নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ধর্মীয় পোষ্টে কমেন্ট করলেই \'নোটীশ\' এসে উপস্হিত হয়।

০৪ ঠা ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১৪



*** এক নোটীশেই জেনারেল হয়ে গেছি, অভিনন্দন জানাতে পারেন।

জলবায়ু সমস্যা, গ্লোবেল ওয়ার্মিং, আকাশের ওযোন-লেয়ার নষ্ট হওয়া সম্পর্কে আপনি কখন প্রথম শুনেছেন? ইহা কি শেখ সাহেবের মুখ থেকে বা শেখ হাসিনার কাছ থেকে শুনেছেন, নাকি পশ্চিমের লোকদের কাছে শুনেছেন? পশ্চিম যখন সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ উৎপন্ন শুরু করেছে, ইলেট্রিক্যাল গাড়ী বানাচ্ছে, চীন, বাংলাদেশ ও ভারত কয়লার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে।

পশ্চিম সামনের ২০/৩০ বছরে কি করতে হবে, জীবন কি রকম হবে, সেটা নিয়ে ভাবে, সেটা নিয়ে কাজ করে। ১৯৭৪ সালে বাংলাদেশে দুর্ভিক্ষ শুরু হওয়ার পর শেখ সাহেব টের পেয়েছিলেন; আগে টের পেলে খুজে টুজেও অনেক চাল, ডাল পাওয়া যেতো; ইন্দিরা গান্ধীর কাছে চাইলে পাঠায়ে দিতেন; শেখ সাহেব আগে টের না পাওয়াতে ভয়ংকর বদনাম হয়েছে, দেশে অশান্তি হয়েছে।

বুদ্ধিমান লোকেরা অতীতে কি ঘটেছে, উহাকে এনালাইসিস করতে পারেন সঠিকভাবে, আজকে কি হচ্ছে, সেটাকে অনুধাবন করতে পারেন, ভবিষ্যতে কি ঘটতে পারে সেটা অনুমান করতে পারেন।

আজকে বাংলাদেশে যেসব কয়লার বিদ্যুত কেন্দ্রে কাজ চলছে, সেগুলোকে একদিন বন্ধ করার জন্য টাকা দিবে আমেরিকা ও ইউরোপ; সেজন্য বাংলাদেশ গ্লাসগো জলবায়ু সন্মেলন থেকে ফিরে এসে সুন্দরবনের কাছের বিদ্যুত কেন্দ্রের কাজ বন্ধ করেনি; তবে, সরকার আশা করছে একদিন বন্ধ করা হবে, বন্ধ করলে টাকা আসবে।

এক সময় ছিলো মানুষ বিদ্যুতের ব্যবহার জানতো না, কয়লার বিদ্যুত কেন্দ্রও বানাতে জানতো না, বিদ্যুত কি জিনিষ সেটাও বুঝতো না; আকাশে বিদ্যুত চমকালে কিছু কিছু মানুষ বলতো, আল্লাহ শতানকে বোমা মারছে। যারা আকাশে বিদ্যুত চমকানো দেখে ভেবেছিলো যে, আল্লাহ শয়তানকে বোমা মারছে, তারা বিদ্যুত কেন্দ্র বানায়নি; যারা আকাশের বিদ্যুৎ চমকানোর লজিক্যাল কারণ খুজেছে, তারাই কয়লা থেকে কিংবা ময়লা থেকে বিদ্যুৎ উদপাদন করছে, ইউরিনিয়াম থেকে বিদ্যুত বানাচ্ছে।

ভাবছি, ধর্মীয় পোষ্টে আর কমেন্ট করবো না; তা' অবশ্য ভাবছি অনেকদিন থেকেই। তবে, ধর্মের উদ্ভবের পেছনে সঠিক লজিক আছে; মানুষ যে ধর্ম নিয়ে মিথ্যা বলে, উহার পেছনেও কারণ আছে।




মন্তব্য ৩৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি ধর্ম বিশ্বাসী তারপরেও ধর্ম নিয়ে পোস্ট করিনি। কমেন্ট বলতে হাতে গোনা।
আপনার ব্লগিং কিন্তু ধর্মের উপর ভিত্তি করে নয়।

০৪ ঠা ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:



সঠিক, আমি ধর্ম নিয়ে লিখি না।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩৯

বঙ্গদুলাল বলেছেন: কী যে বলেন! আমাদের মহামান্য বলছেন আপনার ঠিক উল্টো!.আমরা এখন পুরো বিশ্বকে নেতৃত্ব দেওয়ার কথা ভাবছি।

