![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
বেগম জিয়া উনার ২য় টার্মে দেশে RAB চালু করেছিলো: দেশের মিলিটারী থেকে লোক এনে, স্পেশাল বাহিনী গঠন করেছিলো 'বিনা বিচারে' ২৩ জন সন্ত্রাসীকে হত্যা করার জন্য; RAB 'বন্দুক যুদ্ধ' নামে এক গল্প চালু করেছে, যেখানে গ্রেফতার হওয়া মানুষকে হত্যা করে যুদ্ধের গল্প ফেঁদেছে; অসহায় বাংগালী জাতি উহাতে অভ্যস্ত হয়ে গেছ. প্রায় ২১ বছর পর, আমেরিকা উহার ব্যাপারে মুখ খুলেছে; এখন আমাদের সরকার ভুতের মতো আবোল তাবোল বকছে।
বেগম জিয়াকে আধা-RAB'এ ধরেছে, উনার প্রায়চিত্ত চলছে। বেগম জিয়ার সময় RAB'এর বিরোধীতা করেছিলেন শেখ হাসিনা; কিন্তু বেগম জিয়া থেকে উনি উত্তরাধিকার সুত্রে RAB পেয়ে উহাকে আরো বর্ধিত করেছেন; এখন সন্ত্রাসী ২৩ জন নেই, আছে ২৩০০০; শেখ হাসিনাও হয়তো বেগম জিয়ার মতো প্রায়চিত্ত করবেন।
খবরে দেখছি, আমেরিকার বক্তব্যে বেশী বেজার হয়েছেন আমাদের বিদেশমন্ত্রী; উনার বাড়ী কোথায়? উনার বাড়ী নিউইয়র্ক শহরের লং-আইল্যান্ডে, উনি সেখানে এক সময় কম্যুনিটি কলেজে মাষ্টারী করতেন। উনার ভাই মুহিত সাহেব বড় চাকুরী পাবার পর, উনার ভাগ্য বদলে গেছিলো, এখন উহা আকাশের সমান হয়ে গেছে, আমাদের ফরেন মিনিষ্টার; কিন্তু বাড়ী এখনো লং-আইল্যান্ডেই আছে; চাকুরী চলে গেলে আবার আমেরিকা এসে যাবেন। উনি আমেরিকাকে সঠিকভাবে জানেন, বাংলাদেশ থেকে অবশ্যই বেশী জানেন; শুধু বাংলাদেশী চাকুরীটা একটু বড়; চাকুরী চলে গেলে আমেরিকা বড় হয়ে যাবে আবার।
উনি ভালোই বুঝেন, আমেরিকা যা বলেছে, উহা সঠিক; বিনা বিচারে দেশের মানুষ মারা ঠিক নয়, হোক সে সন্ত্রাসী; আমেরিকা যেই কয়জনের উপর নিষেধাজ্ঞা করেছে, ওদের কার্যকলাপ জেনেই করেছে; ঢাকা থেকে রিপোর্ট পেয়েই করেছে। এখন ভুতের মতো আবোল তাবোল বকে আমেরিকা বুঝ দেয়া যাবে না।
মোদীর উপরও নিষেধাজ্ঞা ছিলো; ভারতের প্রাইম মিনিষ্টার হওয়াতে সাময়িকভাবে উহা তুলে নেয়া হয়েছে; প্রাইম মিনিষ্ট্রি চলে গেলে উহা আবার বহাল হওয়ার কথা। এগুলো আাদের ফরেন মিনিষ্টার জানার কথা। উনি আবোল তাবোল বকে এই নিষেধাজ্ঞা তুলতে পারবে না; RAB'এর যেসব হত্যাকরীদের নাম আমেরিকার লিষ্টে এসেছে, উহা থেকে যাবে; উহারা আমেরিকাতে পালাতে পারবে না।
৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৪৬
চাঁদগাজী বলেছেন:
ভালো পদক্ষেপ হিসেবে দেখছে, RAB'এর লোকদের ব্যাপারে সবার খারাপ ধারণা।
২| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
র্যাবের বন্দুকগুলো মনে হয় চায়নিজ...
৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৪৭
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের বাহিনীর অস্ত্রে তো আগে চাইনীজ কিছু ছিলো না।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫১
আরইউ বলেছেন:
নাহ, এই তালগাছটা আপনাকেই দিতে হইবে দেখেতিছেঃ
৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৪৩
চাঁদগাজী বলেছেন:
তালগাছ দখলে রাখার মতো দক্ষতা আছে আমার।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:১৩
ঋণাত্মক শূণ্য বলেছেন: আমার ঝামেলা নিয়ে আমি আছি চুপচাপ; কারও থেকে কোন কিছু চেয়েছি? ভাবুক দেশের কথা দেশের নেতারা সব.....
৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৪৫
চাঁদগাজী বলেছেন:
RAB'এর উপরের লেভেলের কেহ আমেরিকায় চলে যাবার চে্ষ্টা করেছে মনে হয়।
৫| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৫৬
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনার ইচ্ছায় র্যাব এঁর কর্মকান্ড পরিচালিত হয়। এখানে আমেরিকা কিছু বললেও শেখের বেটি কিছুই শুনবে না। মানবে না।
৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ২:০৬
চাঁদগাজী বলেছেন:
RAB'এর কেহ বিদেশে চলে যাবার সময় শেখের বেটিকে জানি যাবে না; মনে হয়, কেহ না কেহ আমেরিকা যাবার চেষ্টা করার ফলে, ইহা সামনে এসেছে।
৬| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ২:৪৫
রাজীব নুর বলেছেন: বর্তমানে আওয়ামীলীগের কতজন নেতা আমেরিকায় আছে জানেন?
আমি একজনের নাম বলি- মখা সাহেব।
৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ২:৫৫
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা সরে গেলে আওয়ামী লীগের ২০ হাজারের বেশী নেতা আমেরিকা চলে যাবে।
৭| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৩:১১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: শেখ হাসিনা সরে গেলে আওয়ামী লীগের ২০ হাজারের বেশী নেতা আমেরিকা চলে যাবে।
একদম সঠিক কথা বলেছেন। তাঁরা ভয়ে পালিয়ে যাবে। কেউ কেউ উন্নত জীবনের জন্য যাবে।
৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৩:১৬
চাঁদগাজী বলেছেন:
শেখের সময় ২ বার পালায়েছে ওরা, ১৯৬৯ সালে ও ১৯৭৫ সালে; শেখ হাসিনার সময় শেষবারের মতো পালাবে, মনে হয়।
৮| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৩:২১
রাজীব নুর বলেছেন: তাঁরা নাকি ভিআইপি সম্মানে আমেরিকাতে থাকবে। অলরেডি অনেকে নাকি বিরাট বিরাট বাড়ি কিনে রেখেছেন?
৩০ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৪:০২
চাঁদগাজী বলেছেন:
আমার এলাকার থানা লেভেলের ৬ জনের পরিবার এখানে থাকে, নেতারা যাওয়া আসায় আছে; করোনার মাঝে এসে টিকা নিয়ে গেছে।
৯| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৩:৫৮
জহিরুল ইসলাম সেতু বলেছেন: পড়লাম। বাঘের ঘরে বসে ঘোগের লড়াইএর সাহসটা আর নেই। তাই মন্তব্য করছি না ভাই।
৩০ শে ডিসেম্বর, ২০২১ ভোর ৪:০৪
চাঁদগাজী বলেছেন:
দেশে যা হওয়ার তা হচ্ছে, কিন্তু আমেরিকান প্রবাসী ফরেন মিনিষ্টার যে ভান করছে, সেজন্য ২/১টা কথা বলতে হলো।
১০| ৩০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৭:০৯
সাসুম বলেছেন: শেখ হাসিনার জন্য কস্ট লাগে। এই কস্ট আসলে যতটা না শেখ হাসিনা বা আওয়ামী লীগের জন্য তার চেয়ে বেশি নিজের জন্য। এতকাল এন্টি বাংলাদেশ মুভমেন্ট আর লিবারেল মতবাদ এর পক্ষে থাকার জন্য যে আওয়ামী লীগের পক্ষে সফট কর্নার দেখাতাম আমরা , এখন গত ১ দশকে নিজেকে প্রতারিত মনে হয়।
নক্ষত্রের ও পতন হয়। শেখ হাসিনাকে মানুষ মনে রাখবে বাংলাদেশ নামক রাস্ট্রের সফট স্ট্রাকচারাল নস্ট করার জন্য। অথচ উনাকে মানুষ এতকাল মনে রেখেছিল এক্মাত্র দেশ প্রেমিক হিসেবে।
২০০৮ সালে যে আম্লীগ শতভাগ মানুষের সাপোর্ট পেয়ে ক্ষমতায় আসলে পেরেছিল, আজকের আম্লিগ সেই মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে যে মাফিয়া রাস্ট্র বানিয়েছে সেই মানুষের ভয়েই রাতের ভোট আয়োজন করে।
আর এই যে মাফিয়া রাস্ট্র টিকিয়া রাখার জন্য এই ধরণের বিচার বহির্ভূত কিলিং কে চালাতে দিতে হয়। এটা ঠিক আম্রিকা এতদিন এসব দেখেও হয়ত চোখ ফিরিয়ে গেছে, এখন জিও পলিটিকাল খেলায় বাংলাদেশ কে এক্টু চাপে রাখতেই এই সব সামনে আনছে।
৩০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৮:৫৬
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছেন।
১১| ৩০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫৬
আলমগীর সরকার লিটন বলেছেন: খুবি ভাল বলেছেন অনেক কিছুই দেখতেছি সম্মানে আর কত কি দেখব ভাল থাকবেন দাদা
৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:২১
চাঁদগাজী বলেছেন:
'ক্রস ফায়ারের' ভয় দেখায়ে বিলিয়ন বিলিয়ন ডলারের সমপরিমাণ টাকা ডাকাতী করা হয়েছে; আেরিকা তা জানে।
১২| ৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন: কে কি অপছন্দ করলো তাতে আমাদের সরকারের কি এসে যায়?
