyver days! Season 1-7, all in mkv, 138mB files for 42minute episodes! And yeah, downloads at 3-4MBPS!! Yeah
মেয়ে: হু হা হা হা.....এইবার ঈদের জন্য নাকি...শপিং মলে ওয়াকা ওয়াকা শাড়ি...জাবুলানি কামিজ...আসছে...হু হু হা..... না জানি...ভু ভু জেলা এয়ার রিং ও বের হয়ে যাবে.... হু হা হা
আমার স্ট্যাটাস: বিলু....বিলু.....বিলু..... মাথায় কি আছে ঘিলু!!
[এগুলো লিখতে গিয়ে গভীর দু:খে লক্ষ করলাম আমার ফেসবুকের মেয়েরা খালি পড়ালেখা করে!!! ]
১৪ ই আগস্ট, ২০১০ রাত ৮:৫৮
চানাচুর বলেছেন: হুহাহাহা......আপনার জন্য সমবেদনা এমন এমন বোরিঙ বোরিং মেয়ে ফ্রেন্ডলিস্টে রাখার থেকে ফেইসবুক থেকে বের হয়ে আসা ও ভাল
৪৯| ১৪ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৪৮
ফেরারী... বলেছেন: দুখী মানব বলেছেন: উপরের একটা স্ট্যাটাসে ও আজাইরা পেনপেনানি আর নেকামির চিহ্ন মাত্র নাই। সবগুলোই বেশ প্রাক্টিক্যাল। এখানে ফুটানির কি দেখলেন ..... ?
শুধু কাউন্টার করার জন্যই আপুরা অযথাই হেসে যাচ্ছেন :-< (স্বাভাবিক অবস্থায় এগুলো পড়ে হাসি আসার কোন মানেই হয় না)
১৪ ই আগস্ট, ২০১০ রাত ৯:০৬
চানাচুর বলেছেন: লেখক বলেছেন: আপনার নিকটাই তো আপনার কমেন্টের জবাব
মুছে ফেলুন
৫০| ১৪ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৫৩
কাঠের খাঁচা বলেছেন: সাঈদ শেরীফ ভাইয়ের এক্সটেনশন সিরাম হইসে
মান অভিমান ব্যাতিরেকে ভাল রকম কিছু পচানি চাই। এক্সট্রিম কিছু না বাট হিউমেরাস টাইপ ভাল পচানি। এক্ষেত্রে মূল দ্বায়িত্ব লেখকের। লেখক সব স্পোর্টিংলি আর সুন্দর ভাবে হ্যান্ডেল করতে পারলে দারুন একটা পোস্ট হইব। ইংলা যেমন শুরুতেই জেলিবুকে ফাউল একটা কমেন্ট কইরা পোস্ট খান নষ্ট কইরা ফেলাইসে।
যুদ্ধ চলুক। কালেকশন ভাল হইলে প্রিয়তে নিমু।
১৪ ই আগস্ট, ২০১০ রাত ৯:০৭
চানাচুর বলেছেন: সে আশায় গুড়ে বালি!
খাচা ভাই খুব অল্প সময়ে এপোস্ট তৈরি করা। প্রিয়তে নেবার মত কিছু না। পড়েছেন মজা পেয়েছেন এটাই অনেক।
৫১| ১৪ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৫৯
কাঠের খাঁচা বলেছেন: অনিকেত কবি বলেছেন: মেয়ে: হু হা হা হা.....এইবার ঈদের জন্য নাকি...শপিং মলে ওয়াকা ওয়াকা শাড়ি...জাবুলানি কামিজ...আসছে...হু হু হা..... না জানি...ভু ভু জেলা এয়ার রিং ও বের হয়ে যাবে.... হু হা হা
আইজকা দেখলাম টিভিতে মেয়েদের থ্রি ইডিয়টস থ্রি পিস
আমগো ক্লাসের মেয়েদের, জাব উই মেট, মাসাক্কালি ইত্যাদি ড্রেস লয়া হাউকাউ প্রায়ই কর্ন গোচর হইত।
১৪ ই আগস্ট, ২০১০ রাত ৯:০৯
চানাচুর বলেছেন: বুঝতে পেরেছি আপনি ঘোর নারী বিদ্বেষী! মেয়েদের কে বন্ধু হিসেবে ভাবতে শিখুন! শ্রদ্ধা রাখুন! তারা জামা কাপড়ের পাশাপাশি আপনার প্রতিও সুনজর দিবে।
৫২| ১৪ ই আগস্ট, ২০১০ রাত ৮:০৬
মে ঘ দূ ত বলেছেন:
১৪ ই আগস্ট, ২০১০ রাত ৯:১০
চানাচুর বলেছেন:
৫৩| ১৪ ই আগস্ট, ২০১০ রাত ৮:০৯
ত্রাতুল বলেছেন:
প্রথমে এডিট করার সময় সবগুলা সেলেক্ট করে কপি করে রাখেন। এবার সব মুছে দিয়ে সংরক্ষণ করেন। এরপরে কপি করা লেখা পেস্ট করে আবার সংরক্ষণ করেন। কাজ হওয়ার কথা। বেশি ভাল করতে গিয়ে আবার সব হারাইলে কিন্তু আমার দোষ নাই!
