নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগ ছেড়ে যাবেন না; ব্লগ ছাড়লে আপনাকে কেহ চিনবেন না।

২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৪০



আজকে, আমার একটা পোষ্টে ব্লগার জাহিদ হাসান কমেন্ট করে জানায়েছেন যে, তিনি ব্লগ ছেড়ে চলে যাচ্ছেন; আমি না করেছি। উনাকে সম্প্রতি জেনারেল করা হয়েছে, সেটা হয়তো উনাকে হতাশ করেছে; সামান্য হতাশা থেকে ব্লগ ছেড়ে যাওয়া ভুল হবে; আমাকে কত শতবার জেনারেল করা হয়েছে, সাময়িকভাবে ব্যান করা হয়েছে, কমেন্ট ব্যান করা হয়েছে, সেটার হিসেব রাখতে হলে, আমার একজন কেবাণীর দরকার হবে; কিংবা ব্লগার নুরু সাহেবকে ভলনটিয়ার হিসেবে নিতে হবে; আমার ৬টা নিক চলে গেছে; ব্লগার মিরোরডডল আমার একটা নিক নিয়ে প্রায়ই কথা বলেন, "খেলাঘর"; এই নিকটা নাকি উনার কাছে খুবই সুন্দর লাগে; আমি সব ব্লগেই শুরু করেছিলাম একটি নিক দিয়ে, "ফারমার"; যখনই ঐ নিকটা চলে যেতো, আমার সামান্য খরাপ লাগতো; কিন্তু উহার জন্য হতাশ হইনি, "চাঁদগাজী" নিকটা শুনতে খারাপ নয়!

আমার নিক হারানো নিয়ে, সামুতে কিছু ব্লগার আমাকে ভৎসনা করেন, উনাদের ভাষ্য হলো, আমি ভালো ব্লগার হলে আমার নিক চলে যায় কেন, আমি জেনারেল হই কেন? আমি উনাদের বলেছি যে, আমি ভালো ব্লগার নই, সাধারণ ব্লগার! গতকালও একজন বলেছেন যে, আমি উল্টাপাল্টা কমেন্ট করি, পরে এডমিনদের কাছে "কান্নাকাটি" করি, স্যরি বলে পোষ্ট দিই; আমি ভুল করলে, সব সময় "স্যরি" বলতে প্রস্তত; উহাকে কান্নাকাটি হিসেবে নিলেও আমার লজ্জা লাগে না, ভুল করেছি, স্যরি বলেছি, আমি পরিস্কার।

জেনারেল, ফেনারেল, ব্যান ম্যান, কমেন্ট ব্যান খেয়ে ব্লগ ছাড়বেন না; ব্লগের বাহিরে আপনাকে কেহ লেখক ও বুদ্ধিমান মানুষ হিসেবে চেনার কথা নয়; সবাই আপনাকে ওদের মতো একজন মানুষ হিসেবে নেবেন মাত্র; ইহা উৎসাহের ব্যাপার নয়।

ব্লগ ছেড়ে আপনি সর্বাধিক ফেইসবুকে যেতে পারবেন; আমার ধারণা, ফেইসবুকের লোকেরা নিজেদের নিয়ে খুশী নন, ওখানে কেহ আপনার লেখা পড়েও দেখবেন না, তার আগেই লাইক দিয়ে দেবেন; আজকাল ব্লগেও অনেকেই না পড়ে, আগে লাইক দিয়ে, কিংবা পোষ্ট প্রিয়তে নিয়ে, ঘোষনা দিয়ে চলে যান, পরে সময় করে এসে পড়ে মন্তব্য করবেন; মুদী দোকানে বাকী কেনার কাষ্টমার।

বাংলাদেশে মানুষ বেশী, শিক্ষিত কম, ব্লগার তার চেয়েও কম; অর্থাৎ আপনি খুবই বিরল প্রজাতির বাংগালী, যাঁরা একটি নতুন জেনারেশন, যাঁরা মুক্তমনা, যাঁরা লজক্যালী ভাবেন, নিজেদের ভাবনাকে রিফাইন করেন, যাঁরা আধুনিক মানুষ। ব্লগ ছেড়ে গেলে আপনি একজন সাধারণ বাংগালী মাত্র, আপনি ইহা চান?

মন্তব্য ৭৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ইচ্ছে করে চলে যাওয়াটা কোনো সমাধান নয় । যাওয়া উচিত কেউ যদি জোরপূর্বক তাড়িয়ে দেয় এবং যদি টিকে থাকা না যায় সেক্ষেত্রে বরং কথা আছে ।

তসলিমা নাসরিনকে বাংলাদেশ থেকে জোরপূর্বক তাড়িয়ে দেওয়া হয়েছিল ।
দাউদ হায়দারকে ও বাংলাদেশ থেকে জোরপূর্বক তাড়িয়ে দেওয়া হয়েছিল।

২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:



দাউদ হায়দার কিংবা তসলিমা সাহস করে চলে এলে ভালো হতো; জামাত-শিবির ও হেফাজত এখন উনাদের কিছু করতে পারবে না।

২| ২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

লেখক বলেছেন:

দাউদ হায়দার কিংবা তসলিমা সাহস করে চলে এলে ভালো হতো; জামাত-শিবির ও হেফাজত এখন উনাদের কিছু করতে পারবে না।

প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদ ও অন্যান্য বেশ কয়েকজন ব্লগারকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

উনারা ফিরে এলে উনারাও যে এই নির্মমতার শিকার হবেন না সেটার কে নিশ্চয়তা দিতে পারবে?

