![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
*** আমি নিজ শহরের বাহিরে আছি কিছু সময়ের জন্য, পোষ্ট একটু কম পড়া হবে, হয়তো ****
আমি ট্রেনে ২ জন বাংগালীকে আলাপ করতে শুনলাম, সৌদী থেকে এই বছর নাকি অনেক বাংগালী নারীর মৃত দেহ এসেছে, এর মাঝে ২১ জনের মৃত্যুর কারণ আত্মহত্যা; সাামান্য বর্ধিত আয়ের জন্য যেসব নারীরা সৌদীতে ঘরের কাজ করতে গেছেন, তাঁরা কিসব কারণে আত্মহত্যা করতে পারেন? আমার ধারণা, ১ম কারণ হতে যৌন নির্যাতন, এরপর হয়তো কাজের সামান্য ভুলভ্রান্তির জন্য মারধোর, গৃহে কোন কিছু চুরির অভিযোগে নির্যাতন, কম কাজের অভিযোগ এনে রাতদিন কাজ করানো; এর বাহিরে কোন কারণ আপনারা দেখছেন?
আরব জাতি সম্পর্কে আপনাদের সাধারণ ধারণা কি রকম; এরা জাপান, জার্মান, সুইডিশ, কানাডিয়ান, পাকী, আফগানী, বাংগালী, কাহাদের সাথে এদের মিল আছে? আপনি আপনার জানা মতো কোন বাংগালী পরিবারকে, তাদের মেয়েকে সৌদীতে কাজ করার ব্যাপারে সুপারিশ করেবেন? যেসব ব্লগারেরা সৌদীতে, কিংবা কোন আরবদেশে আছেন, তারা মতামাত জানাবেন!
আমার ধারণা, কোন ব্লগার কোন অবস্হায়, কোন বাংগালী মেয়েকে সৌদীতে কাজ করার পক্ষ মত দেবেন না। তা'হলে, আমাদের মেয়েরা সোদী যাবার ক্লিয়ারেন্স কিভাবে পাচ্ছে, কে তাদের যাবার ব্যবস্হা করছে, যারা সরকারের এসব বিভাগে কাজ করছে, তাদের কমনসেন্স কি রকম, শেখ হাসিনা এসব ঘটবনা জানেন কিনা?
বাংলাদেশে কোন গরীর পরিবারের মেয়ের যদি কাজ না থাকে, সরকার সেটা জানে না; কারণ, সরকার সেটাকে কোন ডাটাবেজে নেয়ার নিয়ম আজো করেনি; যদিও ভোট দেয়ার তেমন দরকার হচ্ছে না আজকাল, ভোটারদের ডাটাবেজ প্রতি বছরই আপডেট হচ্ছে! অথচ, বর্তর্মান বিশ্বে জাতিগুলোর সবচেয়ে বড় কাজ হলো নাগরিকের চাকুরীর ব্যবস্হা করা, বেকারদের হিসেব রাখা ও তাদেরকে সাহায্য করা, যাতে তারা সঠিক চাকুরী পেতে পারে, পরিবারের জন্য আয় করতে পারে।
বাংগালী সংস্কৃতিতে ঘরের নারী আয় করার জন্য বিদেশ যাবার রেওয়াজ নেই; এমন কি নারী ডাক্তার, ইন্জিনিয়ারেরা এত সাহসী নন যে, তারা পরিবারকে ছেড়ে বিদেশে গিয়ে চাকুরী করবে; সেই অবস্হায় দরিদ্র পরিবারের অশিক্ষিত নারীরা কি করে বিদেশ যাচ্ছে, কারা এদের নিচ্ছে, পাঠাচ্ছে, তাদের ক্লিয়ারেন্স দিচ্ছে?
শেখ হাসিনার উচিত, এই দিকটা দেখা; উনার উচিত, যেসব মেয়ে আরব দেশে আছে, তাদের ফিরিয়ে আনা, তাদেরকে দেশে চাকুরী দেয়া; ও বাংলাদেশে থেকে কাজের জন্য নারীদের আরব দেশ যাওয়া পুরোপুরি বন্ধ করা।
০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ৭:৫৪
চাঁদগাজী বলেছেন:
আপনি যদি জানেন, আরবেরা অমানুষ, শেখ হাসিনারও জানার কথা; উনি কি দিন দিন বুদ্ধি হারিয়ে ফেলছেন?
