নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

হয়তো এ চিঠি পড়বে না চোখে তোর

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৯



হয়তো এ চিঠি পড়বে না চোখে তোর
লিখছি তবুও রাত শেষ প্রায় ভোর
মিটিমিটি তারা যখন ঘুমাতে যায়
হয়তো এখন তুই তোর বিছানায়;
নিদ্রামগ্ন! স্বপ্নে বিভোর মুখ!
আশাকরি তোর জীবনে এসেছে সুখ!



কতোদিন তোর সাথে নেই আলাপন
হয়তো এভাবে মুছে যায় বন্ধন
থেমে যায় ভাব-বাক্যের বিনিময়
কতো কিছু শুরু না হতেই শেষ হয়
হোক শেষ তবু পাঠালাম স্নেহাশীষ
বন্ধু আমার শুভেচ্ছাটুকু নিস।



ছবি: সংগৃহীত

মন্তব্য ৪৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৭

জেন রসি বলেছেন: দাদা, আপনি একজন অসাধারন কবি।

আসলেই জীবনে অনেক বন্ধনই সময়ের আবর্তে মুক্ত হয়ে যায়।তবুও স্মৃতি থেকে যায়!

শুভকামনা রইলো। :)

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:৩৫

দীপংকর চন্দ বলেছেন: অসাধারণ আপনাদের ভালোবাসার ক্ষমতা ভাই!!

আপ্লুত যে হতেই হয় আমার মতো একজন সাধারণ মানুষকে। বারবার।

অনেক অনেক ধন্যবাদ জানবেন।

কৃতজ্ঞতা।

এবং শুভকামনা। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩২

এস কাজী বলেছেন: আপনার কবিতাগুলো ভাল লাগে। কাল ও একটা পড়েছিলাম।

আপনার জন্য শুভ কামনা :)

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:৩৬

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক। অনেক।

কৃতজ্ঞতা জানবেন।

উত্তরের বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

শুভকামনা অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪১

সুমন কর বলেছেন: অসাধারণ এবং প্লাস।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:৪৩

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক।

উত্তরের বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৮

মিথ্যা প্রেমের গল্প বলেছেন: সুন্দর

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:৪৫

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

বিলম্বিত উত্তরের জন্য ক্ষমাপ্রার্থণা।

অনেক ভালো থাকবেন। সবসময়।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৭

সুমন কর বলেছেন: ঈদ সংকলনে সংযুক্ত করে দিলাম।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:৪৭

দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।

শুভকামনা অনিঃশেষ ভাই।

অনেক ভালো থাকবেন। সবসময়।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৯

শায়মা বলেছেন: ৫. ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৭ ০
সুমন কর বলেছেন: ঈদ সংকলনে সংযুক্ত করে দিলাম।


এই কথাটাই বলতে এসেছিলাম। আমি খবর পেয়েছি ভাইয়া এই চিঠি ঈদ উপলক্ষ্যে একজনকে লিখেছে!:)

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:৫৩

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

এ কেমন চিঠি- নাম উল্লেখ নাই, ঠিকানা নাই!!!

কেউ যদি মনে করে এই চিঠি তার, তবে সেটা তার-ই!!!

কি বলেন আপনি???

কৃতজ্ঞতা অনেক শায়মা।

এবং শুভকামনা। অনিঃশেষ।

বিলম্বিত উত্তর ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: গভীর মুগ্ধতা রেখে গেলাম ।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:৫৫

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

কৃতজ্ঞতা জানবেন।

অনিঃশেষ শুভকামনা।

ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তরের বিলম্ব।

অনেক ভালো থাকবেন। সবসময়।

৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার কবিতা পাঠ করলাম।
ধন্যবাদ দাদা

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:৫৮

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ আপনাকেও ভাই। অনেক।

কৃতজ্ঞতা উপস্থিতিতে।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

উত্তরের বিলম্বের জন্য ক্ষমাপ্রার্থণা।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক।

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১০

আবু শাকিল বলেছেন: দারুন লেগেছে দাদা ।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ২:০০

দীপংকর চন্দ বলেছেন: অনিঃশেষ শুভকামনা ভাই।

উত্তরের বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

কৃতজ্ঞতা।

অনেক ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৯

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
শুভ কামনা রইল।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ২:০২

দীপংকর চন্দ বলেছেন: দেরিতে হলেও শুভেচ্ছা গৃহীত ভাই।

শুভেচ্ছা আপনার জন্যও। অনেক।

উত্তরের বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।

কৃতজ্ঞতা।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৫

গেম চেঞ্জার বলেছেন: সৃজনশীলতা দৃষ্টির সীমানা ছুঁয়ে যাক । শুভকামনা জানবেন ।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ২:০৫

