নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমার ব্লগিং\'এর উপর ফিডব্যাক, টিডব্যাক দেন, প্লীজ

২৯ শে মে, ২০২১ বিকাল ৩:৪৭



বর্তমান নিকে আমি ৬ বছর ৪ মাস সময় সামুতে ব্লগিং করছি; যথাসম্ভব, আপনার সাথে আমার ইন্টার-এ্যাকশন হয়েছে; সম্ভাবনা আছে, আপনার লেখা আমি পড়েছি; হয়তো, আপনিও আমার পোষ্ট আপনি পড়েছেন; আমার লেখার বিষয়, পোষ্টের বিষয়বস্তু, বিয়ষের উপর ধারণা, আমার লেখার ষ্টাইল, আমার কমেন্ট, কমেন্টের বিষয়বস্তু, কমেন্টের ভাষা, কমেন্টের ফিডব্যাক ক্ষমতা, ইত্যাদি নিয়ে সম্ভব হলে, একটু ফিডব্যাক দেবেন। মানুষ একই সাথে ব্লগে বেশ কিছু সময় কাটালে, সবার মনে অন্যেকে নিয়ে একটা প্রোফাইল তৈরি হয়; অনেক ব্লগার সম্পর্কে আমাদের মনে প্রোফাইল আছে; আপনার কাছে আমার প্রোফাইলটা কি রকম?

ব্লগিং'এর মাধ্যমেই আপনাদের সাথে পরিচয় হয়েছে, কমেন্ট বিনিময় হয়েছে, হচ্ছে; আশা করছি, সহব্লগারদের থেকে ফিডব্যাক পাবো; আমি ফিডব্যাকে বিশ্বাসী। ব্লগিং'এর সবচেয়ে সুবিধা হলো, ইন্টারএ্যাকটিভ ফিডব্যাক; সামান্য সমস্যা হলো, অনেক ব্লগার, অনেক সময় লেখা নিয়ে কথা বলেন না, তাঁরা আড্ডা জাতীয় কমেন্ট করেন। আমার বেলায় বেশীরভাগই ফিডব্যাক করেন। কিন্তু সম্প্রতি আমি লক্ষ্য করছি যে, আমার বেলায়ও কিছু কিছু কমেন্ট পোষ্টের বিষয়বস্তুর সাথে মিলে না।

ব্লগার কমছেন, সাথে সাথে অনেক ব্লগার কম লিখছেন, কম কমেন্ট করছেন; কমেন্ট ব্লগারদের উৎসাহিত করে; কিন্তু লেখার উপর ফিডব্যাক না থাকলে, লেখক কোনভাবে উপকৃত হন না, তখন ব্লগিং ভার্চুয়াল আড্ডায় পরিণত হয় মাত্র।

আমি মাঝে মাঝে নিজের অবস্হা বুঝার জন্য অন্যদের মতামত, ফিডব্যাক নিতে চাই; আমার ব্লগিং নিয়ে আপনার ধারণা, আপনার মতামত জানাবেন।

মন্তব্য ১০৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০২১ বিকাল ৪:০৪

রাজীব নুর বলেছেন: আপনার আত্মজীবনীমূলক পোষ্ট গুলো আমার খুব ভাল লাগে। আমি চাই- আপনি নিজের জীবনের কথা, অতীত সৃতি, অভিজ্ঞতা এবং মুক্তিযুদ্ধের কথা অনেক লিখেন।

সত্য কথা বলি, আপনার পোষ্ট এবং আপনার মন্তব্য আমাকে সামুতে দীর্ঘদিন থাকতে বাধ্য করেছে। আমাকে উৎসাহ দিয়েছে। আপনি সামুতে না থাকলে হয়তো আমারও থাকা হতো না।

২৯ শে মে, ২০২১ বিকাল ৪:১০

চাঁদগাজী বলেছেন:




আমি মুক্তিযুদ্ধের উপর লেখার চেষ্টা করছি।
আপনার লেখার বিষয়বস্তু নিয়ে আমি বেশীরভাগ সময়ে ফিডব্যাক দেয়ার চেষ্টা করেছি।

২| ২৯ শে মে, ২০২১ বিকাল ৪:০৬

মিরোরডডল বলেছেন:



বলে কি !! এখনও ফিডব্যাক পাননি ? প্রতিনিয়ত কমেন্টে ফিডব্যাক পাচ্ছেন নাহ ?

আচ্ছা ধরে নিচ্ছে আনসার ইজ নো ।
এখন বলুন ফিডব্যাক পেলে কি হবে ? গুড ইজ ওকে, ইউ উইল বি হ্যাপি ।
বাট হোয়াট আবাউট ব্যাড ওয়ান । সেই ফিডব্যাক পেয়ে কি হবে ? কোনও চেঞ্জ আসবে ?
ইফ নট তাহলে ফিডব্যাক দিয়ে কি হবে । ইফ আনসার ইজ ইয়েস চেঞ্জ হবে, তাহলে এতদিন হয়নি কেনো ।

আমার নিজস্ব ফিডব্যাক দিবো । আসছি একটু পরেই ফ্রি হয়ে :)
ইন্টারেষ্টিং পোস্ট !




২৯ শে মে, ২০২১ বিকাল ৪:১৩

চাঁদগাজী বলেছেন:



খারাপ ফিডব্যাক বলতে তেমন কিছু আসলে নেই।
আমি ফিডব্যাককে কাজে লাগানোর চেষ্টা করি।

৩| ২৯ শে মে, ২০২১ বিকাল ৪:০৭

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য গুলো অসাধারণ।
আপনি মন্তব্যে ধূম করে চরম সত্য বলে দেন। সাথে কিছুটা রসিকতাও মিশে থাকে।
আপনার রাজনীতি/ দেশ নিয়ে পোষ্ট গুলোতে করা আপনার মন্তব্য গুলো অসাধারণ হয়। আপনার এই মন্তব্য গুলো বাধাই করে দেওয়ালে টানিয়ে রাখা দরকার। বিশেষ করে সরকারি অফিস গুলোতে।

সামুতে করা আপনার সমস্ত মন্তব্য গুলো একসাথে করে একটা বই প্রকাশ করলে খুব ভাল হতো।

২৯ শে মে, ২০২১ বিকাল ৪:১৪

চাঁদগাজী বলেছেন:




আপনি আমার বেলায় বেশী উৎসাহী।

৪| ২৯ শে মে, ২০২১ বিকাল ৪:১৪

রাজীব নুর বলেছেন: আমি সাক্ষী আপনি সামুতে বহু দুষ্ট ব্লগারকে সাইজ করেছেন। আপনার জন্য দুষ্ট ব্লগারা সামুতে ভাত পায় নি। সুবিধা করতে পারেনি। সামুর পরিবেশ নষ্ট করতে পারে নি। পিয়াল ভাইকে পর্যন্ত আপনি কোনো ছাড় দেন নি। বাঘা বাঘা ব্লগাদের আপনি কোনঠাসা করে ফেলেছেন লজিক দিয়ে।

আমি এও জানি কিছু ব্লগার আপনার নাম শুনলে ভয়ে কাপে। উলটা পালটা পোষ্ট দিতে ভয় পায়। সামু রাজাকার এবং শিবির মুক্ত করতে আপনার ভূমিকা অসাধারন। এই সামুতে আপনার অবদান খাটো করে দেখার সুযোগ নেই।
আমার বিশ্বাস সামু আপনাকে শ্রেষ্ঠ ব্লগারের খেতাব দিবে। দেওয়া উচিত।

২৯ শে মে, ২০২১ বিকাল ৪:১৮

চাঁদগাজী বলেছেন:



বাংলায় ব্লগিংটা সব সময় কষ্টকর ছিলো।

৫| ২৯ শে মে, ২০২১ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমি মুক্তিযুদ্ধের উপর লেখার চেষ্টা করছি।
আপনার লেখার বিষয়বস্তু নিয়ে আমি বেশীরভাগ সময়ে ফিডব্যাক দেয়ার চেষ্টা করেছি।

সামুতে আমি দীর্ঘদিন আছি, এখানে আপনার অবদান আছে। প্রতিদিন সামুতে এসেই আমি আপনার পোষ্ট খুঁজি। খুঁজি মন্তব্য গুলো। আপনার মন্তব্য গুলো কখনও আমাকে হাসায়। কখনও চিন্তার খোরাক দেয়।

আমি দেখেছি, আপনি ব্লগার এবং ব্লগকে ভালোবাসেন। কিন্তু বেশির ভাগ ব্লগার আপনার রসিকতা বুঝতে পারে না। তারা চেতে যায়। চেতে গিয়ে হাস্যকর কর্মকান্ড করে।

২৯ শে মে, ২০২১ বিকাল ৪:২৩

চাঁদগাজী বলেছেন:



আপনি একটিভ ব্লগার, আমরা পাশাপাশি একাধিক ব্লগে ছিলাম, সেজন্য আমরা পরস্পরকে সহজেই বুঝি।

৬| ২৯ শে মে, ২০২১ বিকাল ৪:২০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনি আমার বেলায় বেশী উৎসাহী।

আসলে তা না। আমি আপনার পোষ্ট এবং মন্তব্য থেকেই আপনাকে বুঝতে চেষ্টা করি। সীমাহীন ভালোবাসা রয়েছে আপনার দেশ এবং দেশের মানুষের প্রতি। দেশে খারাপ কিছু ঘটলে আপনি অস্থির হয়ে পড়েন। আপনার দেশের জন্য এই ভালোবাসাটুকু আমাকে মুগ্ধ করে। আনন্দ দেয়।

২৯ শে মে, ২০২১ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:



আমি গ্রামে বড় হওয়ায় ও বাস করায় অনেক মানুষকে জানার সুযোগ পেয়েছি, মানুষের জীবন আমার উপর প্রভাব রেখেছে।

৭| ২৯ শে মে, ২০২১ বিকাল ৪:২৪

শূন্য সারমর্ম বলেছেন: আপনাকে প্রথমে শ্রদ্ধা করি মুক্তিযোদ্ধা হিসেবে। বিশ্ব সম্পর্কে ধারণা বদলে দেবার জন্য আপনিই ছিলেন, আমি মাঝে মাঝে আপনার পুরোনো পোস্টগুলা(২০১৫ থেকে) পড়ি,দেখি, কমেন্ট পড়ি। শিখার চেষ্টা করি। আগের পোস্ট থেকে বুঝা যায়, আপনার পিছনে লাগার লোকের অভাব ছিল না।

