নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ঈদে ঢাকার লোকদের গ্রামে যাওয়া নিষিদ্ধ করার দরকার

০২ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬



ঢাকার ডেংকু যাতে সারা দেশে ছড়িয়ে না পড়ে, সেটা মনে রেখে, সরকারের উচিত, এই ঈদে ঢাকার মানুষকে ঢাকার বাহিরে যেতে না দেয়া; এতে দেশে সরকার-বিরোধী মনোভাব গড়ে উঠবে কিছুটা; কিন্তু জাতি উপকৃত হবে, জাতির শিক্ষিত অংশ সরকারের সাথে থাকবে। ডেংগু যদি গ্রামগুলোতে ছড়িয়ে পড়ে, অবস্হা হবে ভয়ংকর: ওখানে ভালো ডাক্তার নেই, ল্যাব নেই, মানুষের কাছে চিকিৎসা করানোর মতো যথেষ্ঠ টাকা পয়সা নেই।

শেখ হাসিনার ডিক্টেটরশীপকে এই ধরণের প্রয়োজনীয় কাজে ব্যবহার করা উচিত।

"স্ত্রী মশা রক্ত না খেলে ডিম দিতে পারে না"; ঢাকায় যারা কোরবাণী দেবে, তারা যেন গরু/ছাগলে রক্তটুকু সংগ্রাহ করে, মাটির নীচে পুতে ফেলে সেটার অর্ডার দেয়ার দরকার; যদি কোথায়ও রক্ত পড়ে, উহাকে পানি দিয়ে না ধুয়ে মাটি দিয়ে ডেকে দেয়ার জন্য উপদেশ দেয়ার দরকার।

যদি এবার ঢাকা অন্যবারের মতো গরুর রক্তে ভেসে যায়, ঈদের পরপরই মশক বংশ বিস্তারের বিস্ফোরণ ঘটবে; এই নিয়ে যদি মিডিয়ায় প্রচারণা চালানো হয়, মানুষের মাঝে সচেতনতা আসবে।

বাংলাদেশের মানুষের যে সামাজিক চরিত্র, প্রশাসনের যে চরিত্র, এবং বাংলাদেশের যে আবহাওয়া, বাংলাদেশে মশা কমবে না; ফলে, একা মশা মারার প্রচেষ্টা করে, মশা-বাহিত রোগগুলোকে নির্মুল করা সম্ভব নয়।

ডেংগু ও চিনগুনিয়াকে কন্ট্রোল করতে হলে, বাংলাদেশ সরকারকে টিকা ডেভেলপমেন্ট ও উৎপাদন করতে হবে; এটিও সোজা ব্যাপার; আজকে, বিশ্বের ১২টি দেশের কাছে প্রথামিক টিকা আছে; উহাকে আরো ডেভেলপ করার জন্য বাংলাদেশকে ওসব দেশের সাথে কাজ করতে হবে মাত্র। এভাবে যেই পরিমাণ টাকা খরচ হবে, সেটা মশা মারার থেকে অনেক কম।

সরকারের উচিত, ঢাকায় বসবাসকারীদের ঈদ উপলক্ষে বাড়ী যাওয়াকে নিষিদ্ধ ঘোষনা করে, শহরেই যাতে ঈদ উদযাপন করতে পারে, তাতে সাহায্য করা।

মন্তব্য ৪৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ৮:১০

আনমোনা বলেছেন: কেউ মানবেনা।

০২ রা আগস্ট, ২০১৯ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:


মানানোর সময় হয়েছে; সর্বোপরি, শেখ হাসিনার হাতে বড় লাঠি আছে

২| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ৮:১৮

নূর আলম হিরণ বলেছেন: মশার ভয়ে সবাই তটস্থ! মেয়র গন এবং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা কি উচিত?

০২ রা আগস্ট, ২০১৯ রাত ৮:২৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ সরকারের কেহ পদত্যাগ করেন, যখন শেখ হাসিনা পদত্যাগ করতে বলেন।

৩| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: ঈদ একটা বড় ব্যাপার।
ঈদ উপলক্ষ্যে গ্রামে যাবে, পরিবার নিয়ে আনন্দ করবে। করুক না।
ডেংগু হবে না। এত ভয় পেলে চলে??

০২ রা আগস্ট, ২০১৯ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:


আসলে, যারা ভাবে না, তারা মোটেই ভয় পায় না। ডেংগু যদি গ্রামে ছড়িয়ে পড়ে, গ্রামের গরীব মানুষেরা কার সাহায্য পাবে?