দীপংকর চন্দ বলেছেন: //সৃজনশীলতা দৃষ্টির সীমানা ছুঁয়ে যাক//

সুন্দর মন্তব্যে ভালো লাগা অনেক।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন ভাই।

বিলম্বিত উত্তরের জন্য ক্ষমাপ্রার্থণা।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩

আলোরিকা বলেছেন: ++ :)

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ২:০৬

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ। অনেক। অনেক।

কৃতজ্ঞতা থাকছে।

ক্ষমাপ্রার্থণা বিলম্বিত উত্তরের জন্য।

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪

রিকি বলেছেন: কতোদিন তোর সাথে নেই আলাপন
হয়তো এভাবে মুছে যায় বন্ধন
থেমে যায় ভাব-বাক্যের বিনিময়
কতো কিছু শুরু না হতেই শেষ হয়
হোক শেষ তবু পাঠালাম স্নেহাশীষ
বন্ধু আমার শুভেচ্ছাটুকু নিস।


+++++

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ২:০৮

দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা অনিঃশেষ সুলেখক।

কৃতজ্ঞতা।

বিলম্বিত উত্তরের জন্য ক্ষমাপ্রার্থণা।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

হাসান মাহবুব বলেছেন: ভালোই।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ২:১০

দীপংকর চন্দ বলেছেন: প্রিয় কথাসাহিত্যিকের প্রতি কৃতজ্ঞতা। অনেক।

উত্তরের বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়।

১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪১

সুলতানা রহমান বলেছেন: মুছে যাবেনা বন্ধন,
করেছেন যখন স্মরণ।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ২:১২

দীপংকর চন্দ বলেছেন: প্রার্থণা করি, সকলের সব বন্ধন অটুট থাক।

অনিঃশেষ শুভকামনা কবি।

বিলম্বিত উত্তরের জন্য ক্ষমাপ্রার্থণা।

অনেক ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

১৬| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৯:১০

জুন বলেছেন: হয়তো এভাবে মুছে যায় বন্ধন
থেমে যায় ভাব-বাক্যের বিনিময়
কতো কিছু শুরু না হতেই শেষ হয়

অনেক অনেক ভালোলাগা কবিতায় দীপংকর চন্দ :)

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ২:১৪

দীপংকর চন্দ বলেছেন: আমার শুভকামনা অনিঃশেষ জানবেন জুন।

কৃতজ্ঞতা উপস্থিতিতে। অনেক।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো। অনেক।

১৭| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৩১

কিরমানী লিটন বলেছেন: কতো কিছু শুরু না হতেই শেষ হয়
হোক শেষ তবু পাঠালাম স্নেহাশীষ
বন্ধু আমার শুভেচ্ছাটুকু নিস।

অনেক মুগ্ধভরা শুভেচ্ছা ...

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ২:১৫

দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা। অনেক। অনেক।

এবং শুভকামনা। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন ভাই। অনেক। সবসময়।

১৮| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

ফুলফোটে বলেছেন: কবি ,আপনার কবিতা এক কথায় চমৎকার.......

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৯

দীপংকর চন্দ বলেছেন: আমার মতো একজন সামান্য মানুষের প্রতি আপনাদের ভালোবাসায় ভীষণ আপ্লুত আমি!

ভালোবাসাটুকু চলার পথে পাথেয় হোক।

কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

১৯| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৪

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর ।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৮

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক দৃষ্টিসীমানা।

কৃতজ্ঞতা থাকছে।

উত্তরের বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

শুভকামনা।

ভালো থাকবেন। অনেক।

২০| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

কাজী মেহেদী হাসান। বলেছেন: বন্ধু আমার শুভেচ্ছাটুকু নিস -- সুন্দর

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫২

দীপংকর চন্দ বলেছেন: অনেক ধন্যবাদ কবি।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

২১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:১০

রুদ্র জাহেদ বলেছেন: হয়তো এ চিঠি পড়বে না চোখে তোর
লিখছি তবুও রাত শেষ প্রায় ভোর
মিটিমিটি তারা যখন ঘুমাতে যায়
হয়তো এখন তুই তোর বিছানায়;
নিদ্রামগ্ন! স্বপ্নে বিভোর মুখ!
আশাকরি তোর জীবনে এসেছে সুখ!

হৃদয়স্পর্শী, আবার পাঠ করলাম,যতই পড়ি কী যেন একটা শূন্যতা দোলা দেয়

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৪

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।

পুনঃপাঠে কৃতজ্ঞতা অসীম।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন ভাই।

ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তরের বিলম্ব।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

২২| ০৭ ই মার্চ, ২০১৬ ভোর ৫:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধাণ !

++++ দেয়া ছাড়া উপায় কি।

১১ ই মার্চ, ২০১৬ রাত ২:০৪

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

কৃতজ্ঞতা জানবেন উপস্থিতিতে। অনেক।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.