নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ভোট সমস্যার বদনাম কিভাবে ঘুচবে, সমাধান কিভাবে হবে?

২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৪



ঢাকার মেয়র ভোটে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হবে; তখন শুরু হবে ভোট নিয়ে সমস্যার কথা: ভোট আগেই বাক্সে ঢুকানো হয়েছে, অন্যেরা সীল মেরেছে, ভোট দিতে দেয়নি, রিপ্রেজেন্টটেটিভদের বের করে দিয়েছে, এভিম'এ রেজাল্ট বদলায়েছে; সবকিছু শেখ হাসিনার দিকে ধাবিত হবে। ২/১ সপ্তাহ মিডিয়ায় ম্যাঁওপ্যাঁও হবে, তারপর থেমে যাবে! নাকি এবার বিপ্লব হবে? যাই ঘটুক, দিনের শেষে বদনামটা শেষ হাসিনার ঘাঁড়ে যাবে।

ভোট সম্পর্কে যত সব অভিযোগ আসছে, সবকিছু শেখ হাসিনার দিকে যাচ্ছে; কারণ, সবাই জানেন যে, আওয়ামী লীগে যা হচ্ছে, আওয়ামী লীগ যা করছে, সবকিছু উনিই করছেন। বিএনপি-জামাতের কথা বাদ দিলেও, সাধারণ মানুষ কিন্তু ভোট নিয়ে অভিযোগ করছেন; এমন কি আওয়ামী লীগের কিছু মানুষ ভোট নিয়ে অভিযোগ করছেন; কারণ, এঁরা দেশের জন্য চিন্তিত।

ভোটের এই অবস্হা কিভাবে ও কখন শুরু হয়েছে, সেটা এখন গৌণ, মানুষ বর্তমান নিয়ে ভাবছেন; সেই অনুসারে, ইহার সমাধান করার দায়িত্ব শেখ হাসিনার উপর; এবং ঢাকার মেয়র ভোট উনার জন্য একটা সুযোগ; ঢাকার মেয়র আওয়ামী লীগ বা বিএনপি থেকে হলে, উনার কিছু আসে যায় না; ফলে, ঢাকার মেয়র ভোটে কোনভাবে হস্তক্ষেপ না করে, মানুষকে ভোট দিতে দিলে, উনি ঢাকার মানুষকে বুঝতে পারবেন। উনি যদি মনে করেন ঢাকার উপর কন্ট্রোল রাখার দরকার, তা'হলে, কাউন্সিলারগুলোকে জয়ী করার জন্য চেষ্টা করতে পারেন।

ঢাকার মেয়র ভোট যদি অবাধ হয়, আওয়ামী লীগের জয় হবে। যেহেতু আওয়ামী লীগ ভালো প্রার্থী দেয়নি, পরাজয়ের কিছুটা সম্ভাবনা থাকতে পারে, পরাজিত হলেও অসুবিধা হবে না; কিন্তু মানুষের মনোভাব বদলে যাবে, শেখ হাসিনার জন্য বিশাল বিজয় হবে। যেহেতু বিএনপি-জামাতের প্রার্থীরাও খারাপ, আওয়ামী লীগের পরাজয়ের সম্ভাবনা আসলে নেই বললেই চলে; মানুষ কোন অবস্হায় আওয়ামী লীগের সরকারের আমলে বিএনপি'র লিলিপুটিয়ানদের ভোট দেবেন না, আওয়ামী লীগের ২ পিগমীকেই ভোট দেবেন।

শেখ হাসিনা যা চেয়েছিলেন, তা ঘটেছে; এখন উনাকে উনার লিগ্যাসীর দিকে খেয়াল দিতে হবে; ভোট সমস্যার সমাধান করা ও মানুষের আসল মনোভাব বুঝার জন্য এই ধরণের ছোট ভোটই আসল সুযোগ। এই ধরণের ভোটে কে জয়ী হলো, সেটা কোনভাবে উনার জন্য সমস্যা হওয়ার কথা নয়।

ভোট সমস্যার সমাধান একদিন হবেই হবে; তবে, সেটা যদি শেখ হাসিনার হাতে না হয়ে, অন্য কারো হাতে হয়, তখন শেখ হাসিনা সম্পর্কে মানুষের ধারণা কি হবে? ভয়ংকর কিছু হবে।

মন্তব্য ৮৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮৩) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:০০

একাল-সেকাল বলেছেন:
সরকারের সদিচ্ছাই একমাত্র বাহ্যিক সমাধান।
অন্তর্নিহিত সমাধান হচ্ছে ঈশ্বরের হস্তক্ষেপ।

২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:০৯

চাঁদগাজী বলেছেন:


