![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
**** কেহ ১ জন আমার পোষ্টটাকে রিফ্রেশ করছে; এসব লোকজন কেন যে ব্লগে আসে কে জানে! ****
সেপ্টেম্বর মাসে একটি টিমের সাথে ফুটবল খেলেছি; এই মাসের শেষেদিকে হয়তো আরেকবার খেলার সুযোগ পাবো; প্রেকটিস করার দরকার; কিন্তু স্কুলের ২টি মেয়ে মাঠ দখল করে রাখে, আমি মাত্র ১০/১৫ মিনিট সময় পাচ্ছি দৈনিক; আমি ব্যবস্হা নিতে পারি; কিন্তু তারা ধরে নেবে আমি ছোটলোক।
গতকাল সকাল ৬টা'য় ঘুম থেকে উঠে দেখি ভালোই শীত পড়ে গেছে, বেশ বেগে বাতাস বইছে, আমি তাড়াতাড়ি কাপড় পরে, বলটাকে একটা শপিং ব্যাগে ঢুকায়ে মাঠে গেলাম; যা ভেবেছিলাম সেটাই ঘটেছে, মাঠ খালি, আমি ৪০ মিনিটের মতো প্রেকটিস করলাম। আজকে শীতে আরো বেড়েছে, আজকেও ৬'টায় যাবো; আশাকরি, উহারা আসবে না।
আমি যেখানে প্রেকটিস করতে যাই ইহা ফুটবল মাঠ নয়, ইহা আউট-ডোর, সিংগেল হ্যান্ড টেনিস প্রেকটিস কোর্ট: যারা একা একা টেনিস প্রেকটিস করতে চায়, তারা বল দেয়ালে মারে, দেয়ালের সাথে খেলে। আমিও তাই করি, বল দেয়ালে মারি, বল ফিরে আসে, আমার যা যা প্রেকটিস করতে হয় আমি করি।
গতমাসে প্রেকটিস শুরু করার ৩য় দিন থেকে এই মেয়ে দুইটি সকাল ৬টা'র পর এসে উপস্হিত হওয়ার শুরু করলো; এরপর প্রতিদিন আসছে, এমন কি রবিবারেও। কোর্ট খোলে সকাল ৬'টায়; কোর্টটি টেনিস খেলার জন্যই, তারা উপস্হিত থাকলে তাদেরকে ছেড়ে দিতে হয়। মনে হয়, স্কুলে পড়ে, ৬:৪৫'এর দিকে খেলা বন্ধ করে। আমি ৬:৫০ এর দিকে শুরু করলে ১০/১৫মিনিট খেলতে পারি; এরপর, ৭টা থেকে স্কুলের ছেলেমেয়েরা কোর্টের পাশ দিয়ে সাবওয়ে ট্রেনের দিকে যায়, উহাদের কয়েকজন ২/১ মিনিট দাঁড়িয়ে আমার খেলা দেখে, ইহা আমার পছন্দ হয় না; কারণ, স্কুলের ছেলেমেয়রা, যারা টিমে খেলে, তারা ভালোই খেলে; আমার এই বয়সে তারা আমার ভুলটুল দেখে হাসাহাসি করলে আমার ভালো লাগার কথা নয়। আমেরিকার বাচ্চারা সাধারণত: হাসাহাসি করে না, তবুও আমার মনে সন্দেহ, তারা আমার সম্পর্কে মন্তব্য করতে পারে।
আমার কাছে টেনিসের রেকেট ও বল আছে, আমি ৬'টার সময় টেনিস শুরু করলে, তারা আউট, তারা নিশ্চয় ৩০ মিনিট অপেক্ষা করবে না; তারা চলে গেলে, আমি বল শুরু করলে কোন অসুবিধা নেই। আমি রেগে গিয়ে ২/১ দিন ভাবছিলাম, আমি এভাবে তাদেরকে ঠেকাবো; কিন্তু তারা বুঝে যাবে যে, আমি আসলে টেনিস প্রেকটিস করার লোক নই, আমার সম্পর্কে তাদের খারাপ ধারণা হবে।
এই বছর দেরীতে শীত শুরু হচ্ছে, এবং প্রেডিকশান হচ্ছে: মোটামুটি দীর্ঘ সময় ধরে কড়া শীত পড়বে; শীতের সাথে বাতাস থাকবে মনে হয়, তারা সকালে আসবে না আর; দেখি, আগামী কয়েকদিন তারা আসে কিনা!