২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:



কোপানোর লোকজন কিন্তু জ্যামিতিক হারে বাড়ছে; তবে, উহাদের বুদ্ধি কম, উহাদের থেকে সেইফ থাকার জন্য সামান্য মাথা খাটালেই চলতো।

৩| ২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৩

জাহিদ হাসান বলেছেন: আমি আর ফিরছি না। আমি অবসর নিয়েছি। আমাকে কেউ চেনার প্রয়োজন নেই। আমি চিরকালের মত পর্দার অন্তরালে চলে যাবো।

২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের মানুষ খালি অবসরে যেতে চান, এই বয়সে আপনি অবসরে চলে গেলে বার্মার সাথে যুদ্ধ করবে কে?

৪| ২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: "পরাজয়ে ডরেনা বীর" - এটা আপনার ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য এবং পরাজয় তথা ব্যান খেয়ে সোজা হওয়ার জন্য বিশেষ গুনের অধিকারী হওয়া দরকার।এই গুন সবার মাঝে থাকেনা।

আর রেগে যাওয়া মানে হেরে যাওয়া।রাগ করে ব্লগ ছেড়ে গেলে দেশের জনবহুল রাজপথে হারিয়ে যাবে এটা সত্যি।বিপদে
ধৈর্য ধারন করে ভাল দিনের অপেক্ষা করা উচিত হতাশ হয়ে হাল ছেড়ে দেওয়া নয়।

২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:



ব্লগিং করা একটা প্রিভিলীজ, ইহা হারানো বুদ্ধিমানের কাজ নয়; আমাদের কত কোটী মেয়ে চাকরাণী হলো সহজেই, ওরা কি ব্লগিং করার প্রিভিলীজ পেয়েছিলো?

৫| ২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৮

জুন বলেছেন: আপনার বক্তব্যের সাথে আমি ১০০% সহমত চাদগাজী। ব্লগের বাইরে আমি সাধারণ মানুষ । জাহিদ হাসান আশাকরি তার সিদ্ধান্ত পুনঃ বিবেচনা করবে।

অটঃ কমলা হ্যারিস তো আমেরিকাকে রাম রাজ্য বানিয়ে ছাড়বে দেখা যাচ্ছে। তার ভাগ্নী ছবি একে তাকে মা দুর্গা বানিয়ে ট্রাম্পকে তার পদতলে অসুর বানিয়েছে। আর কিছুদিন পর ওয়াশিংটন ডিসিকে অযোধ্যা বলতে হবে। সবাই ইডলি খাবে আর গোবর। তখন হোয়াইট সুপ্রিমেসী বাদ দিয়ে ইন্ডিয়ান সুপ্রিমেসীর বিরুদ্ধে লোকজন আন্দোলন করবে পরের ইলেকশনে। আর আপনিও এই বিষয় নিয়ে ব্লগে লিখবেন আশাকরি।
বৃটেনের বরিস জনসন সংসার চালাতে না পেরে পদত্যাগ করার কথা ভাবছেন। তার স্থানেও ভারতীয় বংশদ্ভূত ঋসি নামে একজন সেই পদের জন্য বিবেচিত। আমাদের কি হবে এখন B:-)

২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১১

চাঁদগাজী বলেছেন:


অন্য ব্লগার চলে গেলেও জাহিদ হাসনা যেন না যান, উনি আমার পোষ্টে কমেন্ট করেন!

কমলাকে নেয়া বাইডেনের ভুল হয়েছে, কমলা কালো-আমেরিকানদের পছন্দের নয়, অন্যদেরও পছন্দের নয়।

২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:



বৃটেন, জার্মানী, ফ্রান্সে আরব, পাকিস্তানী ও ভারতীয়দের প্রভাব বিশ্বের জন্য খারাপ সংবাদ।

৬| ২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৮

জাহিদ হাসান বলেছেন: আমি নিজের ইচ্ছায় অবসরে যাচ্ছি। আমি ক্লান্ত। কিছুদিনের মধ্যেই ব্লগ ছাড়ার ইচ্ছা ছিল। ব্লগে সেফ থেকে জেনারেল হয়ে যাওয়ায় আর ইচ্ছা হল না থাকতে । আপনি আমাকে নিয়ে পোস্ট দিবেন ভাবতেও পারিনি। আমার আর কিছু পাওয়ার নেই। এবার আমি খুশি মনে বিদায় নিতে চাচ্ছি। বিদায় দিন। ভালো থাকবেন সবাই। ব্লগে অনেক দুষ্টুমি করেছি। ক্ষমা করবেন।

২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:


আপনার সাথে ব্লগেই পরিচয়, এটা বড় ব্যাপার!

ব্লগার "কাল্পনিক ভালোবাসাকে" বলেন যে, আপনি কমেন্টের বেলায় সতর্ক হবেন; তারপর কিছুদিন ভাবেন, কি নিয়ে লিখলে ব্লগারেরা কিছু জানতে পারবেন।

৭| ২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৭

জাহিদ হাসান বলেছেন: প্রয়োজন নেই। সব কিছুরই শেষ আছে। আমাকে আপনারা আশা করি ধীরে ধীরে ভুলে যাবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।

২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:



ঠিক আছে, ধন্যবাদ পেয়েছি; কয়েকদিন রেষ্ট নেন; যখন মিস করবেন, লেখার শুরু করবেন।

৮| ২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: অনেক প্রাক্তন ব্লগাররা এখন অনলাইনে লাইভ করে।হয়তো তেমন কোন ইচ্ছা আছে।কার মনে কি আছে কেউ জানে না।
আপনার আহ্বান ভালো।

২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:



প্রাক্তন ( অনেক আগের বড় ব্লগার ) অনেক ব্লগার এখন সহজে তাল মিলাতে পারছেন না; কয়েকজন ফিরে এসেছেন, তাঁদের অবস্হা আমি দেখছি।