সমস্যা সমাধানে মানুষ ঈশ্বর থেকে বেশী দক্ষ।

২| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৬

একাল-সেকাল বলেছেন:
সরকারের সদিচ্ছাই একমাত্র () সমাধান। আপনার সম্মানে বাহ্যিক টা কেটে দিলাম

২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২২

চাঁদগাজী বলেছেন:



ব্লগিং করলে ক্রমেই বুদ্ধি বাড়ে

৩| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৭

রাজীব নুর বলেছেন: আমি চাই এই শহরের পরিবর্তন হোক। খুব হোক।
যোগ্য ও দক্ষ লোক আসুক। সৎ লোক আসুক। পরিশ্রমী লোক আসুক।
নির্বাচন সুন্দরভাবে হবে না। নো নেভার।

২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৪

চাঁদগাজী বলেছেন:



ঢাকা শহরকে দুষ্ট বাংগালীরা যেখানে নিয়েছে, সেখান থেকে কেহ উহাকে আর নগর বানাতে পারবে না, উহা আসলে সমস্যায় পরিণত হয়েছে।

৪| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এতো ছোট শহরের তিন থেকে চার কোটি লোক বসবাস করে ।
এটা কোন কাজের কথা নয়।
ঢাকার জনসংখ্যা নিয়ন্ত্রণ করা ছিল এক সময় এর অতি গুরুত্বপূর্ণ কাজ । সেই কাজ কেউই করেনি।

২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:


ঢাকায় দেশের অন্য এলাকার মতো বেশী সন্তান জন্ম নেয় না, ঢাকাবাসী ব্যস্ত; ব্লগার রাজীবের ১টি মাত্র মেয়ে; ঢাকাতে মানুষ আসে বাহির থেকে।

৫| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩০

একাল-সেকাল বলেছেন:
ছিলাম বোকা, হইলাম বুদ্ধিমান।
অবশেষে বুঝিলাম,
"ঢাকা সমস্যায় ঢাকা"

২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:



আমার পোষ্ট পড়বেন, বুদ্ধির অভাব হবে না।

৬| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ঢাকায় দেশের অন্য এলাকার মতো বেশী সন্তান জন্ম নেয় না, ঢাকাবাসী ব্যস্ত; ব্লগার রাজীবের ১টি মাত্র মেয়ে; ঢাকাতে মানুষ আসে বাহির থেকে।

ব্লগার রাজীব নূর বেকার মানুষ । বেকার ও বোকা মানুষ বলে তো একটা । বেকার না হলে তার ও তিন চারটা থাকতো।

২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪২

চাঁদগাজী বলেছেন:



মানুষ বেকার থাকলে বউ'এর আশেপাশে ঘুরার সময় বেশী পাবার কথা

৭| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৪

একাল-সেকাল বলেছেন:
বুদ্ধির সাথে পাল্লা দিয়ে সমস্যাও যে বেড়ে যাবে ব্রাদার !
"সমস্যা সমাধানে মানুষ ঈশ্বর থেকে বেশী দক্ষ।" অস্ট্রেলিয়ার টানা ৪ মাসের আগুন বৃষ্টি তে নিভল, আর মানুষের হাতে ক্ষমতা আসলে ৩০ তারিখের ভোট ২৯ তারিখে দিয়ে সমস্যা সৃষ্টি করে।

২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫১

চাঁদগাজী বলেছেন:


ঈশ্বকে বড় করেছেন মানুষ; ঈশ্বরকে নিয়ে জিলিয়ন জিলিয়ন পৃষ্টা লিখেছেন মানুষ; এত পাতা যদি ঈশ্বরকে নিজে লিখতে হতো, উনি কাপুত হয়ে যেতেন।

৮| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মানুষ বেকার থাকলে বউ'এর আশেপাশে ঘুরার সময় বেশী পাবার কথা।


তাঁকে তো বেশির ভাগ সময় দেখি রাস্তায় রাস্তায় ঘুরতে আর ফুটপাতের দোকানে বসে ধূলা মাখা কাপে চা খেতে । বউয়ের পাশে ঘুরঘুর করার মতো এমন সময় আছে বলে মনে হয় নাই।

২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:


ঢাকার বাকীদের অবস্হা আরো অনেক অনেক খারাপ, রাস্তার গাড়াীতে সময় চলে যায়, ঘরে এলে বউকে গালি দিয়ে, কিছু খেয়ে ঘুমে ঢলে পড়ে; রাজীব ঢাকার, তথা বাংলাদেশের ধনী ও বুদ্ধিমান বেকারদের ১ জন।

২০ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:



রাজীব সুখী বেকার, সুরভীকে হয়তো শেখ হাসিনাও চেনেন।

৯| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১৩

হাবিব বলেছেন: সাধারণ মানুষ ভোট নিয়ে চিন্তা করেনা। কোন মতে খেয়ে পড়ে বাঁচার চিন্তা করে। তারা ভাবে, "আমি আর টুনির মা ভাল থাকলেই হইলো। ভোট নিয়ে আমরা কি করুম।"