২| ০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ৭:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: শেখ হাসিনার জন্য তো রাজনীতিও জরুরী, আমার তো ভাই রাজনীতির কোন প্রয়োজন নাই।
০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ৮:০২
চাঁদগাজী বলেছেন:
রাজনীতি না করলে, উনি সরকার গঠন করতে পারতেন না; সরকার গঠন করলে, নাগরিকের অধিকার প্রতিষ্টা করতে হয়, সেই দিক দিয়ে উনার ভাবনা অন্য নাগরিকদের চেয়ে কোটী গুণে উন্নত হওয়া উচিত।
৩| ০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ৮:৪৬
সোহানী বলেছেন: গাজী ভাই, আপনি যেমন জানেন তেমনি আমি ও জানি কে এবং কারা তাদের পাঠাচ্ছে।
কিন্তু কোনভাবেই বছরের পর বছর ধরেও এটা বন্ধ হচ্ছে না। ফিলিপাইন সহ ভারত সকলেই সৈাদিতে মেয়েদের পাঠানো বন্ধ করেছে আর আমরা দিনের পর দিন ওদেরকে মৃত্যুকূপে ঠেলে ফেলছি। আসলে আমরা মেরুদন্ডহীন প্রাণী থেকে জেলিফিস হয়ে যাচ্ছি দিন দিন।
০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৭
চাঁদগাজী বলেছেন:
কারা পাঠাচ্ছে আমি ঠিক জানি না; তবে, স্পীকার, মতিয়া চৌধুরী ও প্রাইম মিনিষ্টারের জানার কথা।
৪| ০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১০:২০
আল ইফরান বলেছেন: আমার বিশ্বাস কখনোই হয় নাই, এইগুলা স্রেফ হত্যা।
আর কি ঘটছে সেখানে সেটা আমরা সবাই জানি ও বুঝি।
আমাদের সীমাহীন লোভের যূপকাষ্ঠে বলি হচ্ছে এই মানুষগুলোর জীবন।
আরবদেশে খাদ্দামা সাপ্লাই বন্ধ করে দেয়ার মত কূটনৈতিক দৃড়তা প্রদর্শনের শক্তিশালী অবস্থানে আমাদের সরকার নাই।
০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫২
চাঁদগাজী বলেছেন:
সরকার এ সব মেয়েদের দেশে চাকুরী দিতে পারে
৫| ০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কাজের জন্য দরিদ্র মেয়েদের সৌদিতে পাঠানোই ঠিক না। সবচেয়ে বেটার হয় দেশেই তাদের কাজের ব্যাবস্থা করে দেয়া। প্রধানমন্ত্রীর বুদ্ধি যে কবে বাড়বে!
০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৬
চাঁদগাজী বলেছেন:
সামান্য ৫০/৬০ হাজার মেয়েকে চাকুরী দিতে পারছেন না প্রাইম মিনিষ্টার ও সরকার, হতবাক হওয়ার মতো ব্যাপার; এরা নিজেরাই কাগজের তৈরি মানুষ!
৬| ০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৮
আখেনাটেন বলেছেন: না, বিশ্বাসের মতো যুক্তিসঙ্গত কোনো কারণ নেই। আরবীয় বর্বরদের হাতে নির্যাতন নতুন কিছু নয়। সামান্য কিছু রেমিটেন্সের আশায় বর্বরতায় আমরাও পিছিয়ে নেই।
তাদের ফিরিয়ে আনা, তাদেরকে দেশে চাকুরী দেয়া -- দেশে শিক্ষিত বেকারের সংখ্যা আকাশ ছুঁয়েছে। অশিক্ষিত বেকার কোটি। আর এসব অদক্ষ মানুষদের ফিরিয়ে এনে সরকার বাহাদুর কোথায় রাখবে?
আপনি বিদেশ থেকে বর্তমান গ্রামীন অর্থনীতির করুণ অবস্থা বুঝার অবস্থায় নেই বুঝা যাচ্ছে। মিডিয়াও এগুলোকে সঠিকভাবে তুলে ধরছে না। ৮০০ টাকা উৎপাদন খরচের ধান ৫০০ টাকায় বিক্রি করলে এদের বৌ-বাচ্চারা সৌদি শেখেদের ডেরায় যাবে না তো কি ঢাকাতে এসে ভিক্ষা করবে?