আগে থেকে এখন নমনীয় হয়েছেন, কমেন্টে।

২৯ শে মে, ২০২১ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:



কমেন্টর সুর বদলাতে হয়েছে কিছুটা, কিন্তু এখনো ফিডব্যাক দেয়ার চেষ্টা করি।
এর আগে সামুতে আমার ৬টি নিক ব্যান খেয়েছে; এই নিকটাকে রক্ষা করার জন্য এটা সেটা এডজাষ্ট করে চলছি।

৮| ২৯ শে মে, ২০২১ বিকাল ৪:২৭

শূন্য সারমর্ম বলেছেন: ধর্মের অপধারণা এখনো পীড়া দেয় আপনাকে। আপনার ব্লগিং এ ভালোলাগার ব্যাপার হল স্পষ্টতা ও সত্যতা।

২৯ শে মে, ২০২১ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:



ধর্ম এক সময়ের জন্য সবচেয়ে প্রগ্রসিভ ভাবনা ছিলো; কিন্তু আজকে অতীতের সংস্কৃতি, সমাজ ভাবনা, অতীতের রাজনীতি, অতীতের অর্থনীতি অচল।

৯| ২৯ শে মে, ২০২১ বিকাল ৪:২৯

শেরজা তপন বলেছেন: আপনার কমেন্টের স্টাইল ও আক্রমনাত্বক চরিত্রের জন্য অনেকের বিরাগভাজন হয়েছেন।
আমি এখানে আসি মুলত মন হালকা করার জন্য- হাতে কাম কাজ কম বলে ইদানিং দীর্ঘ সময় উপস্থিত থাকি। এখানে এসে ভারি ভারি কথা শুনতে মন
চায় না।
যে কোন লেখার সমালোচনায় খানিকটা খোচা মারেন আপনি। যে পোষ্টগুল এড়িয়ে যেতে পারেন সহজেই-
নেহায়েত মামুলি বা মজার পোষ্ট সেখানে আপনার উপস্থিতি জানান দিয়ে একটা গোলমেলে পরিবেশ সৃষ্টি করে দিয়ে আসেন। আপনার গার্বেজ' ও গরুর রচনা' টাইপের মন্তব্যে অনেক ব্লগাররাই হতাশ হন ভেঙ্গে পড়েন আর লিখতেই চাননা। আমার মত এলেবেলে ব্লগার যারা লিখতে লিখতে লিখিয়ে হয়েছে- তারা এমনতর মন্তব্য পেলে ব্লগের ধারে কাছে ঘেষবেনা কখনো- তাহলে কিভাবে
আরো বেশী ব্লগারের উপস্থিতি আর প্রানবন্ত ব্লগ আশা করেন?
আপনি নিশ্চিতভাবে বেশ বুদ্ধিমান মানুষ কিন্তু গোঁয়ার আর একরোখা! নিজের মতে অটল থাকেন- কাউকে সান্তনা দেবার খাতিরে একটু নরম সরম হলে সমস্যা কি।
ইদানিং আপনার মন্তব্যের ধরন খানিকটা পাল্টেছে। আগের মত ড্রাফটে পোষ্ট কম নিচ্ছেন বা সাময়িক পোষ্ট কম দিচ্ছেন। এজন্য আপনার লেখায় আমি মন্তব্য করিনি বহুদিন।( যদিও এতে আপনার কোন ক্ষত বৃদ্ধি হয়নি)
আপনি যেমন কাউকে ঝাঁঝালো কথা বলতে পারেন তেমনি অনেক কঠিন কথা হজম করতে পারেন বলে মনে হচ্ছে।
ইদানিং একই পোষ্ট রিপিট হচ্ছে। আপনি এমন নরম মানুষ কখনো ছিলেন না আজকে যেমন মনে হোল। আপনি চাইলে ব্লগ আরো প্রানবন্ত হতে পারে- এই ক্ষমতাটুকু আপনার আছে বলে আমার বিশ্বাস

২৯ শে মে, ২০২১ বিকাল ৪:৩৬

চাঁদগাজী বলেছেন:




আপনি অনেক ফিডব্যাক দিয়েছেন, ধন্যাবদ; এগুলো কার্যকর করার চেষ্টা করবো; তবে, এই নিকে আমি আগের থেকে সহজ হওয়ার চেষ্টা করছি সব সময়; আগে, এর থেকে সামান্য কঠিন হওয়ার কারণে, ৬ বছরে আমি ৬টি নিকে ব্যান খেয়েছি সামুতে।

১০| ২৯ শে মে, ২০২১ বিকাল ৪:৩৮

শূন্য সারমর্ম বলেছেন: আচ্ছা আপনার জীবনে প্রভাব ফেলেছে এমন কেউ আছে?? কোনো এক পোস্ট পড়েছিলাম, সবকথা আপনি মাক্স এর সাথে মিলিয়ে দেখেন। ব্রাটান্ড রাসেলও আপনার প্রভাব অাছে মনে হয়।

২৯ শে মে, ২০২১ বিকাল ৪:৫২

চাঁদগাজী বলেছেন:



আমি বাট্রান্ড রাসেল ও কার্ল মার্ক্সের তত্বের অনুসারী। বর্তমানের রাজনীতিবিদদের মাঝে আমি জার্মানীর মার্কেলের রাজনীতি ও অর্থনীতি পছন্দ করি।

১১| ২৯ শে মে, ২০২১ বিকাল ৪:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আপনি ইতিবাচক চিন্তা করেন।
অনেকেই এটা করেন না।

২৯ শে মে, ২০২১ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:




আমি চেষ্টা করি।

১২| ২৯ শে মে, ২০২১ বিকাল ৪:৫২

মিরোরডডল বলেছেন:



খারাপ ফিডব্যাক বলতে তেমন কিছু আসলে নেই।
আমি ফিডব্যাককে কাজে লাগানোর চেষ্টা করি।


এ কথাটা যেনো মনে থাকে :)

অনেক আগে বলেছিলাম সম্ভবত যে ব্লগে সাইন ইন করেছি বেশীদিন না কিন্তু সামুব্লগ পড়া হয় ১০ বছর ।
মুলত পাঠক আমি । ২০১৪ থেকে মোটামুটি রেগুলার খেলাঘরের বর্তমান নিকের কমেন্টগুলো পড়তাম ।
খুবই মজা লাগতো কিন্তু পোষ্ট পড়িনি তখন । আমরা এক ফ্রেন্ড ছিলো এখানে তার সাথে আমার মতবিরোধ হতো এই নিয়ে ।
সে ছিলো এন্টি-খেলাঘর :)

ধর্ম আর রাজনীতি নিয়ে অনেকের সাথে কনফ্লিক্ট দেখেছি । এগুলো আরও ভালোভাবে হ্যান্ডেল করা যেতো বা যায় ।
অনেক সময় ব্যান খেতে দেখেছি । সেই কারণগুলো রিপিট না হতে পারতো ।
অনেকে খেলাঘরের ফান বা কমেন্ট বুঝতে পারেনা বলে মাইন্ড খায় ।
আবার একইভাবে মাঝে মাঝে খেলাঘর কিছু ব্লগারের সাথে অল্পতেই উত্তেজিত হয়ে যায় ।
এ প্রবলেমগুলো থেকে বের হয়ে আসতে হবে । অন্য ব্লগারদের প্রতি আরও সহনশীল আর রেস্পেক্টফুল হতে হবে ।


সেন্স অভ হিউমার আর বুদ্ধিমত্তার প্রশংসা করতেই হয় ।
শৈশব কৈশোরের গল্পগুলো খুবই ভালো লাগে ।
পোষ্টের সাইজ একদম রিজনেবল ফর মি ।
ইনস্ট্যান্ট মন্তব্যের রিপ্লাই দেয়া হয়, হুইচ ইজ গুড ।
ওভারঅল ভেরি ইন্টারেক্টিভ ।
I like your presence man :)




২৯ শে মে, ২০২১ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:




আপনি সময় নিয়ে অনেক ফিডব্যাক দিয়েছেন, আমি সেগুলো কাজে লাগানোর চেষ্টা করবো, ধন্যবাদ; "খেলাঘর" নিক অবধি আমি অনেকটা ফ্রি মনোভাব নিয়ে ব্লগিং করেছি। এখন অনেকভাবে এডজাষ্ট করছি; ধর্ম ও চলমান রাজনীতি নিয়ে উদ্ভুত কনফ্লিক্টগুলোকে কমিয়ে এনেছি কিছুটা; এরপরও চেষ্টা করবো।

১৩| ২৯ শে মে, ২০২১ বিকাল ৫:০৯

কল্পদ্রুম বলেছেন: আপনার অল্প কিছু লেখা পড়েছি। এর ভিত্তিতে যতটুকু ফিডব্যাক দিতে পারি আপনার পোস্টের একটা নির্দিষ্ট সাইজ আছে। পাঠক হিসেবে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়ে পোস্ট বেশি সংক্ষিপ্ত বলে মনে হয়। বিষয়বস্তু,লেখার ধরণ আমার কাছে আকর্ষণীয়। মাঝেমধ্যে দেখি পোস্টের বিষয়বস্তুর বাইরে মন্তব্য করছেন। সেগুলো তেমন ভালো হয় না। এ বাদে আপনার সমালোচনামূলক ও হিউমারাস মন্তব্যগুলো ভালো লাগে।সেগুলো মোটামুটি অন পয়েন্ট।

২৯ শে মে, ২০২১ বিকাল ৫:১৮

চাঁদগাজী বলেছেন:



ধারণা দেয়ার জন্য ধন্যবাদ; মন্তব্যে কিছুটা সমস্যার কথা অনেকে বলছেন।

১৪| ২৯ শে মে, ২০২১ বিকাল ৫:২১

সেলিম আনোয়ার বলেছেন: আপনার ব্লগিং সম্প্রতিক আর্থ-সামাজিক প্রেক্ষাপটের উপর । এই দিকটা নিঃসন্দেহে ভালো লাগার। তবে আপনার চাঁছাছোলা ব্যক্তি আক্রমণ অনেকেই পছন্দ করেন না। ঐ অংশ টুকু বাদে চলমান বিষয়ে আপনার ব্লগিং গুরুত্বপূর্ণ সন্দেহাতীতভাবেই । আপনার ধৈর্যও প্রশংসার দাবি রাখে।

২৯ শে মে, ২০২১ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:




ঠিক আছে কবি, ব্যক্তি আক্রমণ যাতে না ঘটে, সেটার চেষ্টা করবো।

১৫| ২৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:১৫

আমি নই বলেছেন: পৃথিবীর কোনো মানুষই সবকিছুই জানে না, জানা সম্ভবও না কিন্তু আপনি ব্লগে সবজান্তা সমশেরের ভাব নেন যেটা বিরক্তিকর।

আপনার সবচাইতে খারাপদিক হল আউট অফ কনটেক্সট মন্তব্য করে আজাইরা ক্যাচাল শুরু করেন,
কারো লেখা ভালো না লাগতেই পারে তাই বলে কোনো লেখাকে গার্বেজ বলা কোন ধরনের ভদ্রতা তা আপনিই ভালো বলতে পারবেন (যদিও সেই ব্লগারের লেখার উল্লেখযোগ্য পরিমানের পাঠক আছে ),
জামাত-শিবির, রগকাটা ইত্যাদি ট্যাগ দেয়ার মত ছেলেমানুষিতো হরহামেসাই করেন,

২৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:




আপনার পোষ্টে আমি কোন কেমন্ট করেছি? সেখানে এই ধরণের কিছু লক্ষ্য করেছেন?

