নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা নিজকে কম-বুদ্ধিমতি প্রমাণ করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন?

২০ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৭



বেগম জিয়ার জন্য উনার দলের কিছু বেকুব ও শঠেরা "গণঅনশন" করছে; এই গণঅনশন, মনশন করলে বুঝা যায় যে, বিএনপি এখনো জীবিত আছে; ইহা শেখ হাসিনার জন্য কি খুবই দরকারী বিষয়? ৭৬ বছর বয়স্ক বেগম জিয়া যদি বিদেশে চলে যান, এবং বিদেশে বসে ষড়যন্ত্র করেন, শেখ হাসিনার চেয়ার কি উল্টে যাবার সম্ভাবনা আছে? আসলে, বেগম জিয়া বিদেশে চলে গেলে শেখ হাসিনার একটা মাথাব্যথা কমবে!

পৃথিবী করোনা নিয়ে, অর্থনৈতিক সমস্যা নিয়ে ভয়ংকর পরিস্হিতিতে আছে; কার ২ মিনিটি সময় আছে যে, বেগম জিয়ার ম্যাঁওপ্যাঁও শোনবে? সৌদী আরব শুনবে? প্রিন্স সালমানের সেই সময় নেই! ইউরোপ আমেরিকা বিএনপি জামাতকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাহে না, ভারতও উহাদেরকে যমের মতো ভয় করে; বিএনপি-জামাতকে সাপোর্ট করতে পারে আফগানিস্তান ও ইয়েমেন মাত্র।

৩/৪ লাইনের এক্সেকিউটিভ অর্ডার একটা লিখে দিলে বেগম জিয়া লন্ডন গিয়ে ভালো হয়ে যাবেন; যেই কয়দিন ওখানে থাকবেন ছেলের পরিবারে থাকবেন; যখন ভালো ছেলের সাথে ঝগড়া লাগবে ঢাকায় চলে আসবেন; আর যদি না আসেন, সেটা আরো ভালো।

আসলে বেগম জিয়া কতটুকু অসুস্হ উহা বুঝা খুবই মুশকিল; বিএনপি'র ডাক্তারেরা ও দলের লোকেরা যা বলছে উহা সত্য হওয়ার সম্ভাবনা কম। তবে, উনি যদি আসলেই অসুস্হ হয়ে থাকেন, এবং কিছু একটা ঘটে, শেখ হাসিনার বদনাম হবে; যারা পয়সার অভাবে তাবিজ দিয়ে ক্যান্সারের চিকিৎসা করায়, তারাও বলবে যে, বেগম জিয়া সুচিকিৎসা পায়নি।

বাংলাদেশের বড় বড় সব রাজনীতিবিদই তো বিদেশে চিকিৎসা করায়; ডজনের বেশী তো বিদেশের হাসপাতালেই মারা গেলেন। স্বয়ং বর্তমান প্রেসিডেন্ট তো মাউন্ট এলিজাবেথ হাসপাতালের স্হায়ী রোগী; শেখ হাসিনা কান দেখাতে আমেরিকা যান; বেগম জিয়ার জন্য বৈষম্য কেন? সমস্যা হচ্ছে যে, উনি কয়েদী! ৭৬ বছর বয়স হলে কাউকে জেলে রাখার দরকার কি?

শেখ হাসিনা দরকারী কাজ করেন না, বসে বসে দুনিয়ার সব অকাজের দোকান খোলেন।



মন্তব্য ৪১ টি রেটিং +০/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫১

শাহ আজিজ বলেছেন: আপনার কুকথা ভাল লাগে না ।

২০ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা নিজ প্রয়োজনে বিএনপিকে লালন পালন করছেন, যাতে শক্ত কোন দল গড়ে উঠতে না পারে। তবে, উনার পর, উনার দলের লোকেরা পালাবে, এটা উনি বুঝলে ভালো হতো।

২| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ৮:২২

জ্যাকেল বলেছেন: শেইখ হাসিনা বেঈমান, চাটুকার দ্বারা বেস্টিত হইয়া আছেন। উনার কি ভাল হইবে উনি ভালো জানেন বলে মনে করেন। কিন্তু বাস্তবতা হইল, উনি বেঁচে থাকতে চান, ভালোভাবেই আছেন। উনি সঠিক কাজ করলে বেঁচে থাকার অধিকার থাকবে কি না শংকা আছে। তাই উনি ভুল কাজ করেই নিজেকে টিকিয়ে রাখবেন, বাবার মত ভুল কাজ করবেন না।

২০ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:



উনি যদি সঠিকভাবে দল চালিয়ে, সঠিকভাবে নির্বাচন করে, বুদ্ধিমানদের নিয়ে দেশ চালাতেন, উনি ইন্দিরার মতো হতে পারতেন।

৩| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ৮:২৮

শাহ আজিজ বলেছেন: একটি বিরোধী দল না থাকলে কি অবস্থা হয় তা সবাই দেখতে পাচ্ছে । লীগের একটি ঐতিহাসিক ভুল বিরোধী দল বিহীন রাষ্ট্র পরিচালনা । লীগ ভেঙ্গে যাবে , অনেকের কিবলা এখন ভাসানির কবর । এমনকি এও বলা হচ্ছে ভাসানি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি , এতদিন এসব আলাপ হয়নি ।

২০ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:



বিরোধীদল হয়তো হবে আওয়াী লীগ থেকেই, বাকীগুলো আসলেই বেকুব ধরণের।

৪| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৪০

ঋণাত্মক শূণ্য বলেছেন: সরকারের নীতি নির্ধারকদের প্রতি অনুরোধ চাঁদগাজী সাহেবকে এই মুহুর্তে বিদেশ থেকে দেশের মাটিতে এনে সরকারের নীতি নির্ধারকদের সাথে বসানো হোক। উনার জ্ঞানগর্ভ উপদেশে জাতি যেমন উপকৃত হবে, সরকারও উপকৃত হবে বলেই মনে করি।

অথবা, লেখার শিরোনামে এবং শেষ লাইনে যেভাবে প্রধানমন্ত্রীর মানহানীর চেষ্টা করেছেন, তার বিচার চাই।

২০ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৪৫

চাঁদগাজী বলেছেন:




বিচার না চেয়ে ফাঁসী চেয়ে বসেন, ছোটখাট কিছু চাওয়ার দরকার কি!

৫| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৩৯

কালো যাদুকর বলেছেন: আইনে বাঁধা না থাকলে যেতে দিলে ভাল হত। এগুলো নিয়ে পানি ঘোলা করলে সবারই ক্ষতি ৷

২০ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৪৬

চাঁদগাজী বলেছেন:


উনি যদি রাজনীতি বুঝার মতো হতেন, শেখ সাহেব উনাকে রাজনীতিতে রাখতেন।

৬| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৪২

শূন্য সারমর্ম বলেছেন:

অকাজের দোকান খুলেই বসে আছেন মনে হচ্ছে।

২০ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:


সামান্য বেগম জিয়ার সমস্যাটার সমাধান করতে পারেন না, উনার ভাবনাশক্তি বলতে কিছু আছে কিনা কে জানে!

৭| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: আপনার আমার কথা শেখ হাসিনার কাছে গিয়ে পৌঁছাবে না। পৌছাতে দিবে না।
আমাদের কাজের বুয়া শেখ হাসিনা কে খুব বাজে কথা বলে। গালি দেয়। আমি বললাম, এইসব বলো কেন? সে তোমার কি ক্ষতি করেছে?

২০ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


ঢাকায় যত লাখ বুয়া আছে, তত লাখ সেই লেভেলের ভারতীয় মেয়েরা কম্প্যুটিং শিখে বিশ্ব চালাচ্ছে।

৮| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১০:০০

জুল ভার্ন বলেছেন: আমি কিছুই বলবোনা। কারণ,
সরকারের বিরুদ্ধে কথা বললে আমি বিএনপি।
ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বললে আমি পাকিস্তানি।
ধর্মীয় বিষয় কথা বললে আমি জংগী।
দেশের সিস্টেম বিরুদ্ধে কথা বললে আমি
রাজাকার। গুম গ্রেফতার হামলা মামলা নির্যাতনের কথা নাই বলি।

২০ শে নভেম্বর, ২০২১ রাত ১০:০৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা আপনাকে নিয়ে কি চিন্তিত?

৯| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১১:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাংলাদেশ এখন আজব জীবের অভয়ারণ্য হয়েছে।

২০ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৩৯

চাঁদগাজী বলেছেন:


ইহা আওয়ামী লীগের জমিদারীতে পরিণত হয়েছে।

১০| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১১:১২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: নতুন করে বুদ্ধিমান হবার সুযোগ কারো নাই।বাংলাদেশের প্রেক্ষাপটে, এই বয়সের পর বুদ্ধিসুদ্ধি কমতেই থাকে।বিশেষ করে তাদের মতো মন মানসিকতার লোকদের।বিএনপির লোকজন চায় তিনি দেশেই মারা যাক।দেশে মারা যাবার পর ব্লেমগেম খেলে যদি কিছু একটা লাভ হয়,ভাল হয়ে রাজনীতিতে দেয়ার মতো তার কিছু নাই।