এডিপিতে ১০০ টাকা বরাদ্দ থাকলে ঢাকা, চট্টগ্রাম ও গোপালগঞ্জ পায় ৩৭ টাকা ৪০ পয়সা। অন্যদিকে মাগুরা, নড়াইল ও লক্ষ্মীপুর জেলায় বরাদ্দ সবচেয়ে কম, এডিপির মাত্র দশমিক শূন্য ৫ শতাংশ।
গোটা রংপুর বিভাগের চেয়ে (৩.১৩ শতাংশ) গোপালগঞ্জ জেলার(৫.৩৬ শতাংশ) এডিপি বরাদ্দ বেশি। ফলে রংপুরের দারিদ্র হার ২০১০ এ ৪২ শতাংশ থেকে ২০১৬ তে এসে বেড়ে ৪৭ শতাংশে ঠেকেছে।
এরূপ বৈষম্য হলে ভবিষ্যতে সৌদিতে নারীরা দলে দলে যেতে হবে এতে নিশ্চিত থাকুন।
০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৫
চাঁদগাজী বলেছেন:
ভীতিকর প্রেডিকশান
৭| ০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪১
রাজীব নুর বলেছেন: সৌদি আজও একটা বর্বর রাষ্ট্র।
নারীরা ওই দেশে খুব কষ্টে আছে। বিশেষ করে যারা বাসা বাড়িতে কাজে যায়। যুগ যুগ ধরে নারীরা অত্যাচারের শিকার হচ্ছে। সকালে ছেলে, রাতে বাপ। দালাল রা হাসপাতালের কথা বলে নারীদের কাজ দিচ্ছে শেখদের বাসায়।
সীমাহীন কষ্ট। শেখরা চাবুক দিয়ে মারে।
০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৭
চাঁদগাজী বলেছেন:
যারা আমাদের মেয়েদেরকে পরিবারের জন্য আয় করতে বাধ্য হয়ে আরব যেতে বাাধ্য করছে, তারা জাতির শত্রু
৮| ০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৩
রাজীব নুর বলেছেন: সৌদিতে আমার এক বন্ধু দীর্ঘ দিন ছিলো তার কাছ থেকে অনেক কিছু শুনেছি।
বাঙ্গালীদের ওরা মিসকিন বলে ডাকে। নামাজের সময় দোকানের শার্টার খোলা রাখলে সৌদি পুলিশরা এসে মারে। গালাগালি করে। খুব ভয়াবহ অবস্থা।
০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৭
চাঁদগাজী বলেছেন:
সরকার এই ভয়ংকর দেশে কাজ করতে পাঠাচ্ছে মেয়েদের
৯| ০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৪
রাজীব নুর বলেছেন: আপনাকে লম্বা সময় ব্লগে দেখিনি।
আমার একটা পোষ্ট আপনি মিস করেছেন। আশা করি পোষ্টটি পড়বেন।
০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৯
চাঁদগাজী বলেছেন:
নুরু সাহেব ব্লগে নিয়মিত হয়েছেন, আমি ছুটি নিচ্ছি; আপনার পোষ্ট বাদ যাবে না, পড়বো
১০| ০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাঘ বাগে পেলে মানুষ খাবে
এটা বাঘের চরিত্র। তাই যেনে শুনে
বাঘের সামনে যাবার ্দরকার কি?
ধুমপানে ক্ষতি, এ কথা সবার জানা
তার পরেও ধুমপান করলে দায় কার?
০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৯
চাঁদগাজী বলেছেন:
এই দেশে কোন রাজনীতিবিদ, বা শিক্ষক এর প্রতিাদ করেছে? সরকার ও আমদম বেপারীরা মিলে ক্রাইম করছে।
১১| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পুরুষরাই যেখানে বিদেশ যেতে ভয় পায়, সেখানে আমাদের মেয়েগুলিইবা দুঃসাহসী হয়ে উঠছে কেন?
০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১:০০
চাঁদগাজী বলেছেন:
মেয়েদেরকে ভুল তথ্য দিয়ে প্রতারিত করছে দালালেরা
১২| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৮
দ্যা প্রেসিডেন্ট বলেছেন: ১১ নং মন্তব্যের উত্তরে অনেক কিছু লুকিয়ে আছে। আমাদেরকে যেখানে সমাধান খোঁজার কথা সেখানেই তো সমাধান খোঁজতে হবে নাকি!
০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৪
চাঁদগাজী বলেছেন:
১১ নং মন্তব্য সঠিক নয়, গরীব মেয়েরা পরিবারের জন্য আয় করতে বাধ্য হচ্ছে
১৩| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৩
রাজীব নুর বলেছেন: প্রবাসী কল্যান মন্ত্রনালয়ের হিসাবে গত সাড়ে চার মাস ৪৯৪জন নারী নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন।
০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১০
চাঁদগাজী বলেছেন:
প্রবাসী কল্যান, নাকি 'অকাল্যান'?
