নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

পিরীত হইলো আজন্মকাল চক্ষুভরা জল

০৩ রা মে, ২০১৫ রাত ৯:২৮





বিষের জ্বালায় অঙ্গ জ্বলে

মানুষ তারে পিরীত বলে

আমি বলি, পিরীত হইলো বিষকাটালী ফল

পিরীত হইলো আজন্মকাল চক্ষুভরা জল



মানুষ বলে, পিরীত হইলো

জোয়ার-ভাটির সুর

বাউলা বাতাস, ফাগুন দিনের

আহলাদী রোদ্দুর

আমি বলি, না-রে! পিরীত যন্ত্রনা কেবল-

পিরীত হইলো আজন্মকাল চক্ষু ভরা জল



মানুষ বলে, পিরীত হইলো

সুখ কেবলই সুখ

চকোর যেমন শুক্লাতিথীর

চাঁন্দে দেয় চুমুক

আমি বলি, না-রে! পিরীত মানেই রসাতল-

পিরীত হইলো আজন্মকাল চক্ষুভরা জল



মানুষ বলে, পিরীত হইলো

জ্যোৎস্নামাখা ঘুম

তারায় তারায় আদর সোহাগ

রাত হইলে নিঝুম

আমি বলি, না-রে! পিরীত কষ্টে টলোমল-

পিরীত হইলো আজন্মকাল চক্ষুভরা জল



ছবি: সংগৃহীত

মন্তব্য ৪২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৫ রাত ৯:৪২

ফারজানা ইয়াসমিন তিথি বলেছেন: সুন্দর হয়েছে

০৪ ঠা মে, ২০১৫ রাত ১১:৪০

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তিথি।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

২| ০৩ রা মে, ২০১৫ রাত ৯:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: পিরীত হইলো আজন্মকাল চক্ষুভরা জল খাটি কথা ।

০৪ ঠা মে, ২০১৫ রাত ১১:৪২

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ। অনেক। অনেক।

কৃতজ্ঞতা কবির উপস্থিতিতে।

শুভকামনা অনিঃশেষ জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়।

৩| ০৩ রা মে, ২০১৫ রাত ১০:৩৪

দ্য ইলিউশনিস্ট বলেছেন: সুন্দর। আমার দৃষ্টিভঙ্গির সাথে মিলে গেল।

০৪ ঠা মে, ২০১৫ রাত ১১:৪৭

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ জানবেন ভাই। অনেক।

এবং কৃতজ্ঞতা।

জানবেন অনিঃশেষ শুভকামনাও।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৪| ০৩ রা মে, ২০১৫ রাত ১০:৪৫

রিকি বলেছেন: পিরীত হইল আর কিছুনা বিষবৃক্ষের ফল...কবিতাটা পড়ে বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ মনে পড়ল...বিষবৃক্ষ কি? পরিচ্ছেদের...বঙ্কিম বাবুর অনিন্দিতগৌরকান্তি স্নিগ্ধজ্যোর্তিময়রূপিণীর বিষবৃক্ষের কথাগুলোর সাথে কবিতার অর্ন্তনিহিত অর্থের সাদৃশ্য বর্তমান....প্লাস হিসেবে দ্বিতীয় লাইক দিয়ে গেলাম দাদা! :) :)

০৪ ঠা মে, ২০১৫ রাত ১১:৫০

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রিকি।

আপনার প্রতি আমার শ্রদ্ধাবোধ বাড়ছে।

মন্তব্যে ভালো লাগা।

শুভকামনা অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

৫| ০৩ রা মে, ২০১৫ রাত ১০:৫২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
জলে চক্ষুভরা না হলে পিরীত জমেও না 8-|

০৪ ঠা মে, ২০১৫ রাত ১১:৫৬

দীপংকর চন্দ বলেছেন: //জলে চক্ষুভরা না হলে পিরীত জমেও না //

হা হা হা হা

চক্ষুর জলে যখন তলাইয়া যায় বেবাক, জমা-জমির হিসাব রাখন অবশ্য বেশ কঠিন কাম!!!