০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪২

চাঁদগাজী বলেছেন:



উনি বাংলার সবচেয়ে ধনী বৃদ্ধ-আশ্রমের সৌভাগ্যবান বাসিন্দা।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪৮

বঙ্গদুলাল বলেছেন: আপনার লিখা তো সবসময়ই মাস্টারপিস।
কেউ সাধারণ কিছু লিখলে লিখুক না!একদিন লজ্জায় পড়ে ভালো কিছু লিখে ফেলবে হয়তো।আপনি ইচ্ছে করেই জেনারেল হচ্ছেন বারবার।ধর্মীয়দের চেয়ে আমাদের দেশকে বেশি পিছনে টানছে তো আমাদের পুঁজিপতিরা,দূর্নীতিবাজরা,কালোটাকার মালিকরা ;যারা মাকাল ফল সদৃশ মাথাপিছু আয় বৃদ্ধির মতো মহান কাজে অবদান রাখছেন প্রতিনিয়ত।আপনি বরং এসব ধর্মীয় পোস্ট ইগনোর করে ঐ সময় বাঁচিয়ে আরও বেশি লেখা উপহার দিতে পারতেন আমাদেরকে,আপনার পাঠককে।

০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ৯:২৯

চাঁদগাজী বলেছেন:



আপনি সঠিক আছেন, এসব ম্যাঁওপ্যাঁও পোষ্ট পড়ার দরকার নেই।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: আপনি ''জেনারেল''!!! দুঃখ প্রকাশ করছি। আন্তরিক ভাবেই দুঃখ প্রকাশ করছি।
এখন আমাকে সাবধান থাকতে হবে।

০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ১০:২৫

চাঁদগাজী বলেছেন:


আামকে জেনারেল করেছে, আপনি এই ব্যাপরেকিছু বলবেন না; আমি সয় মতো ছাড়া পেয়ে যাবো।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: আপনার এই পোষ্ট টি খুবই গুরুত্বপূর্ন। প্রথম পাতায় আসা দরকার ছিলো।

০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ১০:২৮

চাঁদগাজী বলেছেন:



সানের পাতায় না গেলেও অনেকে পড়বেন, আপনি এটাসেটা বললে, আপনার অসুবিধা হবে।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ১০:২১

শূন্য সারমর্ম বলেছেন:

জেনারেল অনেক হলেন;ক্যু করবেন কবে? কক্ষচ্যুত করেন সামু ব্লগকে।

০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩১

চাঁদগাজী বলেছেন:



সামুর কোন সোনার ডিম-দেয়া ব্লগারের গায়ে আমার ছোঁড়া পাথর লেগেছে।

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৮

জ্যাকেল বলেছেন: আল্লাহ শয়তানকে বোমা মারছে এইসকল জিনিস মানুষের কল্পনা/কেচ্ছা কাহিনী। এইসব আল্লাহর প্রদত্ত ধর্ম ইসলামে কিন্ত নাই। ইসলাম মানুষকে সচেতন জীবন যাপন করতে বলে। কুসংস্কার থেকে দুরে থাকতে বলে।
এখন আপন রিসার্চ না করে যদি ইসলাম নিয়ে ভুল জানেন এবং কটাক্ষ করতে থাকেন তাহা হইলে তো আপনার নিজের কাছেই সমস্যা। নাকি?


আসল কথাঃ
আপনাকে জেনারেল করার কারণ আমি নিশ্চিত নহি। তবে আমাকে দেওয়া বাণ এর কারণে হইলে মোটেও খুশি হবো না। যদিও আমি আপনার মন্তব্যে কিছুটা বিরক্ত হয়েছিলাম।
পোস্ট/বিষয়বস্তু নিয়ে মন্তব্য না করে আপনি ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করেছিলেন। আমার রিসার্চকে নিয়ে কটাক্ষ করেছিলেন যতদুর মনে পড়ে। যেখানে আমি সত্য ও সুন্দর ইসলামকে তুলে ধরার চেস্টা করছি সেখানে আপনি উহাকে নিয়ে উল্টাপাল্টা বকছিলেন। এইসব ছাড়া উচিত। অন্যের মত প্রকাশকে পছন্দ না করতে পারেন কিন্তু বিকৃত উপায়ে প্রতিহত করা বাদ দেন। বিশেষত ধর্মীয় বিষয়, এইগুলো প্রায় মানুষের জন্য স্পর্শকাতর।

(সমস্যা ধর্মীয় পোস্ট/কমেন্ট এ না। সমস্যা আপনার মত প্রকাশের দৃষ্টিভংগিতে।)

০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:


কোন হাইপোথেসিসকে লজিক্যালী কিংবা ফিজিক্যালী প্রমাণ করার সন্মিলিত ধাপগুলো হলো রিসার্চ; আপনি কি ইহা করেছেন বলে আপনার মনে হয়?