২০ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:২০

চাঁদগাজী বলেছেন:


এই জন্য বিশ্বে ৩য় বিশ্বও আছে।

১০| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১৬

অখ্যাত নবাব বলেছেন: "সমস্যা সমাধানে মানুষ ঈশ্বর থেকেও বেশী দক্ষ" মানুষ যখন নিজেকে ঈশ্বরের চাইতেও বেশী দক্ষভাবে তখন তো সমস্যা হবে।
আমি মনে করি! আপনি নিজেই একটা সমস্যা। আপনি আবার কিসের সমাধান দিবেন?

২০ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১৯

চাঁদগাজী বলেছেন:



আমি আপনার জন্য কোন কিছুর সমাধন দিচ্ছি না; আপনাদের মতো লোকের সব সমস্যার সমাধান দেবে তালেবানরা।

১১| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৯

অখ্যাত নবাব বলেছেন: তাহলে আপনি তথাকথিত নাস্তিকদের জন্যেই সমাধান দিচ্ছেন! তাই নয়?
আপনার মাথা সুস্থ থাকলে তো ঈশ্বরের চাইতে কাউকে বড় করতেন না।

২০ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


আমি যা বলছি, সেটা আপনার পক্ষে বুঝা কঠিন হবে, আপনি মক্তবের মোল্লাদের কথা হজে বুঝতে পারবেন। মানুষই ঈশ্বরকে বড় করেছেন।

১২| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৪০

একাল-সেকাল বলেছেন:
আমাদের নির্বাচন কমিশন মানুষের চাইতেও দক্ষ ।

সরস্বতী পুজার কারনে ৩০ তারিখের নির্বাচন পেছাতে গিয়ে পরীক্ষা পেছাতে হল। পুরাই আওলা ঝাউলা। গ্রিন ঢাকা উপহার দেয়ার আগেই পলিথিনে মোড়ানো পোস্টার দিয়ে ঢাকা কে ঢেকে দিয়েছে, শীতের সূর্য ফ্লাই ওভার আর পোস্টারের কল্যাণে এখন আর মাটিতে পরেনা। ঈশ্বরের দেয়া সূর্য সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ বাঁচায়। ভিটামিন ডি মানব দেহের সুস্থতা দেয়।

ঈশ্বর কে মানুষের মত লিখে রাখতে হয়না বলেই তিনি ঈশ্বর।

২০ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:


নির্বাচন কমিশনের অনড় থাকার দরকার ছিলো; ধর্ম পালনের জন্য রাষ্ট্রের পদক্ষেপ বদলানোর দরকার ছিলো না। ঈশ্বর কি করেন, সেটা তিনি বলেননি, মানুষই ঈশ্বরের সকল কর্মকান্ডের ফিরিস্তি লিখেছেন।

১৩| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:০১

অখ্যাত নবাব বলেছেন: আপনার কথা ও উদেশ্য সকলেই বুঝতে পারে।
ইনিয়ে-বিনিয়ে কি বলতে চান, এটা কথার ধরণ দেখলেই বুঝতে পারে।
এবং আপনি নিজেকে মহাজ্ঞানী ভাবেন। যেই আপনার বিরুদ্ধে যাবে তাকেই মোল্লা, রাজাকার এবং জঙ্গী বলে সম্বোধন করে থাকেন।। যেনো আপনার মত মেনে নেয়।

২০ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৪৫

চাঁদগাজী বলেছেন:



ব্লগারেরা বুদ্ধিমান, আমি কি করছি, আপনি কি করছেন, ব্লগারেরা বুঝেন; সেজন্যই আপনার লেখার তেমন পাঠক নেই এখন; আস্তে আস্তে তালেবান পাঠক পাবেন।

১৪| ২০ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৩৮

হাবিব ইমরান বলেছেন:

নির্বাচন কমিশনকে শক্তিশালী নির্দলীয় প্রতিষ্ঠান হতে হবে আর প্রশাসনকে হতে হবে দেশপ্রেমিক, এ দুটি প্রতিষ্ঠান কাজ করবে দেশের জন্য। কিন্তু বর্তমানে এরা দলপ্রেমিক হওয়ার কারণেই এখন এ সমস্যা। আমলাতান্ত্রিক জটিলতা আছে জানি, কিন্তু দলকেন্দ্রিক আমলাতান্ত্রিকতাই বর্তমান সমস্যার জন্য অনেকাংশে দায়ী।

প্রশাসকরা কেন রাজনীতি করবে?
এরা রাজনীতি করলে প্রতিপক্ষ রাজনীতিবিদরা সবসময় শত্রু থাকবে, আর চিরকাল এরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে। এ কথাটা সব দলের জন্যই প্রযোজ্য।