আপনার ফিডব্যাক নিয়ে আমি ভাববো, এবং কমেন্ট করার সময় খেয়াল রাখবো।

১৬| ২৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:১৬

ঢাবিয়ান বলেছেন: ফিডব্যাক যেহেতু চেয়েছেন তাই আমি যা ভাবি তাই লিখছি ।

প্রথমে আসি আপনার রাজনৈতিক পোস্টের বিষয়ে। আপনি আওয়ামিলীগের সমর্থক এবং জিয়ার কট্টর সমালোচক অর্থাৎ আপনি নিউট্রাল নন। মাঝে মাঝে নিউট্রালিটি দেখাতে আপনি আওয়ামিলীগের টুকটাক সমালোচনা করেন। কিন্ত কখনই সেটা নিউট্রাল পজিশনে যেয়ে নয়। অপরদিকে জিয়া ও খালেদা জিয়ার চৌদ্দ গুষ্টি উদ্ধার করতে আপনি আবার একেবারে রনমুর্তি ধারন করেন। এই কারনে এই ব্লগের আওয়ামি ভাবাপন্ন ব্লগারদের সাথে আপনার সখ্যতা আছে কিন্ত আওয়ামী সরকারের সমালোচকদের সাথে আপনার দা কুমড়া সম্পর্ক। এইসব ব্লগারদের আপনি ইচ্ছেমত জামাত শিবির, রগকাটা ইত্যাদি ট্যাগিং করেন তাদের লেখনি থামিয়ে দিতে। অথচ যে কোন দেশেই সরকারের সমালোচনা অতি স্বাভাবিক একটি বিষয়। এর সাথে রাজনীতির কোন সম্পর্কই নাই। আর যদি কোন ব্লগার বিএনপির রাজনীতির সমর্থক হয়েও থাকে , সেটাও কেন অগ্রহনযোগ্য হবে? সেটাওতো একজন ব্লগারের গনতান্ত্রিক অধিকার। কিন্ত বিরোধি দলের ব্যপারে আপনি আপনার দলের চিন্তাধারার সাথে একমত।

এইবার আসি কমেন্ট বিষয়ে। ব্লগার ভুয়া মফিজ এই ব্যপারে একটা পোস্ট দিয়েছেন। গিয়ে দেখে আসতে পারেন। আর মাঝে মাঝেই আপনার ব্যান খাওয়ার বিষয় নাহয় নাই উল্লেখ করলাম।

নেতিবাচক ফিডব্যকের পর কিছু ইতিবাচক ফিডব্যাকও দিতে চাই। আপনার তিতা মিঠা মিশ্রিত পোস্ট এবং কমেন্ট ( ব্যক্তিগত আক্রমন বাদ দিয়ে) অনেক সময়ই বেশ আকর্ষনীয় হয় যেটা ব্লগিংএ প্রয়োজন আছে। তা নাহলে ব্লগ একেবারে রসকষহীন মরুভুমি হয়ে পরবে। এমনিতেই ব্লগার কম। তারমধ্যে যদি তর্ক বিতর্ক না থাকে বা কিছুমিছু ক্যাচাল =p~ না থাকে তাহলে ব্লগিং হারাবে তার জনপ্রিয়তা।

দিনশেষে আপনার সাথে আমার যতই দ্বিমত থাক না কেন, আপনার সুস্থতা এবং শুভকামনা করি। আর এটাকেই আমি ব্লগিং বলে মনে করি।






২৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:



সময় নিয়ে ফিডব্যাকের জন্য ধন্যবাদ, আমি চেষ্টা করবো এডজাষ্ট করতে।

জটিলভাই, ভুয়া মফিজ, মা.হাসান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাকে আক্রমণ করে অনেক অনেক পোষ্ট দিয়েছেন, আমি কোন ব্লগারের বিপক্ষে কোনদিন কোন পোষ্ট দিইনি।

মাহমুদুর রহমান, বেগম জিয়া, মোল্লা শফি এই দেশে ব্লগিং বদ্ধ করার কথা বলেছিল; ওরা সেটা বলার পর ১৭ জন ব্লগারকে হত্যা করা হয়েছিলো; ২০০ ব্লগার পালিয়ে গেছে বিদেশে, ব্লগিং ৯০ ভাগ থেমে গেছে; দেশে মাহমুদুর রহমান, বেগম জিয়া ও মোল্লা শফির অনুসারীরা কৌশলে ব্লগিংক বন্ধ করার জন্য ব্লগিং করছে।

১৭| ২৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

অপু তানভীর বলেছেন: আপনি কি অনেস্ট ফিডব্যাক চান নাকি রাজীব নুরের মত তেল যুক্ত ফিডব্যাক চান ?
যদি অনেস্ট ফিডব্যাক শুনতে চান, তাহলে বলুন । সেটা একটা মন্তব্যে হবে না । আলাদা ভাবে পোস্ট লিখতে হবে । বলেন তো লিখে পোস্ট করি ।
আর যদি পোস্ট লেখায় আপত্তি থাকে তাহলে ইমেল আইডি দিয়েন । আপনাকে মেইল করে দিবো ।

২৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:




ব্লগে আমি অনেষ্ট আছি; আপনি যেভাবে জানাতে চান, আমি সেটা গ্রহন করবো।

১৮| ২৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৪৪

আমি নই বলেছেন: লেখক বলেছেন:
আপনার পোষ্টে আমি কোন কেমন্ট করেছি? সেখানে এই ধরণের কিছু লক্ষ্য করেছেন?

আমি একজন পাঠকমাত্র, আমি পোষ্ট করিনা (বলতে পারেন পারিনা) তবে অন্য ব্লগারদের পোস্টে আমার দেয়া মন্তব্য বিষয়ক ফিডব্যাক গুলো কমন। আপনি শত-শতবার করেছেন।

আপনার ফিডব্যাক নিয়ে আমি ভাববো, এবং কমেন্ট করার সময় খেয়াল রাখবো।
ধন্যবাদ। ভালো থাকবেন।

২৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:




আপনি এখনো লিখেননি?

১৯| ২৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৫১

শূন্য সারমর্ম বলেছেন: আপনাকে পছন্দ করার চেয়ে অপছন্দ করার মানুষ বেশি নাকি কম?

২৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:



আমাকে অপছন্দ করার মানুষ সব সময় বেশী ছিলো।

২০| ২৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৩০

শূন্য সারমর্ম বলেছেন: লিসেনিং স্কিল কেমন? ইনস্টান্ট জাজমেন্ট করে ফেলেন সম্ভবত।

২৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:



আমি শুনতে ভালোবাসি; লিসেনিং স্কিল, মনে হয়, গড় বাংগালী থেকে একটু ভালো; কিছুটা অভিজ্ঞতা আছে: মানুষের আচরণ, কথা বা লিখা, প্রকাশের প্যাটার্ণ থেকে অনুমান করার চেষ্টা করি, মাঝে মাঝে ইমোশানেলী ইনস্টান্ট জাজমেন্ট করেও থাকি।

২১| ২৯ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৫৯

শূন্য সারমর্ম বলেছেন: এটাই ভেবেছিলাম। মিলে গেল। কখনো কি মনে হইছে" I am better than him ".

২৯ শে মে, ২০২১ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:



হ্যাঁ, মাঝে মাজে মনে হয়; একই বিষয়ের উপর দক্ষতা, ধারণা, বুঝার ক্ষমতা, এনালাইসিস ও পর্যবেক্ষণ করার ক্ষমতা, প্রকাশ করার ক্ষমতা তুলনা করলে মাঝে মাঝে মনে হয়, আমি কিছু মানুষের চেয়ে ভালোভাবে গ্রহন করতে পারছি।

২৯ শে মে, ২০২১ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:



গতকাল ব্লগে, বাংলাদেশ-শ্রীলংকার ঋণ নিয়ে একজন ব্লগারের পোষ্ট পড়ে কমেন্ট করলাম; তারপর মনে হলো, আমি উনার চেয়ে সহজ করে, আরো বেশী গ্রহনযোগ্য করে ইহা লিখতে পারবো। ঐ ব্লগারের লেখার থেকে আমার লেখা বেশী গ্রহনযোগ্য (পাঠক সংখ্যা ও কমেন্টের দিক থেকে ) হয়েছে।

২২| ২৯ শে মে, ২০২১ রাত ৮:২০

শূন্য সারমর্ম বলেছেন: আপনার থেকে বেটার কারও কাছ থেকে কিভাবে শিখেন?