২০ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৪৮

চাঁদগাজী বলেছেন:



বিএনপি খুশী যে, শেখ হাসিনা এক্সেকিউটিভ অর্ডার লিখছেন না।

১১| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১১:২৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বুদ্ধিশুদ্ধি দেয় কয়েকজন আর সকল সিদ্ধান্ত নেন তিনি একাই ! অনেক সময় বুদ্ধিদাতারাও তাকে চরম বিভ্রান্ত করে !
তার সম্ভবত: অফুরন্ত সময় আছে খালেদার পিছনে ব্যয় করার জন্য, ততটা নেই ডিজেল, দ্রব্যমূল্য ও দুর্নীতি নিয়ে।

২০ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৪৯

চাঁদগাজী বলেছেন:



উনি ফ্রি গাড়ীতে চড়েন; দেশের সবচেয়ে বড় চাকুরী করেন, জীবনের সবচেয়ে ছোট চাকুরী ছিলো আওয়ামী লীগের সভাপতি হিসেবে।

১২| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৪১

রানার ব্লগ বলেছেন: বেগম জিয়ার সুস্থতা কামনা করছি। বিএনপির এরা সবাই ধান্দাবাজ। ৮ ঘন্টার অনেশন, মানে কি আর বলবো ইয়ার্কি মারার একটা লমিট থাকা জরুরী। তারে আবার চিনির পানি দিয়া অনশন ভংগো করানো হইছে। বেচারা খালেদা জিয়া, সবাই তারে নিয়া মস্করা করে। এখন তার পোলা ও শুরু করছে। বেকুবের পেটে মহা ধান্দাবাজ বেকুব পয়দা হইছে।

২০ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৫১

চাঁদগাজী বলেছেন:



উনি ক্লাউন দলের সভাপতি ছিলেন ৩৭ বছর।

১৩| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: দেশের সব কিছুর অবস্থা ভয়াবহ খারাপ। কিন্তু এ কথা বলার সাহস কারো নাই। তাই তাঁরা বলে দেশ উন্নয়নের মহাসড়কে। প্রতিটা উচ্চ পদস্ত আমলা, রাজনীতিবিদ এবং তাদের ছত্রছায়ায় থাকা লোকজন ভিসা লাগিয়ে রেখেছে- অবস্থা বেগতিক দেখলে পালিয়ে যাবে।

২০ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৫২

চাঁদগাজী বলেছেন:



ড: কামাল, ডা: জাফর উল্লাহ কিছু বললে কেহ তাদের খেয়ে ফেলতো না; তবে, ২ জনের মাথাই খালি

১৪| ২১ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:১৫

কুশন বলেছেন: শেখ হাসিনা বাপের কল্যানে প্রধানমন্ত্রী হতে পেরেছেন। অন্যথায় প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা তার নেই। অবশ্য পুরো দেশ এবং দেশের সম্পদ দখল করে রেখেছে অদক্ষ অযোগ্যরাই।

২১ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪১

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা যা হয়েছেন, সেটার পেছনে ইন্দিরা গান্ধীর অবদান ও বাবার নাম।

১৫| ২১ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:২১

নীল আকাশ বলেছেন: যে যা করে পরবর্তিতে তার ফলাফল হাতেনাতে পায়। একজন এখন যা করছেন দিন পালটালে একই ফল ভোগ করতে হবে।

২১ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:



এগুলো হলো অপ্রয়োজনীয় কথা।

২১ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:



উনি বিদেশে থেকেই আওয়ামী লীগের প্রেসিডেন্ট হয়ে যান, উহা উনার কোন কর্মের ফল?

১৬| ২১ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৯

গফুর মিয়া১৯১ বলেছেন: আমার মতে শেখ হাসিনা বেগম জিয়া কে মাছের খাবার এর টোপ হিসাবে তারেক জিয়া কে ধরবার আশায় ওৎ পেতে বসে আছে। এমন কি সে যদি কিছু মাসের পর মারা তখন তো তারেক আসবে লাশ দাফনের জন্য আর অমনি তাকে ধরে ফাসি দিবার রাস্তায় নিয়া যাবে তাই অই সময় পর্জন্ত হাসিনা বেচে থাকা পর্যন্ত চেষ্টা করবে। খালেদা জিয়া যদি মারা যায় তারেক দেশে না এসে পারেবে নাহ। তাই খালেদা জিয়া কে বিদেশ যেতে দিচ্ছে নাহ হাসিনা সরকার। যদি খালেদা জিয়া বিদেশ যায় উনি মারা যাবার পরেও লাশ দাফনের জন্য আনা হবে নাহ। অইখানে তারেক জিয়া দাফন করবে আরে শেখ হাসিনার বিরুদ্ধে চক্রান্তের বীজ বুনবে। এটাই সত্য সমিকরন। বেগম জিয়ার বাম হাতের আঙ্গুল বাকা হয়ে যাচ্ছে , স্নায়ু কাজ করে নাহ সময় শেষের দিকে।