৮| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:৩৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: গার্মেন্টেস ও ট্যানারির রং, বর্জ্য, ক্যামিকেলের কারণে দেশের নদনদীর অবস্থা ভয়াব। মাতারবাড়িতে কয়লা বিদ্যুতের মতো পরিবেশ দূষণকারী প্রকল্প গ্রহণ করা হচ্ছে যা পঁচিশ বছর পরে পরিত্যক্ত ঘোষণা করতে হবে বিশ্বজনমতের চাপের মুখে। তখন পশ্চিমা বিশ্ব ক্ষতিপূরণ দিবে আশা করাটা গাছে কাঁঠাল গোঁফে তেলের মতোই ধ্যানধারণা আমাদের শীর্ষ নেতাদের।

০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ২:২৯

চাঁদগাজী বলেছেন:


দেশের মা টির নীচের পানিও দুষিত করে ফেলেছে ও মাটির নীচের পানির স্তর নীচে বামিয়ে ফেলেছে। চট্রামে ১টি রডের ফ্যাক্টরী পুরো চট্টগ্রামের মাটির নীচের পানির স্তর নীচে বামিয়ে ফেলেছে; বাংগালীরা বুঝার আগেই ইহা বসবাসের অনুপযুক্ত হয়ে যাচ্ছে।

৯| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ২:৩৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: @জ্যাকেল,সুরা সাফফাতের ৬ থেকে ১০ পর্যন্ত আয়াত গুলো পড়লেও গাজী সাহেবের কথার সত্যতা পেয়ে যাবেন।

০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ৩:৩১

চাঁদগাজী বলেছেন:


ধর্ম মানেই রূপকথা

১০| ০৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন:
সঠিক, আমি ধর্ম নিয়ে লিখি না।



আমি কিন্তু সেটাই বলতে চাচ্ছি। বিষয়টা আপনি এড়িয়ে যান। সেটাই যদি জেনারেল হবার কারণ হয়ে থাকে তবে উটকো ঝামেলা নিয়ে লাভ কি।

০৫ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:



আমি এখানে ব্লগিং করি, গার্বেজের মাঝে কতক্ষণ চুপ করে বসে থাকা যায়?

১১| ০৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৪৪

নূর আলম হিরণ বলেছেন: আগে আমাদের সরকার গুলো হাত পেতে ভিক্ষা নিত, এখন ফাঁদ পেতে নিতে চায়।

০৫ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:



ব্যুরোক্রেটরা ও সরকারের উঁচু পদের লোকেরা শেখ হাসিনাকে বেগম জিয়াতে পরিণত করেছে।

১২| ০৫ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ধর্মান্ধদের মগজ কম। এরা যৌক্তিকভাবে চিন্তা করতে পারে না। বিশেষ এক জায়গায় ওদের জ্ঞান সীমাবদ্ধ।

০৫ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:



ওদের কোন জ্ঞান থাকার কথা নয়।

১৩| ০৫ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২৩

হাসান কালবৈশাখী বলেছেন:
শিয়াককোটে এক শ্রীলঙ্কান কারখানা ব্যবস্থাপক নির্মান কাজের প্রয়োজনে ওয়াজের বিজ্ঞাপন নামে তথাকথিত ধর্মীয় বাণী লেখা একটি পোস্টার উঠিয়ে তা ডাস্টবিনে ফেলেছেন, এই অভিযোগে পাপি স্থানের নাগরিকেরা তাকে পিটিয়ে পুড়িয়ে শান্তির ধর্ম বাস্তবায়ন করেছে!

