নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

টেষ্ট পোষ্ট

০৮ ই নভেম্বর, ২০২১ রাত ১২:০০



আমি প্রতিদিন টেষ্ট পোষ্ট দিয়ে দেখি, আমার পোষ্ট ১ম পাতায় যায় কিনা! এখনো যাচ্ছে না। এই নিকে অনেক, অনেকবার আমাকে জেনারেল করা হয়েছে, অনেক বিশেষ বিশেষ সময় আমি পোষ্ট দিতে পারিনি। আামাকে যখনই জেনারেল করা হয়েছে, করা হয়েছে আমার কমেন্টের জন্য, এবং বলা হয়েছে আমার কমেন্টে "ব্যক্তি আক্রমণ" থাকে; আসলে, ইহা সঠিক নয়; পোষ্টের বেলায়, সমালোচনা, ব্যক্তি-আক্রমণ, অপছন্দ, এগুলো অনেকটা সমার্থকের মতো ব্যবহার করে থাকেন অনেকেই। লেখার মানের জন্য কথা হলে, লেখকই সেটার ভার বহন করেন; এই ভার অনেক আনন্দদায়ক হতে পারে, কিংবা কঠিন হতে পারে। "আমি লিখেছি, ইচ্ছা হলে পড়েন, না'হয় অফ যান", এই রকম কিছু লেখার বেলায় খাটেনা; ভুল লিখলে বদনাম হবেই হবে।

বাংগালীদের লেখার সমালোচনা করলে, তাদের বড় অংশ ইহা পছন্দ করে না; তারা ইহাকে ব্যক্তি আক্রমণ হিসেবে ধরে নেয়; ফলে, বাংলা ব্লগগুলো আড্ডা ও "টেব্লোয়েড ব্লগে" পরিণত হয়েছে; লেখার মান খুবই নীচু। বিশ্বের অন্যান্য জাতি যেসব বিষয়ের উপর য্ত উঁচু মানের ধারণা রাখেন, বাংগালীরা সেইসব বিষয়ে অনেক পেছনে; ফলে, একই বিষয়ের উপর বাংগালীদের পোষ্ট নীচুমানের হয়ে থাকে। বাংগালী ব্লগারেরা সাহস করে সমালোচনা করেন না, এবং একজন নীচুমানের লেখক অন্য নীচুমানের লেখকের লেখাকে উৎসাহ দিতে থাকেন; ফলে, পুরো বাংলা ব্লগিং'এর মান টেব্লয়েড'এর লেভেলে নেমে এসেছে।



মন্তব্য ৩৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০২১ রাত ১২:২২

রাজীব নুর বলেছেন: টেস্ট করে আর কি হবে?
যার হাতে ক্ষমতা সে হয়তো দূর থেকে দেখে হাসছে।

০৮ ই নভেম্বর, ২০২১ রাত ১:০২

চাঁদগাজী বলেছেন:




আমি মাঝে মাঝে টেষ্ট করে দেখি, এটা অভ্যাস।

২| ০৮ ই নভেম্বর, ২০২১ রাত ১২:২৯

জহিরুল ইসলাম সেতু বলেছেন: টেষ্ট ফেষ্টের সময় শেষ, এবার ফাইনালী শুরু করেন ভাই। মুক্তিযুদ্ধ নিয়ে লেখা চাই, এবং অতি সত্বর।

০৮ ই নভেম্বর, ২০২১ রাত ১:০৩

চাঁদগাজী বলেছেন:


আমাকে এত ঘনঘন জেনারেল করে যে, লেখার সুযোগ খুব একটা হয়ে উযঠে না; লিখবো শীঘ্রই।

৩| ০৮ ই নভেম্বর, ২০২১ রাত ১:১৬

জহিরুল ইসলাম সেতু বলেছেন: মুক্তিযুদ্ধ নিয়ে আপনি আপনার কতো করে লিখে যান চাঁদগাজী ভাই। প্রথম পাতায় না এলেই বা কি? ঠিকই খুঁজে পড়ে নেবো।

০৮ ই নভেম্বর, ২০২১ রাত ১:১৮

চাঁদগাজী বলেছেন:



ঠিক আছে, লিখবো!

৪| ০৮ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৯

খায়রুল আহসান বলেছেন: ওকে।

০৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:



টেষ্ট করার পর ইহাকে রেখে দিয়েছি।

৫| ০৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:

কত ম্যাচের টেস্ট সিরিজ চলছে? গত টেস্টের রেজাল্ট কি? ইনিংস ব্যবধানে হারার সম্ভাবনা আছে?

০৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:০৯

চাঁদগাজী বলেছেন:




আমার টেষ্ট তার থেকে অনেক সহজ: জেনারেল, নাকি অজেনারেল!

৬| ০৮ ই নভেম্বর, ২০২১ রাত ৮:১০

বঙ্গদুলাল বলেছেন: আমি যখন আপনাকে মিস করি, ব্লগে এসে আপনার সাম্প্রতিক সব লেখা পড়ার চেষ্টা করি।জেনারেল, ননজেনারেলে কিছু যাবে আসবে না।আপনি ধর্মীয় বিষয় যথাসম্ভব এড়িয়ে মুক্তিযুদ্ধ, আন্তর্জাতিক রাজনীতি,আপনার যাপিত জীবনের গল্প ইত্যাদি লিখুন।আমরা ঠিকই খোঁজে খোঁজে সব পড়ে নিবো।

০৮ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৪২

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, সেটাই করবো।

৭| ০৮ ই নভেম্বর, ২০২১ রাত ১০:১৯

শাহ আজিজ বলেছেন: আমিতো খেয়ালই করিনা কখন আপনি জেনারেল , কর্নেল বা কনস্টেবল :P

০৮ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৩১

চাঁদগাজী বলেছেন:



মুক্তিযোদ্ধা কোটায়।

৮| ০৮ ই নভেম্বর, ২০২১ রাত ১০:২৪

কালো যাদুকর বলেছেন: টেস্ট সাকসেসফুল

০৮ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৩২

চাঁদগাজী বলেছেন:




সঠিক, এখনো জেনারেল; সামু বড় পদ দিয়েছে।

৯| ০৮ ই নভেম্বর, ২০২১ রাত ১১:১২

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনাকে জেনারেল করার কারণ কি?