৯| ২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪২

আমি সাজিদ বলেছেন: আমার সার্কেল সহ আশেপাশে অন্যদের সমবয়সী যে সার্কেলগুলো আছে, সেখানে কিছুটা ক্যারিয়ার, কিছুটা নারী, কিছুটা সফট পর্ন ভিত্তিক আলোচনা হয়। পড়াশুনার সার্কেল আছে অবশ্য, সেখানে অন্য কোন আইডিয়া শেয়ার করা যায় না। এই করোনা সময়ে তাই আমি ব্লগকে নতুন করে কাছে পেয়েছি। পরে কম সময় দিতে পারলেও ব্লগ ছাড়বো না। কারন ফেসবুকে কে কি করছে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, ব্লগ বা সোশাল মিডিয়ায় কে কি ভাবছে সেটা গুরুত্বপূর্ণ।

২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:



ব্লগে যদিও অনেকেই অপ্রয়োজনীয় অনেক কিছু লিখছেন, সময়ের সাথে তাঁরা রিফাইন করার সুযোগ পাচ্ছেন; বাইরে যারা ভুল ধরণার উপর কথা বলেন, তারা আজীবন ভুল ধারণা নিয়ে বেঁচে থাকেন।

১০| ২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫০

পদাতিক চৌধুরি বলেছেন: আমার এই দু বছর আটমাসে কম ব্লগারকে চলে যেতে দেখিনি। কাজের চাপ বা সাময়িক অবসাদে কিছুদিনের জন্য দূরে চলে গেলেও একেবারে চলে যাওয়া কঠিন। আর ব্যান ট্যান ব্যাপারে আপনি সকলের কাছে অনুকরণীয়। সাময়িকী ব্যান কয়েকদিন পরে উঠে যায়। অন্যথায় কাভা ভাইকে মেইল করে ভুল স্বীকার করলে তাড়াতাড়ি তুলে নেন।
ব্লগিং হল স্পোটিং বিষয়। যেকোন খেলায় রেফারি বা আম্পায়ার খেলোয়াড়দের সতর্ক করেন।এটা আর দোষের কোথায়...
আমার নিজের অভিজ্ঞতায় বলছি, আপনার মন্তব্যে কোনো একসময় অবসাদে ভুগেছি। সেসময় কিছুদিন ব্লগে না এলেও না আসার যন্ত্রণা থেকে মুক্তি পেতে আবার ব্লগে কমেন্ট করতে থাকি। এখন যেমন বুঝেছি, আপনাকে হজম করতে পারলে ব্লগ মধুর জায়গা। ফলে এখন মনে হয় অন্তত জীবনের আগ পর্যন্ত ব্লগিং করতে পারি এটাই আমার কামনা।

২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:


আমি হয়তো ভুলক্রমে এটাসেটা বলতে পারি, কিন্তু আমি মনের থেকে সঠিক সমালোচনায় বিশ্বাসী; এবং বিশ্বাস করি যে, ব্লগিং বাংগালীদের আধুনিক হতে সাহায্য করছে।

১১| ২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

ডঃ এম এ আলী বলেছেন:



খুব ভাল বিষয় নিয়ে লিখেছেন । তবে ব্লগে বিচরন কারো নীজের
একান্ত ইচ্ছা অনিচ্ছার ব্যপার।
ব্লগের প্রথি যশা ব্লগার জুনের কণ্ঠের সাথে কন্ঠ মিলিয়ে আমিউ বলছি
জাহিদ হাসান আশা করি তাঁর সিদ্ধান্ত পুনঃ বিবেচনা করবেন


২১ শে অক্টোবর, ২০২০ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:



ব্লগিং অবশ্যই ব্যক্তিগত চয়েস; আমি বলতে চাচ্ছি, সামান্য কারণে যেন হতাশ না হয়ে থাকেন।

১২| ২১ শে অক্টোবর, ২০২০ রাত ৮:১৯

ডঃ এম এ আলী বলেছেন:
একথা সঠিক , সামান্য কারণে যেন কেহ হতাশ না হয়ে থাকেন

২১ শে অক্টোবর, ২০২০ রাত ৮:২৪

চাঁদগাজী বলেছেন:



নতুন জেনারেশনের ধৈয্যের ঘাটতি আছে।

১৩| ২১ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৩৩

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:




আমিও ভুল করলে স্যরি বলতে সদা প্রস্তুত, এতে আমারো কোন সমস্যা হয় না

২১ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:


ব্লগের বাহিরে এগুলো শেখা মোটামুটি অসম্ভব।

১৪| ২১ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৪৮

কলাবাগান১ বলেছেন: ব্লগার জুন এর আসল সাম্প্রদায়িক চেহারা এর উন্মোচন হল এই কমেন্টে...মানুষ হিসাবে নয়, ধর্ম দিয়ে কমলা হ্যারিস কে মূল্যায়ন??? সে গোবর খাবে নাকি ঘি খাবে সেটা কি দেশ চালানোর জন্য অতি জরুরী??? সে যদি ভারতীয় বংশোদ্ভুত না হয়ে রাজাকার পাকি বংশোভুত হত, তাহলে বোধহয়, ব্লগার জুন গোবর খাওয়ার কথা তুলতেন না.।

উনার জানা উচিত .।এরা সবাই নিজ যোগ্যতায় এত দুর এসেছেন..।কেউ কোলে করে তুলে এনে বসায়ে দেয় নাই
এরা পড়ালিখা করবে ....টেকনোলজি আবিস্কার করবে..তারা আগাবে নাকি যারা ভুতে বিদ্যুতের সুইচ জ্বালা নিভানোর জন্য হুূজুরের তাবিজ নেয় তারা এসব পজিশনে আসবে?

নাকি ওরা হিন্দু (মানুষ না) বলেই উনার এত রাগ!!!!!