২০ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৪৪

চাঁদগাজী বলেছেন:




১৯৭৫ সালে, অরাজনৈতিক প্রতিষ্ঠান, "মিলিটারী" রাজনীতি দখল করার পর, প্রশাসনে রাজনীতিতে চলে এসেছে; এখন উহাকে রাজনীতিমুক্ত করা, ও মানুষকে তাদের ভোটাধিকার ফেরত দেয়ার ভার পড়েছে শেখ হাসিনার উপর।

১৫| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:০৫

হাবিব ইমরান বলেছেন:

"মিলিটারী" রাজনীতি দখল করার পর, প্রশাসনে রাজনীতিতে চলে এসেছে; এখন উহাকে রাজনীতিমুক্ত করা, ও মানুষকে তাদের ভোটাধিকার ফেরত দেয়ার ভার পড়েছে শেখ হাসিনার উপর।
অনেক বড় চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী মোকাবেলা করতে হবে। দেখা যাক কি হয়।

কিন্তু বাংলাদেশের মত গরীব দেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা মানায় না। কারণ এদেশে জনগণ কর্তৃক সরকারি স্থাপনা ধ্বংস করা হয়, জ্বালিয়ে দেয়া হয়, রাস্তা কেটে ফেলা হয়। যে দেশের জনগণ এরকম নিজের অধিকার কী, করণীয় কী, এ সম্বন্ধে অসতর্ক সে দেশে গণতন্ত্র একটা বিলাসিতা। কারণ, কিছুদিন পর হাজার কোটি টাকার প্রজেক্ট জনগণই ধ্বংস করে ফেলবে জানার পরেও নতুন নতুন প্রজেক্ট বাস্তবায়ন করা বিলাসিতা বৈকি।

এখন প্রধানমন্ত্রীর উচিৎ, নির্বাচন ব্যবস্থা তুলে দিয়ে নির্দলীয় রাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। অশিক্ষিত, অসচেতন ভেঁড়ার পালের ভোটের প্রয়োজন রাষ্ট্রের নেই। সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থাও উত্তম সমাধান হতে পারে, মাইরের উপরও ওষুধ নাই।

দেশের বিরতিহীন উন্নয়নের জন্য হলেও পঞ্চাশ বছরের জন্য বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা তুলে দিয়ে রাজনীতি নিষিদ্ধ করা চাই। হয়তো এতে মানবাধিকার কিছুটা লঙ্ঘন হবে, কিন্তু সেটা বৃহত্তর স্বার্থেই হবে। ত্যাগী না হলে দেশ আগাবে না। মুক্তিযুদ্ধও কিন্তু ত্যাগেরই উদাহরণ।

২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:০৮

চাঁদগাজী বলেছেন:



আপনি বলেছেন, "এখন প্রধানমন্ত্রীর উচিৎ, নির্বাচন ব্যবস্থা তুলে দিয়ে নির্দলীয় রাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। "

-জোক, নাকি আপনার ভাবনা?

১৬| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:২১

হাবিব ইমরান বলেছেন:

"এখন প্রধানমন্ত্রীর উচিৎ, নির্বাচন ব্যবস্থা তুলে দিয়ে নির্দলীয় রাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা।"

আপনি বলেছেন, -জোক, নাকি আপনার ভাবনা?

এটা আমার ভাবনা।
কারণ, এদেশ গণতন্ত্রের সুফল এখনো ভোগ করতে পারেনি। এদেশের জনগণ ভবিষ্যতে শিক্ষিত না হলে সামনেও পারবে না। প্রয়োজনে আমার কথাটা লিখে রাখতে পারেন।

২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৩১

চাঁদগাজী বলেছেন:


আপনার ভাবনাটা সঠিক নয়। মানব সভ্যতা পেছেন দিকে যেতে পারে আফগানিস্তান, সোদী, জর্ডানে; বাংলাদেশে ইহা অসমভব। বর্তমানে বাংগালীদের যেই জনসংখ্যা-সংমিশ্রণ, ইহাতে গণতান্ন্ত্রিক সরকার হলে, ইহা একটি ভালো জাতিতে পরিণত হবে।

১৭| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৫৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম দেখা যাক কি হয় ।

২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১:৩৯

চাঁদগাজী বলেছেন:



উনি বুঝতেছেন না, উনার ভয়ংকর বদনাম হয়ে গেছে।

১৮| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১:২৫

অখ্যাত নবাব বলেছেন: ফেসবুক/ইউটিউবে হিরো আলমের ভিডিওর নিচেও হাজার হাজার কমেন্ট পরে। তাই বলে সবাই কিন্তু কিন্তু হিরো আলমের ভিডিও তে মুগ্ধ হয়ে কমেন্ট করতে আসে না।