১৪| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৫
কিরমানী লিটন বলেছেন: আমার মতে এই মুহুর্তে সৌদিরা সবচেয়ে পাষবিক জাতি। ওদের জন্য করুণা হয়। করুণা তাদের জন্যও - যারা জেনে বুঝেই আমাদের উপায়হীনতার সুযোগ নিয়ে মা- বোনদের যৌন দাসীতে পরিনত করলো। আপনাকে স্যালুট- এমন পোষ্টের জন্য।
শেখ এ শেখে মাসতুতু ভাই।
০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১০
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনার বৃহত্তম ভুল
১৫| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
যারা আমাদের মেয়েদেরকে পরিবারের জন্য আয় করতে বাধ্য হয়ে আরব যেতে বাাধ্য করছে, তারা জাতির শত্রু
এরকম জাতির শত্রুরা তো ভালোই আছে। এক কোটি টাকা দামের গাড়িতে চলছে। গ্রামের বাড়ি যাচ্ছে হেলিকাপ্টারে করে। বিনোদনের জন্য যাচ্ছে ইউরোপ। আর যারা তাদের বিরুদ্ধে কথা বলছে তাদের মিথ্যা মামলা দিয়ে পাঠাচ্ছে কারাগারে।
০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১২
চাঁদগাজী বলেছেন:
যারা মেয়ে বিক্রয় করে দামী গাড়ীতে চড়ছে, তারা একদিন সশ্রম কারাদন্ড ভোগ করবে।
১৬| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১:১১
হাসান কালবৈশাখী বলেছেন:
এই দু-চার বছরেই ১১৮ জন নারী শ্রমিকের লাশ এসেছে দেশে। সবাই মুসলিম।
তৌহিদি জনতা মিছিল বের করবে? সৌদি দূতাবাস ঘেরাও করবে?
এক কবি বলেছিলেন, আমাকে একটা বন্দুক দাও আমি বার্মা যাবো রোহিঙ্গা নির্জাতনের প্রতিশোধ নিতে...।
এক হুজুর তো গাট্টিবোচকা নিয়ে হন হন করে কাশ্মির হাটা দিছিলেন ,
কিছু ব্লগার/ফেবুকার বলেছিলেন, আর সহ্য করতে পারছিনা আল্লাহ! .. কাশ্মীরে যাবো বুকের রক্ত ঢালতে ...।
আর সেই মানবাধিকার কলাম লেখিকা - সিরিয়াতে আটকে পরা তরুণী, আইএস যোদ্ধাদের সেবায় বিছানা জেহাদে যেয়ে ৪ বাচ্চা জন্ম দিয়ে কষ্টে আছে, দেশে ফিরিতে দেয়া হচ্ছে না কেন? চোখের পানিতে বুক ভেসে যায় ...
এরা এখন কোথায়?
কিছু ইনিয়ে বিনিয়ে সরকারকে, গরিব মহিলাদের লোভকে, রিক্রুটিং এজেন্সিকে দোষারপ করছেন।
কাউকে দেখলামনা, সৌদিদের বিচারহীনতা নিয়ে প্রশ্ন করতে।
০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৫
চাঁদগাজী বলেছেন:
সৌদী তার নিজ নাগরিক, আমেরিকান রেসিডেন্ট সাংবাদিককে তুরস্কের এমবেসীতে টুকরো করার পর, আমেরিকা চুপ; আপনি বলছেন, সৌদীর বিচার চাইতে।
প্রাইম মিনিষ্টারের উচিত গরীব মেয়েদের জন্য চাকুরী সৃষ্টি করা।
১৭| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: সৌদি বর্বর রাস্ট্র। দালালদের খপ্পরে পড়ে 'সৌদি সম্পর্কে জানেন না' এমন দরিদ্র ফ্যামিলির নারীরা সৌদিতে কাজে যাচ্ছেন। গিয়ে নির্যাতনের শিকার হচ্ছেন।
০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৩
চাঁদগাজী বলেছেন:
গরীবের মেয়েদের পড়ানো হয়নি, এখন বিক্রয় করা হচ্ছে
১৮| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ২:১৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
মানুষ বিক্রি হচ্ছে বাংলাদেশ থেকে। এর থেকে বের হয়ে আসার কোনো পথ নেই (আপাতত)।
০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৪
চাঁদগাজী বলেছেন:
ঢাকায় বড় বড় পদে বসে আছে ক্রীতদাস বিক্রেতারা
১৯| ০১ লা নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দেশেই এদের কাজের ব্যবস্থা করা খুব ই কি অসম্ভব স্যার?