২১ শে অক্টোবর, ২০২০ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:


ভারতীয়দের নিয়ে বাংগালীদের মন খারাপ আছে; উনি সেখান থেকে দেখছেন।
কমলা হেরিস আমেরিকান এবং বিশালভাবে সফল; তবে, উনি আসলে আফ্রিকান আমেরিকানদের ভীষণভাবে উৎসাহিত করতে পারেননি।

১৫| ২১ শে অক্টোবর, ২০২০ রাত ৯:২১

জুন বলেছেন: @ কলাবাগান আমার সাম্প্রদায়িক চরিত্র আবিস্কারের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমেরিকায় যারা আছেন তারা সবাই ইমিগ্রেন্ট। ওবামা কি তার প্রচারে কেনিয়ার কথা বার্তা কিছু বলেছিলো? আমার মনে হয় না। কিন্ত বর্তমান উনি নমিনেশন লাভ করার পর নিজ মুখে ইডলি ভালোবাসেন। এইচ ওয়ান বি ভিসায় কি কি সুবিধা দেয়া হবে। কংগ্রেসে ভারতীয় বংশদ্ভূত লোকের সংখ্যা বাড়বে ইত্যকার কথা বার্তা শুনছি। ওনার তো নিউট্রাল হওয়ার কথা। তার চোখে সকল নাগরিকদের সমান চোখে দেখার কথা। উনি কি বলছে আমি ইলিশ মাছ খাইতে চাই? আমি চাইনিজ ডিস লাইক করি? সে বলছে ইডলির কথা? কেন? সেকি ভারতীয়দের প্রতিনিধিত্ব করছে।

আর আপনি যদি আমেরিকার বাসিন্দা হয়ে থাকেন তবে সর্বোচ্চ স্বাধীন দেশে বসবাস করে এতটুকু সমালোচনা সহ্য করার মানসিকতা আপনার নেই আমি সত্যি অবাক হচ্ছি! আমার আত্নীয় স্বজন চৌদ্দগোষ্ঠি আমেরিকায় যারা যুগ যুগ ধরে নাগরিক তারাতো দেখি স্যোশাল মিডিয়ায় ট্রাম্পকে ধুয়ে দিচ্ছে। কই তাদের তো কেউ কিছু বলছে না আপনার মত! আর ইন্ডিয়া আমি পছন্দ করি না বিশেষ করে তাদের রাজনীতিকদের। কমলা হ্যারিস ও রাজনীতিবিদ। আমিতো ডেমোক্রেটদের সব সময় সাপোর্ট করেছি কিন্ত এবার ছাড়া।

ভারত আমাদের সবকিছু ছলে বলে কৌশলে নিয়েছে, নিচ্ছে। কিন্ত আমাদের প্রতি তাদের ভুমিকাটা কি? আমাদের উপর দিয়ে গিয়ে মিয়ানমারের সাথে হাত মিলাচ্ছে সাবমেরিন দিচ্ছে। তারা আমাদের প্রতি কোন সদয় আচরণ করে যার জন্য তাদের ভালোবাসতে হবে? আর সত্যি কথা বললেই আমার মুখোশ উন্মোচন হবে? ফারাক্কা তিস্তা পন্যের উপর শুল্ক বাংলাদেশী চ্যানেলের প্রবেশ নাই এই সব বহুল চর্চিত উদাহরণ আপনার না জানা থাকলে থাকুক আরেকবার আমি দিতে চাই না। কমলা ভাইস প্রেসিডেন্ট ক্যানো প্রেসিডেন্ট হলেও আমি সমর্থন করতাম না। আমি জানি এরপর আপনি আমাকে অনেক কিছু বলবেন। আমি আর উত্তর দিবো না আপনাকে। বিশাল দেশে থাকলে নাকি মানুষের মন বিশাল হয় এই কথাটি ঠিক না। যেমন হয় না আরেক বিশাল দেশের ভারতীয়দের ।

১৬| ২১ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৩৭

কলাবাগান১ বলেছেন: কমলা হ্যারিস নিজ যোগ্যতায় ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন....সে ইডলি ভালবাসে নাকি বার্গার ভালবাসে...তাতে কারো কিছু যায় আসে না...কারো কিছু যায় আসে তারা হল সাম্প্রদায়িক মানসিকতার লোক।
ইন্ডিয়া/পাকিস্হান কে দেশ হিসাবে আমিও পছন্দ করি না কিন্তু যারা জ্ঞান-বিজ্ঞান অর্জন করে নিজ যোগ্যতায় বিরাট পজিশনে এসেছে তাদের কে ভারতীয় বা পাকিস্হানী হিসাবে না দেখে মানুষ হিসাবেই দেখি যেটা আপনাদের মত মানসিকতার লোকজন জীবনে ও করতে পারবেন না....আপনাদের কাছে নোবেল পুরস্কার পাওয়া হরগোবিন্দ খোরানা কেবলই হিন্দু অথচ তার আবিস্কার ফলে যে ক্যান্সার ঔষুধ জনগনের এত উপকার করছে সেটা গৌন কেননা সে কেবলই একজন হিন্দু...।
হরগোবিন্দ খোরানা ব্যক্তিগত জীবনে ইডলিই ভালবাসতেন....

ধিক এই মানসিকতার...।

১৭| ২১ শে অক্টোবর, ২০২০ রাত ১০:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ধর্ম একটি তুচ্ছ বিষয়। এ বিষয় নিয়ে মানুষকে বিবেচনা করা উচিত না।
একজন মানুষ মানুষ হিসেবে কতটা বড় সেটাই দেখা উচিত।
ধর্মকে দূরে ছুড়ে ফেলতে হবে।

২১ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৪৭

চাঁদগাজী বলেছেন:


আধুনিক বিশ্বে শান্তিতে বেঁচে থাকার মতো জ্ঞান, ধর্ম মানুষকে দিতে অক্ষম, সেটা ধর্মের ভেতর নেই।

১৮| ২১ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: আপনি পোষ্টের শিরোনাম দিয়েছেন- ব্লগ ছেড়ে যাবেন না; ব্লগ ছাড়লে আপনাকে কেহ চিনবেন না।
বেশ কয়েকজন ব্লগার, ব্লগ ছেড়ে এখন কিন্তু খুব ভালো আছেন। তাদের বেশ নাম ধাম হয়েছে। এদের মধ্যে কেউ কেউ উন্নত দেশে বৌ বাচ্চা নিয়ে বেশ আরামে আছেন।
আবার কয়েকজন নিজ দেশেই বেশ ভালো আছেন। যদিও তারা কেহ এখন ব্লগে নেই। অথচ সবাই তাদের ব্লগার হিসবেই চিনেন। জানেন।

২১ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:



উনারা কি আসলে ব্লগার ছিলেন, নাকি ব্লগে বকবক করতেন?