২৯ শে মে, ২০২১ রাত ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:




আমি ক্রমাগতভাবে শিখছি, শেখার চেষ্টা করছি; ব্লগে আমি অনেক ব্যাপারে ড: এম আলীকে অনুসরণ করি; ব্লগের বাইরে আমি অনেক আমেরিকান ও ইউরোপিান অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও বিভিন্ন ইনষ্টিটিউশনের ফেলোদের অনুসরণ করি।

২৩| ২৯ শে মে, ২০২১ রাত ৮:২৩

ডার্ক ম্যান বলেছেন: আপনি সরাসরি কারো লেখার প্রশংসা করতে পারেন না। আপনার কমেন্টগুলো তির্যক হয়। আপনি খুব ঠান্ডা মাথায় ব্লগারদের মেজাজ বিগড়ে দিতে পারেন।
জামাত শিবির গ্যাংকে আপনি ভালো ধোলাই দিতে পারেন। আপনি একসময় বাম রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং সেটা সম্ভবত পিকিংপন্থী।
ব্লগে একাধিক বলয় সক্রিয় কিন্তু আপনি কোন বলয়ের সাথে যুক্ত নন।
আমাদের সবার দোষ আছে। দোষ-গুন মিলিয়েই আমরা মানুষ

২৯ শে মে, ২০২১ রাত ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:



আমি সমাজতন্ত্রে বিশ্বাসী; তবে, মাও'এর পদ্ধতির ভক্ত নই। আমি স্বাধীনতার সময়ে যারাঁ দেশের মানুষের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন, তাঁদের সাথে চলি।

২৪| ২৯ শে মে, ২০২১ রাত ৯:০৫

শূন্য সারমর্ম বলেছেন: ব্লগিং কবে শুরু করেছিলেন? আর কতদিন করবেন?

২৯ শে মে, ২০২১ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:




আমি আজীবন ব্লগিং করবো, আশাকরি।

২০০৯ সালের দিকে ব্লগিং শুরু করেছি।

২৫| ২৯ শে মে, ২০২১ রাত ৯:২৭

জুন বলেছেন: আপনার রাজনৈতিক ( অন্য দেশের) এনালাইসিসগুলো ভালো লাগে, কিন্ত দেশের রাজনীতি নিয়ে আপনি পক্ষপাতহীন ভাবে বিশ্লেষণ করতে পারেন না। আপনি বাংলাদেশের প্রধান বিরোধীদলকে অত্যন্ত আক্রমনাত্মক, কটু, অশালীন এবং নীচ ভাষায় সমালোচনা করেন যা আপনার লেখার সমস্ত গুনকে নষ্ট করে ফেলে।
এছাড়াও আপনি বিভিন্ন ব্লগারের পোস্টে যেয়ে তাদের ব্যাক্তিগত আক্রমণ করে একের পর এক মন্তব্য করতে থাকেন। সেই সব ব্লগাররা ভদ্র ভাবে আপনাকে নিরস্ত করতে চাইলেও আপনি কেমন যেন এক আক্রোশপ্রসূত মন্তব্য করতেই থাকেন। কখন থামা উচিত সেই জ্ঞ্যান আপনার কম আছে বলেই মনে হয়।
আর সহ ব্লগারদের লেখা বা আচরণ পছন্দ না হলে তাদের বিভিন্ন রাজনৈতিক দলের ট্যাগ দেয়া ভয়ংকর। আশাকরি আপনি এই প্রবনতা থেকে সরে আসবেন।
শরীর ভালো না, আমি আসতাম না ব্লগে কিন্ত আপনি ফিডব্যাক চেয়েছেন তাই যে দুটো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হলো তাই বলে গেলাম। আশাকরি খোলামনে গ্রহণ করবেন। ভালো থাকুন।

২৯ শে মে, ২০২১ রাত ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:




আপনার সুস্হতা কামনা করছি; ফিডব্যাকের জন্য ধন্যবাদ।

আমি কি অন্য পোষ্টে গিয়ে অকারণে মন্তব্য করি, নাকি পোষ্ট পড়ি বলে মন্তব্য করি? আমি চাইলে আড্ডাবাজি মন্তব্যও করতে পারতাম, সেটা করি না, আমি ফিডব্যাক করে থাকি; ফিডব্যাক কতটুকু সঠিক, সেটা আমার বুঝার দরকার আছে, হয়তো।

২৬| ২৯ শে মে, ২০২১ রাত ৯:৩৫

আমি নই বলেছেন: আপনি এখনো অন্য পোষ্টের মন্তব্যে গিয়ে বলতেছেন লেখার মান নেই, নিজেকে এত জ্ঞানী ভাবেন কেন? আপনি আর আপনার সাগরেদ ছারা কি আর কারো লেখার মান নেই? অহংকার কমান, অহংকার পতনের মুল।

নিজেকে যদি বদলাতেই না পারেন তাহলে এই ফিডব্যাক নিয়ে কি করবেন? সবাইতো আর কলাগাছের মত তেল মারবেনা।

২৯ শে মে, ২০২১ রাত ৯:৪২

চাঁদগাজী বলেছেন:




আমার মনে হয়, এই ব্লগে যাঁরা সর্বাধিক ফিডব্যাক করেছেন, আমি তাঁদের মাঝে অন্যতম; বাংগালীরা সমালোচনা মেনে নিতে অভ্যস্ত নন।

২৭| ২৯ শে মে, ২০২১ রাত ৯:৩৭

শূন্য সারমর্ম বলেছেন: বই বের করবেন নাকি? দেশে আসার প্লান আছে?

২৯ শে মে, ২০২১ রাত ১০:০০

চাঁদগাজী বলেছেন:



গড়ে আমি বেশীরভাগ সময় দেশেই ছিলাম; ২০১৯ সাল থেকে অসুস্হ হওয়ায় আমি আমেরিকায় আটকা পড়েছি; অবস্হা ভালোর দিকে গেলে, আমি দেশে চলে আসবো।

২৮| ২৯ শে মে, ২০২১ রাত ১০:৪৫

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,




আপনি আপনার "ব্লগিং" এর উপর ফিডব্যাক দিতে অনুরোধ করেছেন। "প্লীজ" শব্দটি ব্যবহার করেছেন। তাই সহ-ব্লগার জুন এর মতোই লগ ইন হলুম।
আপনার এমন আকাঙ্খা থেকে বুঝতে পারছি, সম্ভবত আপনি নিজের ব্লগিং করার উপরে একটা মূল্যায়ন চাচ্ছেন যা আপনাকে শুদ্ধ করতে বা বলতে পারেন "ব্লগ" উপযোগী করে গড়ে তুলতে সাহায্য করবে। এটি যদি সত্যি হয় তবে বলতেই হবে আপনার ব্লগিং মারাত্মক সংহারী। বিশেষ করে অনেকের পোস্টের মন্তব্যে আপনার ব্যবহৃত শব্দের কারনে।

আপনার মতে ব্লগিং হলো " ফিডব্যাক" দেয়া যা কিনা আবার "ইন্টারেকটিভ" । এটা যদি আপনি সত্যিই বিশ্বাস করেন তবে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনি নিজেই ব্লগিংটাকে অনেকের কাছেই দূরূহ করে তুলেছেন , ব্লগারদের অনেকেরই বিরাগ ভাজন হয়েছেন । অধিকাংশ পোস্টেই আপনি শব্দের যে অযাচিত ও অনাকাঙ্খিত প্রয়োগ করেছেন যা "ব্যাক কিক" হলে হতে পারে ফিডব্যাক নয় কিছুতেই।
এপ্রসঙ্গে বেশির ভাগ মন্তব্য সেটাই বলছে। বিশেষ করে জুন, শেরজা তপন, মিরোরডডল এদের মন্তব্য।
সমালোচনা অনেকেই সহ্য করতে পারেন না সত্য, তবে সমালোচনা যদি পজেটিভ হয়, বোম্বাই মরিচের মতো মুখ পুড়িয়ে দেয়া ঝাল না হয় তবে সে সমালোচনাও সহ্য করতে কারোই অপারগতা থাকার কথা নয়।

আপনার ভালো দিকটি হলো , আপনি সহজে রেগে যান না, বিরূপ কথাগুলোকেও বেশীর ভাগ সময়েই সহজ ভাবে নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন স্পোর্টিংলি। আপনার লেখাগুলো হিউমেরাস নিঃসন্দেহে। অনেক মন্তব্যও তাই । ঢাবিয়ান যেমন বলেছেন - আপনার তিতা মিঠা মিশ্রিত পোস্ট এবং কমেন্ট ( ব্যক্তিগত আক্রমন বাদ দিয়ে) অনেক সময়ই বেশ আকর্ষনীয় হয় যেটা ব্লগিংএ প্রয়োজন আছে। তা নাহলে ব্লগ একেবারে রসকষহীন মরুভুমি হয়ে পরবে।
আসলে আপনার গোহনযোগ্যতা এখানেই।
আপনার জীবনের গল্পগুলো বেশ সরেস এবং উপাদেয়। আমি বেশ পছন্দ করি । কিন্তু আপনাকে তখনই বিরক্তকর মনে হয় যখন আপনি কারো লেখায় আপত্তিকর মন্তব্য করেন। যিনি এমন সুন্দর করে গল্প লেখেন যেখানে একটি সুন্দর মনের মানুষের দেখা মেলে তার কাছ থেকে এটা কাম্য নয় কিছুতেই । আবারও বলি - কিছুতেই।

আপনাকে উপদেশ দেয়ার ধৃষ্টতা রাখিনে তবে আশা করবো আপনি আরও সহনশীল হবেন, সংযত হবেন। ব্লগিংকে যদি সত্যিই ভালোবাসেন তবে আপনার তাই-ই করা উচিৎ। আমাদের এই সব ফিডব্যাকগুলো আপনাকে সমৃদ্ধ করুক, এমন কামনা রইলো সবার পক্ষ থেকে।
শুভেচ্ছান্তে।

২৯ শে মে, ২০২১ রাত ১০:৫৫

চাঁদগাজী বলেছেন:



আপনি সময় নিয়ে ফিডব্যাক করেছেন, একটা গুরুত্বপুর্ণ বিষয়ে জোর দিয়েছেন; আমি চেষ্টা করবো, যাতে আমার কমেন্ট কেহ মনোক্ষুন্ন না'হন। আপনার পর্যবেক্ষণ আমাকে সাহায্য করবে, ধন্যবাদ।

২৯| ২৯ শে মে, ২০২১ রাত ১০:৪৮

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,





টাইপো হয়েছে - "গোহনযোগ্যতা" হবে গ্রহনযোগ্যতা

২৯ শে মে, ২০২১ রাত ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:


বুঝতে পেরেছি।

৩০| ২৯ শে মে, ২০২১ রাত ১১:৩৭

নূর আলম হিরণ বলেছেন: আপনার মন্তব্যের পরেও যারা ব্লগে টিকে আছে বুঝতে হবে তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে এবং নিজের পোস্টে সঠিক চিন্তাভাবনা নিয়ে লিখার চেষ্টা করেছে।

৩০ শে মে, ২০২১ রাত ১২:০৯

চাঁদগাজী বলেছেন:



আমি চেষ্টা করেছি যাতে লেখার ব্যাপারে ব্লগারদের ধারণা সঠিক থাকে।

৩১| ২৯ শে মে, ২০২১ রাত ১১:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রিয় চাঁদগাজী ভাই, আপনার ব্লগিং নিয়ে আমার মনোভাব সম্মানিত জুন আপা ও আহমেদ জী এস ভাইয়ের মন্তব্য এ ফুটে উঠেছে। পাশাপাশি, আমার কিছু প্রশ্ন আছে যার ব্যাপারে আপনার সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট জবাব চাই।

১। আপনি বিভিন্ন সময়ে অনেক ব্লগারকে জামাত শিবির হিসাবে উপাধি দিচ্ছেন। আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন এই সকল ব্লগাররা জামাত শিবির?
২। যদি কারো ব্লগিং এর বিষয় বা ব্লগিং এর ধরন আপনার পছন্দ না হয়, তাহলে কি তাঁকে বা তাদেরকে জামাত শিবির বা অন্য যে কোন অপমানজনক উপাধি দিতে পারেন? হ্যাঁ, আপনি যে কারো পোস্ট পড়ে, এমনকি মডারেশন টিমের যে কারো পোস্ট পড়েও বলতে পারেন গার্বেজ, সেই স্বাধীনতা আপনার আছে। কিন্তু কেন গার্বেজ পোস্ট, সেটা আপনাকে যৌক্তিকভাবে ব্যাখ্যা করতে হবে। যদি যৌক্তিক ব্যাখ্যা দিতে না পারেন, তাহলে সেখানে বিপদের সম্ভবনা আছে।

৩। একটি মন্তব্যে আপনি একজনকে বলেছেন আপনি আমেরিকাতে যে পরিবেশে কাজ করেন, সেটা তিনি বাংলাদেশে করেন। অথচ আপনি জানেনও না তিনি কোথায় বা কোন দেশে কাজ করছে। আপনি তো সময় শিক্ষাকে গুরুত্ব দেন। আমি বিশ্বাস করি, আমেরিকা একটি উন্নত দেশ এবং এই দেশের শিক্ষার মান যথেষ্ঠ ভালো। সেই আমেরিকায় এত দীর্ঘ সময় কাটিয়েও কি আপনি এটা বুঝতে সক্ষম হন নি - কারো সম্পর্কে না জেনে কথা বলাটা খুবই অন্যায় এবং অশিষ্ঠাচার? হয়ত বলবেন, এটা বাংলাদেশে যে শিক্ষা নিয়েছেন, সেটার প্রভাব। যদি তাই হয় তাহলে এই ক্ষেত্রে আমার কিছু বলার নেই।

৪। আপনি যাদেরকে জামাত শিবির বলে মনে করেছেন, তাদের ব্যাপারে যদি আপনি প্রমান দিতে না পারেন, তাহলে কি আপনি এই ধরনের অন্যায় ট্যাগিং এর জন্য দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করবেন কি না?

দেখুন, মডারেশন টিম আপনাকে প্রচন্ড সাপোর্ট করে। বিভিন্ন সময়ে আপনার অনেক অযাচিত মন্তব্য ও আচরনকে সর্বোচ্চ ছাড় দিয়ে মডারেশন টিম বিবেচনা করে। কিন্তু এই মডারেশন টিম যদি না চায়, তাহলে এই নিক আপনার বন্ধ যেমন হয়ে যাবে, তেমনি অন্য নিকেও আপনার পক্ষে এই ব্লগে ব্লগিং সম্ভব হবে না। ব্যক্তিগতভাবে আমি চাই না, আপনি এই নিকটি হারান অর্থাৎ চুড়ান্তভাবে আপনার ব্লগিং বন্ধ হোক।

আপনাকে বার বার এই ধরনের মন্তব্য করা আমার জন্য বিব্রতকর। আশা করি আপনি বিষয়টির গুরত্ব অনুভব করবেন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি।

শুভ ব্লগিং!

৩০ শে মে, ২০২১ রাত ১২:১১

চাঁদগাজী বলেছেন:




আপনি ব্যস্ত মানুষ, সময় নিয়ে ফিডব্যাক দেয়ার জন্য ধন্যবাদ। অনেক ব্লগার নিজেদের লেখার সমালোচনা সহ্য করেন না, এজন্য মাঝে মাঝে লজিক্যাল তর্কবিতর্ক হয়; আমি এগুলোর সমাধান করবো, তর্ক ইত্যাদি হবে না।

আমাকে টার্গেট করে কিছু ব্লগার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দীর্ঘ সময় পোষ্ট দিয়ে যাচ্ছে, এদের আচরণ ভালো নয়; ফলে, কিছু কড়া কথা আমি বলেছি। আমি জানি এগুলো আপনার কাজকে কঠিন করে তুলেছে; আমি ইহার কেয়ার নেবো আপনি নিশচিন্ত থাকুন; আপনি আমাকে সব সময় সাহায্য করে এসেছেন, আপনার কাজ যাতে কঠিন না'হয়, আমি সেইদিকে খেয়াল রাখবো।

৩২| ৩০ শে মে, ২০২১ রাত ১২:৩৯

আমি সাজিদ বলেছেন: যে কোন সিনিয়র ব্লগারেরই শৈশব বা মুক্তিযুদ্ধ নিয়ে লেখাগুলো ভালো লাগে। সে ক্ষেত্রে আপনিও ব্যাতিক্রম নন। এছাড়া আপনার রসিকতার নমুনাও কিছু পোস্টে দেখা যায়, যা বেশ আমুদে একটা মেজাজ এনে দেয়। তবে সমস্যা হচ্ছে - আপনি কিছু সময় এমন কিছু কাজ করেন যা আপনার বয়স ও ব্যাকগ্রাউন্ডের সাথে যায় না। যেমন একটা হচ্ছে - কোন বিষয় পছন্দ না হলে আপনি ব্লগারকে বেশীই পারসোনালি এটাক করেন বা ছোট করেন। এটা ভীষন দৃষ্টিকটু। আরেকটা, আপনার রাজনৈতিক অবস্থান মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হলেও ( এবং যতদূর জানি আপনি একজন মুক্তিযোদ্ধা) একটি বিশেষ দলের প্রতি সে দলের অন্যায়েও আপনার আকর্ষন দেখা যায়। অবশ্য মাঝে মাঝে আপনি এটাকে ব্যালেন্স করার চেষ্টা করেন।

আপনি নিজেই জানেন আপনার কোন বিষয়গুলো নিয়ে ব্লগে সমালোচনা হয়, সেগুলো শুধরে নিয়ে ব্লগিং চালিয়ে যাবেন সে আশাবাদ ব্যক্ত করছি।

৩০ শে মে, ২০২১ রাত ১২:৫০

চাঁদগাজী বলেছেন:



ফিডব্যাকের জন্য আপনাকে ধন্যবাদ।

আমার লেখায় কোথায়ও একটা সমস্যা থেকে যাচ্ছে, মনে হয়; ব্লগার ঢাবিয়ান বলেছেন যে, আমি আমওয়ামী লীগকে সাপোর্ট করি; আওয়ামী লীগ তো আওয়ামী লীগ, আমি ঢাকাতে প্রকাশ্য শেখ সাহবে ও তাজঊদ্দিন সাহেবকে সমালোচনা করায় আমাকে অনেক নাকানি চুবানী খেতে হয়েছে।

১৯৭২ সালে, আমাদের এমপি'র মিটিং'এ বলেছিলাম যে, শেখ সাহেব ও তাজউদ্দিন সাহবে নিজেদের চাকুরী রেখে দিয়ে ৮০ হাজার ভলনটিয়ার মুক্তিযোদ্ধার চাকুরী খেয়ে বসে আছেন, এটা ভয়ংকর বেকুবী কাজ। এমপি মন্ত্রী হওয়ার পর, এটা নিয়ে আওয়ামী লীগের ঘনিষ্টদের সামনে এই কথা বলেছিলেন।

৩০ শে মে, ২০২১ রাত ১২:৫২

চাঁদগাজী বলেছেন:





সেই এমপি এখন আওয়ামী লীগের প্রেসিডিয়ামে আছেন, আমার কথাটা উনি বিশ্বাস করেন; আমরা একত্রিত হলে, এখনো আমরা এটা নিয়ে আলাপ করি।

৩৩| ৩০ শে মে, ২০২১ রাত ১:১৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার সাথে আমার রাজনৈতিক মতপার্থক্য আছে অনেক, বিশেষত আপনি একটি দলের প্রতি একটু বেশি দুর্বল। সেটা একটি ব্লগে হতে পারেই, কিন্তু আপনার অনেক পোস্ট আমার মনে যথেষ্ট চিন্তার খোরাক যোগায়। আপনার লেখায় দেশের ও মানুষের প্রতি মমতার যে প্রকাশ ঘটে তা আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি। আর আপনার হিউমারও অসাধারণ। সমস্যা হচ্ছে আপনি মাঝে মাঝে সেটার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারেন না এবং সেটার প্রকাশ ঘটে আপনার কমেন্টে অন্যকে ব্যক্তিগত আক্রমণের মধ্য দিয়ে। অনেক সময়েই এটা মাত্রার বাইরে চলে যায় যেটার লাগাম টানা একান্তই প্রয়োজন।

এটা ঠিক যে আপনি কাউকে ব্যক্তিগত আক্রমণ করে গোটা একটা পোস্ট দিয়ে বসেন না, যা কিছু কিছু ব্লগাররা করে বসেন এবং ইদানিং তা একটু বেশি হচ্ছে। দুএকজন ব্লগারকে অতি নিম্নমানের অশালীন কমেন্টও করতে দেখা যাচ্ছে। তারপরও আমার প্রশ্ন, আপনি কি কাউকে ব্যক্তিগত আক্রমণ না করলেই নয় ? কারো কারো লেখা আপনার ভালো না লাগতে পারেই, সেটা আপনি ইগনোর করলেই হয়। সামুতে অনেক তরুণ ব্লগার যারা এদের মতো সেলেব্রিটি নয় কিন্তু এদের লেখার মানঅনেক সমৃদ্ধ এবং এর বিষয়বস্তু অনেক ভাবনার খোরাক যোগায় - আপনি তাদের ব্লগে গিয়ে কন্ট্রিবিউট করলে বরং আমার অনেক বেশি উপকৃত হবো। আর হিউমার করলেও মনে রাখবেন অনেকে হিউমারকে বেশি পার্সোনালি ভেবে বসে আপনার উপর মনোক্ষুন্ন হয়, তাই এই বিষয়ে আপনাকে যথেষ্ট সংযত হতে হবে বলে আমি মনে করি।