০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৫
চাঁদগাজী বলেছেন:
শুধু মাত্র বেকুবেরা চাকুরী সৃষ্টি করতে জানে না
২০| ০১ লা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
আরব দেশগুলো উগ্র বর্বর দেশ, আরব দেশকে গালী বা দোষারোপ করে লাভ নেই তাদের রক্তে মিশে আছে নোংরামী, মারপিট, হত্যা। বাংলাদেশ কোন দিকে কম? গৃহপরিচারিকা কি বাংলাদেশে নিগৃহিত হচ্ছেন না?
০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৪
চাঁদগাজী বলেছেন:
জাতি অদক্ষ, দেশের ভেতরে, প্রতিবেশীর মেয়েরা অন্য প্রতিবেশীর চাকরাণী; জাতি অদক্ষ, জাতযোর মেয়েরা আরবদের চাকরাণী
২১| ০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩১
নাহার জেনি বলেছেন: সৌদি হচ্ছে বর্বর রাষ্ট্র।
০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৫
চাঁদগাজী বলেছেন:
আমাদের অবস্হা কি?
২২| ০১ লা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭
জাহিদ হাসান বলেছেন: সৌদিতে গৃহকর্মী পাঠানো বন্ধ হোক।
০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৬
চাঁদগাজী বলেছেন:
কোন রাজনৈতিক দল, বা কোন ইউনিভারসিটি এই কথা বলছে না কিন্তু
২৩| ০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১:০৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সৌদি একটি পবিত্র রাষ্ট্র বলে ছোট বেলা জানতাম ।
মিডিয়ার কল্যানে একসময় জানলাম সে দেশের নারীরা নির্যাতিত ।
অতপর জানলাম সৌদি পুরুষরা এক নারী নিয়ে সন্তষ্ট নয় ,
এরপর দেখলাম, নারী গৃহকর্মী তাদের সম্পত্তি হিসাবে মনে করে,
এমনকি সৌদি নারী নিজ অত্যাচার থেকে বাচাঁর জন্য পুরুষের এধরনের কার্যক্রম
সমর্থন করে ।
.....................................................................................................
শ্রীলন্কা, ভারত, ফিলিপাইন , বাংলাদেশের নারী গৃহকর্মী সেখানে কাজ করে,
অত্যাচারটা বেশী হয় বাংলাদেশীদের উপর কারন তারা ইংরেজী বা আরবী জানেনা, ফলে প্রতিবাদ বা
যথাযথ অভিযোগ দায়ের করতে পারেনা । একসময় পত্রিকায় দেখেছি সরকার থেকে বলা হচ্ছে যে,
প্রত্যেক নারী কর্মীকে একটি করে মোবাইল দেয়া থাকবে যেন তাদের বিপদ হলে দুতবাস কে জানাবে,
তার নমুনা লাশ হয়ে ফেরত আসা ।
মুসলিম রাষ্ট্রর মধ্যে আজও সৌদিরা মরুভূমির একটা বর্বর রাষ্ট্র।
...................................................................................................................
সৌদিতে নারী গৃহকর্মী পাঠানো বন্ধ হোক !!!
০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৭
চাঁদগাজী বলেছেন:
ইহা প্রমাণ করে যে, বাংগালীরা পর্যাপ্ত শিক্ষিত ছিলো না।
২৪| ০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:০৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
যারা মেয়ে বিক্রয় করে দামী গাড়ীতে চড়ছে, তারা একদিন সশ্রম কারাদন্ড ভোগ করবে।
তারা তো বেশ ভালোই আছে।
০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১১:১২
চাঁদগাজী বলেছেন:
এখনো ভালো আছে, হয়তো আরো কিছুদিন ভালো থাকবে
২৫| ০২ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
দাসপ্রথা ছিলো - আছে - থাকবে। কারণ আমাদের দেশের মতো দেশ আছে যারা দাস সরবরাহ করবে। আর দাস কেনাবেচার বাজার উন্মুক্ত বিশ্ববাজার। ক্রিতদাসের সাথে তার মালিক যা ইচ্ছা তা করতে পারেন।
স্বাাধীন বাংলাদেশে গৃহপরিচারিকার জন্য কোনো আইন আছে? সংখ্যালঘুদের জন্য আইন আছে। কিন্তু কিন্তু গৃহপরিচারিকা সহ নিম্নব্ত্তি আয়ের মানুষের জন্য কোনো আইন নেই।
০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২২
চাঁদগাজী বলেছেন:
বাংগালী জাতি আধুনিক বিশ্বের সাথে চলতে পারছে না, দক্ষতা কম।
২৬| ০২ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্লগার নীলসাধু'র পোস্টে একই মন্তব্য করেছি -
নারী কর্মীদের পাঠানোর ব্যপারে দীর্ঘদিন ধরেই প্রবাসীরা নিষেধ করছে। তবুও ভিসা ব্যবসায়ীরা পাঠাচ্ছে। যে নারী যাচ্ছে তাকেই দায় নিতে হবে। কোন কিছু না জেনে না বুঝে প্রবাসে চলে গেলেই হল নাকি? যত অভাবই হোক অভিভাবক ছাড়া একজন অশিক্ষিত নারী কেন দেশের বাইরে যাবে?