২০ শে অক্টোবর, ২০২১ রাত ১১:১৮
চাঁদগাজী বলেছেন:
পাছে লোকে কিছু বলে, ইহা আমার বেলায় কাজ করে না; কিন্তু ছোট বাচ্চারা ২/১ মিনিট আমার খেলা দেখে যদি হতাশ হয়, আমার মন খারাপ হবে।
সামু আবার জেনারেল করেছে; ইহা সাধারণ ব্যাপার, আমি চিন্তিত নই।
২| ২০ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৪৫
শূন্য সারমর্ম বলেছেন:
সামুতে জেনারেলে আপনার পরে কে হবে? এখন পর্যন্ত আপনার ভাবনার সাথে মিল পাওয়া যাবে, এমন কতজন হবে?
২১ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৪৮
চাঁদগাজী বলেছেন:
সামুতে খুব অল্প লোকজনের সাথে আমার ধারণার মিল আছে, ১০/১২ জন হবে; তবে, তাঁরা আবর্জনা লেখা/ভাবনার বিপক্ষে কথা বলেন না; ফলে, কারো জেনারেল হওয়ার সম্ভাবনা নেই।
৩০ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:১৪
চাঁদগাজী বলেছেন:
রাজিব নুরকে জেনারেল করা হবে।
৩| ২১ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৫০
রাজীব নুর বলেছেন: আজ কার্তিক মাসের চার তারিখ।
ঢাকায় কয়েকদিন ধরেই আকাশ মেঘলা যাচ্ছে। তবে খুব বৃষ্টি হচ্ছে না। ৫/১০ মিনিট। অবশ্য বিশ মিনিট বৃষ্টি হলে রাস্তায় পানি জমে যাবে। যাই হোক, ক্যালেন্ডার অনুযায়ী আমাদের দেশে শীত আসতে আরো একমাস লাগবে। কিন্তু ইদানিং রাতে ঠান্ডা পড়ে। ফ্যানের স্প্রীড কমিয়ে দিতে হয়।
আমি চাই আপনাকে আজ এক্ষুনি 'জেনারেল' থেকে মুক্ত করা হোক। আপনি একজন খাটী ব্লগার। হয়তো সামুতে আমি আপনার জন্যই এতদিন আছি।
২১ শে অক্টোবর, ২০২১ রাত ১:৩১
চাঁদগাজী বলেছেন:
সামুর অনেকের লেখা আমাকে ক্লান্ত করে দিয়েছে; কয়েকদিন জেনারেল থাকি। ঢকার মানুষের জন্য ঠান্ডা দরকার।
৪| ২১ শে অক্টোবর, ২০২১ রাত ১২:৫৩
রাজীব নুর বলেছেন: সামুতে এসে আপনার লেখা না দেখলে আমার ভালো লাগে না।
আমার মতো বহু ব্লগার আছেন, তাঁরা সামুতে আসেন শুধু মাত্র আপনার লেখা পড়তে।
আমার কাছে তথ্য আছে, অনেক সরকারী বেসরকারী লোক সামুতে এসে চুপ করে দেখে যায় আপনি কি লিখেছেন।
২১ শে অক্টোবর, ২০২১ রাত ১:৫৬
চাঁদগাজী বলেছেন:
আমাদের এমপি আমার পোষ্ট দেখেন মাঝে মাঝে; উহা এখন সমস্যায় পরিণত হচ্ছে/
৫| ২১ শে অক্টোবর, ২০২১ রাত ১:৫৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: টেনিস খেলতে থাকুন
ডিপ্রেশন কেটে যাবে ।
............................................................