আর আমি নিজেকে এখানে পাঠক কামাই করতে আসি নাই। আসছি! আপনার মত আজে-বাজে ও ভিত্তিহীন ব্লগারদের লেখার সঠিক জবাব দিতে।

২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১:৩৭

চাঁদগাজী বলেছেন:



আপনি আসছেন, আপনি চলেও যাবেন, মাঝখানে কয়েকদিন ল্যাদাইবেন।

১৯| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ২:৪২

অখ্যাত নবাব বলেছেন: হা হা হা হা

২১ শে জানুয়ারি, ২০২০ রাত ২:৪৯

চাঁদগাজী বলেছেন:


"মাঝখানে কয়েকদিন ল্যাদাইবেন", কথাটা লিখে আমি নিজেই হাসছিলাম, আসলেই ফাণি

২০| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ৩:২২

হাসান কালবৈশাখী বলেছেন:
গত দশ বছরে বিশ্বব্যাপি ভোটদান প্রবনতা কমে আসছে।

২১ শে জানুয়ারি, ২০২০ ভোর ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের মানুষের একটি মাত্র সাধ, ভোট দেয়া; এরা সরকারের কাছে অন্য কিছু চাহে না

২১| ২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৭:১৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: গভীর রাতে ভোট দিয়ে জনগণকে চরম অসম্মান করার চাইতে বড়ো বদনাম আর কি হতে পারে ? আপনি বা আমি বিএনপি-জামাত বা আলীগকে অপছন্দ করতে পারি, কিন্তু সংখ্যাগরিষ্ট জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে এটা মানার মতো জনগণের প্রতি নূন্যতম সৌজন্য বা শ্রদ্ধাবোধ না থাকলে কোনো সরকারকেই জনগণ ভালো বলে না |

২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:২৩

চাঁদগাজী বলেছেন:




উনার হাতে ক্ষমতা থাকতে উনাকে ভোটের বদনাম ঘুচাতে হবে, না হয়, উনার সব সুনাম মুছে যাবে।

২২| ২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৭:৫৬

মোঃ ইকবাল ২৭ বলেছেন: ভোটের স্বাদ চলে গেছে বহু আগে। মানুষ এখন আর এসবের খবর টবর রাখে টাখে না।

২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:০০

চাঁদগাজী বলেছেন:


আমাদের মানুষেরা বিশ্বের অন্যদের তুলনায় পেছনে পড়ে গেছে, বেশী পেছনে পড়ে গেছে।

২৩| ২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৩৫

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: হাসিনা এখন যতই সুষ্ট নির্বাচন দেক তাতে লাভ হবে বলে মনে হচ্ছে না। কারন মানুষের মাথায় এটা পুরোপুরিভাবে গেঁথে গেছে, আম্লিগ যতদিন আছে ততদিন কোন ভোট হবে না। তাই পাবলিক এখন আর ভোট দিতেই যায়না। কেবল মাত্র যারা কট্টোর আম্লিগ এবং কট্টোর বিম্পি তারাই কেবল ভোট কেন্দ্রে যায়। সাধারন পাবলিকের মধ্যে হয়তো খুব আশাবাদি দুই-তিনজন যায়। খেয়াল করলেই দেখবেন বর্তমানে ২০% -২৫% এর বেশী ভোট কাস্টই হয় না।

২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৫

চাঁদগাজী বলেছেন:




মানুষ কেন এই ধরণের প্রার্থীদের ভোট দিতে যাবে? ২ দলই চোর-ডাকাতদের নমিনেশন দেয়। তারিথ, ইশরাক পরাজিত হলে, কেহ সমবেদনা প্রকাশ করবে? আতিক, তাপস জয়ী হলে, কেহ সুনাম করবে?

২৪| ২১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৬

খাঁজা বাবা বলেছেন: নির্বাচনের ১০ দিন আগে বিরোধী দলের এক প্রার্থী পোষ্টার লাগিয়েছিল, তাও ওরা ছিড়ে ফেলেছে।
এটা কি নির্বাচন মনে হয় আপনার কাছে?
এই নির্বাচন নিয়ে ভোটারদের কোন আগ্রহ নেই।

২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৮

চাঁদগাজী বলেছেন:



এগুলো ভালো জাতির নির্বাচন নয়, এই ধরণের নির্বাচন করে জাতি মানসন্মান হারিয়েছে
নির্বাচন এতটুকু আসতে সময় লেগেছে, শুরুটটা দেখা যায়?