পুরুষ কর্মীদের বেলাতেও লোভের কারণেই ঘটছে এসব। পাশের বাড়ির অমুক সৌদি গিয়ে বিল্ডিং করেছে বলে আমাকেও যেতে হবে। 'যে কোন চাকুরি' হলেই চলবে, 'সব কাজ করতে পারব' বলে গিয়ে কাজ করতে দিলে বলে আমার জমি আছে, আমরা সৈয়দ বংশ ইত্যাদি। বাংলাদেশীদের বিদেশ যাওয়ার লোভের কারণে ভিসা ব্যবসায়ীরাও ২০০০ রিয়ালের ভিসাকে ২০০০০ রিয়াল বানিয়েছে। কোন কাজ জানে না, ইংরেজি জানে না, চলতে ফিরতে ছোট লোকী কাজ করলে সৌদিরা তো ঘৃণা করবেই! আমাদের মতই ছোট পেশাতে থাকার পরও ভারতীয়, পাকিস্তানীদের কেন গালি দেয় না তাও ভেবে দেখা দরকার...
আমি ৭ বছরের মত ছিলাম সৌদি আরব। ভিন দেশে একটু আধটু জটিলতা থাকেই। লাখ লাখ বাংলাদেশী সুন্দর জীবন যাপন করছে সৌদি আরবে। ইসলাম ধর্মে বিশ্বাসী দের জন্য সৌদি আরব টাকা কামানো ও জমানোর জন্য আদর্শ জায়গা...
০৩ রা নভেম্বর, ২০১৯ ভোর ৪:২৭
চাঁদগাজী বলেছেন:
সৌদীর ব্যাপারে, অশিক্ষিত নারী শ্রমিকেরা কি ব্লগারের সমান বা কাছাকাছি জ্ঞান রাখেন?
২৭| ০২ রা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কোথায় যেন পড়লাম বেশি নারীকর্মী পাঠালে নাকি সে অনুপাতে পুরুষকর্মীদের ভিসা দেওয়া হয়। সরকারও লোভে পড়েছে। রেমিট্যান্সের লোভে। নিজেদের মান-মর্যাদার দিকে খেয়াল নেই।
আর পুরুষকর্মীরা তো প্রায়শই নিষেধ করছেন, তারপরও নারীরা বুঝতে পারছে না কেন কে জানে।
০৩ রা নভেম্বর, ২০১৯ ভোর ৪:২৯
চাঁদগাজী বলেছেন:
নারীরা বুঝতে পারছেন না, কারণ তাঁরা সামাুতে চাঁদগাজীর পোষ্ট পড়েন না।
২৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মানুষের বাসা বাড়িতে বুয়ার কাজ করা কোন সম্মান জনক বিষয় নয়। সরকার এ ব্যাপারে কোন চিন্তাভাবনা করে না।
বিদেশে মেয়েদেরকে কেন, পুরুষদেরকেও পাঠানো উচিত নয়। দেশের মানুষকে দেশেই কাজ দেয়া হোক।
২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪২
চাঁদগাজী বলেছেন:
পররাষ্ট্র মন্ত্রীটি মগজহীন, মুহিত ছিলো বলদ, উনার ভাই বানর
২৯| ০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৭:২১
নুরহোসেন নুর বলেছেন: সৌদির শেখরা অমানুষ,
হিংস্র হায়েনা সাথে নীরহ হরিণ থাকা উচিত নয়।
২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৬
চাঁদগাজী বলেছেন:
আরেকটা নতুন নবী আসতে হবে আরবে।
৩০| ০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:১২
খায়রুল আহসান বলেছেন: কাজের মেয়ে হিসেবে যেন আর কোন নারীকে মধ্যপ্রাচ্যে পাঠানো না হয়, সে দাবী জানাচ্ছি। যারা ইতোমধ্যে গিয়েছে, তাদেরকে ফিরিয়ে আনা হোক এবং তাদের জন্য কর্ম সংস্থান করা হোক।
২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৭
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা, রওশন ও স্পীকার শিরীন পুরোপুরো নারী নন, মনে হচ্ছে।
৩১| ০৯ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৫
ধ্রুবক আলো বলেছেন: গাজী ভাই আপনার প্রথম কমেন্টের প্রতিউত্তরে আমি একটু বলি, উনি আসলে বুদ্ধি হারান নাই উনি ক্ষমতা পেয়ে সেন্স হারিয়ে ফেলেছেন। উনি ব্যস্ত কিভাবে জনগণ কে আই ওয়াশ দেয়া যায়।
২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৮
চাঁদগাজী বলেছেন:
উনার মগজ বরাবরই কম ছিলো
৩২| ০৯ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২০
