নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

টেষ্ট পোষ্ট

০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ৯:৩৫



কেমন আছেন?
টেষ্ট পোষ্ট, দেখছি লেখা সামনের পাতায় যায় কিনা! এখনো জেনারেল!

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ১১:০১

শূন্য সারমর্ম বলেছেন:

জি; ভালো।
আপনার শরীরের কি খবর? চোখের সর্বশেষ অবস্থা কি? দেশে কবে আসার প্লান আছে? বুস্টার ডোজ নিয়েছেন?

০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:



বুষ্টার এখনো নিইনি; চোখের অবস্হা ভালো নয় তেমন, অন্য সমস্যাও আছে; দেশে আদৌ যেতে পারি কিনা, সেটাই ভাবছি!

এটা পোষ্ট নয়, লেখা সামনের পাতায় যায় কিনা টেষ্ট করছিলাম, লেখা সামনের পাতায় যায়নি।

২| ০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ১১:২৬

শূন্য সারমর্ম বলেছেন:
অন্য কি সমস্যা? দেশে তাহলে আসতে দেরী আছে।

০৪ ঠা নভেম্বর, ২০২১ রাত ১১:৩২

চাঁদগাজী বলেছেন:



জেনেটিক্যালী বাবার থেকে পাওয়া একটি রোগ একটু কন্ট্রোলের বাহিরে আছে কিছুটা; এরপর, যদি করোনা হয়, আমার জন্য সমস্যা হবে; তাই, এই মহুর্তে দেশে যাওয়া কঠিন হয়ে গেছে।

৩| ০৫ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৩৪

নূর আলম হিরণ বলেছেন: আবার জেনারেল হয়েছেন?

০৫ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৫৪

চাঁদগাজী বলেছেন:



বেশ কিছুদিন জেনারেল হয়ে আছি, কিছু ব্লগার ক্রমাগতভাবে নালিশ করে চলেছে।

৪| ০৫ ই নভেম্বর, ২০২১ রাত ১:২৬

রাজীব নুর বলেছেন: জাদিদ ভাই মনে হয় ''জেনারেল'' করে দিয়ে ভুলে গেছেন।
তাকে নাড়া দিতে হবে। নাড়া দেওয়ার উপায় কি?
দুঃখের বিষয় আমিও জেনারেলের মধ্যেই আছি।

০৫ ই নভেম্বর, ২০২১ রাত ১:৩১

চাঁদগাজী বলেছেন:



নাড়া দেয়ার পথ হলো, আপনার পরিবারের জন্য কিছু করা; ঢাকা শহরে আছেন, সেখানে সুযোগের অভাব নেই, আপনি চেষ্টা করেন। ব্লগে যা বলতে চাচ্ছেন, আপনার সময় আছে সামনে, বলতে পারবেন।

৫| ০৫ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: আমি চারপাশে শুধু অন্ধকার দেখি।

০৫ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৩১

চাঁদগাজী বলেছেন:



রাজিব, আপনি এখনো যুবক, এখন এসব বলে যদি থেমে থাকেন, সমস্যা হবে।

৬| ০৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:২৬

দয়িতা সরকার বলেছেন: আমাকেও একদিন পরপরই জেনারেল করে কী না, বুঝতে পারছি না। কমেন্ট করতে, লিখতে গিয়ে লিখতে পারছিনা।
আমার ব্লগে ঘুরে আসুন প্লিজ। আপনাকে প্রতি মন্তব্য করেছি।

০৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৪

চাঁদগাজী বলেছেন:



ঠিক আছে, পড়ছি।

৭| ০৭ ই নভেম্বর, ২০২১ রাত ১:২৪

রাজীব নুর বলেছেন: জেনারেল করার সময় স্পষ্ট করে বলে দেওয়া উচিত কেন এবং কত দিনের জন্য জেনারেল করা হচ্ছে?
কোনো লেখা বা কোন মন্তব্যের জন্য সেটাও স্পষ্ট করে বলা উচিত। তাহলে বুঝতে পারব কোন পোষ্ট দেওয়া যাবে না। কোন রকম মন্তব্য করা যাবে না।

০৭ ই নভেম্বর, ২০২১ ভোর ৪:২০

চাঁদগাজী বলেছেন:


আপনাকে জেনারেল করাটা ব্লগের জন্য ভালো কিছু হয়নি। নুরু সাহেব জেনারেল হওয়ার পর থেকে ব্লগিং অনেকটা ছেড়ে দিয়েছেন।

৮| ০৭ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:১৬

রাজীব নুর বলেছেন: নুরু সাহেব রাগ আর অভিমান থেকে ব্লগে আসেন না।
ব্লগার অনল চৌধুরীও আসেন না।
রাগ অভিমান থেকে ব্লগে না আসা ব্লগারদের সংখ্যা অনেক আগেই হাজার ছাড়িয়েছে। তাদের ফিরিয়ে আনার জন্য ব্লগ কি কোনো ব্যবস্থা নিয়েছে? ব্যবস্থা নিলে অন্তত ৫০% ব্লগার ফিরে আসতো বলে আমার ধারনা।

যাই হোক, নুরু সাহেব আপনাকে সালাম জানিয়েছেন।

০৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:০৭

চাঁদগাজী বলেছেন:



উনাকে হ্যালো বলবেন; বলবেন লিখতে, ব্লগে সঠিকভাবে লেখার লোকজন খুবই কম। উনার পক্ষে আমি পোষ্ট দিইনি, দিলে আমাকে তখন জেনারেল করার সম্ভাবনা ছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.