ফুটানি + হ্যাংলামি সবই চলে। কেউ সাধু না। সবাই নিজেকে গুরুত্বপূর্ণ ভাবে। আর মনযোগ আকর্ষণ করার চেষ্টা করে। এই পোস্টে মন্তব্য করতে চাইনি। কেন যেন করে ফেললাম বুঝতে পারছি না। আমার ফেবুতে ভাল লাগে না। শেষ স্ট্যাটাস কবে দিয়েছি মনে নাই। মনে হয় মাস দু'য়েক আগে হবে।
ইউনিভার্সিটিতে দুই টাকায় খান সাহেবের চানাচুর খেতাম। তাই ভাল ছিল। এসব ক্যাচাল ভাল লাগে না।
১৪ ই আগস্ট, ২০১০ রাত ৯:১২
চানাচুর বলেছেন: তাই নিকি!
৫৪| ১৪ ই আগস্ট, ২০১০ রাত ৮:১৪
ইংলা বলেছেন: সাঈফ শেরিফ কুপাইছে
@কাঠের খাঁচা > ঐ কমেন্টটা মেজাজ খারাপ করে দিছিলাম। দু:খিত।
৫৫| ১৪ ই আগস্ট, ২০১০ রাত ৮:২০
প্রলাপ বলেছেন: ২৮. পাসপোর্ট, ন্যাশনাল আইডি, টিন সার্টিফিকেট সব হারাইছি... (July 22 at 9:49am)
২৯. ওহ! পাইসি পাইসি সব পাইসি! (July 22 at 9.59pm)
এক্কেরে আমার মত অবস্থা:
1. Lost my glasses (August 2 at 10:37pm)
2. Found my glasses. I was wearing it on my forehead and looking for it for 20 minutes. (August 2 at 11:14pm)
১৪ ই আগস্ট, ২০১০ রাত ৯:১৩
চানাচুর বলেছেন:
৫৬| ১৪ ই আগস্ট, ২০১০ রাত ৮:২৯
সামিউর বলেছেন: মারাত্মক পোস্ট। +
( দেখি এইখান থিকা স্টেটাস ফেসবুকে কপিপেস্ট মারাযায় কিনা। )
১৪ ই আগস্ট, ২০১০ রাত ৯:১৪
চানাচুর বলেছেন: আপনাদেরই স্ট্যাটাস! আপনেরাই দিবেন! আমার কি!
৫৭| ১৪ ই আগস্ট, ২০১০ রাত ৮:৪০
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
১৪ ই আগস্ট, ২০১০ রাত ৯:১৪
চানাচুর বলেছেন:
৫৮| ১৪ ই আগস্ট, ২০১০ রাত ৮:৫২
দূর্ভাষী বলেছেন: ম্যালাদিন পর চানাচুর খাইলাম, থুক্কু চানাচুরকে পাইলাম
১৪ ই আগস্ট, ২০১০ রাত ৯:১৬
চানাচুর বলেছেন:
৫৯| ১৪ ই আগস্ট, ২০১০ রাত ৯:১৩
আহমেদ রাকিব বলেছেন: মজার পোষ্ট। মেলাদিন পর কোনো পোষ্ট পইড়া মজা পাইলাম।
১৪ ই আগস্ট, ২০১০ রাত ৯:২১
চানাচুর বলেছেন: ধন্যবাদ
৬০| ১৪ ই আগস্ট, ২০১০ রাত ৯:১৪
আবীর বলেছেন: মেয়েদের স্ট্যাটাস দেখে মনে হয় তারা সারাদিন খুব সুখে থাকে আর ছেলেদেরটা দেখে মনে হয় তাদের সারাদিন খালি ঘুম পায় আর মাথা ধরে ?!?!?!?!