১৯| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ১২:২৯

নতুন নকিব বলেছেন:



ব্লগ এবং ব্লগারদের প্রতি আপনার আন্তরিকতা প্রশংসনীয়। ভুল করে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া বড়ত্বের পরিচায়ক। আপনার এই দুটি গুণের কারণে মুগ্ধ না হয়ে পারি না।

উগ্রতা, একঘেয়েমি এবং অতিমাত্রায় নিজেকে জাহির করার চেষ্টা পরিহার করতে পারলে ব্লগে অনাকাঙ্ক্ষিত অনেক পরিস্থিতি এড়ানো সম্ভব। এজন্য সহনশীলতা এবং পরমতসহিষ্ণুতা সর্বাবস্থায় কাম্য।

ধন্যবাদ পোস্টের জন্য।

২২ শে অক্টোবর, ২০২০ রাত ১:০৯

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ।

২০| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ১:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ব্লগার জাহিদ হাসান , আপনি থাকুন । কোথাও যাবেন না ।

২২ শে অক্টোবর, ২০২০ রাত ৩:৫৪

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে কিছু বলতে চাইলে, সামুর বাইরে বলার মতো প্লাটফর্ম আসলে নেই।

২১| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ২:২৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: উনারা কি আসলে ব্লগার ছিলেন, নাকি ব্লগে বকবক করতেন?
তারা এবং তাদের অনুসারিরা মনে করেন তারা শ্রেষ্ঠ ব্লগার। বাংলা ব্লগ তারাই জনপ্রিয় করেছেন।

২২ শে অক্টোবর, ২০২০ রাত ৩:৫৫

চাঁদগাজী বলেছেন:



আগে গালাগালি, গন্ডগোল করাকেই ব্লগিং করা বলা হতো।

২২| ২২ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:২১

সামিয়া বলেছেন: পোষ্টের শিরোনাম এবং লেখাটা খুবই পছন্দ হয়েছে আমার

২২ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:



ব্লগার কি করে ব্লগিং ফেলে চলে যান?

২৩| ২২ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ভাই, আপনি কোন কোন ব্লগে কি কি নিক নামে ব্লগিং করতেন তার একটা তালিকা দিলেও মন্দ হত না।।

২২ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:





ফারমার
হরিনা-৭১
ইপিআর
পংবাড়ী
পাঠক-৭১
রিডার-৭১
খেলাঘর

** কোন কোন ব্লগে ছিলাম বলতে চাচ্ছি না, আমাকে সব যায়গায় ব্যান করা হয়েছিলো।

২৪| ২২ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১৭

ঢাবিয়ান বলেছেন: হাসতে হাসতে শেষ কলাবাগানের কমেন্ট পড়ে। উনার কেন জানি নারী ব্লগারদের পিছনে লাগতে ভাল লাগে। আগে জিকার আঠার মত লেগেছিল সোহানী আপুর পিছে, এখন লেগেছে জুন আপুর পেছনে!!

২২ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:



আমাকে যাঁরা কমেন্ট ব্লক করেন, তাঁদের কিছু না কিছু গুণ আছে; উনি আমাকে কমেন্ট ব্যানে রাখেছেন।

২৫| ২২ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৪

ডার্ক ম্যান বলেছেন: অনেক পুরানো ব্লগার নানান অভিমান আর নানান কারণে ব্লগ ছেড়ে গেছেন।
চলে গেলে কেউ মনে রাখবে না; এটা চরম সত্য।

২২ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৪

চাঁদগাজী বলেছেন:


কসের উপর অভিমান?

আগের অনেক ব্লগার ব্লগিং'এর বিবর্তনের সাথে তাল মিলাতে পারছেন না; উনারা পাঠককে বুঝতে পারছেন না।

২৬| ২২ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩২

আরজু পনি বলেছেন: আগে পোস্টের লেখাতো বটেই, কমেন্টও সব পড়ে তারপর মন্তব্য করতাম।
এখন সেই উপায়, সময় নেই।
তবে পোস্টটা পড়েছি।
ব্লগের একটা বিষয় ভালো লাগে যে, এখানে সত্যিকারের কিছু পাঠক আছে।
ফেসবুকে লাইক, কমেন্ট রিএকশন বেশি পাওয়া গেলেও ব্লগের তুলনা হয় না ওসবের সাথে।

ফেসবুকে সেলিব্রেটি হওয়া যায় কিন্তু ব্লগে লেখক হওয়া যায়।

আপনার পোস্টটা ব্লগার জাহিদের জন্য অনুপ্রেরণাদায়ী।

আশাকরি জাহিদ অনিক বিষয়টি বিবেচনা করবেন।

আমি নিয়মিত চেক করি যেয, সেফ ব্লগার আছিতো!