২১ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়া দেশে মারা গেলে তারেক দেশে আসবে না।

১৭| ২১ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪০

গফুর মিয়া১৯১ বলেছেন: তখন হাসিন বলে বেরাব কেমন ছেলে আর সে কেমন দলের মহাসচিব সে তার মায়ের মরনে দেখতে আসে নাই।পচিয়ে গন্ধ বের করে দিবে।

২১ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা তারেক ফারেককে গণনা করে বলে মনে হয় না।

১৮| ২১ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৬

অক্পটে বলেছেন: খালেদা ১ বছরের মধ্যে মারা গেলে আগামী ৫ বছরে হাসিনাও মরবে এমনটা আশা করা যায়। আগামী ৫/৬ বছরের মধ্যে ন্যাচারালি এই দুজনের পরিসমাপ্তি হওয়ার কথা। তারপর এই দেশ কার হাতে যাবে। যোগ্য লোক ত কেউ রেখে যাচ্ছেনা। দেশ যদি বদির হাতে চলে যায় তাহলে আপনি কি আশ্চর্য হবেন।

২১ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়া না থাকলে, বিএনপি কিছুটা শক্ত দলে পরিণত হবে; শেখ হাসিনার পর, আওয়ামী লীগের নেতাদের বেশীরভাগ পালিয়ে যাবে, নতুন শক্ত আওয়ামী লীগের জন্ম হবে; তবে, শেখ হাসিনার সময় শেষ হলে, জামাত-শিবির ও হেফাজত মিলে দেশে অরাজকতার সৃষ্টি করবে কিছু সময় ধরে।

১৯| ২২ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৫৫

গফুর মিয়া১৯১ বলেছেন: বেগম জিয়া না থাকলে, বিএনপি কিছুটা শক্ত দলে পরিণত হবে; শেখ হাসিনার পর, আওয়ামী লীগের নেতাদের বেশীরভাগ পালিয়ে যাবে, নতুন শক্ত আওয়ামী লীগের জন্ম হবে; তবে, শেখ হাসিনার সময় শেষ হলে, জামাত-শিবির ও হেফাজত মিলে দেশে অরাজকতার সৃষ্টি করবে কিছু সময় ধরে।আমি একমত ভয় পাই সেই কাল সময়ে মানুষ কি করবে

২২ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:১৫

চাঁদগাজী বলেছেন:



কিছু সাধারণ মানুষের প্রাণ যাবে, ঠকবাজেরা ও মিলিটারী রাজনীতি দখল করতে পারে।

২০| ২৫ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩৫

গফুর মিয়া১৯১ বলেছেন: মানুষ চীরদিন বাচে না। একদিন সবাইকে মরে যেতে হবে। এভাবেই, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কোন একদিন মারা যাবেন।সেই সময় আওয়ামী লীগের বেহাল অবস্থা হতে পারে। কে নেতা হবে এই নিয়ে দ্বন্দ হবে। এমন এলোমেলো পরিস্থিতিতে আওয়ামী লীগ ক্ষমতা হারাবে।
তেমন পরিস্থিতি আসার আগ পর্যন্ত, যে কোন মুল্যেই আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। শেখ হাসিনা যতদিন বেচে আছেন, আওয়ামী লীগ ততদিন ক্ষমতায় থাকবে।

শেখ হাসিনা না থাকলে, আওয়ামী লীগের কেমন অবস্থা হবে?

এর উত্তরে অনেকে অনেক ধরনের গবেষনা ও বিস্তারিত আলোচনা করবে। আমি শুধু একটি কথা বলবো

এখন যারা আওয়ামী লিগের পক্ষে গলাবাজি করে বেড়াচ্ছে, তারা সবাই তখন বলবে - আমি জীবনেও আওয়ামী লীগ করিনি।

২৫ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:



ইতিমধ্যই ২ বার আওয়ামী লীগের আসল পরিচয় পাওয়া গেছে, ১৯৬৮ সালে শেখের বিপক্ষে আগরতলা মামলা হওয়ার পর ও ১৯৭৫ সালে, আওয়ামী লীগ পালিয়ে গিয়েছিলো; শেখ হাসিনার পর, মাটির নীচে পালিয়ে যাবে বেআইনীভাবে আয় করা টাকা রক্ষার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.