১৪ ই আগস্ট, ২০১০ রাত ৯:২২
চানাচুর বলেছেন: আপনারা কি করেন আপনারাই জানেন :-<
৬১| ১৪ ই আগস্ট, ২০১০ রাত ৯:১৫
ব্রাইটসেন্ট্রাল বলেছেন: ++++
বিনা বিচারে বেহেশত...থুক্কি প্রিয়তে
১৪ ই আগস্ট, ২০১০ রাত ৯:২৩
চানাচুর বলেছেন: ধন্যবাদ
৬২| ১৪ ই আগস্ট, ২০১০ রাত ৯:২৯
কাঠের খাঁচা বলেছেন: লেখক বলেছেন: বুঝতে পেরেছি আপনি ঘোর নারী বিদ্বেষী!
ভুল কৈলেন। আমি ভয়াবহভাবে নারীপ্রেমী। একজন নারীর প্রেমে ব্যাপক ভাবে হাবুডুবু খাইতেসি বহুদিন যাবত। তয় ওনাকে ছাড়া বাকিদের পচায় আমি স্বর্গীয় আনন্দ পাই। আমার ফেসবুকের মেয়ে ফ্রেন্ডগুলারে সারাদিন দৌড়ের উপ্রে রাখি। চেতাইলেই ক্ষেইপ্যা যায়। মজ্জাই মজা (ডেভিলের হাসির ইমো হইবেক। মুহাহাহাহাহাহা)
২৭ শে এপ্রিল, ২০১১ রাত ১০:২৫
চানাচুর বলেছেন: নিজেকে খুব স্মার্ট ভাবেন নাকি?
৬৩| ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১০:৩২
দুখী মানব বলেছেন: আমার নিকের সাথে আপনার জবাবের কি সম্পর্ক ??
২৭ শে এপ্রিল, ২০১১ রাত ১০:২৫
চানাচুর বলেছেন: আমার কিছু মনে নেই! কি বলেছিলাম!
৬৪| ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১০:৪৯
সাঈফ শেরিফ বলেছেন: পানির অভাব কি তার মানে শুধু ছেলেরাই ভূগে? জীবন যুদ্ধে কি তবে শুধু ছেলেরাই নামে? মেডিকেলে কি তবে শুধু মেয়েরাই পড়ে?
ছেলেদের জন্য জীবনযুদ্ধে নামাটা ফরয-এ-আইন, না হলে কেউ তারে পুষবেনা, কেউ তারে মাথা গোজার ঠায় দিবেনা। মেয়েদের জন্য সেটা নফল-এ-কেফায়া। লাশ কাটা ঘরের বিভীষিকা মাথা থেকে ঝেড়ে ফেলে যে পরিমাণ মেয়ে ডাক্তার হয়, কী কারণে হয়, আমি কিচুই বুঝতে পারিনা।
কয়টা ছেলে নতুন নতুন রান্না করে?
প্রবাসী ব্যাচেলর যে ক'জন আছি, দেশে বিভিন্ন মেস, হোস্টেলে, ভাড়া বাসায় যেসব ব্যাচেলর ছাত্র, চাকুরে ছেলে আছে রান্না-বান্না বিষয়ে আমরা অবিবাহিত আফুদের ওপেন চ্যালেঞ্জ দিলাম। মেয়েদের বিয়ের আগে কস্মিনকালেও এ অভিজ্ঞতা হয়না, মা রান্না ঘরে ঢুকতে দেয়না, নিজেরা বড় জোর ম্যাগি নুডুলসের হালুয়া আর জাউ ভাত রান্না ছাড়া কিছুই পারেনা। বিয়ের পরেও আজকাল কার মেয়েরা পূর্ব রুচি বশত রান্নার জন্য বুয়া নির্ভর।
কয়টা ছেলে রেগুলার পার্লারে যায়?