ভালো থাকবেন, গাজী সাহেব।

২২ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:




আপনি দুরে আছেন, সামুতে তার ছায়া পড়েছে; সময় করে কিছু বলুন।

২৭| ২২ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০১

নতুন বলেছেন: দেশে ব্লগিং করা ভালো এবং ব্লগে পরিচিতি থাকলে যে কোন সমস্যায় পড়ছে সাহাজ্য পাওয়া সম্ভব।

২২ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:



অবশ্যই

২৮| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৪৮

স্থিতধী বলেছেন: আপনার একদম প্রথম দিকের সামু ব্লগ নিক 'পাঠক ১৯৭১' টাও সম্প্রতি নজরে আসলো আমার। খুব সম্বভত ২০১৩ শাহবাগ আন্দোলন আপনাকে অনুপ্রারিত করে তখন ব্লগে আসতে। স্বাভাবিক ভাবেই ঐ নিকে আপনি শাহবাগ আন্দোলন নিয়ে অনেক এক্সাইটেড ছিলেন । দূর থেকে খবর রাখতে চাইছিলেন আন্দোলনের সব কিছুর। এক পোস্টে দেখলাম ব্লগারদের সাক্ষ্যাতকার নিয়ে দেশ নিয়ে তাঁদের কি চিন্তা ভাবনা সেসব জানারও ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিলো আপনার সেসময়।

২৩ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৪৬

চাঁদগাজী বলেছেন:



আপনি দেখেছেন? ভালো কথা মনে করিয়ে দিলেন; আমি ব্যান হওয়া নিকগুলোর খোঁজ নিইনি কোনদিন।

২৯| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৩০

কলাবাগান১ বলেছেন: সরি যে অনেক আগের রাগের মাথায় কমেন্ট ব্যান করা ছিল যেটা আমি ভুলেই গিয়েছিলাম...। Error resolved with an apology.....

যখন আপনি বলেন যে ল্যাবে নাকি বুয়াদের গ্রিন টি বানানো শিখাই, তখন খারাপই লাগার কথা....তবে একদিন আপনাকে এই কথা টা ফিরিয়ে দেবো......প্রমান দিয়ে..

ঢাবিয়ান শুধু ই হাসে (কেননা উনার সেই লজিক জ্ঞানই নাই বিষয় বস্তু বুঝার) আর মেয়ে আর ছেলে নিয়ে ব্যবধান খুজে বেড়ায়...আমি ঢাবিয়ান এর ভুয়া এক্সরে ছবি দিয়ে যত কমেন্ট এবং পোস্ট করেছি, কোন মেয়ে ব্লগার এর পোস্টে তত কমেন্ট ও করি নাই...ভুল ভুলই মেয়ে আর ছেলে কোন বিষয় না। শাহ আজিজ ভাই কেন নায়লা নাঈমের ছবি সহ বিড়ালের পোস্ট দিলেন, তা নিয়েও 'অভিযোগ' করেছি...উনি মেয়ে নাকি ছেলে ব্লগার তা চিন্তা করি নাই....

২৩ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৪৪

চাঁদগাজী বলেছেন:



আপনার আর আমার ভাবনার মাঝে বেশী গরমিল থাকার কথা নয়।

৩০| ২৩ শে অক্টোবর, ২০২০ সকাল ৭:১৬

স্থিতধী বলেছেন: ভালো কথা মনে করিয়ে দিলেন; আমি ব্যান হওয়া নিকগুলোর খোঁজ নিইনি কোনদিন

সম্প্রতি অন্য একটি লেখা পড়তে গিয়ে সেখানের কমেন্টে চোখে পড়ে আপনার ঐ নিকটা। সামুর সার্চ বারে ঐ নিকের নামে সার্চ দিলেই পেয়ে যাবেন। আমি মাত্র দিয়ে দেখলাম, সার্চে প্রথম পোস্টের শিরোনামটাই আসছে, "আমাকে হয়তো ব্যান করা হবে"! :P

২৩ শে অক্টোবর, ২০২০ সকাল ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আমি আমার আগের লেখাগুলো পড়ে দেখবো।

কমেন্টের জন্য আমাকে বারবার ব্যান করা হয়েছিলো, অনেক খারাপ সময় গেছে

৩১| ২৩ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৫

আলাপচারী প্রহর বলেছেন: আমার একটা বড় শখের নিক ছিল। অলওয়েজ অ্যান্টি গর্ভণমেন্ট। ঢুকতে পারছি না। খুলতে পারছি না। ঐ নামের সম্মান রেখে লিখতে চাইছিলাম। কেউ সাহায্য করবেন কি ঐটা উদ্ধারের।

২৩ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৪৭

চাঁদগাজী বলেছেন:


এদমিনকে ই-মেইল করেন।

৩২| ২৩ শে অক্টোবর, ২০২০ রাত ৮:০৩

মিরোরডডল বলেছেন:



কেউ কোলে করে তুলে এনে বসায়ে দেয় নাই এরা পড়ালিখা করবে ....টেকনোলজি আবিস্কার করবে..তারা আগাবে নাকি যারা ভুতে বিদ্যুতের সুইচ জ্বালা নিভানোর জন্য হুূজুরের তাবিজ নেয় তারা এসব পজিশনে আসবে?


Oh my goodness ! এটা কি হলো ? চার মাস আগে আমার এক পোস্টের পর ঠিক এরকম একটা মন্তব্য কলাবাগান করেছে নতুনের পোস্টে ।
সেখানেও ২৯ নং মন্তব্যে উনি তাবিজের কথা বলেছে আবার এখানে বললেন ।

কিসের ওপর বেইজ করে উনি এধরণের মন্তব্য করছেন । কেনো মনে হল ওনার যে আমি তাবিজে বিশ্বাসী । মনগড়া ভাবনার ওপর উনি এভাবে খোঁচা দিয়ে কথা বলছেন যেটা খুবই অফেন্সিভ । জুনাপুর কমেন্টে কি কারনে উনি এ রেফারেন্স দিয়ে কথা বলছেন, আই হ্যাভ নো আইডিয়া । কিন্তু আমি সত্যিই অবাক হলাম ।

কলাবাগানকে আমি সেভাবে চিনিও না । পোষ্টে ওনার কমেন্ট থেকে যতটুকু জানি উনি সিনিয়র এডুকেটেড এবং লজিক্যাল । তাই ওনার কাছ থেকে অনুমান নির্ভর হয়ে কাউকে এভাবে খোঁচা দিয়ে কমেন্ট তাও একবার না দুবার, আমি খুবই শকড । ওনার কাছ থেকে আরও ডিসেন্ট বিহেভ এক্সপেক্ট করছি ।


৩৩| ২৩ শে অক্টোবর, ২০২০ রাত ৮:১৩

শায়মা বলেছেন: হায়রে এখানে দেখি মারামারি চলছে। সবাই একদল কলাভাইয়া একা আরেকদল!!!


