নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

তুরস্কে রাশিয়ান রাস্ট্রদুতকে হত্যা করা হয়েছে

২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১০



আজ তুরস্কের রাজধানী আংকারায়, এক আর্ট প্রদর্শনীতে রাশিয়ান রাস্ট্রদুতকে হত্যা করেছে এক তুর্কি পুলিশ অফিসার; অফিসার চীৎকার দিয়ে বলছিলো, " আলেপ্পোর সিরিয়ানদের ভুলে যেও না"।

রাশিয়ার যুদ্ধ বিমান ভুপাতিত করার পর, এটি হবে আরেকটি আক্রমণ; রাশিয়া হয়তো ক্রমেই তুরস্কের বিপক্ষে ব্যবস্হা নেয়ার কথা ভাববে।
এরোদেগানের সরকার ক্রমেই ধর্মের দিকে ঝুঁকে পড়ছে; এতে ইউরোপীয়ান মুখী তুরস্ক ক্রমেই পুর্বমুখী হয়ে পড়ছে, পুর্বের ভাইরাস তুর্কিদের মাথায় প্রবেশ করছে।

তুরস্ক যদি ক্রমাগতভাবে আরবমুখী হয়, ইউরোপীয় অংশ সময়ের সাথে আলাদা হবে যাবে।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩২

খায়রুল আহসান বলেছেন: তুরস্ক যদি ক্রমাগতভাবে আরবমুখী হয়, ইউরোপীয় অংশ সময়ের সাথে আলাদা হবে যাবে - সময়ই সেটা বলে দিবে। দেখা যাক, তুরস্ক কোন দিকে গড়ায় শেষ পর্যন্ত!

২০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:



আমি সময়ের আগে বলতে চাই।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৬

সুখী নীলগঞ্জ বলেছেন: মিশরে মুরসী সরকারকে যে পদ্ধতিতে অপসারণ করা হয়েছে, সে পদ্ধতি তুরস্কের ক্ষেত্রে খাটেনি - সামরিক অভ্যুত্থান চরমভাবে ব্যর্থ হয়েছে। তাই একের পর এক নতুন চাল চালা হচ্ছে এরদোগানকে বিপদে ফেলার জন্য। রাশিয়ার রাষ্ট্রদূত হত্যাকে এক্ষেত্রে কাঁটা দিয়ে কাঁটা তোলার একটা প্রয়াস বলেই মনে হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে বৃহৎ শক্তি রাশিয়াকে তুরস্কের পেছনে লেলিয়ে দেয়া। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হবার মত একটা ঘটনা।

২০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:



তুরস্ক কোনভাবে সিরিয়া, আফগানিস্তান নয়, ওরা ইউরোপিয়ান; ওদের ভাবনা আপনার থেকে আলাদা বলে আমার ধারণা।

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৬

ডঃ এম এ আলী বলেছেন: ঘটনা অনেকদুর গড়াবে বলে মনে হচ্ছে । তুরস্ক সঠিক পথ থেকে ক্রমেই দুরে সরে যাচ্ছে , ভুলের খেসারত হয়ত তাদেরকেও দিতে হবে ।

২০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫১

চাঁদগাজী বলেছেন:



এরোদেগান তুরস্কের ক্ষতি করছে; তুরস্ক শিক্ষা ও সংস্কৃতিতে সবচেয়ে শক্তিশালী ইউরো-এশিয়ান দেশ ছিলো; উহাকে আফগান বানাচ্ছে এরেদোগানের ছাগল ব্রাদারেরা

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৭

ধ্রুবক আলো বলেছেন: অনেক কিছুই ঘটতেছে এখন, ভবিষ্যতে আরও ঘটবে!
দেখা যাক কোন দিকের বাতাস কোন দিকে যায়....

২০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:



প্রথমে এরোদেগান বিরোধী আন্দোলন হবে, সেটা তুরস্কের ভবিষ্যত নির্ধারণ করবে।

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৯

পাগলাগরু বলেছেন: When you leave ummah, side with putin and start bombing on childern in besieged Haleb

২০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:



উম্মাহ মনে করে বেহেশতে যেতে হলে, যারা উম্মাহ'এর মতো না, তাদের মেরে ফেলতে হবে; সেটাই ঘটছে!

৬| ২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৩

ডার্ক ম্যান বলেছেন: খেলা কোন দিকে গড়ায় সেটি দেখার বিষয়

২০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


তুরস্ককে বিপদের মাঝে ঠেলে দিচ্ছে কিছু ইডিয়ট

৭| ২০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২১

খোলা মনের কথা বলেছেন: তুর্কি ও সিরিয়া দুটি দেশের জন্য হয়তো ভয়ংকার কিছু অপেক্ষা করছে এ ঘটনার পর। রুশ আরো ভয়ংকার হয়ে গেল..... এখন পুতিন কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার অপেক্ষা

২০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:



আমরিকান পন্হিরা বাশারকে পরাজিত করতে পারেনি ৪ বছরে; মানুষ মরেছে, সিরিয়া মাটির সাথে মিশে গেছে; আর পারার সম্ভাবনা নেই; ফলে, আমেরিকান পন্হিরা যুদ্ধ বন্ধ করতে পারবে না; পুটিনকেই যুদ্ধ বন্ধ করতে হবে; খারাপ দিক হলো, বাশার থেকে যাচ্ছে; আসাদ পরিবার ৪৬ বছর ক্ষমতায়; আসাদেরা ভয়ংকর খারাপ।

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৮

দেবজ্যোতিকাজল বলেছেন: চলছে চলবেই

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১২

চাঁদগাজী বলেছেন:



বন্ধ করার চেস্টা হচ্ছে, ক্রমেই থেমে যাবে।

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কাজটা তুরস্কের জন্য ভালো হলো না। এমনিতে কুর্দিদের নিয়ে ঝামেলাতে আছে। তার উপর এখন রাশিয়া। অনেক ঝামেলা হবে সামাল দিতে...

২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৫

চাঁদগাজী বলেছেন:

তুরস্ক, সিরিয়া ও ইরাক মিলে, কুর্দিদের একটা দেশ করে দেয়া ভালো হবে; কুর্দিরা জল্লাদ, এদেরকে জাতির অংশ হিসেবে রাখাই লজ্জার ব্যাপার।

১০| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৮

অরুনি মায়া অনু বলেছেন: হুম নিউজ দেখেছি। অশান্তি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে।

২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৭

চাঁদগাজী বলেছেন:




আরব, ইরান, পাকিস্তান, আফগান বিশ্বের জন্য দোযখ; ইহাতে এরেদেগানও যোগ দিটে চাচ্ছে।

১১| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫২

আহা রুবন বলেছেন: আরবদের কাজ-কারবার ভারি অদ্ধুত!

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:২৫

চাঁদগাজী বলেছেন:




আরবেরা মরে বিশ্বকে অশান্তিতে রাখছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.