এটার জন্য সমাজে নারীবাদ কায়েম হওয়া কর্তব্য। আপনি নিজে বিয়ের দিন চুনকাম করে কালো ভূত জামাইয়ের পাশে বসবেন, এটা দেখে বুঝা উচিত ছিল চুনকাম নির্ভর পার্লার সংস্কৃতি (যেটা নিয়ে আপনার গর্বিত) আসলে কট্টর পুরুষতান্ত্রিকতার প্রকাশ।
কয়টা ছেলে বোরিং হিন্দি সিরয়াল দেখে? ফুটবল খেলাও যা হিন্দি সিরিয়ালও তা! আপাতদৃষ্টিতে মূল্যহীন।
ভাইয়েরা আমাকে কেউ তুলে ধরেন, সেহরিতে মাত্র যা খেলাম সব বেরিয়ে যাবার উপক্রম হচ্ছে।
কয়টা ছেলে লেটেস্ট ফ্যাশন সম্পর্কে জ্ঞান রাখে?
কেন আপনাদের পছন্দ সই ডিজুস ছেলেরা তো আছেই, শুধু শুধু খ্যাত ছেলেদের দিকে নজর দিয়ে চোখ নষ্ট করেন কেন? অপাত্রে চোখ দিতে নেই।
জীবন যুদ্ধ, জীবন/দেশ/সমাজ/রাষ্ট্র/রাজনীতি সচেতন ছেলেরাই। মেয়েদের দৌড় সিনেমা/শপিং/গান পর্যন্ত) আপনার আইকিউ এত ডাল কেন? এদেশের তো অনেক নারী নেত্রী আছে! আজকাল তাদের মারপিট করতেও দেখা যায়
দেশ চালাচ্ছে চারজন নারী। নাম জানেন? হাসিনা, মতিয়া, সাহারা, দিপু মণি। দেশের যে হাল! স্বৈরাচারী এরশাদ শেষ দফায় শাসক হয়ে যা দিয়ে গিয়েছে, সে তুলনায় তো উন্নতি চোখে পড়েনা।
প্রকৃত ব্যস্ত মানুষ তাদের ব্যস্ততা প্রকাশের জন্য ফেইসবুকে যায় না। মেয়েরা অফিস সংসার বাচ্চা সামলিয়ে চলে অথচ ছেলেরা শুধু গোসলের পানি না পেয়েই কেদে কেটে একাকার হয়ে যায়!
আরে বুয়া আছেনা? বুয়ার কোলে বাচ্চা, বুয়ার হাতের রান্না, বুয়ার হাতে সংসার। ছেলেরা পানি না পেয়ে বউয়ের উপর না ঝেড়ে মনে দুঃখে এফ বি তে স্ট্যাটাস দেয়, এটা কতইনা ভাল কাজ!
এটাও মেনে নেন ছেলেরা ফুটানীবাজ।
আপনারা তো আগে ভাগে স্ট্যাটাস দিয়েই রেখেছেন, "সব ছেলেকে চিনি, ছেলেরা মানুষই না।"
ফুটানীবাজ হতে হলে তো আগে তাকে মানুষ হতে হবে, শূয়োক, কুকুর তো ফুটানী দেখাতে পারেনা।
৬৫| ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১০:৫২
মিরাজ is বলেছেন: হমমম
৬৬| ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১১:২০
শ।মসীর বলেছেন: সাঈফ ভাইর কমেন্টে লাইক দিয়া গেলাম.............
দেউলিয়া হইয়া গেছি- স্ট্যাটাস হিসাবে এইটাই ভাল
৬৭| ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১১:৪১
মাহবু১৫৪ বলেছেন: Click This Link
৬৮| ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১১:৫৫
উপদেশ গুরু বলেছেন:
৬৯| ১৪ ই আগস্ট, ২০১০ রাত ১১:৫৯
কাঠের খাঁচা বলেছেন: @শেরীফ ভাইঃ জাঝা সহকারে থাম্বস আপ
৭০| ১৫ ই আগস্ট, ২০১০ রাত ১২:০২
কাঠের খাঁচা বলেছেন: পোস্ট ওয়াচে রাখলাম।
আরগুমেন্ট শেষ হইলে আওয়াজ দিয়েন।
আমি একটা মহান উক্তি কইরবার লাগি বইসা আছি
৭১| ১৫ ই আগস্ট, ২০১০ রাত ২:৫৪
শাহরিয়ার নাহিদ বলেছেন: হইছে, আছে, চলে......