ধ্রুবক আলো বলেছেন: সৌদির চেয়ে বাঙ্গালি আরো বর্বর! গতকাল নিউজ দেখলাম, নিখোঁজ এক স্কুল ছাত্রীর লাশ ডোবায় ভেসে উঠেছে। এর চেয়ে বর্বর আর কি হতে পারে? এরকম প্রতি নিয়ত ঘটছেই। আমাদের নিজেদের দেশই আমরা ঠিক করতে পারলাম না। আফসোস।
কাজের জন্য একজন নারীকে দেশ ছেরে সৌদি কেন যেতে হবে? ঘটনা তো এমন প্রথম ঘটে নাই! তাহলে; সেখানে কেন যেতে হবে?? আমার এই প্রশ্নের উত্তর কে দিবে??
২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৪
চাঁদগাজী বলেছেন:
এটা সরকার নয়, এটা দাস-ব্যবসায়ী
৩৩| ১০ ই নভেম্বর, ২০১৯ রাত ১:২২
পুরান লোক নতুন ভাবে বলেছেন: তরল!!
২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৫১
চাঁদগাজী বলেছেন:
গরল
৩৪| ১১ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৫
খাঁজা বাবা বলেছেন: এ আমাদের সরকার এ বিষয়ে জানে না কেন?
শেখ হাসিনা কেন জানেন না?
১১ সাল থেকেই বেশ কিছু সংগঠন এ ব্যপারে সোচ্চার, তবুও কেন সরকার উপলব্ধি করতে পারে নাই?
এখনো কি আদৌ সরকার এর ভয়াবহতা উপলব্ধি করতে পেরেছে?
এ দায় কি সরকার এড়াতে পারে?
এ দায় কার?
২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৫২
চাঁদগাজী বলেছেন:
এটা সরকার নয়, এরা দাস-ব্যবসায়ী
৩৫| ১৩ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫
নতুন বাঙ্গাল বলেছেন: আপনি কি ভাল আছেন ? সুস্থ আছেন ? আপনাকে দেখছি না কেন ?
২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৫০
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, আমি মোটামুটিভাবে অসুস্হ, চিকিৎসা চলছে; ৭০ বছরে মেয়াদ উর্তীর্ণ হয়ে গেছি, মনে হয়
৩৬| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আজকের পত্রিকায় দেখলাম, পররাষ্ট্র মন্ত্রী মহোদয় বলেছেন, বিদেশে চাকরি করার সুযোগ নারীদের অধিকার । এই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে না। তবে দেশে চাকরি পাওয়ার সুযোগ নারীদের অধিকার কিনা সে ব্যাপারে মন্ত্রী কোন মন্তব্য করেননি। এই বিষয়ে আপনার সুচিন্তিত মতামত প্রত্যাশা করছি।
২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৫১
চাঁদগাজী বলেছেন:
উনি বলদের ভাই
৩৭| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ২:২০
ল বলেছেন: আশাকরি ভালো আছেন....
২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৫
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, মোটামুটিভাবে অসুস্হ, সুস্হ হয়ে যাবো, আশা করছি
৩৮| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ২:৫৩
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: গাজী ভাই , আপনি কি ভাল আছেন ?
২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৪৪
চাঁদগাজী বলেছেন:
কিছুটা অসুস্হ, চিকিৎসা চলছে; ভালো হয়ে যাবো; আপনাকে ধন্যবাদ
৩৯| ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:০৭
ঢাবিয়ান বলেছেন: স্বাগতম ব্লগে। ভাল লাগলো আপনাকে ব্লগে আবার আগের মত সক্রিয় হতে দেখে।আপনার অবর্তমানে আপনাকে নিয়ে মোটামোটি একটা ঘুর্নিঝড় বয়ে গেছে ব্লগে। আপনার শারিরিক সুস্থতা কামনা করছি।
২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:১০
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ ঢাবিয়ান, বয়স একটা সমস্যা হয়ে গেছে, মনে হচ্ছে!