ছোট্ট অথচ ব্যঞ্জনাময় মন্তব্যে ভালো লাগা অনেক।

আমার শুভকামনা জানবেন মইনুল ভাই।

সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।

৬| ০৩ রা মে, ২০১৫ রাত ১১:৩৪

জেন রসি বলেছেন: চক্ষু ভরা জলময় পিরীতের কবিতা ভালো লেগেছে।

++

০৪ ঠা মে, ২০১৫ রাত ১১:৫৮

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

আমার শুভকামনা থাকছেই। অনিঃশেষ।

এবং কৃতজ্ঞতা।

ভালো থাকা হোক। সবসময়।

৭| ০৪ ঠা মে, ২০১৫ ভোর ৬:৩১

মন ময়ূরী বলেছেন: ভালো লেগেছে।

০৫ ই মে, ২০১৫ রাত ১২:০১

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক মন ময়ূরী।

অনেকদিন কিছু লিখছেন না আপনি।

পরবর্তী লেখার জন্য অগ্রীম শুভেচ্ছা রইলো।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। অনেক ভালো।

৮| ০৪ ঠা মে, ২০১৫ সকাল ১১:৩৮

ঘনায়মান মেঘ বলেছেন: বাহ!!! চমৎকার।।।

০৫ ই মে, ২০১৫ রাত ১২:০৬

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

অনেক ভালো থাকবেন। অনেক। সবসময়।

৯| ০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১:২৯

সুমন কর বলেছেন: পিরীত হইলো আজন্মকাল চক্ষুভরা জল

চমৎকার লিখেছেন।

০৫ ই মে, ২০১৫ রাত ১২:০৮

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক। অনেক।

কৃতজ্ঞতা আন্তরিক উপস্থিতির জন্য।

অনিঃশেষ শুভকামনার কথা বলি।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

১০| ০৪ ঠা মে, ২০১৫ দুপুর ১:৩০

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো। এটা কাউকে দিয়ে সুর করায়ে গান বানায়া ফেলেন।

০৫ ই মে, ২০১৫ রাত ১২:১৫

দীপংকর চন্দ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কথাসাহিত্যিক।

বেশ অগোছালো অবস্থায় যাচ্ছে দিনকাল।

মন দিয়া ব্লগিংটাও করতে পারতেছি না। একতরফা লেখা দিতেছি মাঝে মাঝে শুধুমাত্র আপনাদের সাথে সম্পর্কসূত্রটা ধরে রাখার জন্য! মন সায় দেয় না এইভাবে ব্লগিং করতে, তবু করতেছি!

ক্ষমাপ্রার্থণা আপনার মাধ্যমে সকলের কাছে।

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

১১| ০৪ ঠা মে, ২০১৫ দুপুর ২:৫৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমি বলি, না-রে! পিরীত মানেই রসাতল-
পিরীত হইলো আজন্মকাল চক্ষুভরা জল -------------দারুন হয়েছে

০৫ ই মে, ২০১৫ রাত ১২:১৭

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ। অনেক। অনেক।

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

এবং কৃতজ্ঞতা।

ভালো থাকবেন। সবসময়। অনেক। অনেক।

১২| ০৪ ঠা মে, ২০১৫ বিকাল ৩:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: //আমি বলি, পিরীত হইলো বিষকাটালী ফল
পিরীত হইলো আজন্মকাল চক্ষুভরা জল //


ভালো লাগা সুপ্রিয় ব্লগার।

০৫ ই মে, ২০১৫ রাত ১২:১৯

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

কৃতজ্ঞতা। অনেক।

অামার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।

১৩| ০৪ ঠা মে, ২০১৫ রাত ৮:২৯

জুন বলেছেন: পিরীত হইলো আজন্মকাল চক্ষুভরা জল
অনেক আবেগময় এক কবিতা দীপংকর চন্দ ।
+

০৫ ই মে, ২০১৫ রাত ১২:২১

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ জুন। অনেক। অনেক।

কৃতজ্ঞতার কথাই বলি বারবার।

বারবার বলি শুভকামনার কথা।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

১৪| ০৪ ঠা মে, ২০১৫ রাত ৯:৩৩

আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,




এতোদিন জানতুম, পিরীত হইলো কাঠালের আঠা .... ! ধরলে আর ছাড়ানো যায়না ।
এবার দেখি , আঠা নয় পিরীত হলো চক্ষুভরা জল ।

তবে ফলাফল কিন্তু একই । চোখের জলও যদি একবার ঝরতে শুরু করে তবে তাকেও সামলানো (ছাড়ানো) যায়না । নিভৃত গোপনে তা ঝরতেই থাকে........