তবে মেয়েলি স্ট্যাটাস-সমগ্র পইরা যত মজা পাইছি ততটা পাইলাম না।
৭২| ১৫ ই আগস্ট, ২০১০ সকাল ১০:৪৩
সাগর ঢাকা বলেছেন: সাঈফ ভাইর কমেন্টে লাইক দিয়া গেলাম............
কয়টা ছেলে বোরিং হিন্দি সিরয়াল দেখে? ফুটবল খেলাও যা হিন্দি সিরিয়ালও তা! আপাতদৃষ্টিতে মূল্যহীন।
এটা কি কইলেন ! ফুটবল আর হিন্দী সিরিয়াল এক জিনিস ? মেলা দিন পর প্রাণ খুলে হাসলাম !! হা হা !
৭৩| ১৫ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:২৪
রুদ্রপ্রতাপ বলেছেন: সাঈফ ভাই এগিয়ে চলো, আমরা আছি তুমার পাশে।
৭৪| ১৫ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:২৯
রুদ্রপ্রতাপ বলেছেন: ভালো কথা, খিয়াল করিয়া দেখিলাম আমার ফেসবুকে মাইয়া সংকট! সারা হোম পেজে মাত্র একটা মাইয়া স্ট্যাটাস দিছে তাও-
I m what i m..
৭৫| ১৫ ই আগস্ট, ২০১০ দুপুর ১:০১
প্রিন্স_হাইয়ান বলেছেন: মাথথা নষ্ট............সিস্টেম লস.........
++++++++++++++=
৭৬| ১৫ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:৪৯
ক্লান্ত পথিক ০০০ বলেছেন: প্রিয়তে নিলাম...
৭৭| ১৫ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫২
কাঠের খাঁচা বলেছেন:
৭৮| ১৫ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:০২
তায়েফ আহমাদ বলেছেন: খ্যাক খ্যাক......
৭৯| ১৫ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:১৯
জনৈক আরাফাত বলেছেন: কপি মাইরা দিমুনে না হয়। খেক্সু!
৮০| ১৫ ই আগস্ট, ২০১০ রাত ৮:২৬
ক্লান্ত দুচোখ বলেছেন: পিলাস দিবার লাগি লগিন করছিলাম, মাগার কমেন্ট পড়ি দেখি "ঘটনা সিরিয়াস"
৮১| ১৫ ই আগস্ট, ২০১০ রাত ৯:১২
বোহেমিয়ান কথকতা বলেছেন: ব্যাপক!!!
৮২| ১৬ ই আগস্ট, ২০১০ ভোর ৫:১৫
কি নাম দিব বলেছেন: একটা ছেলের দেয়া স্ট্যাটাসঃ
aji joro joro mukoro badolo dine....
উচ্চারণ করতে যেয়ে আমার অবস্থা টাইট।
৮৩| ১৬ ই আগস্ট, ২০১০ ভোর ৫:৩৬
সাকিরা জাননাত বলেছেন: ১।meyera je kise khushi hoy , r ki cay tara mone hoy nijerao jane na...
asleo dosh .na asleo dosh..dakleo dosh ..na dakleo dosh....AMON KENO ORA
8 hours ago · Comment · Like
২। Amar bela je jai shaj belate tar shure shure shur melate........................ :-)
August 10 at 1:40pm · Comment · Like
৩। Hothaat mathay vuut chaaplo - tai eka ekai raat'er belaay ""Paanta-Eelish"" khawar aayojon korlam...
আপু আমিও একটু হেল্প করলাম।
৮৪| ১৬ ই আগস্ট, ২০১০ সকাল ৯:০৭
করবি বলেছেন:
৮৫| ১৬ ই আগস্ট, ২০১০ সকাল ১০:২৫
দ্বিধা বলেছেন: সাঈফ ভাইর কমেন্টে লাইক দিয়া গেলাম............
৮৬| ১৭ ই আগস্ট, ২০১০ রাত ৩:২২
আলী আরাফাত শান্ত বলেছেন: হিট পোস্ট!
৮৭| ১৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৪৬
নীল_পরী বলেছেন: বিয়ে কর্তে মুন্চায়..