০৮ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৫২

চাঁদগাজী বলেছেন:



আমি ব্যক্তি আক্রমণ করে থাকি, কয়েকজন ব্লগার আহত হয়ে গেছেন।

১০| ০৮ ই নভেম্বর, ২০২১ রাত ১১:২০

নূর আলম হিরণ বলেছেন: এবার মনে হয় আপনাকে লঘু পাপে গুরু দণ্ড দেওয়া হয়েছে। এতদিন জেনারেল রাখলে ক্যু হবার সম্ভাবনা আছে :)

০৮ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৫৩

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের পাপ মাপার যন্ত্রেও সমস্যা আছে; এডমিন হয়তো ফ্রি পাপোমিটার যোগাড় করেছেন

১১| ০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৫২

রাজীব নুর বলেছেন: কবি বলেছেন, মেঘ দেখে কেউ করিস নে ভয়/ আড়ালে তার সূর্য হাসে।

০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১:০১

চাঁদগাজী বলেছেন:



কবি ঠিক বলেছেন; কিন্তু আজকের বাংগালীরা কবিদের মতো নন।
আমাকে জেনারেল করলে, সেই ব্যাপারে আপনি মুখ খুলবেন না, মুখ খুললে আপনার ক্ষতি হয়; আমার যা হয়, হবে!

১২| ০৯ ই নভেম্বর, ২০২১ ভোর ৫:৩৭

হাবিব বলেছেন: আবার কি অঘটন ঘটালেন?

০৯ ই নভেম্বর, ২০২১ ভোর ৬:০৫

চাঁদগাজী বলেছেন:



কোন এক অজানা ব্লগার আহত হয়েছেন, মনে হয়।

১৩| ১০ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৪১

রাজীব নুর বলেছেন: সামু কি চাচ্ছে না আপনি ব্লগিং করুণ?

১০ ই নভেম্বর, ২০২১ রাত ২:০৪

চাঁদগাজী বলেছেন:




সামু একটি প্রাইভেট ব্যবসা, সামু কি চাচ্ছে, আমার পক্ষে বুঝা সম্ভব হবে না

১৪| ১০ ই নভেম্বর, ২০২১ রাত ১:০৫

শূন্য সারমর্ম বলেছেন:

সর্বোচ্চ কতদিন জেনারেল ছিলেন? ফিরে আসুন,টেস্টের পরেই টি-টুয়েন্টি শুরু করতে হবে।

১০ ই নভেম্বর, ২০২১ রাত ২:০৬

চাঁদগাজী বলেছেন:



দেখা যাক, কি হয়!

১৫| ১০ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: আমি সামুর এরকম আচরনের উপর আশাহত।

১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:১৯

চাঁদগাজী বলেছেন:



সামু হচ্ছে, বাংলাদেশী শিক্ষিতদের সমবেত আচরণের সবচেয়ে বড় উদাহরণ।

১৬| ১১ ই নভেম্বর, ২০২১ রাত ১২:২০

রাজীব নুর বলেছেন: আপনি সামুর শ্রেষ্ঠ ব্লগার। এইভাবে আপনাকে দীর্ঘদিন জেনারেল করে রাখা ঠিক না।

১১ ই নভেম্বর, ২০২১ রাত ১:১৪

চাঁদগাজী বলেছেন:



আমি ব্লগার নই, আসলে দেশের শিক্ষিত বাংগালীরা কি ভাবেন, কি করছেন, এগুলো বুঝার জন্য আমি সামুতে আসি। আপনি ও নুরু সাহেব ব্লগে না থাকায়, ব্লগ মোটামুটি অনেকটা নীরব হয়ে গেছে।

১৭| ১১ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:০২

রাজীব নুর বলেছেন: ''প্রসঙ্গ 'জেনারেল' '' নামে একটা পোষ্ট লিখেছি। সময় পেলে একবার চোখ বুলাবেন। প্লীজ।

১১ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:



ঠিক আছে।

১৮| ১৪ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৪৮

অক্পটে বলেছেন: লিখতে থাকুন। লেখা প্রকাশ পেলেই হল। আমরা খুঁজে নেব।

১৪ ই নভেম্বর, ২০২১ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আমি আছি।

১৯| ১৫ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:১০

মাহফুজ বলেছেন: আমি কোনোকিছু লিখলে সমালোচনা হবে এমন একটা প্রস্তুতি নিয়েই রাখি। সমালোচনা নিয়ে আমার আপত্তি নেই, সমালোচনা ছাড়া পরিশুদ্ধি সম্ভব না তবে সমালোচনার ভাষা শালীন ও মার্জিত হতে হবে। আপনার সমালোচনা প্রচুর পেয়েছি, আক্রমণাত্মক হোক আর যাই হোক বেশ উপভোগ্য

১৫ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:১৫

চাঁদগাজী বলেছেন:


ব্যাংকের টাকা নিয়ে আপনি যেই পোষ্ট তা দিয়েছেন, সেটা দেয়ার কিছুক্ষণের মাঝেই পড়েছিলাম; কিন্তু আমার বর্তমান অবস্হার ( জেনারেল ) কারণে মন্তব্য করিনি, স্যরি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.