এবার আসি আপনার চ্যালেঞ্জ নিয়ে। আমার ব্যক্তিগত ধারণা আপনি এই ব্লগে কোন বলয় বা সিন্ডিকেট মেইনটেইন করেন না। ব্লগে আপনার কয়েকজন গুণমুগ্ধ আছেন বটে তবে এরা সম্ভবত কেহই কোন বলয়েরই অংশ নয়। অন্যদিকে আপনি সম্ভবত সামুর একটি প্রচ্ছন্ন বলয়ের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছেন বলে আমার ধারণা। আমি ব্লগে বছর পাঁচেক ধরে আছি কিন্তু প্রথমে এই বিষয় নিয়ে খুব একটা ভাবিনি, ইদানিং কিছু ব্লগারের কর্মকান্ড দেখে আমার মনে হচ্ছে এ ধরণের কিছু একটার অস্তিত্ব আছে। ড: আলী ভাইয়ের একটি কমেন্টের সাথে আমি সম্পূর্ণ একমত যে, 'তারা সর্বক্ষনই ব্লগে বিচরণ করে বলে ধারণা করা যায় , তাইতো দেখা যায় বিশেষ ধরনের ও তাদের পছন্দের ও অপন্দের পোষ্টে তারা ঠিকই হাজির হয়ে তাদের উপর অর্পিত বিষয়াদি সমাধা করে যায় । অবশ্য তাদের স্বরূপ ক্রমে ক্রমে প্রকাশ হয়ে পড়ছে '। আপনি মাঝে মাঝে এদের ট্র্যাপে পড়ে কমেন্টে পরিমিতিবোধ হারিয়ে ফেলেন যা মোটেই কাম্য নয়। এটা সত্য যে মানুষ হিসাবে আমাদের সবারই সীমাবদ্ধতা আছে, অনেক সময় আমরা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারি না, আমি নিজেও এর ব্যতিক্রম নই। তারপরও আমাদের সবারই চেষ্টা করা উচিত লাগাম টেনে ধরার।

পরিশেষে এটাই অনুরোধ করবো আপনি যা বিশ্বাস করেন তা আপনার আত্মবিশ্বাস নিয়ে নির্দ্বিধায় প্রকাশ করুন এই ব্লগে। কিন্তু দয়া করে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে মন্তব্য করবেন না। আর যে হিউমার হজম করতে পারে না তাকে নিয়ে হিউমার না করলেই কি নয় ?

৩০ শে মে, ২০২১ রাত ২:৩৪

চাঁদগাজী বলেছেন:




আপনার পর্যবেক্ষণ ও ফিডব্যাকের জন্য অনেক ধন্যবাদ; ইহা আমাকে অনেকভাবে সাহায্য করবে। আমি হিউমার পছন্দ করি, কিন্তু ইহা অনেক সময় আমাকে সাহায্য করেনি।

আমি আপনার কথাগুলো মনে রাখবো।

৩৪| ৩০ শে মে, ২০২১ রাত ১:২২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রথমদিকটায় আপনাকে বুঝতে অক্ষম ছিলাম বলে হয়তো দুই এক যায়গায় ভুল বুঝা-বুঝি হয়েছে। পরে যখন জানতে পারলাম আপনি একজন শ্রদ্ধাভাজন ব্যাক্তি তখন থেকে চেষ্টা করেছি আর যাই করি এই অদম যেনো কোন কারণে আপনাকে অসম্মান না করি।
আপনার সাথে সেই কতো বছর! আপনার কাছ থেকে ঢেড় শিখেছি। আপনার জন্য শুভকামনা। শুভ ব্লগিং।

৩০ শে মে, ২০২১ রাত ২:১৪

চাঁদগাজী বলেছেন:



আশাকরি, আমরা একত্রে অনেক দীর্ঘ সময় দেশ ও জাতি নিয়ে আলাপ আলোচনা করবো।

৩৫| ৩০ শে মে, ২০২১ ভোর ৪:১১

সোহানী বলেছেন: ব্যাস্ততা কমিয়ে ব্লগে ঢুকেই প্রথমেই আপনার এ লিখা চোখে পড়লো, যদিও দেরীতে। অনেকেই আপনাকে অলরেডি ফিডব্যাক দিয়েছে। তারপরও বাঙ্গালী হিসেবে উপদেশ দেবার এমন সুযোগ হাতছাড়া হোক তা আমি চাই না :P

২০২০ এ মার্চ এ এ লিখাটা আপনার উদ্দেশ্যে লিখেছিলাম কিন্তু আপনি মনে হয় বুঝতেই পারেন নাই।
অনেক হইছে এইবার ক্ষ্যামা দেন

তাই এবার একটু সরাসরিই মন্তব্য দিচ্ছি, যদিও এভাবে সরাসরি কথা বলা আমার পছন্দ নয়!

১) আমার দৃষ্টিতে আপনি নতুনদেরকে সরাসরি আক্রমন করেন। কখনো কখনো এমন সব ব্যাঙ্গাত্বক উপমা ইউজ করেন যা নতুনদের জন্য হজম করা বেশ কঠিন।

২) যারা আপনাকে সাপোর্ট করে তাদেরকে আপনি খুব একটা আক্রমন করেন না।

৩) অনেক মন্তব্য পড়ে আমার মনে হয়েছে আপনি লিখাটা পড়েন নি বা পড়লেও বুঝেননি। লিখার সাথে মন্তব্যের কোন যোগসূত্র থাকে না।

৪) নির্দিষ্ট কিছু ব্লগারকে আপনি সময় সুযোগ পেলেই হেয় করেন। তাদের লিখার মান নয় বরং তাদেরকে আপনি ব্যাক্তিগতভাবে বিভিন্ন ট্যাগ করেন।

আমি আগেও বলেছি, আবারো বলি... এটা ব্লগ, স্কুল নয়। আর আপনিও সেই স্কুলের শিক্ষক নন। যার যা খুশি লিখুক, কাঁদুক, হাসুক... সেটা তার ব্যাক্তিগত পছন্দ। এতো ঝামেলা নিজের কাঁধে নিচ্ছেন কেন?

তারপরও আপনি চমৎকার একজন ব্লগার। আপনার লিখা থেকে অনেক কিছুই জানতে পারি। আর আপনার ধৈর্য্য আমাকে রীতিমত মুগ্ধ করে। এতো ধৈর্য্য নিয়ে ব্লগিং করা বা মন্তব্য করা আমার দ্বারা ইহকালেও সম্ভব নয়। তার উপর যতই বয়স বাড়ছে ধৈর্য্য কমছে দ্রুত বেগে কিন্তু আপনার বেলায় মনে হয় উল্টো ঘটছে ;)

ভালো থাকুন, হ্যাপি ব্লগিং।

৩০ শে মে, ২০২১ ভোর ৪:১৫

চাঁদগাজী বলেছেন:




ফিডব্যাকের জন্য ধন্যবাদ, এখন থেকে এই পয়েন্টগুলো মনে রেখে ব্লগিং করার চেষ্টা করবো।

৩৬| ৩০ শে মে, ২০২১ ভোর ৬:০৮

কামাল১৮ বলেছেন: আপনার লেখা ভালো লাগে,অনেক কিছু জানার থাকে।পড়লে অন্তত এই সান্তনা পাওয়া যায় যে সময় নষ্ট হলো না।অভিজ্ঞ পাঠক আমি নই শুধু মাত্র বয়সের অভিজ্ঞতা আছে,তাই দিয়ে যাচাই বাচাই করি।কোন যুক্তিকে যদি ভুল মনে করি অথবা কুসংস্কার মনে করি সেখানে দুই এক কথা বলি,বাস এই পর্যন্ত।
যে যুক্তিই বোঝে না তার সাথে যুক্তি দিয়ে কথা বলা সময়ের অপচয়।

৩০ শে মে, ২০২১ সকাল ৭:১২

চাঁদগাজী বলেছেন:



দেশে ব্লগিং অনেকটা বনদ্ধ হয়ে গেছে, শুধু সামু এখনো জীবিত।

৩৭| ৩০ শে মে, ২০২১ সকাল ১০:০১

জুন বলেছেন: এবার আপনার ভালো গুন নিয়ে কিছু বলি চাদগাজী। যেমন আপনার লেখা বিশেষ করে বিদেশি রাজনৈতিক বিশ্লেষণগুলো অত্যন্ত দুরদর্শিতাসম্পন্ন, সুতীক্ষ্ম, অতিরিক্ত মেদ-মাংস বিবর্জিত, অল্প কথায় ট্যু দ্যা পয়েন্ট আপনি লিখে থাকেন যা আমাদের জানার পরিধিকে বিস্তৃত করে। বিশেষ করে আমার এই ধরনের লেখা খুব ভালো লাগে।
এছাড়াও আপনার ব্যাক্তিগত অভিজ্ঞতা নিয়ে লেখাগুলোও অসাধারণ এবং মানবিক চিন্তা চেতনা সমৃদ্ধ। এসব লেখায় গ্রামীণ সংস্কৃতি যেমন ফুটিয়ে তোলেন তেমনি বিদেশের ঘটনা পঞ্জীতেও যা অত্যন্ত চিত্তাকর্ষক।
আপনি যাদের লেখায় বিশেষ করে নতুন ব্লগারদের লেখা আপনার মন পছন্দ না হলে অযথা আক্রমণ না করে তাদের মতামত নিয়ে দিক নির্দেশনা দিতে পারেন, বুঝিয়ে বলতে পারেন। এই অযথা আক্রমণ করে আপনি নিজের অবস্থানকে সমালোচিত করছেন। আশাকরি আপনি আপনার অমায়িক ব্যাবহার ও মেধার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সবার না হলেও অনেকেরই প্রিয় ব্লগার হয়ে উঠবেন এই প্রত্যাশা রইলো আপনার কাছে।
ভালো থাকুন, শুভেচ্ছান্তে।

৩০ শে মে, ২০২১ বিকাল ৫:২০

চাঁদগাজী বলেছেন:



আপনি সীতাকুন্ডে ছিলেন, আমি সীতাকুন্ডের আশেপাশে ছিলাম; আমাদের মাঝে কিছুটা কমন বিষয় আছে; ফিডব্যাকের জন্য ধন্যবাদ।

৩৮| ৩০ শে মে, ২০২১ সকাল ১০:১৯

ডাব্বা বলেছেন: কাঁচা একটি পৌস্ট দিয়েছেন। আপনি বিচলিত, বুঝা যাচ্ছে।

আপনি ফিডব্যাক নিচ্ছেন কাদের?
আপনাতে মুগ্ধদের? আপনাকে অপছন্দ করে তাদের? আপনার সমালোচকদের? আপনার পাঠকের?