০৫ ই মে, ২০১৫ রাত ১২:২৬

দীপংকর চন্দ বলেছেন: //চোখের জলও যদি একবার ঝরতে শুরু করে তবে তাকেও সামলানো (ছাড়ানো) যায়না । নিভৃত গোপনে তা ঝরতেই থাকে........//

মন্তব্য মুগ্ধতার জন্ম দিলো শ্রদ্ধেয়।

তবে আঠা, জল যা-ই হোক, রীতিনীতি উপেক্ষা করে পিরীত তার গতি বজায় রাখুক যুগ যুগ!

অনিঃশেষ শুভকামনা জানবেন।

সবসময় ভালো থাকবেন। অনেক ভালো। অনেক।

১৫| ০৫ ই মে, ২০১৫ রাত ১২:২৪

শায়মা বলেছেন: বিষের জ্বালায় অঙ্গ জ্বলে
মানুষ তারে পিরীত বলে
আমি বলি, পিরীত হইলো বিষকাটালী ফল
পিরীত হইলো আজন্মকাল চক্ষুভরা জল



গুড গুড!!!

এটা কি গান??? :)

০৫ ই মে, ২০১৫ রাত ১২:৩০

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শায়মা।

উপস্থিতিতে কৃতজ্ঞতা। অনেক।

গান নয় এটা!

গীতিকবিতা বলতে পারেন!

আমার শুভকামনা থাকছেই। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

১৬| ০৮ ই মে, ২০১৫ রাত ১২:৪০

এফ.কে আশিক বলেছেন:
বিষের জ্বালায় অঙ্গ জ্বলে
মানুষ তারে পিরীত বলে
আমি বলি, পিরীত হইলো বিষকাটালী ফল
পিরীত হইলো আজন্মকাল চক্ষুভরা জল.....

অসাধারণ ভাইয়া :)

১১ ই মে, ২০১৫ রাত ১১:২৬

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

কৃতজ্ঞতা।

উত্তরের বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

১৭| ০৮ ই মে, ২০১৫ দুপুর ১২:৫৯

টুম্পা মনি বলেছেন: বাহ !!! চমৎকার!!!!!! ভালো গান হবে।

১১ ই মে, ২০১৫ রাত ১১:২৮

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক টুম্পা মনি।

কৃতজ্ঞতা অনেক।

এবং শুভকামনা অনিঃশেষ।

উত্তরের বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়।

১৮| ১১ ই মে, ২০১৫ সকাল ১০:২৮

অন্ধবিন্দু বলেছেন: গীতিকবিতার গীতে মজেছি গো ... দীপংকর সাহেব।
বর্তমান ধরলে- পিরীত হইলো ক্ষণকালের গুটি সামান্য জল
হেহেহে...

১১ ই মে, ২০১৫ রাত ১১:৩৬

দীপংকর চন্দ বলেছেন: //পিরীত হইলো ক্ষণকালের গুটি সামান্য জল//

হা হা হা হা

অভিজ্ঞতালব্ধ উচ্চারণের প্রতি শ্রদ্ধা থাকছে।

মানব সভ্যতার অদ্ভুত এক ক্রান্তিকাল অতিক্রম করছি আমরা!

আশাকরি মানুষ তার মানবিক গুণাবলীর প্রতিই পক্ষপাত বজায় রাখবে শেষপর্যন্ত!

অনিঃশেষ শুভকামনা জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়।

১৯| ১১ ই মে, ২০১৫ সকাল ১০:৩৮

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর ।

১১ ই মে, ২০১৫ রাত ১১:৩৮

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক দৃষ্টিসীমানা।

কৃতজ্ঞতার কথাই বলি।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক। সবসময়। অনেক ভালো।

২০| ১২ ই মে, ২০১৫ রাত ২:০৬

অক্টোপাস পল বলেছেন: চমৎকার হয়েছে। আপনার ফোকধর্মী কবিতাগুলো অসাধারণ হয়। কলম চলুক।

১৪ ই মে, ২০১৫ রাত ৯:১২

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

কৃতজ্ঞতা অনেক।

এবং শুভকামনা। অনিঃশেষ। সবসময়।

অনেক ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

২১| ১৪ ই মে, ২০১৫ রাত ৯:২১

বেসিক আলী বলেছেন: অনেক সুন্দর একটা গীতিকবিতা। এটাতে সুর লাগানো যায়না?

১৪ ই মে, ২০১৫ রাত ১০:৩৯

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক। অনেক।

দেখা যাক, সময় আর সুযোগের সমন্বয় ঘটে কিনা!!!

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.