কলা ভাইয়া ইজ আ ক্রিটিকাল থিংকার অথবা নেগেটিভ থিংকার। চাঁদগাজী ভাইয়া তুমি কোনটা?

২৩ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৫০

চাঁদগাজী বলেছেন:




আমি থিংকার নই; আমি ইউরোপীয় সভ্যতায় বিশ্বাসী।

৩৪| ২৩ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৩৫

মিরোরডডল বলেছেন:



শায়মাপু, মারামারি করারতো প্রশ্নই উঠেনা । আমি আসলে ভীষণ অবাক হয়েছি, এই রেফারেন্স কি করে এখানে রিলেভেন্ট হয় !!

নতুনের পোষ্টে উনি সুইচ ম্যালফাংশনের কথা বলেছেন । আরেহ বাবা, শিক্ষিত মানুষতো অবশ্যই করবে, ইভেন যে অশিক্ষিত সেও প্রথমেই আগে সব চেক করবে । কমন্সেন্স এটাই বলে । সব চেক করার পরেও প্রবলেম ছিল বলেই ওটা নিয়ে লিখেছিলাম আর এও বলেছিলাম জাস্ট দেখা কে কিভাবে কারণ দেখায় সেটা দেখবো । আমি কি বিলিভ করি আর করিনা সেটার কথা কিন্তু উল্লেখ করিনি । তাবিজ কবজ আমার দুচোখের বিষ, অথচ উনি ফর নো রিজন এগুলো বলছেন ।

এই ব্লগে একজন স্নব আছেন, উনি অনেক কথাই বলেন কিন্তু আমি ওগুলো কাউন্টই করিনা কারন কোনো কথায় যুক্তি নেই । কিন্তু কলাবাগান ? উনি কি করে বলেন, ওনার সাথে এটা যায়না ।

৩৫| ২৩ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৪৩

জুন বলেছেন: @ মিররডডল আমি বলেছিলাম আমি ঊনার আর কোন কথার জবাব দেবো না। আপনার মন্তব্য দেখে এই একটি লাইন লিখতে বাধ্য হচ্ছি। উনি ভারতীয় রাজনীতিবিদ, ভারতীয় বংশদ্ভূত রাজনীতিবিদ আর হিন্দু ধর্মাবলম্বীর মধ্যে পার্থক্যই করতে পারে নি। আমি আমার মন্তব্যে কোথাও হিন্দু শব্দটি লিখিনি। আমার ও আমাদের পরিবারের সবার প্রচুর হিন্দু বৌদ্ধ খৃষ্টান বন্ধু বান্ধবী আছে। আমি এত কূপমণ্ডূক নই।

৩৬| ২৩ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৫৮

শায়মা বলেছেন: মিররআপু!!!!!

সেই স্নবটা কে রে ???


খুঁজেই যাচ্ছি ....... :(

যাইহোক কলাভাইয়া যা খুশি তাই বলুক। নিজে নিজেই যা খুশি তাই ভাবুক। তুমি আমার পুতুল পুতুল পোস্ট দেখে যাও। আমি পুতুলদের বাড়ি ঘর টিভি ইজেল সব বানিয়ে দিয়েছি :) আর জুন আপুনি নো দুঃখ!!! কলাভাইয়া নেগেটিভ থিংকার। সব খানেই কোনো না কোনো নেগেটিভ দেখতেই পায়। সে তো আমরা অনেক আগে থেকেই জানি। :)

৩৭| ২৩ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৪৪

মিরোরডডল বলেছেন:



@ জুনাপু আমি বুঝতে পারছি । যে কথাটা বলা হয়নি, সেটা নিয়ে কেউ কিছু বললে আসলেই খারাপ লাগে ।

@ শায়মাপু

সেই স্নবটা কে রে ???

ব্লগের অনন্ত জলিল, অসম্ভবকে সম্ভব করাই যার কাজ :P


৩৮| ২৫ শে অক্টোবর, ২০২০ ভোর ৪:৪৮

কলাবাগান১ বলেছেন: পোস্ট সুন্দর হয়েছে... প্রথম হয়েছি...চা দেন মার্কা কমেন্ট করা লোকজন কে দেখে অবাক হই...আমিও হয়ত দু-একবার এরকম কমেন্ট করেছি...তবে ভুল ভুলই....ভুল ধরিয়ে দেওয়া ই উচিত

ব্লগার নিজের ব্লগেই লিখছিলেন যে যখন সুইচের জ্বলা-নিভার কোন সমাধান পান নাই পরে একজন এলাকার হুজুর কে আনা হয়েছিল সুইচ আপনা আপনি জ্বলা নিভার পর....। এখন যদি বলেন যে এমন কিছু ঘটে নাই (হুজুর আসার কথা), তা হলে কে মিথ্যা বলছে সেটার ভার ব্লগার দের উপর ছেড়ে দিলাম....

ঐ পোস্টের কিছু লাইন এখানে দিলাম

"সবাই নানারকম পরামর্শ দিচ্ছে । ফাইনালি সিডনির একটা বড় মস্কের ইমামের সাথে কন্টাক্ট করি । উনি আসলেন সাথে আমার ফ্রেন্ডস আসলো দুজন । আমার এসব বিষয়ে নলেজ জিরো । উনি কি পড়লেন আমি জানিনা, আমাকে একটা কাগজে হ্যান্ড রিটেন এরাবিক কিছু একটা লিখে দিয়ে গেলেন, বললেন এটা বাসায় রাখতে, সেটা কি আমি তাও জানিনা । অনলি ওয়ান থিং আই নো, সেইরাত থেকে এখন পর্যন্ত আর হয়নি কখনও ।"

তাবিজে এর মাঝে কাগজে আরাবিক ই লিখা থাকে..