হি হি হি হি হি হি হি
৮৮| ২৮ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৩৪
চানাচুর বলেছেন: energy nai nahole kaUKE CHERE KOTHA BOLTAM NA
DHONNOBAAD SOBAIKE
৮৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৫৬
আলিম আল রাজি বলেছেন: সাইফ ভাইরে জাঝা।
৯০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:২২
টিয়াপাখি বলেছেন: জোস হইচে আপু
৯১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:১৩
জেবাল বলেছেন: অসাধারন হইছে চানাচুরাপু
৯২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৩৬
লালসালু বলেছেন: মেয়েদের ফেইসবুক স্টেটাস দেখেন Click This Link
৯৩| ০৫ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:৫৪
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: পানির অভাবে তিনদিন গোসল করতে পারিনাই :-& :-& :-& :-& :-&
৯৪| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ৯:৫৮
স্বদেশ হাসনাইন বলেছেন: মজার
৯৫| ২১ শে নভেম্বর, ২০১০ রাত ৩:০৮
আমি কেহই না বলেছেন:
বিয়ে কর্তে মুন্চায়..
প্রিয়তে রাখি । ফেসবুকে দিতে হইব তো
৯৬| ২১ শে নভেম্বর, ২০১০ রাত ৩:১৮
বৈকুন্ঠ বলেছেন: আমি দেখলাম একজনে লেইখা রাখসে, চানাচুর ভাজা খাইতে বড় মজা
৯৭| ০২ রা ডিসেম্বর, ২০১০ রাত ৯:০১
ইসমাইলহোসেন০০৭ বলেছেন: বেশ মজার। প্রিয়তে ......................
৯৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:২৫
আর্কভিল বলেছেন: দুই পোস্টেই সাইফ ভাইয়ের কমেন্টগুলি পড়লাম, তাহাকে উত্তম ঝাজা।
আমি সব ছেলেকে চিনি, সব ছেলে, একটাও মানুষ না!
এটা নিয়ে কেউ খুব পাত্তা দেয়না। কিন্তু উপরের 'ছেলে' শব্দটির যায়গায় 'মেয়ে' বসিয়ে স্ট্যাটাস দিক ছেলেরা, রক্তের বন্যা বয়ে যাবে। খোদ ছেলেরাই গিয়ে থুথু দিয়ে ভাসিয়ে দিবে। প্রকৃতির কী নিদারুণ অবিচার। ছেলেদের লুল কিনে মেয়েরা আত্মসম্মানবোধের ভালই ব্যবসা চালাতে পারে, কিন্তু উল্টোটা কখনই ঘটেনা।
অসাধারণ।
৯৯| ২৫ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:২৪
সোজাকথাতিতালাগে বলেছেন: সামান্য কিছু মিলছে বাকীগুলো মিলেনাই ধুর মিয়া
১০০| ২৫ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:২৬
শায়েরী বলেছেন: Khikz
১০১| ২৫ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৩১
সোজাকথাতিতালাগে বলেছেন: েহেহে মেয়েরা অযথা হাসির চেষ্টা করে তৃপ্তি পাবার চেষ্টা করতেছে হাহাহহাহ হায়রে নারী
১০২| ২৫ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৪১
সোজাকথাতিতালাগে বলেছেন: এর অর্ধেকই আপনি বসে বসে বানাইছেন আমি শিওর কারণ এখানে বহুত স্টটার্স আছে যেগুলো দিলে ছেলেরাই ছেলেটাকে পচাবে ।
১০৩| ২৬ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:১৯
আমি কেহই না বলেছেন: এইখান খেইকা প্রতিদিন একটা কইরা স্টাটাস দেয়া স্টার্ট দিছি
১০৪| ২৬ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:৩৬
খন্ডকাব্য বলেছেন: একটাও আমার সাথে মিলে নাই
আমার এখনকার স্টাটাস
khub bangchur korte mon chaitache....:<
১০৫| ২৭ শে এপ্রিল, ২০১১ রাত ১০:৩৫
আউলা অনিন্দ্য বলেছেন: আয় হায়!!! এইগুলার অনেকগুলাই তো দেখি আমার ইশঠাঠাশ ছিল কোন এক কালে!!!