২১ শে অক্টোবর, ২০২১ রাত ১:৫৭
চাঁদগাজী বলেছেন:
ডিপ্রেশন ছিলো না, মনে হয়।
৬| ২১ শে অক্টোবর, ২০২১ রাত ৩:০৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন- সামুর অনেকের লেখা আমাকে ক্লান্ত করে দিয়েছে; কয়েকদিন জেনারেল থাকি। ঢকার মানুষের জন্য ঠান্ডা দরকার।
ধার্মিক পোস্ট সমাজের কোন উপকারে আসে না। সময় নষ্ট। আপনার জেনারেল মুক্ত হওয়ার অপেক্ষায় রইলাম। শীত বেশী হলে অসহায় দরিদ্র মানুষেরা কি করবে
২১ শে অক্টোবর, ২০২১ ভোর ৫:৩১
চাঁদগাজী বলেছেন:
পৃথিবী গরম হয়ে গেছে, শীত যদি না বাড়ে সমুদ্রের পানির লেভেল বেড়ে যাবে।
৭| ২১ শে অক্টোবর, ২০২১ রাত ৩:০৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমাদের এমপি আমার পোষ্ট দেখেন মাঝে মাঝে; উহা এখন সমস্যায় পরিণত হচ্ছে/
শুধু আপনার এলাকার এমপি ছাড়াও আরও কয়েকজন এমপি ও সচিবরা আপনার পোস্টে চোখ রাখেন।
২১ শে অক্টোবর, ২০২১ ভোর ৫:৩৩
চাঁদগাজী বলেছেন:
এমপি'র সাথে সম্পর্কের অবনতি হয়েছে, কোন দিক থেকে সুখবর নেই।
২১ শে অক্টোবর, ২০২১ ভোর ৫:৩৬
চাঁদগাজী বলেছেন:
আপনি ব্লগে সময় কম দিয়ে, সম্ভব মতো ছোটখাট কিছু করেন নিজের এলাকায়।
৮| ২১ শে অক্টোবর, ২০২১ সকাল ৭:৪৮
নূর আলম হিরণ বলেছেন: স্বাধীনতার আগের বঙ্গবন্ধু আর পরের বঙ্গবন্ধু এক নয় বলে অধ্যাপক সিরাজুল ইসলাম বিপদে পড়েছেন। উনার নামে বঙ্গবন্ধুকে অবমাননা করার মামলা করেছে চট্টগ্রামের এক আওমীলীগ সাবেক নেতা।
২১ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:১৭
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেবকে নিয়ে কিছু বলা ঠিক নয়; কারণ, আওয়ামী লীগে এখন কয়েক কোটী মাফিয়া আছে।
৯| ২১ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: যোগ্যরাই টিকে থাকে।
২১ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:১৯
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে তেলে পোকা বেশী টিকে থাকে।
১০| ২১ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:২১
রূপক বিধৌত সাধু বলেছেন: খোলা মাঠে গোল দেওয়ায় আনন্দ নেই।
২১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৩
চাঁদগাজী বলেছেন:
আমি ২২ জনের একজন।
১১| ২১ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:২৮
রানার ব্লগ বলেছেন: আবার আপনি জেনারেল !!! আপনি তো বেশ সহিষ্ণু ছিলেন তাহলে আবার এমন কি হলো?
২১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:১৫
চাঁদগাজী বলেছেন:
এডমিন সাহেব কিছু অদক্ষ ব্লগারকে খুশী রাখার চেষ্টা করছেন, মনে হয়!
১২| ২১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৫:৩৫
শেরজা তপন বলেছেন: ক্যামনে কি হইল বুঝলাম না!!
জেনারেল হয়ে দেখি আপনার অবস্থান আরো শক্ত হয়েছে
২১ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:০৫
চাঁদগাজী বলেছেন:
এই নিকে আমাকে ৫০ বারের বশী জেনারেল করা হয়েছিলো, কোন অসুবিধা হয়নি। আমি জেনারেল হয়ে থাকলে, আবর্জনা পোষ্টগুলোকে কেহ চ্যালেন্জ করে না তেমন!
১৩| ২১ শে অক্টোবর, ২০২১ রাত ৯:০০
শাহ আজিজ বলেছেন: গো এহেড ম্যান , ওল্ড ম্যান
২১ শে অক্টোবর, ২০২১ রাত ৯:১৬
চাঁদগাজী বলেছেন:
গত ৩ দিনের শীতে মেয়েরা ভয় পেয়ে গেছে, আমি চালিয়ে যাচ্ছি!
১৪| ২১ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৪১
রাজীব নুর বলেছেন: দেখেছেন ব্লগেও নিজের ইচ্ছা মতো যা খুশি তাই লেখা যায় না, মন্তব্য করা যায় না।
অবশ্য ফেসবুকে যা খুশি লেখা যায়। কেউ মুছে ফেলতে পারে না।
২২ শে অক্টোবর, ২০২১ ভোর ৪:৪৮
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে, ব্লগিং করার মতো শিক্ষিত লোকজন কম।
১৫| ২৮ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩২
মিরোরডডল বলেছেন:
শীতের সাথে বাতাস থাকবে মনে হয়, তারা সকালে আসবে না আর;
ওরা না আসলেও আবার খারাপ লাগবে ।
মনে হবে কি যেনো নেই নেই
২৮ শে অক্টোবর, ২০২১ রাত ৯:০২
চাঁদগাজী বলেছেন:
ওরা বিকেলে আসতে পারে; ওরা স্কুল শেষে এলে আমার জন্য ভালো ছিলো।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০২১ রাত ১১:১০
শূন্য সারমর্ম বলেছেন:
লোকে কি মনে করবে,কি ভাববে ; এই ব্যাপারটা কিভাবে দেখেন?
*প্রথমপাতায় পোস্ট নেই; আবার ঝামেলা হলো নাকি?