ইদানিং আমেরিকা সম্পর্কে প্রধান মন্ত্রীর বক্তব্য শুনেছেন আপনি?
৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:২২
চাঁদগাজী বলেছেন:
না, আমি শুনিনি; তবে, আমেরিকা বাংলাদেশ সরকারকে পুরোপুরি সাপোর্ট করে যাচ্ছে।
১৩| ৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩৮
সোবুজ বলেছেন: সব নেতারাই দেশের ভাল চায় তবে নিজের ভাল চায় আগে।পূজিবাদের এটাই নিয়ম।
৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:২৪
চাঁদগাজী বলেছেন:
আাদের দেশে যেই পুঁজিবাদ চলছে, ইহাকে ডাকাতীবাদ বলাই ঠিক হবে।
১৪| ৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমেরিকা তার নিজের মত করে 'অন্য' দেশগুলোকে দেখতে চায়। তারা বিচারবহির্ভূত হত্যা পছন্দ করবে না সেটাই স্বাভাবিক। তবে বাংলাদেশের মত দেশে RAB এর দরকার আছে...
৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:২৫
চাঁদগাজী বলেছেন:
RAB বাংলাদেশে দরকার ছিলো বলেই বেগম জিয়া চালু করেছিলেন; তখন ছিলো ২৩ জন সন্ত্রাসী, আপনার মনে আছে?
১৫| ৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: জঙ্গিবাদ নির্মূলে র্যাব গঠন কার্যকরী ছিল। বাহিনীর আধুনিকায়নও ঠিক। তবে অপব্যবহার হয়েছে অনেক সময়।
৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:২৭
চাঁদগাজী বলেছেন:
জংগিবাদকে কন্ট্রোল করার জন্য ইহার দরকার ছিলো, সঠিক! কিন্তু ক্রস ফায়ারের ভয় দেখায়ে কত লাখ মানুষ থেকে টাকা আদায় করা হয়েছে?
১৬| ৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৪০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ক্রস ফায়ারের ভয় দেখিয়ে কত লাখ মানুষ থেকে টাকা আদায় করা হয়েছে? এমন অভিযোগ কিন্তু রক্ষীবাহিনীর বিরুদ্ধেও। এর মানে এই না যে তা গঠন ভুল ছিল। বরং এটা বলা যায় পরিচালনায় অসঙ্গতি ছিল। জবাবদিহিতা নিশ্চিত করা হয় নি।
৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫৯
চাঁদগাজী বলেছেন:
আপনাদের সমস্যা হলো, আপনারা কোন 'পুরো প্রসেস'এর এক্বেকটা একটা অংশকে আলাদাভাবে দেখেন! বেগম জিয়া কি ২৩ সন্ত্রাসীকে থামানোর জন্য পুলিশ থেকে "স্পেশাল বাহিনী' গঠন করতে পারতেন না? মিলিটারীকে কেন আনা হলো?
১৭| ৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৪১
রাজীব নুর বলেছেন: র্যাবের বড় বড় কর্মকর্তাদের আর্থিক উন্নতি কতটা হয়েছে? তাঁরা কি আমেরিকাতে গাড়ি বাড়ি করতে পেরেছে?
৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০০
চাঁদগাজী বলেছেন:
আমেরিকার এ্যাকশন দেখে তাই মনে হচ্ছে।
১৮| ৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:০৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: RAB-এর আগে RAT গঠন করা হয়েছিল। কিন্তু তার ১ম অভিযানেই ২ সদস্য মারা যায়। পরে তারা নাম ও কৌশলে পরিবর্তন আনে। তাদের ১ম শিকার ছিল পিচ্চি হান্নান। যাকে গ্রেফতারের পরদিন অভিযানের সময় নিহত হয় (সেই থেকে শুরু)। RAB, দ্রুত বিচার ট্রাইব্যুনাল - এগুলো বিএনপি'র এমন এক 'সফল' আবিস্কার যা আওয়ামী লীগ বাতিল করেনি (সাধারণত পূর্ববর্তী সরকারের অনেক কিছুই পরবর্তী সরকার রদ/বাতিল করে)...
৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০২
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা এসে বেগম জিয়ার সরকারের ব্যুরোক্রেটদের দ্বারাই দেশ চালানো শুরু করেছিলেন; কিছুই আসলে বদলায়নি; এমন কি ঘোষণা দেয়ার পরও বদলায়নি; কারণ, যারা বদলায়, তারা হলো ব্যুরোক্রেট।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমেরিকায় প্রচুর বাংলাদেশী আছেন। আমেরিকান সরকারের এই মনোভাবকে তারা কিভাবে দেখছেন?