ব্লগার জুন এর রাইট আছে বাইডেন/কমলা কে বিরূধে কথা বলার কিন্তু উনারা নির্বাচিত হলে সবাই ইডলি আর গোবর খাবে এটা কোন একজন সুস্হ মাথার লোকের কমেন্ট হতে পারে না... এরকম নীচু মানসিকতার কমেন্ট চরম অসহিষ্ণু..ধর্ম বিদ্বেষী ছাড়া আর কেউ করতে পারে না। উনার মতে ওয়াশিংটন ডিসি নাকি অযোধ্যা হবে... আমেরিকান রা যদি মেনে নেয়..।উনার এত মাথা ব্যাথা কেন।

৩৯| ২৫ শে অক্টোবর, ২০২০ সকাল ৭:৩৯

মুজিব রহমান বলেছেন: দশ বছর আগে যারা খুব একটিভ ছিলেন তাদের অনেকেই নেই। অনেকে অন্যত্র ব্যস্ত হয়েছেন হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমেই নেই। সামুর আরেকটু উদার হওয়া দরকার। তবে সরকারতো সামুকেই ব্যান করে দেয়। সামুর সমস্যাটাও দেখতে হবে। ব্যান খাওয়াটা কঠিন এবং একটা বিরতি পরে যাতে অনেকের আগ্রহ চলে যায়। আমার কয়েকটি নিক চিরতরে হারিয়ে গেছে।
তবুও আমিও অনুরোধ করবেন, থাকুন, যতক্ষণ আছেন নিজের মত প্রকাশ করুন এবং ব্যান যাতে না হতে হয় সেদিকে সচেষ্ট থাকুন। সামুও এগিয়েছে।

২৫ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৭

চাঁদগাজী বলেছেন:



শুরুতে অনেকের অনেক আগ্রহ ছিলো, অনেক লিখেছেন; কিন্তু অনেক লেখা তেমন প্রয়োজনীয় ছিলো না।

৪০| ২৫ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:০০

মিরোরডডল বলেছেন:



@ কলাবাগান

Why should I lie?
অবশ্যই আমি বলেছি যেটা এখানে কোট করা হয়েছে ।
ঘটনা যেটা ঘটেছে সেটা আমি লিখেছি কিন্তু একই সাথে এও লিখেছি যে কারণ জানা নেই ।
আমি কি কোথাও উল্লেখ করেছি যে আমি কনভিন্সড যে ইমাম এসে সেই দোয়া দিয়েছে বলেই তা বন্ধ হয়েছে ?
No, I dint.

নতুনের কমেন্টের প্রতিমন্তব্যে বলেছি :

ইউ আর রাইট, কারণ জানা না থাকলে রহস্যময় মনে হয় । এটার কারণ আমার জানা নেই । আমি অনেক খুজেছিলাম একটা লজিক্যাল রিজন বার করতে । হয়তো আছে যেটা আমি পাইনি ।

জি এসের প্রতিমন্তব্যে :

অলৌকিক কিনা আমি জানিনা কিন্তু একটু অস্বাভাবিক ।

সোনালী কাবিনের প্রতিমন্তব্যে :

অনেস্ট আনসার হচ্ছে আমি আসলেই জানিনা কি কারণ ছিলো । placebo effect হতে পারে, হু নোজ !
কারণটা জানতে পারলে আমারও ভালো লাগতো ।



ফ্যাক্ট হচ্ছে অবশ্যই কারণ আছে যেটা আমি জানিনা । না জানলেও ক্লেইম করবো যে আমি সব জানি বুঝি, এটা আমি কখনোই করিনা । সবজান্তা সমশের হবার কোনও আগ্রহও বা ইচ্ছা আমার নেই । সবাইকে সব জানতে হবে তাও না । ভুত প্রেতেই যদি আমি বিশ্বাস করবো, তাহলে সেই একই বাসায় এখনও এতবছর একা এক থাকার সাহস করতাম না ।


৪১| ২৫ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:২২

মিরোরডডল বলেছেন:



কলাবাগান১ বলেছেন: পোস্ট সুন্দর হয়েছে... প্রথম হয়েছি...চা দেন মার্কা কমেন্ট করা লোকজন কে দেখে অবাক হই....


পোষ্ট ভালো লাগলে , সুন্দর হলে কেউ বলতেই পারে সেটা । এখানে সমস্যা কোথায় ?

প্রথম হয়েছি, চা দেন, কি প্রসঙ্গে এটা আসলো একটু এক্সপ্লেইন করবে প্লীজ । আমি কি কখনও কোথাও এরকম বলেছি ? NEVER
তাহলে কেনো ?

যে বা যারা বলে থাকেন, এতে অবাক হবার কি আছে ? এখানে ব্লগাররা অনেকে লং টাইম চেনাজানার কারনে একে অপরের সাথে বন্ধুসুলভ আচরণ করে । অনেকেই খুবই ফ্রেন্ডলি এবং ফান লাভিং । তারা পরস্পর এভাবে ইনফর্মালি কথা বলে । এতে অন্যদের কেনইবা প্রবলেম হবে বা অবাক হবে ।

কেউ গুরুগম্ভীর কেউ বা না । সবাই রোবোকপ হবে আর ক্রিটিক্যাল কমেন্ট করবে, এর বাইরে যাওয়া যাবেনা , কোথায় আছে সেরকম রুল ? থাকলে নিশ্চয়ই এডমিন তাদেরকে এ ব্যাবহারের জন্য ব্যান করতো । একেজন মানুষ একেকরকম । যে যেরকম তাকে সেভাবেইতো গ্রহণ করা উচিৎ, as long as not harmful.

পোষ্টের কন্টেন্টের ওপর কমেন্ট করাই কি বেটার নাহ ? স্বভাবগতভাবে কে কিরকম ওটা নিয়ে জাজমেন্টাল হওয়া কি ঠিক ?



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.