১০৬| ২৭ শে এপ্রিল, ২০১১ রাত ১১:৫৪
চানাচুর বলেছেন: এই পোস্টে আসলেই আমার ঘুম আসে। দুইটা রিপ্লাই দিলে ঘুম
১০৭| ০১ লা মে, ২০১১ সকাল ১০:০৬
আউলা অনিন্দ্য বলেছেন: ঘুম ইস্টার্ট দেন তাইলে...
১০৮| ১৭ ই মে, ২০১১ রাত ৩:১৭
ফারহান আহমেদ বলেছেন: ভালও
১০৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:০৩
তামজি বলেছেন: আর কত আছেঃ
১।Akamer sob frnd dia voira geca frnd list!! Sobbire remove koira dimu.....
২।ঘন্টা ১২ তোর সাথে মোর কথা হয়নাই
৩।ঘুম আসে না
৪।@ Korai Gosto, Dhanmondi.... In ifter party with Frndz...
৫।'Mezaz' chorom gorom... :-@
৬।I hate 'SMOKE' ...
৭।The 3 most beautiful,charming & adorable female singer is Shreya goshal, Taylor swift & Selena gomez.To me all the 3 singers hold this nunber one position there is no first, secound & third between this three nymph...........love u all........umaahh !!
৮।Where r u baby ?? I can't stop luving u !! I will be ur hero oneday ...don't hurt me ...missing u [N.B.: baccha seler Status eita ]
9.ফুলকপি ভাজি করতে গেছিলাম, ফুলকপির তরকারি হয়ে গেছে।
10.ক্লাসে লাপটপ ব্যবহার করে আপনি অনেক বেশি কিছু শিখবেন
11.'Loneliness'...... I have a PC+NET to pass time........ someone might not have such option or interest.....
12.Hope Tendulkar will win today.
13."SALMAN KHAN" or, "JOHN EBRAHAM" ??
14.i know, i'm _BAD_
15.ghoom 'Rani', ghoom dao...
16.kuakata beach with full moon and high tide...wow!
17.please share your experience with new gre
18.Somoi kete jai somoer moto. Ami chupchap cheye dekhi.
19.@ padma with colleagues
20.wanna start again.....
১১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:১৩
শামীম আরা সনি বলেছেন: মজার পোস্ট তো!
১১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:২৬
আমি তুমি আমরা বলেছেন: এই পুস্ট আগে দেখি নাই ক্যা?
১১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৩৯
শিপন মোল্লা বলেছেন:
১১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৪৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভাগ্যিস! পোস্ট টা দেখতে পেলাম
১১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫
ভুল উচ্ছাস বলেছেন:
১১৫| ০৭ ই জুন, ২০১৩ রাত ১:০৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ঐতিহাসিক পোস্ট... প্রিয়তে রাখলাম
১১৬| ০৭ ই জুন, ২০১৩ রাত ১:৩৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বলেন কি? ছেলেরা তো জ্ঞানী, তারা জ্ঞানী স্ট্যাটাস দেয়। জ্ঞানীরা এসব ছোট খাটো ইহকালীন বিষয়ে স্ট্যাটাস দিতেই পারে না।
১১৭| ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
মো: আতিকুর রহমান বলেছেন:
১১৮| ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
মো: আতিকুর রহমান বলেছেন: মেয়েদের স্ট্যাটাসঃ
1 @ Shopping
2 Away
3 Sleeping
4 Today um sad
5 waiting
6 i hate liars
7 Do not knk me.
8 আমার একটা অমুক বই লাগত কারো থাকলে নক মি
9 Watching ( Any name of romantic movie like Notebook, perfume, Twilight etc)
10 কাল এক্সাম সবাই প্লিজ প্রে ফর মি
11 আই লাভ ( কোন ইংলিশ রোমান্টিক মুভির হিরোর নাম)। হি ইজ সো কিউট।
12 বাইরে বৃষ্টি, ভিজতে ইচ্ছে করছে কিন্তু মা যেতে দিচ্ছেনা...
১১৯| ১৪ ই মে, ২০১৯ বিকাল ৪:১৫
আর্কিওপটেরিক্স বলেছেন: আপু কই তুমি
১২০| ২০ শে এপ্রিল, ২০২৪ ভোর ৫:৪৪
রাহুল ছ বলেছেন: ছেলেদের ফেসবুক স্ট্যাটাস Click This Link
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৩০
দুখী মানব বলেছেন: খ্যাক