২৫| ২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫২

হাসান রাজু বলেছেন: আপনি পারেন ও । আপনার নেত্রি যেমন, আপনিও তেমন ।
ভোট বদনাম থেকে বাচতে নাটক করে বেড়াবেন হাসিনা । আর নাটক রচনার মহা আজাইরা টেনশনে ভুগবেন চাঁদগাজী সাহেব ।
পরবর্তী দৃশ্য-
১। হাসিনা, উনি উনার নিজের খেল খেলবেন ।
২। চাঁদগাজী সেই খেলের সমালোচনা করে প্রচুর পোস্ট সাপ্লাই দিবেন। দেশের অবস্থা ১২টা ১৪ টা বেজে যাচ্ছে এমন আতংক মার্কা পোস্ট আসবে কয়টা । ৩। কিছুদিন পর অন্য কোন প্রসঙ্গের পোস্টে হাসিনার সেই খেলের গুণগান গাইতে গাইতে মুখের ফেনা তুলে ফেলবেন হাসিনা বন্দনায় ।

২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৩

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা, বেগম জিয়া, তারেক জিয়া, এই ৩ জনের মাঝে আমার ভাবনার বেশী মিল কার সাথে হওয়ার কথা?

২৬| ২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ভোট নিয়ে তেমন মাথা ব্যথা নেই। ভোট উপলক্ষ্যে যে একদিন ছুটি পাচ্ছি সেটাই একটা চরম সুখ সংবাদ। বর্তমান প্রেক্ষাপটে এটাই বাস্তবতা। দুঃখজনক হলেও। :(

২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা মানুষ থেকে সেটাই চাচ্ছে।

২৭| ২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৭

রুমী ইয়াসমীন বলেছেন: কোনো বদনামই এখন আর শেখ হাসিনার গায়ে লাগে না। মনে মনে ভাবি ওনার গায়ের চামড়া গন্ডারের মতন হয়ে গেল নাকি!!!
যাই হোক ভোটে যে দলের প্রার্থী নির্বাচিত হোন না কেন ঢাকা শহরের অবস্থা যে লাউ সেই কদু-ই থাকবে!

২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪১

চাঁদগাজী বলেছেন:



ঢাকা শহর হলো, জাতির প্রতিচ্ছবি।

শেখ হাসিনার সকল চেষ্টা হলো, উনার পরিবারের হত্যাকে যারা সাপোর্ট করেছে, তাদেরকে শাস্তি দেয়া; দেশ গৌণ

২৮| ২১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২১

কাবিল বলেছেন: ভয়ংকর কিছু হতে বাচতে হলে এখনই সমাধান দকার। আপনার চোখের অবস্থা এখন কেমন?

২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩২

চাঁদগাজী বলেছেন:



চোখের অবস্হা একটু ভালো, ধন্যবাদ।

ভোট সমস্যা শুরু হয়েছে রাইফেল নিয়ে ক্ষমতা দখলের পর, কিন্তু রাইফেলের বেনেফিসিয়ারীরা তা ভুলে গেছে। যাক, সমস্যা শেখ হাসিনাকে সমাধান করতে হবে।

২৯| ২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৫

রানার ব্লগ বলেছেন: জোর করে এরা কানে ঢুকিয়ে দিচ্ছে কে মেয়র যদি বিনা প্রচারনায় ভোট হত ঢাকার ৯৯ শতাংশ মানুষ জানতোই না কে মেয়র আর কে কমিশনার। কারন মানুষ ভয়াবহ বিপদে আর চারিত্রিক সনদপত্র ছাড়া এদের কাছে যায় না বা এদের খজ নেয় না। অবশ্য এদের হাতে চারিত্রিক সনদ নেয়ার থেকে না নেয়া ভাল।

২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৭

চাঁদগাজী বলেছেন:



দেশের মানুষই দেশে একটা সিষ্টেম গড়ে তুলেছে; ঢাকার মানুষই ঢাকার সমস্যা সৃষ্টি করেছে; ২ পক্ষ যাদের নমিনেসঘন দিয়েছে, এরা নতুন সমস্যা যোগ করবে।

৩০| ২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
লেখক বলেছেন:
শেখ হাসিনা মানুষ থেকে সেটাই চাচ্ছে।


চমৎকার একটা পয়েন্ট ! আচ্ছা দেশের মানুষ কি নিরাশাবাদী , অসহায়?
দিনদিন আরো অসহায় হয়ে যাচ্ছে। আশা করতেও ভয় পাচ্ছে।
চলছে চলুক , খারাপ তো চলছে না। এই চেয়েও খারাপ হতে পারতো।
মনোভাবটাই এমন।

২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০০

চাঁদগাজী বলেছেন:



উনি বিএনপি জামাত থেকে ভালো চালাচ্ছেন; তবে, আমাদের মানুষের নাগরিক অধিকার বলতে কিছু নেই; দল, প্রশাসন, ব্যবসায়ীরা দেশের বেশী সম্পদ দখল করে আটকায়ে রেখেছে; মানুষ অনিশ্চয়তার মাঝে আছে, বেশীর ভাগ মানুষ দেশ থেকে পালিয়ে যেতে ইচ্ছুক।

৩১| ২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৬

খাঁজা বাবা বলেছেন: শেখ হাসিনার সকল চেষ্টা হলো, উনার পরিবারের হত্যাকে যারা সাপোর্ট করেছে, তাদেরকে শাস্তি দেয়া; দেশ গৌণ

বাংলাদেশের মানুষের এজেন্ডা কি হওয়া উচিত?
শেখ হাসিনা কে সাপোর্ট দেয়া নাকি বিরোধিতা করা?

২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার সরকার ও মানুষের মাঝে কোন সেতু নেই; মানুষ চাইলে সেই সেতু বন্ধন সম্ভব নয়, উনাকেই সেটা করার দরকার ছিলো। মানুষ উনার বিরোধীতা করছে না; কারণ, তাতে বিএনপি-জামাত শক্তি সন্চয় করতে পারে; মানুষ আছেন শাঁখের করাতের মুখ।

দেশের রাজনৈতিক দলগুলো উনাকে সহযোগীতা করলে জাতি একটুখানি ভালো করতো।

৩২| ২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১১

হাসান রাজু বলেছেন: শেখ হাসিনা, বেগম জিয়া, তারেক জিয়া, এই ৩ জনের মাঝে আমার ভাবনার বেশী মিল কার সাথে হওয়ার কথা?

বিশ্বাস করুন। কারো সাথে আপনার ভাবনার মিল হবে না। আসলে ইনারা কেন আমাদের কারো সাথে মিল নাই । এমন কি আপনার বাধ্যগত ভক্ত ঠাকুরের ভাবনা ও আপনার ভাবনার সাথে মিলে না। বেচারা সহজাত বৈশিষ্টের কারনে আপনার কথায় জ্বী জ্বী করে।

তবে আপনি শেখ হাসিনার ফ্যান । সেটা বলা যায় ।

২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা সমস্ত ক্ষমতা কুক্ষিগত করেছেন, কিন্তু উহাকে বুদ্ধিমত্তার সাথে কাজে লাগাতে পারছেন না, দক্ষতার অভাব; আধুনিক বিশ্ব সম্পর্কে উনার ধারণা খুবই দরিদ্র।

৩৩| ২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৪

হাসান রাজু বলেছেন: সামর্থ্য, পরিবেশ, বিরোধী ও গুপ্ত ঘাতকদের বিবেচনায় নিন । শেখ হাসিনাকে শেখ মুজিব থেকে ও বেশি কাবিল মনে হবে। দলের পোলাপান বঙ্গবন্ধুকে গ্রাস করে ফেলেছিল । হাসিনা নিজের বুদ্ধির বাহিরে কন কাজ করছে বলে মনে হচ্ছে না।

২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার কাছে শেখ সাহেব বাংলার রাজনীতির শিশু। শেখ হাসিনা দলের সবাইকে শ্রমিক মৌমাছির মতো খাটাচ্ছে; কিন্তু উনার মৌমাছিরা কোনটা মধু, কোনটা বিষ সেটাও বুঝে না।

৩৪| ২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৬

রুমী ইয়াসমীন বলেছেন: আপনি বলেছেন,
"ঢাকা শহর হলো, জাতির প্রতিচ্ছবি।

শেখ হাসিনার সকল চেষ্টা হলো, উনার পরিবারের হত্যাকে যারা সাপোর্ট করেছে, তাদেরকে শাস্তি দেয়া; দেশ গৌণ"

আসলেই চরম একটা সত্য কথা বলেছেন দাদু।
জাতি হিসেবে আমরা ঢাকা শহরের মতনই তাহলে অপরিচ্ছন্ন, নোংরা ও বসবাসের অযোগ্য এর মতন জাতি।
আর দেশনেত্রী শেখ হাসিনার মনে নিজ পরিবারের হত্যার প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে যখন তখন দেশের জনগণ ভোট না দিতে পারার মনের আগুন ওনার চেয়ে বেশি কেউ ভালো বুঝবেন না নিশ্চয়ই।

২১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার একটা চেষ্টা, বিএনপি-জামাত যেন দাঁড়াতে না পারে; মানুষের কি হলো, উহা উনাকে ভাবাচ্ছে না; মানুষের অবস্হা ভাবলে উনি পাগল হয়ে যেতেন, উনি আবিস্কার করতেন যে, দেশকে সঠিকভাবে উন্নয়ন করার দক্ষতা উনার নেই।