একজন মানুষের প্রাণ ঈদের থেকে অনেক বেশী দামী।

৪| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ৮:২২

ইসিয়াক বলেছেন: ++++্

০২ রা আগস্ট, ২০১৯ রাত ৮:২৬

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার উচিত, মানুষকে সাহায্য করা

৫| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: যারা গ্রামে ঈদ করে, তারা গ্রামেই ইদ করবে। আপনি তাদের বেঁধেও রাখতে পারবেন না।

০২ রা আগস্ট, ২০১৯ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


মানুষকে ভেঁড়া বানায়ে রেখেছে সরকার; ডেংগুতে এগুলো মরলে সরকারের মাথা ব্যথা নেই; কিন্তু এভাবে ডেংগুকে গ্রামে নেয়া সঠিক হবে না।

৬| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ৮:২৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আসলে, যারা ভাবে না, তারা মোটেই ভয় পায় না। ডেংগু যদি গ্রামে ছড়িয়ে পড়ে, গ্রামের গরীব মানুষেরা কার সাহায্য পাবে?
একজন মানুষের প্রাণ ঈদের থেকে অনেক বেশী দামী।

-はい ともたし。

আসলে এভাবে কেউ চিন্তা করে না। অলরেডি বাসের টিকিট, ট্রেনের টিকিট আর লঞ্চের টিকিকের জন্য ভোর থেকে লম্বা লাইন।

০২ রা আগস্ট, ২০১৯ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:


সরকারের হাতে এখনো সময় আছে; সরকারের উচিত ঈদে ঢাকার লোকজনকে ঢাকায় রাখা

৭| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ৯:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেশের পরিবহন ব্যাবসা কার হাতে আপনার জানা থাকার কথা। ঈদে এরা বড় রকমের কামান দাগার অপেক্ষায় থাকে।
সরকার এদের চটাবেনা।

০২ রা আগস্ট, ২০১৯ রাত ৯:২২

চাঁদগাজী বলেছেন:


ঈদে মানুষ গ্রামে না গেলে, প্রাক্তন মন্ত্রী শাহজাহানের ৫/৭ কোটী টাকা কম আয় হবে; এসব জানা ব্যাপার।

আমি এসব হাউকাউ লিখি ব্লগারেরা যাতে কিছু আইডিয়া নিয়ে ভাবতে পারেন।

৮| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ১০:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঢাকায় আজ এক জন অন্তঃসত্ত্বা গৃহবধূ অকালে মৃত্যুবরণ করেছেন। তার ছবি দেখে খুব খারাপ লেগেছে। তার সাথে সাথে পেটের বাচ্চাটা ও মারা গেছে।

০২ রা আগস্ট, ২০১৯ রাত ১০:৪২

চাঁদগাজী বলেছেন:


মেয়র ও সরকারে যেসব লোকজন আছে, তারা ২ কোটী মানুষের শহরকে পরিচালনা করার মতো দক্ষতা এি জীবনে অর্জন করতে পারবে না; ঢাকা ভয়ংকর খারাপ অবস্হায় আছে।

৯| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ১০:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঢাকা শহর পৃথিবীর বৃহত্তম ডাস্টবিন। এটাকে পরিত্যক্ত ঘোষণা করা খুবই দরকার।

০২ রা আগস্ট, ২০১৯ রাত ১০:৪৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে জমি নেই; ফলে, পরিত্যক্ত করা সম্ভব নয়। ঢাকার ভুমির মুল্য নিউইয়র্কের ৪/৫ গুণ।

১০| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ১০:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: গাধাটি বলেছিল, নাকে কানে মুখে খত দিয়ে ব্লগ থেকে বিদায় নেবে। বিদায় তো নেয়নি বরং আজ একটি নতুন পোস্ট দিয়েছে। পোস্টে সে কারো মন্তব্য নিচ্ছে না।

০২ রা আগস্ট, ২০১৯ রাত ১০:৪৫

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের বেশীরভাগ মানুষের ভাবনাশক্তি কেমন যেন সীমিত; এরা বাহিরে গেলে কিছুটা নিজকে বুঝতে পারে।

১১| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ১০:৫৬

নূর আলম হিরণ বলেছেন: ব্লগে ব্যক্তিগত আক্রমণ ও বিদ্রুপাত্মক পোষ্টকে অনেক পুরনো ব্লগারও ফান পোস্ট হিসেবে আখ্যা দিচ্ছে এটা খুবই দুঃখজনক ব্যাপার।

০২ রা আগস্ট, ২০১৯ রাত ১১:০৬

চাঁদগাজী বলেছেন:



অনেকেই ব্লগে দীর্ঘদিন আছেন, ভালো; তবে, উনাদের শুরু যেমন ছিলো, আজো তেমন: চির সবুজ

০২ রা আগস্ট, ২০১৯ রাত ১১:২৪

চাঁদগাজী বলেছেন:


আমি দেখেছি, ব্যক্তি আক্রমনের পোষ্টেও পুরাতন ব্লগারেরা "লাইক" দিয়েছেন। উনাদের উচিত ছিলো, কমদক্ষ লোকজনকে থামানো, সামুতে যেন বিশ্রীভাষায় কোন পোষ্ট না আসে; উনারা উল্টো "লাইক" দিয়ে এসব লোকজনকে উৎসাহিত করেছেন; এরা চির সবুজ

১২| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ১১:৪৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: সময়োপযোগী পোস্ট।

বাংলাদেশের সরকার ও সমাধান মানুষদের এসব ব্যপারে সচেতন থাকা উচিত। বিশ্বের কোনো দেশে কোনো রোগের ভাইরাস ছড়িয়ে পড়লে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ঐদেশ থেকে তাদের দেশে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে; এবং দেশে ঢুকার পূর্বে বিভিন্নরকম পরীক্ষানিরীক্ষা করে।

০৩ রা আগস্ট, ২০১৯ রাত ১২:৩৩

চাঁদগাজী বলেছেন:



রোগ যদি বেশী বেড়ে যায়, অন্য দেশের বর্ডারে সেটা নিয়ে বড় ধরণের সমস্যা হয়; অনেক সময়, কোয়ারিণটিনে আটকায়ে রাখে।

প্রশাসন মানুষের রোগ শোকের ব্যাপারে কোনরূপ দায়িত্ব নিচ্ছে না।

১৩| ০৩ রা আগস্ট, ২০১৯ রাত ১২:১৫

কানিজ রিনা বলেছেন: অলরেডি ডেঙ্গু মফস্যল উপজেলা শহর
গুলর হাসপাতালে কিছু কিছু রুগী দেখা
যাচ্ছে। আমাদের কুষ্টিয়া হাসপাতালে ডেঙ্গু
আক্রান্ত রুগী ভর্তী হচ্ছে। যদিও এখনও
মৃত্যুর খবর পাওয়া যায় নাই।
বরঞ্চ ঢাকার মানুষ ডেঙ্গুর ভয়ে গ্রামের বাড়ি
পাঠিয়ে দিচ্ছে পরিবারের নারী শিশুদের।
সেই আগের দিনের ওলা উঠার মত।
ইদের ছুটিতে মানুষ আরও বেশী যাবে
ডেঙ্গুর ভয়ে। ঈদের ছুটিতে কিছুদিন হলেও
মানুষের আতঙ্ক কমবে।

০৩ রা আগস্ট, ২০১৯ রাত ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:


আমি ঠিক জানি না, সাধারণত: ডেংগু জীবাণু শরীরে প্রবেশের পর, কতদিনে জ্বর শুরু হয়; সরকারের লোকেরা কোন কিছুর দায়িত্ব নিচ্ছে বলে মনে হয় না।

১৪| ০৩ রা আগস্ট, ২০১৯ রাত ১:০৭

রাকু হাসান বলেছেন:

দ্বিমত আপনার পোস্টের বিষয়বস্তুর সাথে । যদি মৃত্যু ঝুঁকিও থাকে তবু গ্রামে যাবেই মানুষ। নাড়ির টানে বাড়ি ফিরবে মানুষ । এক রকম মৃত্যুকে সাথী করেই তো মানুষ গ্রামে ফিরে । সরকার এমন সিদ্ধান্ত নিয়ে ক্ষেপাবে না । এরকম বোকা হাসিনা না । বাঙালি ক্ষেপে গেলে সমস্য। ডেঙ্গু জ্বর কি এমন -যার ডেঙ্গু হয়েছে তাকে অন্য মশা কামড়ালে উক্ত মশা ডেঙ্গুর জীবাণু বহন করবে ,পরে অন্য কেউ কে কাড়লালে সংক্রমিত হবে ? জনসাধারণ গ্রামে গেলেও মশা নিয়ে যাবার কথা না ।

০৩ রা আগস্ট, ২০১৯ রাত ১:১৮

চাঁদগাজী বলেছেন:


গ্রামের অবশ্যই এডিশ মশা আছে, এবং মানুষকে অবশ্যই কামড়াচ্ছে; কিন্তু তাদের শরীরে ডেংগু ভাইরাস নেই; শহর থেকে যারা ভাইরাস নিয়ে গ্রামে যাবেন, মশা যদি তাদের রক্ত খায়, ডেংগু ছড়ায়ে যাবে গ্রামে। মানুষ ঈদের বেলায় ইমোশানেল, কিন্তু রোগের বেলায় হিসেবী নন।