এই বহুর্মূখী ফিডব্যাক আমলে নিয়ে ব্লগিং করবেন? আপনি কি মানুষ থেকে রোবটে রূপান্তরিত হবেন বলে ঠিক করেছেন?

ফিডব্যাক নিয়ে নিজেকে বদলে ব্লগে পড়ে থাকাকে কি ব্লগিং বলতে হবে?

৩০ শে মে, ২০২১ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:




আমি নিজের ব্লগিং সম্পর্কে ফিডব্যাক নিচ্ছি, এক মাথা থেকে ২ মাথার ভাবনাটা অধিক শক্তিশালী; আমি বিচলিত নই। আপনাকে বলেছিলাম, আমি ভুতে বিশ্বাস করি না, মানুষে বিশ্বাস করি।

আমি ফিডব্যাক কাজে লাগাতে জানি।

৩৯| ৩০ শে মে, ২০২১ সকাল ১১:৩৪

স্থিতধী বলেছেন: আপনার সবচেয়ে বড় গুণ; আপনি ব্লগে পড়েন! সত্য কথা হচ্ছে ব্লগে অনেক ব্লগার রাই আসলেই লেখা ঠিকমতো পড়েনা। আপনাকে কোন লিংক শেয়ার করলে আপনি সময় নিয়ে সেটা দেখে তারপর নিজের মত করে একটা ফিডব্যাক ও দেন । অন্তত আমার ক্ষেত্রে সেটা করেছেন বলে মনে হয়েছে আমার এবং আমি মনে মনে সেটা খুব -ই এপড়ীশীয়েট করেছি পুরো একমত না হলেও ।

আপনার পোস্টগুলো নিয়ে সমস্যা মূলত জামায়াত শিবির গং ও তাঁদের ছুপা সমর্থকদের ই থাকার কথা; বাকি অন্য কারো পোস্ট নিয়ে সমস্যা থাকার তেমন একটা কারণ দেখিনা । আপনার মূল সমস্যা আসলে আপনার মন্তব্য গুলো নিয়ে এটা আপনি খুব ই ভালমতো জানেন। আপনি মাঝে মাঝে অন্যদের সাথে সাবটেকস্ট এর খেলা খেলতে জান, তারপর আপনার জাল দিয়েই আপনাকে পাল্টা জড়ানো হলে আপনি উত্তেজিত হয়ে পড়েন। ওটা আপনি আসলেই শুধরাবেন ব্লগে, এটা মোটামুটি কেউ ই বিশ্বাস করেনা । তবে সামনে সত্যিই যদি শোধরান, সে ক্ষেত্রে আবার হিউমার টা বাদ দিয়ে দিয়েন না। হিউমার আপনার জন্য একটা এসেট, সেটাও আপনি ভালমতো জানেন।

অনেক বিষয়েই আপনার ধৈর্য এবং লেগে থাকার ক্ষমতা দেখে আপনার শত্রু -মিত্র সবাই শেখে। এই একটা ক্ষেত্রে অন্তত আপনি সত্যিই শিক্ষক।

পুনশ্চঃ আপনার একনিষ্ঠ শাগরেদ নির্বাচন প্রক্রিয়া খুব ই দুর্বল । টিয়া, ময়না ও কবুতররা ,বাজ পাখিদের সামনে কখনো টিকবেনা, সেটা স্বাভাবিক।শাগরেদ রাখাটাই বাদ দেন ।

৩০ শে মে, ২০২১ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:



ফিডব্যাকের জন্য ধন্যবাদ, ব্লগারদের ফিডব্যাক থেকে আমার নিজের ব্লগিংকে বুঝতে সহজ হবে।

৪০| ৩০ শে মে, ২০২১ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: সবার মন্তব্য গুলো পড়লাম।
মন্তব্য থেকে ভালো ব্লগার, মন্দ ব্লগার চেনা যায়।

৩০ শে মে, ২০২১ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:



আমি কাুকে চিনার চেষ্টা করছি না, ব্লগারদের ফিডব্যাক চাচ্ছি

৪১| ৩০ শে মে, ২০২১ দুপুর ২:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি যে কোন নতুন ব্লগারদের উৎসাহ দেন ও স্বাগতম জানান।

আপনার মতের সাথে মিল না হলে খোচা দেয়া শুরু করেন।

অন্যের লেখার মান ভাল না বলে, মন্তব্য প্রতিমন্তব্যে আক্রমনাত্মক হয়ে যান।

যাদের সমালোচনা করেন তাদের আবার প্রসংশাও করেন তবে সরাসরি না।

সমসাময়িক বিষয় নিয়ে লিখতে ভাল পারেন কিন্তু অন্যরা লিখলে সেটাতে নাক গলান।

৩০ শে মে, ২০২১ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আপনি আমাকে আমার নিজের একটা ভুল দিক দেখায়েছেন।

৪২| ৩০ শে মে, ২০২১ বিকাল ৩:৪৩

সামিয়া বলেছেন: আপনি প্রচন্ড বুদ্ধিমান মানুষ, সাধারন মানুষ আপনার কথা তাই ধরতে পারে না, যাদের লেখা গার্বেজ বলেন তাদের লেখা আসলেই তাই :) আপনার বলার সাহস আছে, মারহাবা! এছাড়া আপনার লেখার মান ভালো, আর ব্লগকে খুব ভালোবাসেন, দেশের মানুষের মঙ্গল চান। অন্য দের মতন বিদেশ নামে পা চা টা স্বভাব আপনার নেই।

৩০ শে মে, ২০২১ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:




ধন্যবাদ সামিয়া, দেখি, আরেকটু ভালো করতে পারি কিনা!

৪৩| ৩০ শে মে, ২০২১ বিকাল ৩:৫৩

অধীতি বলেছেন: ব্লগে আপনি সচল মানুষ। আপনার চিন্তাভাবনা বর্তমানকে ঘিরে। সাহিত্য, ইতিহাস ও দর্শনে আপনার আগ্রহ কম। আপনি মনে করেন বর্তমানই যথেষ্ঠ। অতীতের বিষয়গুলো নিয়ে দার্শনিক মতবাদগুলোতে আপনার আগ্রহ নেই বা আপনি এগুলোর প্রয়োজনীয়তা অনুভব করেন না। ধর্ম সম্পর্কে আপনার ধারনা কঠোর ভাষায় প্রকাশের দরকার মনে করি না। ভাষা, দর্শন. সাহিত্য যে বর্তমান সংকট নিরসনে ভূমিকা রাখে সেটাতে আপনার ভাবনা নাজুক।

৩০ শে মে, ২০২১ বিকাল ৫:৩২

চাঁদগাজী বলেছেন:



আমি সাহিত্য, সংস্কৃতি, দর্শনে বিশ্বাসী, হয়তো আমার জানার স্তর এখনো যথষ্ট নয়।

৪৪| ৩০ শে মে, ২০২১ বিকাল ৪:১৮

শায়মা বলেছেন: ভাইয়া
প্রথমদিকে খুবই রাগ লাগতো তোমার যা তা বলে ফেলা স্বভাব দেখে।
পরে মনে হলো যা মুখে আসে তা বললেও তুমি স্পষ্টবাদী তাই ওমন করে বলে।
এরপর তোমার না পাত্তা ভাব দেখে মজা লাগলো যেমন তেমনই মনে হলো অভিজ্ঞতার কারণে হোক বা পুরোই সবার থেকে আলাদা রকম কারনেই হোক লড়াই করে টিকে থাকার ব্যাপারে তোমার এই মনোভাব প্রশংসনীয়।


একটা সময় তোমার উপর অনেক ব্লগার খেপে গিয়ে আজে বাজে কমেন্ট দিয়েও বিফল হয়ে বাজে ছবি ফ্লাড করে আরও বড় অপরাধ করে ফেলতো। সেই ফ্লাডিং খুবই অরুচিকর থাকায় সেসব নিক ব্যানড করা হলো আর তাতে মনে হয় হীতে বিপরীতই হলো তুমি ধরেই নিলে তুমি সঠিক আর ওরা অপরাধী।

ভাইয়া তুমি মজার,ভ অটল অনড় আর গায়ে কিছুই মাখো না বটে কিন্তু যাকে তাকে যা তা ট্যাগ দেওয়া আজে বাজে অপমানজনক কথা বলে অপমান করাটাও তো বুদ্ধিমানের পরিচায়ক না।
এটা করে করে ভাইয়া তুমি ভুলে গেছো আসলেই এই ব্লগে কিভাবে কথা বলতে হবে।

এটা দুঃখজনক এই বয়সে এসেও তোমাকে কথা কি ভাবে বলতে হবে বলে ভাবছি আমি।:(
তুমি উন্নত দেশে থাকো। তুমি হয়তো অনেক শিক্ষিত মানুষও ভাইয়া। কিন্তু মানুষকে হার্ট করে বা অপমান করে কি মজা পাও বলোতো?

স্যাডিস্টরা কিন্তু এমন করে। অন্যকে কষ্ট দিয়ে এক অপরিসীম আনন্দ পায়। যাদের তোমার উপরে রাগ বা বিরক্তি বা ক্ষোভ আছে তাদেরকে তো বলোই আবার সম্পূর্ণ অকারণে নতুন কাউকে গিয়েও যাতা বলে ফেলো। এটা কেমন আচরণ বুঝলামনা।

এভোয়েড না করো তোমার যেহেতু অনেক সময় অনেক মন্তব্য করো তাই মন্তব্যের খাতিরেও মন্তব্য করতে হলে কি তাকে হার্ট করতে হবে? তুমি বলতে পারো ব্লগিংকে ব্লগার্সরা স্পোর্টিংলী নেবে এই সব কথা হজম করে যাবে বা উত্তর দেবে বা তোমার নেতিবাচক কথায় উদ্বেলিত হয়ে ভালো ভালো লিখবে।


ভালো ভালো লেখা একদিনে লেখা যায় না। চর্চা লাগে। অঙ্কুরেই যদি তা ইনসাল্ট করে নষ্ট করে ফেলো তো কেমনে হবে??
ভাইয়া তোমার ইনসাল্টিং আচরন আজ এতই নেতিবাচক পর্যায়ে চলে গেছে যে একের পর এক মানুষ মুখ খুলে ফেলেছে। এমনকি মডুভাইয়া তোমার রসিকতা অনেক পছন্দ করা স্বত্ত্বেও তোমার আচরণকে আজ মেনে নিতে পারছেনা।

তুমি ব্যানড হয়ে অনেকবার প্রতিজ্ঞা করেছো এমন আর করবে না কিন্তু বার বার ভুলে গেছো। এই ব্লগ তোমার অনেক বড় এক
বিনোদনের স্থান। ভেবে দেখেছো এটা বন্ধ হলে তোমার কেমন কষ্ট হবে?