৩৫| ২১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ২০১৪ সালের আগে ৫ টা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হেরেছিল। তখন তেনারা নির্বাচনে হস্তক্ষেপ করতেন না। কিন্তু সেই ৫ টি সিটি কর্পোরেশন নির্বাচনে হার তাদের চিন্তায় ফেলে দেয়। তারপর থেকেই ছোট বড় সব নির্বাচনে তেনারা প্রভাব বিস্তার শুরু করেন। নির্বাচনে জেতার নিশ্চয়তা না পেলে তাপসের মত আত্মীয় হঠাৎ করে মেয়র নির্বাচন করতেন না। আর আতিকও শেখ হাসিনার নিজস্ব পছন্দ। তবে 'তিনি' তো বেশী কৌশলী। হয়তো, একজনকে বলি দিতে পারেন(ঠিক সিলেটের মত) ম্যাঁওপ্যাঁও বন্ধ করার জন্য...

২১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:


সম্ভব।

যদি আতিকের একা পতন ঘটে, অনেক কিছু প্রমাণ হয়ে যাবে।

৩৬| ২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১৬

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: চাচাজান মনে হয় এই নির্বাচনে আফ আ: আর আফ বি: জিতবে :(

২১ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:২৩

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগের বাহিরে কেহ জিতবে বলে মনে হয় না

৩৭| ২২ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আবার ভোট হবে,
ভোট দিতে যাব আর দেখব
কেন্দ্রে কার কেমন অবস্হান,
নিজ কেন্দ্রের ভোটের হিসাব করব এবং
তা দিয়ে বিচার করতে চেষ্টা করব, ভোট বাস্তবে
কেমন হয়েছে ।
........................................................................
সুষ্ঠ ভোটের জন্য সকল নাগরিকের ভোট কেন্দ্রে গিয়ে
ভোট প্রদান আবশ্যক ।

২২ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:০৯

চাঁদগাজী বলেছেন:


এবার সুষ্ঠু ভোট হলে, শেখ হাসিনার জন্য ভালো হবে।

৩৮| ২২ শে জানুয়ারি, ২০২০ রাত ২:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভোটাভুটি আমি বুঝি না। সকলে একজনকে ভোট দিলেও আরেকজন জয়ি হয়, আজব কাণ্ডকারখনা।

২২ শে জানুয়ারি, ২০২০ ভোর ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:


যাকেই ভোট দিক না কেন, সঠিক লোক নির্বাচিত হবে না; কারণ, ২ দলই দুষ্টদের নমিনেশন দেয়।

৩৯| ২২ শে জানুয়ারি, ২০২০ ভোর ৬:০১

ডঃ এম এ আলী বলেছেন:



জনগনের সচেতনতা এবং কি করা উচিত সে উপলব্দি
আসাতেই সমাধান । যে পার্টির মিছিল বড় হবে তাকে
কোন ভোট না দেয়া ।ভোটের মিছিলে যারা যায়
তাদেরকে সামাজিকভাবে বয়কট করা ।
বেলট পেপারে প্রার্থীদের কোন নির্বাচনী
প্রতিক বা মার্কা না থাকা চলবেনা, বেলট
পেপারে শুধু প্রার্থীদের নাম থাকবে ।
এমনটি করা হলে প্রার্থিরা নিরক্ষর প্রার্থীদের
বাড়ী বাড়ী গিয়ে নিরক্ষর ভোটারদেরকে
এটলিষ্ট নীজের নামটি পড়তে চেষ্টা করবে।
মানুষ মার্কা দেখে কলাগাছকে ভোট দিবেনা ।
নাম পড়ে মানুষ চিনে ভোট দিবে ।







২২ শে জানুয়ারি, ২০২০ ভোর ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:


সরকার ও ব্যুরোক্রেটরা জাতিকে শিক্ষিত হতে দেবে না; তা'হলে, আষরব ও মালয়েশিয়ায় দাস ব্যবসা বন্ধ হয়ে যাবে; হার্ড-কারেন্সী শেষ!

৪০| ২৩ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৫

রুদ্র আতিক বলেছেন: আচ্ছা, এই নির্বাচনে চাঁদ মার্কা চাঁদগাজী মেয়র প্রার্থী হলে ক্ষতি ছিল কি !

২৩ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:


আমি ঢাকার স্বাস্হের সংগে যুক্ত থাকলে, ডেংগুতে এত লোক আক্রান্ত হতো না।

৪১| ২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুবিধাভোগী নব্য আওয়ামী লীগারদের জন্যই হয়তো প্রধান মন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না।

২৮ শে জানুয়ারি, ২০২০ ভোর ৪:০৭

চাঁদগাজী বলেছেন:



উনি আধুনিক বিশ্বের কিছুই বুঝেন না, কিসের ঘোড়ার ডিমের সিদ্ধান্ত নেবেন উনি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.