১৫| ০৩ রা আগস্ট, ২০১৯ রাত ১:২৬

রাকু হাসান বলেছেন:

গ্রামে ডেঙ্গু বাড়বে বলেই মনে হচ্ছে এখন । মেয়রদের কি নৈতিকতা বোধ থেকেও হলেও পদত্যাগ করা উচিত না ? চ্যালেন আইয়ের সাহসী এক সাংবাদিক দারুণ সাহসী প্রশ্নগুলো ভালো লেগেছে । তবু নিজের দ্বায় স্বীকার করেননি । পেঁচিয়ে মুচিয়ে কথা শেষ করেছে । ক্ষমা চেয়ে পদত্যাগ করা উচিত ।

০৩ রা আগস্ট, ২০১৯ রাত ১:৫৬

চাঁদগাজী বলেছেন:


ঢাকা সমস্যার শহর, ইহাকে চালানোর জন্য বেশ বুদ্ধিমান লোকদের নিয়ে একটি বোর্ডের মতো করলে, হয়তো অবস্হা ভালো দিকে যেতে পারে।

১৬| ০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
সরকারের হাতে এখনো সময় আছে; সরকারের উচিত ঈদে ঢাকার লোকজনকে ঢাকায় রাখা

না, এটা সম্ভব না।
গ্রামে যেতেই হবে। কারো মা বাবা, ভাই বোন অথবা মমতাময়ী স্ত্রী আছেন।

০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ১০:১২

চাঁদগাজী বলেছেন:


আমি জানি।
যেই বিশৃংখল সমাজ গড়া হয়েছে, মানুষের প্রাণের মুল্য গরুর চেয়েও অনেক কম এই সমাজে।

১৭| ০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ১০:১৩

জাহিদ হাসান বলেছেন: চাঁদগাজী সাহেব আপনি হয়তো জানেন না ডেঙ্গু এখন সারা দেশেই ছড়িয়ে গেছে । ঢাকার মানুষের মধ্যে আর সীমাবদ্ধ নেই।
সুতরাং ঈদে ঢাকার মানুষের বাড়ি যাওয়া আর না যাওয়া সমান। ডেঙ্গু তো ছড়িয়ে গেছেই সারা দেশে। ঢাকার মানুষ বাড়ি ফিরলে আর কীই বা হবে? তেমন কোন কিছুই হবে না।

০৩ রা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:



ইনফেকটেড লোকজনের শতকরা হার একটি বড় বিষয়।

১৮| ০৩ রা আগস্ট, ২০১৯ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: ডেঙ্গু নিয়ে অনেক কথা হচ্ছে। বেশকিছু রোগি মারা গেছে। সংখ্যাটা অর্ধশতও হতে পারে। অথচ আতঙ্ক ছড়িয়েছে বিরাট আকারে। এর কারণ, রোগটি নতুন।
প্রফেসর ডা. এবিএম আবদুল্লাহ বলেছেন, সময়মত ডেঙ্গু সনাক্ত করে চিকিৎসা দিলে রোগি শতভাগ নিরাপদ। সময় ক্ষেপণই রোগির মৃত্যুর বড় কারণ।

০৩ রা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের কত মানুষ টাকার অভাবে দেরীতে ডাক্তারের কাছে যায়? অনেক অনেক মানুষ।

১৯| ০৩ রা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন: ডেঙ্গু মহামারী আসলেই একটি ষড়যন্ত্র মনে হচ্ছে!!! বিস্তারিত সঠিক তথ্য পেলে একটি পোষ্ট দিবো ভাবছি।

০৪ ঠা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:



হাসপাতাল ও ঔষধ কোম্পানীর লোকেরা মশা মারাকে শ্লথ করতে পারার সম্ভাবনা আছে।

২০| ০৩ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২১

জুন বলেছেন: বাংলাদেশের কত মানুষ টাকার অভাবে দেরীতে ডাক্তারের কাছে যায়? অনেক অনেক মানুষ।
চুড়ান্ত সত্য ।

০৪ ঠা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:


গরীবেরা দেখেন, নিজের থেকে রোগ সারে কিনা!

২১| ০৩ রা আগস্ট, ২০১৯ রাত ১১:২৯

অন্তরা রহমান বলেছেন: এই ভয়ংকর কথা বলেন কি করে? মানুষের একটাই সুখ, পরিবার ছাড়া আর আছে কি? কেউ মানবেনা।

০৪ ঠা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:


যে কয়জন মানুষের মৃত্য হয়েছে, তারা অন্যদের ঈদ দিয়ে কি করবেন? গ্রামের যাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ছে, তাদের আবার কিসের ঈদ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.