এই কষ্ট সহ্য করতে পারবে? কাজেই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিওনা। স্পস্টবাদীতা আর মানুষকে অকারণে হার্ট করা যেমন এক না তেমনই অনেক কঠিন কথাও সুন্দর করে বলা যায়......

একের পর এক তোমার আচরণ নিয়ে এমন সব পোস্ট দেখে আমি হতাশ হচ্ছি .....তুমি তো মনে হয় জীবনেও বুঝবেনা নিজের দোষগুলি

৩০ শে মে, ২০২১ বিকাল ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:




আমি আপনার ফিডব্যাক সব সময়ই পেয়ে আসছি, আপনাকে ধন্যবাদ।

৪৫| ৩০ শে মে, ২০২১ বিকাল ৫:২০

নতুন নকিব বলেছেন:



বিশ্বাস করি,

১. কারও প্রতি অসম্মান ব্লগিং হতে পারে না।
২. ধর্মের প্রতি বিদ্বেষ, আল্লাহ এবং রাসূলের প্রতি ঘৃণা ব্লগিংকে অসুস্থতার পর্যায়ে নিয়ে যায়।
৩. ধর্মকে মধ্যযুগীয় আর আরবদের কাজকারবার বলে অসম্মান করার প্রবনতা খুবই আপত্তিকর।
৪. ধর্মীয় বিষয়ে যথাযথ জ্ঞান অর্জন না করে পন্ডিতি জাহির করতে যাওয়া মূর্খতার নামান্তর।

এসব কাজ ব্লগে যারা অবলিলায় করে থাকেন, তাদের ব্যাপারে আপনার ভাবনা কি?

আপনার জন্য শুভকামনা।

৩০ শে মে, ২০২১ বিকাল ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:




ফিডব্যাকের জন্য ধন্যবাদ, ব্লগিং মানে অতীতের সংস্কৃতি ফিরে যাবার প্রস্তুতি নয়, এই ব্যাপারে আমি সিওর।

৪৬| ৩০ শে মে, ২০২১ বিকাল ৫:৪৭

নতুন নকিব বলেছেন:



উত্তর প্রদানের জন্য কৃতজ্ঞতা।

তবে দয়া করে আমার মন্তব্যের ৪ টি পয়েন্ট এর উত্তর এক কথায় এক বাক্যে না দিয়ে একটু কষ্ট করে ৪ টি বাক্যে দিলে আরও খুশি হব। অবশ্য এই কাজটি করা আপনার জন্য যদি অনেক কষ্টের কারণ হয়ে থাকে, তাহলে প্রয়োজন নেই।

আপনার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।

৩০ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:



১) মানুষকে সন্মান করা নিয়ে আপনার ও আমার ধারণা এক নয়; আমি পশ্চিমাদের সন্মান দেখার পদ্ধতিতে বিশ্বাসী, যেটাতে সততা আছে।

২) আব্রাহামিক ধর্ম সম্পর্কে আমার ধারণা হলো, ইহা অতীতের সংস্কৃতি ও সামাজিক ভাবনা; ইহাতে আগের দিনের মানুষের দুর্বল ভাবনা ও ধারণা রয়ে গেছে, যেগুলো আজকের সমাজের জন্য সমস্যায় পরিণত হয়েছে।

৩) আব্রাহামিক ধর্ম আরব এলাকা থেকে এসেছে, তারা সেই যুগেও পেছনে ছিলো; যখন মিশর উন্নত ছিলো, আরবেরা অশিক্ষিত ছিলো; যখন রোমানরা শিক্ষিত ছিলো, আরবেরা অশিক্ষিতছিলো; আজকে যখন ইউরোপ শিক্ষিত আরবেরা বিশৃংখল।

৪) আজকের আঢুনিক মানুষ সঠিক জ্ঞান লাভ করেছেন, আজকের পরিস্হিতিতে, ধর্মীয় জ্ঞান আসলে অপ্রয়োজনীয়।


৪৭| ৩০ শে মে, ২০২১ রাত ১০:৫৬

জাহিদ অনিক বলেছেন: আপনার স্টাইল চাছাছোলা, আই লাইক ইট।

৩১ শে মে, ২০২১ ভোর ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:




আপনার ও নীল পরীর কবিতা মিস করছি; আপনার ও নীল পরীর খোঁজ করেছিলাম, শুনলাম আপনি ফেইসবুকে আছেন।

৪৮| ৩১ শে মে, ২০২১ সকাল ১১:০২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার সবচেয়ে আকর্ষনীয় বিষয় হলো আপনি সহসাই রেগে যাননা; এটা আপনার চমৎকার একটি গুন। তবে সবাই আপনার বিরুদ্ধে অভিযোগ করছেন যে আপনি অনেককেই ব্যক্তি আক্রমন করছেন। সেটা বড্ড দৃষ্টিকটু তাই সেটা পরিহার করার চেষ্টা করবেন। কেউ মানুক আর না মানুক আপনার কারণে ব্লগ অনেক সমৃদ্ধ হয়েছে। শুভকামনা রইলো।

৩১ শে মে, ২০২১ দুপুর ২:১৩

চাঁদগাজী বলেছেন:



ব্যক্তি আক্রমণ নিয়ে অনেকেই আমাকে ফিডব্যাক দিয়েছেন, এটা হচ্ছে বলে আমার ধারণা ছিলো না; ইহা আমি এডজাষ্ট করে নেবো। ফিব্যাকের জন্য ধন্যবাদ।

৪৯| ৩১ শে মে, ২০২১ দুপুর ১২:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্লগিং-এ আপনার ধারে কাছেও কেউ নেই। স্মৃতি কথা লেখার হাত যে কোন প্রথম সারির লেখকদের মত। বৈশ্বিক জটিল বিষয়গুলো খুব সাবলীল ভাবে আপনার লেখাতে পাই। তবে ধর্মীয় আর রাজনৈতিক অবস্থান নিয়ে আমার দ্বিমত আছে। আর ভিন্নমতাবলম্বীদের পোস্ট নিয়ে মন্তব্য খুব কষ্টদায়ক যা অনেকেই অলরেডি লিখেছে। আমি আপনার রসালো মন্তব্যগুলো উপভোগ করি। আমার একটা পোস্টও আছে আপনার সব হাস্যরসাত্মক মন্তব্য নিয়ে। বাস্তবতা হল, আপনার সুক্ষ্ম জোকস্ গুলো নেয়ার মত পরিবেশ আমাদের দেশে এখনও হয়ে উঠেনি...

৩১ শে মে, ২০২১ দুপুর ২:১৫

চাঁদগাজী বলেছেন:




আপনি আমার লেখার ও অনেক ধারণার সমালোচক ছিলেন বরাবরই; আপনাকে কোনদিন ধন্যবাদ দেয়া হয়নি; এই ফিডব্যাকের জন্য ধন্যবাদ জানালাম।

৫০| ৩১ শে মে, ২০২১ দুপুর ১২:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ও আরেকটা কথা। আগেও একবার বলেছি। ব্লগে আগের মত সময় দিতে পারি না। তবে সামু খোলার আগে এড্রেস বারে ch লিখে আপনার ব্লগেই যাই পোস্ট দেখার জন্য...

৩১ শে মে, ২০২১ দুপুর ২:১৭

চাঁদগাজী বলেছেন:



আপনাকে ব্লগে কম দেখছি; সবকিছু ঠিক আছে তো আপনার, করোনার কোন প্রভাব আছে?

৫১| ৩১ শে মে, ২০২১ দুপুর ২:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার ব্যক্তিগত গল্পগুলো ভালো লাগে মাঝে মাঝে পড়ি কিন্তু। কিন্তু আমি রাজনৈতিক বিষয়গুলো বুঝি না । মানে জ্ঞান নাই এ বিষয়ে। আপনি আমাকে কমই আক্রমণ করেছেন। আগের মত তো আপনি আমার অখাদ্য কবিতা টবিতা পড়েন না তাই নেগেটিভ মন্তব্য থেকে বেঁচে গেছি।

৩১ শে মে, ২০২১ বিকাল ৩:৩৮

চাঁদগাজী বলেছেন:




আমি সব নারীকে সন্মানের চোখে দেখি; আপনার কবিতা এখনো পড়ি; স্যরি, অনেকদিন কমেন্ট করিনি।

৫২| ৩১ শে মে, ২০২১ দুপুর ২:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি দেশে চলে এসেছি একেবারে। বাইরে বউ, বাচ্চা, সংসার ছিল না। তাই অবাধ ব্লগিং করেছি। এখন জীবন যুদ্ধ চলছে। তাছাড়া গণতন্ত্র'র মৃত্যু হওয়ার পর থেকেই আমি ব্লগে অনেকটা অনিয়মিত হয়ে পড়ি। ঠিক যেমন টিভিতে এক সময়ের জনপ্রিয় টক শো গুলো এখন আর তেমন জনপ্রিয় না। ভাল থাকবেন...

৩১ শে মে, ২০২১ বিকাল ৩:৪১

চাঁদগাজী বলেছেন:



দেশে সুযোগ কম, আপনাকে খেয়াল করে চলতে হবে।

শেখ হাসিনা নিজের দলকে ছুটি দিয়ে প্রশাসনিক রাজত্ব কায়েম করেছে; আওয়ামী লীগকেও বিলুপ্ত করে দিচ্ছেন তিনি।

৫৩| ৩১ শে মে, ২০২১ বিকাল ৩:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩১ শে মে, ২০২১ বিকাল ৪:২১

চাঁদগাজী বলেছেন:




ভালো থাকুন; আপনার অফিসে পিয়নের পদ খালি থাকলে জানাইয়েন; আপনার ব্যাগে তো তালা লাগান না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.