নতুন কিছু না। বাংলা স্থানেও অহরহ হচ্ছে। এই তো সেদিন, সবাই ভুলেও গেছে।
দিনাজপুরের মসজিদে নামাজ পরে বের হওয়ার সময় এক মুসুল্লি ভদ্র লোকের হাত লেগে কোরান মেঝেতে পরে যাওয়াতে ইমামসহ স্থানীয় জনগন তাকে পিটিয়ে মেরে ফেলে। পরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। যার বিচার হয়নি। হবেও না।
ধর্ম কখনওই মানুষকে সৎ মানুষ কিংবা সভ্য বানায় না।

০৫ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:



ধর্মের মুলে রয়েছে মিথ্যা, তার উপর ভর করে একটা সামাজিক ব্যবস্হা গড়ে তুলেছে, যা আজকের বিশ্বের জন্য বিপদ ছাড়া আর কিছু নয়।

১৪| ০৫ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৩৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




ছুরি মাছের শুটকি দিয়ে ঝাল লাঝ ভুনা তরকারী করে সাদা আতপ চালের গরম গরম ভাত খেয়ে লম্বা এক ঘুম দিন।



০৫ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:০৬

চাঁদগাজী বলেছেন:



আমি চট্টগ্রামের মানুষ, কিন্তু শুটকি সহ্য করতে পারি না।

১৫| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:২৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আামকে জেনারেল করেছে, আপনি এই ব্যাপরেকিছু বলবেন না; আমি সয় মতো ছাড়া পেয়ে যাবো।

ওকে।

০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:


আমি সেইযফে থাকলে যা লিখি, জেনারেল অবস্হায়ও তাই লিখি; কমেন্টও একই ধরণের করি; ফলে সমস্যা হচ্ছে না।

১৬| ০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:০৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সানের পাতায় না গেলেও অনেকে পড়বেন, আপনি এটাসেটা বললে, আপনার অসুবিধা হবে।

এই জন্যই লোকে বলে বোবার শত্রু নাই।

০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:৪০

চাঁদগাজী বলেছেন:



সামুও সরকারের মতো, বোবা ও কানা ব্লগার পছন্দ করে।

১৭| ০৯ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৮:০৫

সাসুম বলেছেন: @স্বামী বিশুদ্ধানন্দ

যে গারমেন্টস টা নদী দূষন করতাছে, এই সেই গারমেন্টস তার নামে দেশ বিদেশে প্রচার চালাইতেছি।

দুনিয়ার সব ব্রান্ড আর কোম্পানিতে ইমেইল করেছি , এদের বিরুদ্ধে জোরে শোরে লড়াই করছি :)

@গাজিসাব

বাংলাদেশ একটা আবর্জনার ভাগার আর শুয়োরের বাসস্থান। শেখ সাহেব বুঝতে পারেন নাই, জীবন দিয়া সেটার দায় মিটাইছেন।

এই দেশে পরিবেশ, বায়ু, পানি, এসব নিয়ে কথা বললেই চাটার দলের শুয়োরেরা গাইলাতে আসে। দেশ বিরোধী স্লোগান দেয় যারা বলতে আসে তাদের নামে।

এক রামপাল করে দেশের যে হোগা মারা হুইছে সেটা বলার কারনে বুয়েটে পিটায়া মাইরা ফালাইল এক পোলারে, আনু মোহাম্মদ এর জীবন তামাতামা কইরা ফালাইল সবাই মিলে। কারো কিছু হবেনা।

জাস্ট ঘরের খেয়ে পরের মোষ তাড়ানো কিছু বেকুন গোয়া মারা খেয়ে যাবে।

দিন শেষে দেশ হল শেখ হাসিনা , খালেদা দের পারিবারিক দেশ। যখন যে ক্ষমতায় তার দলের।

দেশের নাম চেঞ্জ করে সৌদি আরবের মত পারসোনাল নামে রাখার তেব্র দাবি জানাই।

০৯ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৯

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেব ছাত্রলীগ করে রাজনীতিবিদ হয়েছিলেন; জিয়া রাইফেল দিয়ে রাজনীতিবিদ হয়েছিলো। পাকিস্তান থেকে বাংগালীরা পালাতে পেরেছিলো, কিন্তু আওয়ামী ও বিএনপি-জামাত থেকে পালানোর চেষ্টা এখনো করেনি বাংগালীরা।

১৮| ০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: সম্ভবতো আপনাকে আবার জেনারেলের টুপি পরানো হয়েছে!!
আপনার লেখা প্রথম পাতায় দেখছি না।

০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:২৯

চাঁদগাজী বলেছেন:


হ্যাঁ, ব্লগটিম চাচ্ছেন যে, আমি উনাডের মতো করে ভাবি।

১৯| ০৯ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ভাবনাটা নিজের মতো করেই ভাবুন, প্রকাশটা একটু রাখঢাক করে করুন।

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৫

চাঁদগাজী বলেছেন:


সেটাই করে আসছি। বাংলাদেশে শুধু সরকার নায়, যে যএদিক দিয়ে পারে, অন্যদের কন্ট্রোল করতে লাগে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.