যাঁরা আমাকে স্মারণ করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা রলো।
৪০| ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনাকে দেখে ভালো লাগছে। শুভকামনা রইলো।
২২ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:৫৯
চাঁদগাজী বলেছেন:
শুভেচ্ছা রলো
৪১| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৭
কাওসার চৌধুরী বলেছেন:
আপনি ফিরেছেন, এতেই খুশি। গত কয়দিন খুব টেনশনে ছিলাম। নিজের প্রতি খেয়াল রাখবেন। এবার নিয়মিত আপনাকে ব্লগে পাব আশা করছি। লিখুন মনের আনন্দে।
২২ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:৫৮
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, আছি আপনাদের সনে।
৪২| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ৩:২১
সোহানী বলেছেন: আপনাকে দেখে যারপরনাই ভালো লাগছে।
সবাই যাই বলুক আসলে ব্লগ একটা ভালোবাসার সুতোয় বাধাঁ আমি আপন সবাই……...
২২ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:৫৭
চাঁদগাজী বলেছেন:
সঠিক,ব্লগে আমরা সবাই পরস্পরের সাথে ভালোবাসার সুতোয় বাঁধা, ধন্যবাদ
৪৩| ২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: চাঁদ গাজী অভিনন্দন সুস্বাগতম । আপনার প্রত্যাবর্তনে আমরা আনন্দিত।
২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:১১
চাঁদগাজী বলেছেন:
ধন্যবাদ, আছি আপনাদের সাথে
৪৪| ২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:০০
এলিয়ানা সিম্পসন বলেছেন: কি হয়েছে?
২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:১০
চাঁদগাজী বলেছেন:
পেনক্রিয়াস থেকে সিক্রেশান নাকি ঠিক মতো হচ্ছে না। আমি তো আপনার কথা ভুলে গেছি, আপনাকে জানানোর দরকার ছিলো
৪৫| ২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৫
এলিয়ানা সিম্পসন বলেছেন: I am really sorry to hear that. If you ever want to talk to me, let me know.
আর ৭০ বছর খুব একটা বয়স না। Be strong and keep taking care of yourself.
২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:০১
চাঁদগাজী বলেছেন:
৭০'এ এসে হঠাৎ ভয়ংকর বিপর্যয়; যাক, আপনার কথাই ঠিক, ৭০ তেমন কিছু না।
৪৬| ০১ লা ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:৪৮
মিরোরডডল বলেছেন: সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবই জানে । কিন্তু তারা জেগে ঘুমায় ।
কারণ এখানে তাদের স্বার্থ জড়িত ।
আর যে মানুষগুলো যাচ্ছে তাদের অধিকাংশই অনভিজ্ঞ এবং অল্পশিক্ষিত ।
ভালো মন্দ বোঝার সেন্স তাদের নেই । ফাইনান্সিয়াল সিকিউরিটির আশায় তারা এমন এক জায়গায় যাচ্ছে যেখানে তাদের সামাজিক নিরাপত্তা নেই, জীবনের নিরাপত্তা নেই ।
প্রথমত তাদের শিক্ষার ব্যাবস্থা করতে হবে ।
পরবর্তী তে তাদের কর্মসংস্থানের ব্যাবস্থা করতে হবে । দেশের বাইরে গিয়ে যেন তাদের বলির স্বীকার হতে না হয় ।
এ দায়িত্ত সরকারের, পরিবারের, সমাজের আমাদের সবার ।
সবার আগে আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন ।
শুধু দেশের বাইরে না, আমাদের দেশের মধ্যেও দরিদ্র এই মানুষগুলো প্রতিনিয়ত ভিকটিম হচ্ছে ।
দারিদ্রতা একটা অভিশাপ । যে ছেলেটা বা মেয়েটা দরিদ্র ঘরে জন্ম নিচ্ছে, এটা তার দুর্ভাগ্য ।
কিন্তু আমরা সমাজ তাকে যা দিচ্ছি এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করতে শিখিনি ।
০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৬
চাঁদগাজী বলেছেন:
আমাদের প্রশাসন সম্পদ উৎপাদন না করে, অন্যদের উৎপাদিত সম্পদের উপর বেঁচে আছে।
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ৭:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: শালারা অমানুষ, ওদের এই অমানুষতা দূর করার জন্যই নবী পাঠিয়েছিলেন, কিন্তু ওরা আজো শোধরায় নাই।